Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গোমেধ Bengali definition [গোমেধ্‌] (বিশেষ্য) হিন্দুদের বৈদিক যজ্ঞবিশেষ; গো-বলি দ্বারা নিষ্পন্ন যজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+মেধ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word গোমড়া Bengali definition [গোম্‌ড়া] (বিশেষণ) ১ বিষণ্ন; মলিন; অপ্রসন্ন। ২ গুমট; মেঘাচ্ছন্ন (ওপরের আকাশটুকুর মুখ গোমড়া-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ফারসি) গুমরাহ্‌ }
  • Bengali Word গোময় Bengali definition [গোময়্‌] (বিশেষ্য) ১ গো-বিষ্ঠা; গোবর। ২ অসার পদার্থ; সারহীন বস্তু (মাথায় যে মস্তিষ্কের পরিবর্তে এতটা গোময় থাকিতে পারে -রবীন্দ্রনাথ ঠাকুর)। গোময়লিপ্ত (বিশেষণ) গোবর দ্বারা নিকোনো (গোময়লিপ্ত পরিচ্ছন্ন অঙ্গনের এক পার্শ্বে-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ময়(ময়ট্‌)}
  • Bengali Word গোযান Bengali definition [গোজান্‌] (বিশেষ্য) গরুর গাড়ি; গো-শকট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+যান; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word গোর ১ Bengali definition [গোর্‌] (বিশেষ্য) কবর; সমাধি; মৃতদেহ মৃত্তিকা নিম্নে প্রোথিতকরণ (মস্ত ভারী গোলা হয়তো ট্রেঞ্চের সামনে-টায় পড়ে আমাদের দু’জনাকেই গোর দিয়ে দেবে-(কাজী নজরুল ইসলাম))। গোর-আজাব (বিশেষ্য) ১ মৃতদেহ সমাহিত হওয়ার পর ফেরেশতাদের দ্বারা পাপের কঠিন শাস্তি; কবরের যন্ত্রণা। ২ ভীষণ যন্ত্রণা; প্রচণ্ড কষ্ট (যেন এ গোর-আজাব-ফররুখ আহমদ)। গোর দেওয়া (ক্রিয়া) দাফন করা; মৃতদেহ কবরস্থ করা। গোরস্তান, গোরস্থান ( বিশেষ্য) কবরস্থান; সমাধিক্ষেত্র। গোরে যাওয়া (ক্রিয়া) মারা যাওয়া মরা; ইন্তোকাল করা। {(ফারসি) গোর }
  • Bengali Word গোর ২ Bengali definition [গোর্‌] (বিশেষ্য) বন্যা গর্দভ (এ স্থালে একটি গোর দেখিয়া প্রিয় অশ্ব রাখ্‌সকে তৎ-পশ্চাতে চালাইয়া দিলেন- মোজাম্মেল হক)। {(ফারসি) গোর }
  • Bengali Word গোর ৩ Bengali definition [গোর্‌] (বিশেষণ) গৌরবর্ণ; সুন্দর; ফরসা। গোরি (ব্রজবুলি) (বিশেষণ) ১ গৌরিঙ্গী। ২ সুন্দরী। ৩ রাধা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৌর}
  • Bengali Word গোরখ Bengali definition [গোরখ] (বিশেষ্য) সন্ন্যাসীবিশেষ; নাথপন্থি (কেহ গোরখের বেশ কেহ মহেশ্বর-সৈয়দ আলাওল)। গোরখনাথ, গোরক্ষনাথ (বিশেষ্য) নাথসম্প্রদায়ের প্রসিদ্ধ গুরু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোরক্ষ>}
  • Bengali Word গোরবত, গুরবত Bengali definition [গোর্‌বত্‌, গুরবত] (বিশেষ্য) দারিদ্র্য (আমি গরিব কথায় দুনিয়াবী গোরবৎ বুঝাই নাই-আবুল মনসুর আহমদ)। {(আরবি) গুরবাহ }
  • Bengali Word গোরস Bengali definition গো১
  • Bengali Word গোরস্তান, গোরস্থান Bengali definition গোর
  • Bengali Word গোরা Bengali definition [গোরা] (বিশেষণ) ১ গৌরবর্ণ; ফরসা; সুন্দর (কালা গোরা সাওলা বরণ-সৈয়দ হামজা)। ২ শ্বেতাঙ্গ (গোরা সৈন্য)। ৩ শ্রীচৈতন্য; গোরাঙ্গ। ৪ পাশ্চাত্যদেশবাসী; শ্বেতকায় ইউরোপীয় (জাহাজ জাহাজ গোরা আসতে লাগল-কালীপসন্ন সিংহ)। ৫ ইউরোপীয় সৈন্য (কার মৃদুবাণী ছাপাইয়া ওঠে গর্বী গোবার ভেরী-সত্যেন্দ্রনাথ দত্ত)। গোরার বাদ্য (বিশেষ্য ) ইউরোপীয় বাজনা; বিলাতি ব্যান্ডপার্টির বাজনা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৌর>}
  • Bengali Word গোরাপ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [গোরাপ্‌] (বিশেষ্য) এক জাতীয় নৌকা (সলুপা নানান ভাঁতি মাছুয়া গোরাপ পাঁতি জালিয়া ভাঁউরি নানা রঙ্গ -সৈয়দ আলাওল)। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word গোরু, গরু (অপ্র.) Bengali definition [গোরু] (বিশেষ্য) ১ গোজাতি। ২ বৃষ; ষণ্ড (গোরুর গাড়ি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ গাভী; গাই। ৪ (ব্যঙ্গার্থ) নির্বোধ ব্যক্তি; মূর্খ লোক। গোরু-খোঁজা করা-গরু হারিয়ে গেলে যেমন মাঠ-জঙ্গল সর্বত্রই খুঁজতে হয় সেইরূপ সন্ধান করা; সম্ভব অসম্ভব সকল স্থানে সন্ধান করা; সর্বত্র সন্ধান করে বের করার চেষ্টা। গোরু চোর (বিশেষ্য) ১ গরুহরণকারী। ২ নীচ কার্য করার জন্য যে সমস্ত জ্বালাযন্ত্রণা মুখ বুঝে সহ্য করে। ৩ নিপীড়ন বা লাঞ্ছনার ভয়ে ত্রস্ত থাকে এরূপ লোক; ভীরু স্বভাবের। □ (বিশেষ্য ), (বিশেষণ) (গালি) অত্যন্ত ইতর লোক। গোরু মেরে জুতো দান ১ গুরুতর পাপের প্রায়শ্চিত্তস্বরূপ সামান্য পুণ্য করা; বড় অপরাধের পর যৎসামান্য ক্ষতি স্বীকার করা। ২ ভীষণভাবে অপমান করে যৎসামান্য দানের প্রস্তাব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোরূপ>}
  • Bengali Word গোরোচনা Bengali definition [গোরোচোনা] (বিশেষ্য) উজ্জ্বল পীতবর্ণ দ্রব্য যা গরুর মাথায় থাকে; গোচন্দন; পিউড়ি। গোরোচনা-গোরী (বিশেষণ) গোচন্দনের ন্যায় শ্বেত; উজ্জ্বল পীত আভাযুক্ত শুভ্র বর্ণ (গোরোচনা গোরী পাণ্ডুর হ’ল যৌবন নিষ্ফল-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ √রুচ্‌+ণিচ্‌+অন(ল্যুট্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word গোর্খনাথ Bengali definition [গোর্‌খোনাথ্‌] (বিশেষ্য) গোরখনাথ; নাথসম্প্রদায়ের বিশিষ্ট গুরু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোরক্ষনাথ>}
  • Bengali Word গোর্জ, গুর্জ Bengali definition [গোর্‌জো, গুর্জ] (বিশেষ্য) মুগুর (তলওয়ার তীর গোর্জ নেজায় পিঠ যেত তার ছেয়ে- নই; আজি ধ্বংস ভয়াল গুর্জ লই- বেনজীর আহমদ)। {(ফারসি) গোর্জ }
  • Bengali Word গোর্দা, গুর্দা Bengali definition [গোর্‌দা, গুর্দা] (বিশেষ্য) ১ হিম্মত; সাহস (নাহি নাচে কিরে মরদের ওরে দিলীরের গোর্দ্দায়-(কাজী নজরুল ইসলাম))। ২ বৃক্ক; মূত্রাশয়। {(ফারসি) গুর্দাহ্‌ }
  • Bengali Word গোল ১, গোলাকার, গোলাকৃতি Bengali definition [গোল, গোলাকার, গোলাক্‌কৃতি] (বিশেষণ) ১ বৃত্তাকার; বর্তুলাকার; চক্রাকার; round। ২ বৃত্ত। ৩ বৃত্তাকার বস্তু। ৪ বল; গোলক। গোলগাল (বিশেষণ) ১ প্রায় গোলাকার। ২ অতিশয় হৃষ্টপুষ্ট; মোটাসোটা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুড়্‌+অ(অচ্‌)}
  • Bengali Word গোল ২ Bengali definition [গোল] (বিশেষ্য) ১ উচ্চ শব্দ; হল্লা; অট্টবোল (গোল করো না)। ২ জটিলতা; প্যাঁচ (তার মনে গোল আছে)। ৩ সন্দেহ; দ্বিধা; দ্বন্দ্ব (মনের গোল মেটানো)। ৪ ফ্যাসাদ; ঝামেলা; সমস্যা (ভুল কবুল করিলে সকল গোল মিটিয়া যাইত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ ভুল; ভ্রান্তি (গোল করে ফেঁলা)। ৬ বিবাদ; কলহ। গোলে হরিবোল দেওয়া ১ অনেকে থাকার সুযোগে কাজে ফাঁকি দেওয়া; কোনো রকমে দায় উদ্ধার। ২ কোনো রকমে ভাগ মিলানো। ৩ গোলমালের মধ্যে কোনো প্রকারে হিসাব মিলিয়ে দেওয়া। {(ফারসি) গল }
  • Bengali Word গোল ৩ Bengali definition [গোল] (বিশেষ্য) ১ ফুটবল প্রভৃতি খেলায় যে স্থানে বল প্রবেশ করলে পয়েন্ট পাওয়া যায়; পয়েন্ট লাভ করার জন্য বল প্রবিষ্ট করানোর নির্দিষ্ট স্থান (গোলের ভেতরে বলরে ছুঁড়িয়া দাও-(জসীমউদ্‌দীন))। গোল খাওয়া ( ক্রিয়া) পরাজিত হওয়া; হেরে যাওয়া। গোল দেওয়া (ক্রিয়া) (খেলায়) পরাজিত করা; হারানো। ২ ((আলঙ্কারিক)) বোকা বানানো; কোনো বিষয়ে হারিয়ে লাভবান হওয়া। {(ইংরেজি) goal}
  • Bengali Word গোলই Bengali definition গলুই
  • Bengali Word গোলক Bengali definition [গোলোক্‌] (বিশেষ্য) ১ বর্তুলাকার বস্তু; মণ্ডল (ভূগোলক)। ২ ভাঁটা; কন্দুক; ball। ৩ যে বর্তুলের উপরে পৃথিবীর প্রতিরূপ অঙ্কিত থাকে; globe। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোল+ক(কন্‌)}
  • Bengali Word গোলক-ধাঁধা Bengali definition [গোলোক্‌ধাঁধা] (বিশেষ্য) ১ যে স্থানে প্রবেশ করলে বহির্গমনপথ খুঁজে পাওয়া দুষ্কর হয়। ২ দুর্বোধ্য সমস্যা; জটিল বিষয় যার সমাধান পাওয়া কঠিন। {(হিন্দী) গোরখধংধা; (তৎসম বা সংস্কৃত শব্দ) গোলক+ (তৎসম বা সংস্কৃত শব্দ) দ্বন্দ্ব>}
  • Bengali Word গোলকুণ্ডা Bengali definition [গোল্‌কুন্‌ডা] (বিশেষ্য) হীরক খনির জন্য প্রসিদ্ধ দক্ষিণ ভারতের স্থানবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোলক+কুণ্ড}
  • Bengali Word গোলগাল Bengali definition [গোল্‌গাল্‌] (বিশেষণ) ১ প্রায় বর্তুলাকার। ২ মোটাসোটা; প্রচুর পুষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোল+ (অনুকারক শব্দ, শব্দদ্বৈত) (বাংলা) গাল}
  • Bengali Word গোলজার Bengali definition গুলজার
  • Bengali Word গোলদার Bengali definition [গোল্‌দার] (বিশেষ্য), (বিশেষণ) আড়তদার; গোলার মালিক। গোলদারি, গোলদারী (বিশেষ্য ) ১ গোলদারের পেশা; আড়তদারি। □ (বিশেষণ) আড়ত বা আড়তদার সম্বন্ধীয়। {(ফারসি) গোলাহ, + (হিন্দী) +দার}
  • Bengali Word গোলন্দাজ Bengali definition [গোলোন্‌দাজ্‌] (বিশেষ্য) যে সৈনিক কামান দেগে গোলা নিক্ষেপ করে। গোলন্দাজি, গোলন্দাজী (বিশেষ্য ) ১ গোলন্দাজের পেশা। □ (বিশেষণ) গোলন্দাজ-সংক্রান্ত। {(ফারসি) গোল + (হিন্দী) আন্দাজ}
  • Bengali Word গোলপাতা Bengali definition [গোল্‌পাতা] (বিশেষ্য) এক জাতীয় ছোট গাছের পাতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোল+ (তৎসম বা সংস্কৃত শব্দ) পত্র}