Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খলট Bengali definition [খলোট্‌] (বিশেষ্য) ১ উঠান। ২ ধান মাড়াই করার স্থান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্থল>+(বাংলা) ট}
  • Bengali Word খলতি Bengali definition [খলোতি] (বিশেষ্য) মাথার টাক। □ (বিশেষণ) টাক বিশিষ্ট; টেকো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খল্‌+অতি(অতিচ্‌); (তৎসম বা সংস্কৃত শব্দ) স্খল্‌>(বাংলা) খল+(বাংলা) তি}
  • Bengali Word খলধান Bengali definition [খল্‌ধান] (বিশেষ্য) ১ ধান মাড়াই করার স্থান; খামার। ২ খলে যে ধান পড়ে থাকে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √স্খল>+ধা+অন; খলে পতিত ধান; খল+আধান; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word খলপা, খলফা Bengali definition [খল্‌পা, খলফা] (বিশেষ্য) ১ শস্যের গোলবিশেষ। ২ দরমা; বাঁশের তৈরি চাটাই; mat। ৩ সহজেই ভেঙে যায় এমন বৃক্ষশাখা; পলকা ডাল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল+পদ}
  • Bengali Word খলপু Bengali definition [খল্‌পু] (বিশেষ্য) ১ ঝাড়ুদার। ২ মেথর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল+√পূ+ক্বিপ্‌}
  • Bengali Word খলবল Bengali definition [খল্‌বল্‌] (অব্যয়) অল্প জলে মাছ লাফানোর শব্দ। □ (বিশেষণ) চঞ্চল; অস্থির (গোম ফল খাইবারে খলবল অতি-হেয়াত মাহমুদ)। খলবলানি (বিশেষ্য) খলবল শব্দে নড়ন চড়ন; প্রবল চাঞ্চল্য (মৌরলা মাছ খলবলানিতে লাফাইয়া পড়ে গায়-বন্দে আলী মিয়া)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খলল Bengali definition [খলল্‌] (বিশেষ্য) ১ ব্যাঘাত; হানি (ইমানের খলল হওয়া)। ২ গোলযোগ। {(আরবি) খলল}
  • Bengali Word খলশে, খলিশা Bengali definition [খোল্‌শো, খোলিশা] (বিশেষ্য) কই জাতীয় ছোট মাছবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খলিশ, খলেশয়}
  • Bengali Word খলা, খোলা Bengali definition [খোলা] (বিশেষ্য) ১ ক্ষেত্র; উন্মুক্ত স্থান। ২ ধান মাড়ানোর ও শুকানোর জন্য বিস্তৃত স্থান (এক কাঠা ভুঁই নাই খলা পাতিবারে -ময়মনসিংহ গীতিকা)। ইটখলা (বিশেষ্য) ইট তৈরি করা ও পোড়ানোর স্থান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল/খল্ল>; (তৎসম বা সংস্কৃত শব্দ) স্থল>+ (বাংলা) আ}
  • Bengali Word খলাস Bengali definition খালাস
  • Bengali Word খলি Bengali definition [খোলি] (বিশেষ্য) খইল; তেলের শিটা; কাইট (মাটিতে পোঁতা নাদায় কুলপত্নীর হস্তমিশ্রিত খলি-মিশান ললিত বিচালী-চূর্ণ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খল+ই(ইন্‌)}
  • Bengali Word খলিত Bengali definition [খোলিতো] (বিশেষণ) টাকবিশিষ্ট; টেকো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্খলিত; আদিবর্ণ লোপে খলিত}
  • Bengali Word খলিন, খলীন Bengali definition [খোলিন্‌] (বিশেষ্য) ১ লাগাম। ২ ঘোড়ার লাগামের কড়িয়ালের লোহা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ+লীন}
  • Bengali Word খলিফা, খলীফা Bengali definition [খলিফা] (বিশেষ্য) ১ প্রতিনিধি (উপযুক্ত হবে পৃথিবীতে খলীফা পদ লাভ করবার জন্য-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। ২ হজরত মুহম্মদের (সা.) পর মুসলিম রাষ্ট্রের নির্বাচিত প্রধান শাসনকর্তা-তিনি একাধারে শাসনকর্তা ও ধর্মনেতা (এ যে খলিফার ফরমান-হাবীবুল্লাহ বাহার)। ৩ দরজি। ৪ ওস্তাদ কারিগর। ৫ সর্দার; প্রধান; দলপতি। (এয়ার খলিপা ত হক কথা কহিয়াছে-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি) খলীফাহ}
  • Bengali Word খলিল Bengali definition [খোলিল্‌] (বিশেষ্য) বন্ধু; মিত্র। খলিলুল্লাহ (বিশেষ্য) আল্লাহর বন্ধু; হযরত ইবরাহিমের উপাধি। {(আরবি) খলীল}
  • Bengali Word খলিশ খলিশা Bengali definition খলেশ
  • Bengali Word খলীন Bengali definition খলিন
  • Bengali Word খলীফা Bengali definition খলিফা
  • Bengali Word খলেন, খলিহান, খইলান Bengali definition [খোলেন, খোলিহান, খোইলান্‌] (বিশেষ্য) শস্য মাড়ানোর নির্দিষ্ট জায়গা (সেগুলিকে আঁটি বেঁধে কর্মান্ত ঘরের কাছে খলিহান-এ নিয়ে যেতাম-রাহুল সাংকৃত্যায়ন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খলস্থান>}
  • Bengali Word খলেশ Bengali definition [খোলেশ্‌] (বিশেষ্য) খলিশা মাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খলিশ/খলেশয়>}
  • Bengali Word খল্বাট Bengali definition [খল্‌লাট] (বিশেষণ) ১ টেকো। ২ টাকযুক্ত। ৩ কেশশূন্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল্বাট}
  • Bengali Word খল্ল Bengali definition [খল্‌লো] (বিশেষ্য) ১ ওষুধ মাড়ার খল। ২ চামড়া। ৩ গর্ত; খাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খল্‌+ক্বিপ্‌>}
  • Bengali Word খল্লিকা Bengali definition [খোল্‌লিকা] (বিশেষ্য) পিঠে ভাজার খোলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল্ল+ক(কন্) +আ(টাপ্‌)}
  • Bengali Word খল্লিট, খল্লীট Bengali definition [খোল্‌লিট্‌] (বিশেষণ) মাথায় টাক পড়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √স্খল্‌+ণিচ্‌+ত(ক্ত)>; (তৎসম বা সংস্কৃত শব্দ) খল্বাট>খল্লাট>}
  • Bengali Word খশ, খশখশ Bengali definition খস১ এবং খসখস১
  • Bengali Word খস ১, খস ১ Bengali definition [খশ্‌] (অব্যয়) ১ শুষ্ক বস্ত্র বা পত্রাদির শব্দ। ২ পাখের কলম দ্বারা দ্রুত লেখার শব্দ। ৩ খসে পড়ার শব্দ। খসখস১ (অব্যয়) ১ শুষ্ক কাপড়; গাছের পাতা প্রভৃতির ঘর্ষণের শব্দ। ২ পাখের কলম দ্বারা দ্রুত নিখবার শব্দ। খসখসানি (বিশেষ্য) শুষ্ক বস্ত্র পত্রাদির ঘর্ষণজনিত শব্দ। খসখসে (বিশেষণ) ১ অসমৃণ; কর্কশ। ২ শুষ্ক। (ধ্বন্যাত্মক}
  • Bengali Word খস ২, খশ ২ Bengali definition [খশ্‌] (বিশেষ্য) ১ খোস; পাঁচড়া; চুলকানি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ+√সো + অ(অচ্‌)}
  • Bengali Word খসই Bengali definition (ব্রজবুলি) [খশোই] (অসমাপিকা ক্রিয়া) খসে; স্খলিত হয়ে (খসই পড়ু পায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্খলতি> (বর্ণবিপর্যয়ে ও বর্ণলোপে) খসতি>খসই}
  • Bengali Word খসখস ১ Bengali definition খস১
  • Bengali Word খসখস ২ Bengali definition [খশ্‌খশ্‌] (বিশেষ্য) গন্ধতৃণবিশেষ; বেণার মূল; উশীর। {(ফারসি) খস}