খ পৃষ্ঠা ৫
- Bengali Word খনৎকার Bengali definition ⇒ খনক
- Bengali Word খনয়িত্রী Bengali definition [খনোয়িত্ত্রি] (স্ত্রীলিঙ্গ) (বিশেষ্য) ১ যে খনন করায়। ২ খন্তা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্+ণিচ্+তৃ(তৃচ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word খপ, খগ Bengali definition [খপ্, খগ্] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) হঠাৎ; দ্রুত; অতর্কিত-ভাবে; আচম্বিতে। খপ-খপানি বিশেষ্য ১ মনের ভিতরকার অস্বস্তি; বুক টিপ টিপ করা ভাব। ২ অসন্তোষ; অতৃপ্তি; উদ্বেগ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word খপছুরত Bengali definition ⇒ খুবসুরৎ
- Bengali Word খপরা Bengali definition ⇒ খাপরা
- Bengali Word খপাৎ Bengali definition [খপাত্] (অব্যয়) নরম জিনিস দ্রুত ধরে ফেলার শব্দ। □ ক্রিয়াবিশেষণ হঠাৎ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word খপুর Bengali definition [খপুর] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ১ খর্পর। ২ মাটির কলসি। ৩ পানসুপারি রাখবার ডাবর (খপুরে পুন রাখয়ে-জ্ঞানদাস)। ৪ সুপারিগাছ। ৫ শূন্যে কল্পিত প্রাসাদ; castle in the air। {সংস্কৃত খর্পর}
- Bengali Word খপুষ্প Bengali definition [খপুশ্পো] (বিশেষ্য) ১ আকাশ-কুসুম। ২ অস্তিত্বহীন পদার্থ। ৩ অলীক বস্তু। ৪ বাস্তব নয় যা। {সংস্কৃত খ+পুষ্প}
- Bengali Word খপোত Bengali definition [খপোত্] (বিশেষ্য) বিমান; আকাশযান; উড়োজাহাজ। {সংস্কৃত খ+পোত}
- Bengali Word খপ্পর Bengali definition [খপ্পর্] (বিশেষ্য) ১ ফাঁদ; কবল; চক্রান্ত; ছলনা-জাল। ২ খোলা; খাপরা; খোলার চাল। {সংস্কৃত খর্পর}
- Bengali Word খপ্পা, খাপ্পা, খফা Bengali definition [খপ্পা, খাপ্পা, খফা] (বিশেষণ) কুপিত; অসন্তুষ্ট; ক্ষিপ্ত; ক্রুদ্ধ। {ফারসি খফা >খপা>খপ্প+বাংলা আরবি=খপপা}
- Bengali Word খফি, খাফি Bengali definition [খোফি, খাফি] (বিশেষণ) নিঃশব্দ; নীরব। □ (বিশেষ্য) গোপন; গুপ্ত। {আরবি}
- Bengali Word খবর Bengali definition [খবোর্] (বিশেষ্য) ১ বার্তা; সংবাদ। ২ তথ্য; বৃত্তান্ত। ৩ তত্ত্ব। ৪ যত্ন; তত্ত্বাবধান। ৫ সন্ধান; উদ্দেশ্য। খবরগির, খবরগীর বিশেষ্য ১ সংবাদবাহক; সংবাদদাতা। ২ গোয়েন্দা; চর। □ (বিশেষণ) তত্ত্বাবধানকারী। খবরগিরি বিশেষ্য ১ খোঁজ-খবর নেওয়ার কাজ; সংবাদবাহকের কাজ। ২ গোয়েন্দার কাজ। ৩ তত্ত্বাবধান; খবরদারি (করিবে খবরগিরি রাখিবে হুরমতে-সৈয়দ হামজা)। খবরদার১, খবর্দার অব্যয় সাবধান; হুশিয়ার (কিন্তু খবরদার গোড়াতেই প্রেম এসে না জোটে-রাজশেখর বসু (পরশু))। খবরদার২ বিশেষণ তত্ত্ববিদ বা তত্ত্বজ্ঞ (আদালতে গমন করিয়া আদালতের রীতিজ্ঞ অর্থাৎ আইন খবরদার হয়েন-ভবা)। খবরদারি, খবরদারী বিশেষ্য তত্ত্বাবধান (বৃদ্ধ স্বামীর উপর খবরদারী করা আজ আর সাজে না-গৌরিশঙ্কর চট্টাচার্য)। ২ সাবধানতা; সতর্কতা; হুশিয়ারি। খবর পাওয়া ক্রিয়া ১ সংবাদ পাওয়া। ২ খোঁজ পাওয়া; সন্ধান পাওয়া; উদ্দেশ পাওয়া। খবর রাখা ক্রিয়া খোঁজ রাখা; ওয়াকিফহাল থাকা। খবর লওয়া ক্রিয়া ১ তত্ত্ববধান করা। ২ সংবাদ জানা; খোঁজ লওয়া। খবর হওয়া ক্রিয়া ১ সংবাদ পৌঁছা; খবর প্রকাশিত হওয়া। ২ সাড়া পড়ে যাওয়া। খবরা খবর বিশেষ্য ১ পরস্পর সংবাদ বিনিময়। ২ খোঁজ-খবর। ৩ তত্ত্বাবধান। খবরের কাগজ বিশেষ্য সংবাদপত্র; newspaper। খোশখবর বিশেষ্য ভালো খবর; সুসংবাদ। {আরবি খবর}
- Bengali Word খবিস, খবিশ Bengali definition [খোবিশ্, খোবিশ্] (বিশেষ্য) ১ নোংরা; অপরিষ্কার। ২ কদাচারী; নষ্ট (এ ছাড়া দেখেছো? খবীছের দল-মুই)। ৩ অপবিত্র হৃদয়; অশুদ্ধ চিত্ত। ৪ অপবিত্র ভূত; অপদেবতা। ৫ শয়তান। □ বিশেষণ কুটিল। (খবিশ পাইল বলি ডাকি আনি ওঝা-ভারতচন্দ্র রায় গুণাকর)। {আরবি খবীছ}
- Bengali Word খমক Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [খমোক্] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ (বন্দে দিগম্বরে খমক ডমরু করে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {ফারসি খুমক}
- Bengali Word খমণি Bengali definition [খমোনি] (বিশেষ্য) সূর্য। {সংস্কৃত খ+মণি}
- Bengali Word খমধ্য Bengali definition [খমোদ্ধো] (বিশেষ্য) আকাশ-বিন্দু; মাথার ঠিক উপরে ঊর্ধ্ব আকাশে কল্পিত বিন্দুবিশেষ; zenith। {সংস্কৃত খ+মধ্য}
- Bengali Word খমীর, খমির Bengali definition ⇒ খামীর
- Bengali Word খম্বা Bengali definition ⇒ খাম্বা
- Bengali Word খর ১ Bengali definition [খর্] (বিশেষণ) ১ ধারাল; তীক্ষ্ন (খর অসি)। ২ প্রবল (ধু ধু চৈত্রের খর দাহনের দিনে-রখা)। ৩ অতি দ্রুতগতি; তীব্রগতি (খরস্রোতা)। ৪ কর্কশ; কঠোর; রূঢ় (খর বচন)। ৫ উগ্র; কড়া (খর ঝাল)। ৬ প্রখর; প্রচণ্ড (খর রৌদ্র)। ৭ ধাতব পদার্থ মিশ্রিত (খর পানি)। খরকর (বিশেষ্য) তীব্র কিরণ; প্রখর তেজ। ২ সূর্য। খরখরে (বিশেষণ) ১ কর্কশ; তীক্ষ্ণস্পর্শ; অমসৃণ (পাগুলো গেঁটেগেঁটে কাদামাখা খরখরে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ চালাক; চতুর; চটপটে। ৩ অতিরিক্ত ভাজা। খরখরে বুদ্ধি (বিশেষ্য) তীক্ষ্ণ বুদ্ধি; প্রখর বুদ্ধি; সজাগ বুদ্ধি। খর জল, খর পানি (বিশেষ্য) লবণ; ক্ষার প্রভৃতি ধাতব পদার্থযুক্ত পানি; hard water। খরজালি (বিশেষ্য) রৌদ্রতাপে পানি শুষ্ক করে প্রস্তুত লবণ। খরতর (বিশেষণ) তীক্ষ্ণতর; অত্যন্ত প্রখর (খরতর বক্রহানি শুন্যে বরষিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। খরধার, খরশান (বিশেষণ) খুব ধারালো; তীক্ষ্ণ ধারবিশিষ্ট। খরপোড়া (বিশেষণ) বেশি পোড়া (খরপোড়া পাতিল)। খরশাণ, খরশান, খরসান১ (বিশেষণ) তীক্ষ্ণ শানযুক্ত; খুব ধারালো (শোভে খরসান অসি-মাইকেল মধুসূদন দত্ত)। খর স্রোত, খর স্রোতঃ (বিশেষ্য) প্রবল স্রোত; অত্যন্ত বেগবান প্রবাহ। খরস্রোত বিণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ+√রা+অ(ক)}
- Bengali Word খর ২ Bengali definition [খর্] (বিশেষ্য) ১ গর্দভ; খচ্চর; অশ্বতর। ২ রাক্ষসবিশেষ; লঙ্কার রাজা রাবণের বৈমাত্রেয় ভ্রাতা। খর দরজাল (বিশেষ্য) ১ দরজাল নামক অত্যাচারী ব্যক্তি যে গাধায় আরোহণ করে হঠাৎ উপস্থিত হবে। কথিত আছে যে, সে দুনিয়ার সাধুসজ্জন ব্যক্তিদের নিশ্চিহ্ন করে ফেলবে। ২ অতি অত্যাচারী লোক (খর-দরজাল আসছে বুঝে শিঙায় দিয়ে হাঁক-(জসীমউদ্দীন))। ⇒ খরেদজ্জাল। {(ফারসি) খর্}
- Bengali Word খরগোশ, খরগোস Bengali definition [খর্গোশ্] (বিশেষ্য) শশক; hare। {ফারসি খরগোশ}
- Bengali Word খরচ, খরচা, খর্চা Bengali definition [খরোচ্, খর্চা, খর্চা] (বিশেষ্য) ১ ব্যয় (বিদ্যা খরচ না করেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ব্যয় করার অর্থ (এই মামলার খরচ দেবে কে?)। খরচ, খরচা, খরচপত্র, খরচপাতি বিশেষ্য নানা প্রকার ব্যয়। খরচান্ত বিশেষ্য ১ অত্যধিক ব্যয়; বেশি খরচ। ২ খরচের ফলে ফতুর বা রিক্তহস্ত। খরচি বিশেষণ অতিরিক্ত খরচ করে এমন। খরচে, খরচিয়া (বিশেষণ) ১ মুক্তহস্তে ব্যয় করে এমন; উদারহস্ত। ২ অমিতব্যয়ী। খরচের খাতায় লেখা ক্রিয়া লাভের আশা ত্যাগ করা; ক্ষতি বলে ধরে রাখা। □ বিশেষ্য উদ্ধারের আশা নেই এমন। {আরবি খরজ্> ফারসি খরচ}
- Bengali Word খরজ Bengali definition [খরোজ্] (বিশেষ্য) সংগীতের সপ্তসুরের প্রথম সুর, ‘সা’ এই সুর। {সংস্কৃত ষড়্জ}
- Bengali Word খরজালি, খরতর, খরধোর Bengali definition ⇒ খর১
- Bengali Word খরমুজ, খরমুজা, খরবুজ, খরবুজা Bengali definition [খরমুজ্, খরমুজা, খরবুজ্, খরবুজা] (বিশেষ্য) তরমুজের মতো ফুটি জাতীয় ফল (চাহি না বরফ, শরবৎ মিঠা, খরমুজা কাশ্মীরী- মোহিতলাল মজুমদার)। {ফারসি খর্ বূজাহ্}
- Bengali Word খরযান Bengali definition [খর্জান্] (বিশেষ্য) গাধায় টানা গাড়ি। {ফারসি খর +সংস্কৃত যান}
- Bengali Word খরশান Bengali definition ⇒ খর
- Bengali Word খরশাল Bengali definition [খর্শাল্] (বিশেষ্য) গাধার বাসস্থান। {ফারসি খর +সংস্কৃত শালা}
- Bengali Word খরশুলা, খরসুলা, খোরশোলা, খোরসোলা Bengali definition [খর্শুলা, খরসুল, খোরশোলা, খোরসোলা] (বিশেষ্য) ১ ছোট মাছবিশেষ (কূলে কূলে চলে খরসুলা মাছ-বন্দে আলী মিয়া)। ২ বাটা মাছ। {সংস্কৃত খর+শফর>?}