Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ওটা Bengali definition [ওটা] (সর্বনাম) নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে; বিশেষ বস্তু বা বিষয় উল্লেখে ব্যবহৃত সর্বনাম। {ও+টা}
  • Bengali Word ওঠ Bengali definition ওষ্ঠ
  • Bengali Word ওঠবন্দী Bengali definition উঠবন্দী
  • Bengali Word ওঠবোস Bengali definition উঠবোস
  • Bengali Word ওঠসার Bengali definition উঠসার
  • Bengali Word ওঠা , ওঠানামা , ওঠাপড়া Bengali definition উঠা
  • Bengali Word ওডিকলোন Bengali definition অডিকলন
  • Bengali Word ওড্র , ওঢ্র ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [ওড্‌ড্রো, ওঢ্‌ঢ্রো] (বিশেষ্য) ১ ওড়িষ্যা; উৎকল দেশ (তবে ওঢ্রদেশ সীমা প্রভু চলি আইলা-বৃদা)। ২ জবাফুল। {(তৎসম বা সংস্কৃত) আ+√উদ্ +র, (তৎসম বা সংস্কৃত) ওড্র> (প্রাকৃত) ওড়}
  • Bengali Word ওঢ্র Bengali definition ওড
  • Bengali Word ওত , ওৎ , ওঁত , ওঁৎ Bengali definition [ওত্, ওত্‌, ওঁত্‌, ওঁত্‌] (বিশেষ্য) আক্রমণের জন্য সতর্কতার সহিত প্রতীক্ষা। ওতপাতা, ওঁতপাতা ক্রি। {(তৎসম বা সংস্কৃত) √অব্(রক্ষণে)>ওত্>ওঁত, ইদুরের উপদ্রব থেকে রক্ষা}
  • Bengali Word ওতন Bengali definition ওয়াতন
  • Bengali Word ওতপ্রোত Bengali definition [ওতোপ্‌প্রোতো] (বিশেষণ) বিশেষভাবে জড়িত; অন্তর্ব্যাপ্ত; পরিব্যাপ্ত (মানুষের জীবনে কল্পনা ও বাস্তব ওতপ্রোতভাবে মিশে আছে-মোতাহের হোসেন চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত ) ওত (ব্যাপ্ত)+প্রোত (গ্রথিত)=ওতপ্রোত; দ্বন্দ্বসমাস}
  • Bengali Word ওতরান , ওতরানো Bengali definition উতরানো
  • Bengali Word ওথলান , ওথলানো Bengali definition উথলানো
  • Bengali Word ওদন Bengali definition [ওদোন্] (বিশেষ্য) অন্ন; ভাত (শিশু কান্দে ওদনের তরে-কবি কঙ্কনণ মুকুন্দরাম চক্রবর্তী)। ওদনপ্রাশন (বিশেষ্য) হিন্দু সমাজের অন্ন প্রাশন; মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান (করাইল সবাকার ওদন প্রাশন-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) √উন্দ্‌+অন(যুচ্)}
  • Bengali Word ওদা Bengali definition [ওদা] (বিশেষণ) ভিজা; নরম; খাস্তা নয় এমন (ওদা মুড়ি)। {(তৎসম বা সংস্কৃত) আর্দ্র>(প্রাকৃত) ওদ্দ+আ=ওদ্দা>ওদা; অথবা (তৎসম বা সংস্কৃত ) উদ (জল)+আ>উদা>ওদা}
  • Bengali Word ওদিক Bengali definition [ওদিক্] (বিশেষ্য) ১ ঐদিক; অপর দিক। ২ ঐদেশ। ৩ অপর পক্ষ। {বাংলা ও+(তৎসম বা সংস্কৃত) দিক্‌ }
  • Bengali Word ওধার Bengali definition [ওধার্] (বিশেষ্য) ওদিক; অপর দিক; দূরবর্তী নির্দিষ্ট স্থল। এধার (বিপরীতার্থক শব্দ )। {বাংলা ও+(হিন্দি) উধার}
  • Bengali Word ওপচান , ওপচানো Bengali definition উপচানো
  • Bengali Word ওপড়ান , ওপড়ানো Bengali definition উপড়ানো
  • Bengali Word ওফা Bengali definition [ওফা] (বিশেষ্য) অঙ্গীকার পূরণ; বিশ্বস্ততা; আনুগত্য। ((বিপরীতার্থক শব্দ)) বেওফা (বিশেষণ) অবিশ্বস্ত; অঙ্গীকার পালন করে না এমন। {(আরবি) রফা }
  • Bengali Word ওফাত , ওফাৎ Bengali definition [ওফাত্] (বিশেষ্য) মৃত্যু; পরলোকগমন (হজরতের ওফাতের কিছু দিন আগে-হবা)। {(আরবি) রফাত্ }
  • Bengali Word ওফাদার Bengali definition [ওফাদার্] (বিশেষণ) অনুগত; বাধ্য; বশ; বিশ্বস্ত (বড় ওফাদার তেরা মকবেল সরদার-সৈয়দ হামজা)। ওফাদারি, ওফাদারী (বিশেষ্য) আনুগত্য; বশ্যতা; বাধ্যতা; অঙ্গীকার-পূরণ; বিশ্বস্ততা (আপনে বুঝি ওফাদারির ওয়াদাটা কৈরাই আসছেন? -মুহম্মদ মনসুরউদ্দীন)। {(আরবি) রফা +(ফারসি) দার }
  • Bengali Word ওবা ১ Bengali definition [ওবা] (বিশেষ্য) ১ মহামারী; মড়ক। ২ কলেরা বসন্ত প্লেগ ইত্যাদি সংক্রামক রোগ। {(আরবি) রবা }
  • Bengali Word ওবা ২ Bengali definition উবা
  • Bengali Word ওম ১ Bengali definition ওঁ
  • Bengali Word ওম ২ Bengali definition উম
  • Bengali Word ওমদা Bengali definition উমদা
  • Bengali Word ওমর , উমর Bengali definition [ওমর্, উমর্‌] (বিশেষ্য) বয়স (মোর ওমর বহু হল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি) উম্‌র }
  • Bengali Word ওমরা , ওমরাহ্ , উমরা , উমরাহ Bengali definition [ওম্‌রা, ওম্‌রাহ্, উম্‌রা, উম্‌রাহ্‌] (বিশেষ্য) ১ আমিরগণ; বাদশাহের অধীন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিবর্গ। ২ অভিজাতবর্গ; ক্ষমতাশালী ধনী সম্প্রদায়। {(আরবি) বহুব উমারা একব আমীর }