ও পৃষ্ঠা ২
- Bengali Word ওগায়রা , ওগয়রহ , ওগএরহ Bengali definition [ওগায়্রা, ওগয়্রহ্, ওগয়্রহ্] (অব্যয়) ইত্যাদি, প্রভৃতি; আর; অন্যান্য (বঙ্গদেশের যশহর ওগএরহের জমিদার-রামরাম বসু)। ওগায়রা-ওগায়রা অব্য ইত্যাদি ইত্যাদি (ওগায়রা-ওগায়রা বয়ান করিলেন-মুহম্মদ মনসুরউদ্দীন)। {(আরবি) রগয়্রহ্ }
- Bengali Word ওগো Bengali definition [ওগো] (অব্যয়) সম্বোধন সূচক (ওগো আমার শ্রাবণ মেঘের খেয়াতরীর মাঝি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অসৌ>ও+বাংলা গো; অথবা (তৎসম বা সংস্কৃত ) অঘো}
- Bengali Word ওঘ Bengali definition [ওঘ] (বিশেষ্য) ১ সমূহ; রাশি (ওড় পুষ্প ওঘ জিনি ওষ্ঠের ওজস-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ তরঙ্গ; জলপ্রবাহ। {(তৎসম বা সংস্কৃত) √উচ্> উক্(ক>ঘ)+অ(অঞ্)}
- Bengali Word ওঙ্কার Bengali definition ⇒ ওঁ
- Bengali Word ওচান , ওচানো Bengali definition ⇒ উঁচা
- Bengali Word ওছি , ওছী Bengali definition ⇒ অছি
- Bengali Word ওছিলা Bengali definition ⇒ অসিলা
- Bengali Word ওছিয়ত Bengali definition ⇒ অসিয়ত
- Bengali Word ওজ ১ ( ব্রজবুলি ) Bengali definition [ওজো] (ক্রিয়াবিশেষণ) প্রবল অনুরাগের সঙ্গে; আগ্রহ সহকারে (প্রিয় মুখে সুমুখি চুম্বয়ে ওজ-বিদ্যাপতি)। {( তৎসম বা সংস্কৃত) √ওজ্ + অ(অচ্)}
- Bengali Word ওজ ২ ( প্রাচীন বাংলা ) Bengali definition [ওজো] (বিশেষ্য) পদ্ম; কমল। {(তৎসম বা সংস্কৃত) অব্জ>অবজ>অওজ>ওজ}
- Bengali Word ওজঃ Bengali definition [ওজো] (বিশেষ্য) ১ তেজ; বল। ২ সাহিত্যের গুণ বিশেষ; রচনায় যে ধর্ম বা স্টাইল থাকলে চিত্ত উদ্দীপ্ত হয়। {(তৎসম বা সংস্কৃত) √ওজ্+অস্ (অসুন্)}
- Bengali Word ওজন Bengali definition [ওজোন্] (বিশেষ্য) ১ মাপ; তৌল। ২ গুরুত্ব। ৩ মর্যাদা (সেও সাত আনার ওজনে উত্তর দিয়া থাকে-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। ৪ ক্ষমতা; শক্তি; সঙ্গতি। ওজন করা (বিশেষণ) পরিমিত; সংযত; উচ্ছ্বাসবিহীন; ভাবলেশহীন (ওজন-করা আলাপ; ওজন-করা ভালোবাসা)। ওজনদর (বিশেষ্য) দাঁড়িপাল্লায় তৌল হিসাবে নির্ধারিত মূল্য-সংখ্যা হিসাবে অথবা দৈর্ঘ্য প্রস্থ হিসাবে নয়। □ (ক্রিয়াবিশেষণ) পরিমিতভাবে; হিসাব মাফিক (মিষ্ট মুখে ভুবন ভরা হাসি ওষ্ঠে শেষে ওজনদরে মিলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ওজনদার (বিশেষণ) ১ ভারী ও পুরু (রীতিমতো ওজনদার পর্দায় ঘেরা-মনোজ বসু)। ২ গুরুত্বপূর্ণ; মর্যাদাশীল। ওজন-সরকারি/সরকারী (বিশেষণ) কয়ালগিরি; ওজনকারী (এক সহৃদয় মুচ্ছুদ্দী আপনার হাউসে ওজন-সরকারী কর্ম্ম দিলেন-কালীপ্রসন্ন সিংহ)। {(আরবি) রজন }
- Bengali Word ওজর Bengali definition [ওজোর্] (বিশেষ্য) ১ আপত্তি (তোমার কোনো ওজর শুনা যাইবে না-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ মিথ্যা; অজুহাত; ছল (কোনও ওজর না করিয়া সকল কর্ম্মই সুন্দররূপে সম্পন্ন করিতেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ কৈফিয়ত (কি থাকতে পারে তোর ওজর-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) ‘উয্র’ }
- Bengali Word ওজস্ Bengali definition [ওজশ্] (বিশেষ্য) দীপ্তি; শোভা (ওড় পুষ্প ওঘ জিনি ওষ্ঠের ওজস্-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √উজ/ওজ্ +অস}
- Bengali Word ওজস্বল Bengali definition [ওজোশ্শল্] (বিশেষণ) বীর্যবান; তেজস্বী; বলিষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত) ওজস্ + বল (বলচ্)}
- Bengali Word ওজস্বী (-স্বিন্) Bengali definition [ওজোশ্শি] (বিশেষণ) ওজোগুণ বিশিষ্ট; উদ্দীপনাপূর্ণ; তেজোদীপ্ত (এক ওজস্বী প্রবন্ধ রচনা করিয়াছিলাম-রঠা। ওজস্বিনী (স্ত্রীলিঙ্গ)। ওজস্বিতা (বিশেষ্য) বলিষ্ঠতা; ওজোগুণ। {(তৎসম বা সংস্কৃত) ওজস্ + বিন্}
- Bengali Word ওজারত Bengali definition [ওজারত্] (বিশেষ্য) উজিরের পদ; মন্ত্রিত্ব। ওজারতি (বিশেষণ) উজিরের পদ সংক্রান্ত; মন্ত্রিত্ব সম্পর্কিত (ওজারতির দুই বছর)। {(আরবি) রজারাহ}
- Bengali Word ওজিফা, অজীফা Bengali definition [ওজিফা] (বিশেষ্য) ১ দৈনিক নির্দিষ্ট সময়ে তসবিহ পড়া বা তদ্রূপ ধর্মকার্য। ২ দৈনিক নির্দিষ্ট ভাতা। {(আরবি) রজীফাহ }
- Bengali Word ওজির, উজিরজাদা Bengali definition ⇒ উজির
- Bengali Word ওজীফা Bengali definition ⇒ ওজিফা
- Bengali Word ওজু Bengali definition ⇒ অজু
- Bengali Word ওজুদ Bengali definition [ওজুদ্] (বিশেষ্য) ১ দেহ (ভয়েতে ওজুদ কাঁপে-সৈয়দ হামজা)। ২ অস্তিত্ব। {(আরবি) রজু}
- Bengali Word ওজুনামা, ওজুহনামা Bengali definition [ওজুনামা. ওজুহ্নামা] (বিশেষ্য) কার্যের অথবা মোকদ্দমার কারণ সংক্রান্ত কাগজপত্র। {(আরবি) রজুহ্ + (ফারসি) নামহ্ }
- Bengali Word ওজুহনামা Bengali definition ⇒ ওজুনামা
- Bengali Word ওজুহাত Bengali definition ⇒ অজুহাত
- Bengali Word ওজেবাদ Bengali definition [ওজেবাদ্] (বিশেষ্য) কিছু অংশ বিয়োগ করণ। {(আরবি) রদা +ই+বাদ }
- Bengali Word ওজোগুণ Bengali definition [ওজোগুন্] (বিশেষ্য) সাহিত্যের গাম্ভীর্য সম্পাদনকারী গুণ বিশেষ; রচনায় যে ধর্ম বা প্রকাশভঙ্গি থাকলে চিত্ত উদ্দীপ্ত হয়। {(তৎসম বা সংস্কৃত) ওজস্ +গুণ}
- Bengali Word ওজ্জা , ওযযা (বিরল) Bengali definition [ওজ্জা] (বিশেষ্য) পৌত্তলিক যুগের আরবের প্রসিদ্ধ আরাধ্যদেবী (রোয়ে ‘ওজ্জা’ হোরল্ ইবলিস্ খারেজিন-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) উজজা }
- Bengali Word ওঝা Bengali definition [ওঝা] (বিশেষ্য) সর্প-বিষ-চিকিৎসক; যারা সাপের বিষ ঝাড়ে (সাপ হইয়া দংশে ওঝা হইয়া ঝাড়েন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ মন্ত্র উচ্চারণ পূর্বক যারা ভূত ছাড়ায়; ভূতগ্রস্তের চিকিৎসক (কেহ কহে নাই, ওঝা দে ঝাড়াই রাইয়েরে পেয়েছে ভূতে-চণ্ডীদাস)। ৩ উপাধি বিশেষ (কৃত্তিবাস ওঝা)। ৪ বাজিকর; কুহকী; মায়াবী (রেতে করে মানুষ দিবসে করে অজা। রাণী বলে দূর হেন ছার ওঝা-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) উপাধ্যায়> (প্রাকৃত) উজ্ঝায়>ওজ্ঝাঅ>ওঝা}
- Bengali Word ওটকিস্তি , উঠকিস্তি Bengali definition [ওট্কিস্তি, উঠ্কিস্তি] (বিশেষ্য) দাবা খেলায় একপক্ষের বল উঠে যাওয়ায় যে কিস্তি পড়ে। {বাংলা উঠা+(ফারসি ) কিস্তি = উঠাকিস্তি> উঠকিস্তি> ওটকিস্তি}