Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ইকলিম, একলিম Bengali definition [ইক্‌লিম্, একলিম্] (বিশেষ্য) ১ অঞ্চল-প্রাচীন ভৌগোলিকগণ তৎকালে পরিচিত সমগ্র পৃথিবীকে সাতটি অঞ্চলে বিভক্ত করতেন; তার প্রত্যেকটিকে ইকলিম বলা হতো ((তুলনীয়) প্রাচীন হিন্দুদের ধারণাতে সপ্তদ্বীপা বসুন্ধরা)। ২ রাজ্য; দেশ। ৩ ভূখণ্ড্ ৪ জনপদ। {(আরবি) আকলীম }
  • Bengali Word ইকসির Bengali definition [ইক্‌সির্] (বিশেষ্য) ১ নির্যাস। ২ সুধা; elixir । {(আরবি) আক্‌সীর}
  • Bengali Word ইকসুল Bengali definition [ইক্‌সুল্] (বিশেষ্য) আইন মোতাবেক আটক (এব্‌রে ও সুমন্দির ইকসুল করা বেইরে গেছে-দীনবন্ধু মিত্র)। {(ইংরেজি) excile?}
  • Bengali Word ইকামত Bengali definition একামত
  • Bengali Word ইকার Bengali definition [ইকার্] (বিশেষ্য) ‘ই’ এই বর্ণ বা এই বর্ণের চিহ্ন, ‘w ’। ইকারাদি (বিশেষণ) আদিতে ‘ই’ বর্ণবিশিষ্ট (ইকারাদি শব্দ)। ইকারান্ত (বিশেষণ) অন্তে ‘ই’ বর্ণবিশিষ্ট (ইকারান্ত শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) ই+কার}
  • Bengali Word ইকুটি Bengali definition [ইকুটি] (বিশেষ্য) আইনের ধারাবিশেষ (জাল জালিয়াতের তালিমে, ইকুটির খোঁচ ও কমন্‌লার প্যাঁচে বঙ্কুবিহারী বাবু দ্বিতীয় শুভঙ্কর ছিলেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) equity}
  • Bengali Word ইক্ষু Bengali definition [ইক্‌খু] (বিশেষ্য) আখ বা এর গাছ; সুমিষ্ট রসপূর্ণ তৃণ জাতীয় দণ্ডবিশেষ। ইক্ষুদণ্ড (বিশেষ্য) কাটা আখ গাছ; কর্তিত আখ। ইক্ষুনেত্র (বিশেষ্য) আখের গিঠ বা চোখ। ইক্ষু বিকার (বিশেষ্য) আখের গুড়। ইক্ষুযন্ত্র (বিশেষ্য) আখ মাড়াই কল; যে যন্ত্রের সাহয্যে আখের রস বের করা হয়। ইক্ষুসার (বিশেষ্য) আখের গুড়। {(তৎসম বা সংস্কৃত) Öইষ্‌+সু (ক্‌সু)}
  • Bengali Word ইক্ষ্বাকু Bengali definition [ইক্‌খাকু] (বিশেষ্য) সূর্যবংশীয় প্রথম রাজা। {ইক্ষু+আ+Öকৃ+উ; ইক্ষু+ Öঅক্‌+উ(উণ্)}
  • Bengali Word ইকড়ি-মিকড়ি Bengali definition [ইক্‌ড়িমিক্‌ড়ি] (বিশেষ্য) ছোট ছেলেমেয়েদের খেলাবিশেষ-ছড়া কেটে এই খেলা খেলতে হয়। {(আরবি) (আরবি) ইকরার}
  • Bengali Word ইখতিলাফ Bengali definition এখতেলাফ
  • Bengali Word ইখতিয়ার Bengali definition এখতিয়ার
  • Bengali Word ইঙ্গবঙ্গ Bengali definition [ইঙ্‌গোবঙ্‌গো] (বিশেষ্য) ১ ইংরেজি ও বাংলা মিশ্রিত (ইঙ্গবঙ্গ ভাষা)। ২ সাজসজ্জা ও চালচলনে ইংরেজ ভাবাপন্ন বাঙালি (ইঙ্গবঙ্গ সমাজ)। {(ইংরেজি) Anglo-Bengali}
  • Bengali Word ইঙ্গিত Bengali definition [ইঙ্‌গিত্] (বিশেষ্য) ১ সঙ্কেত; ইশারা; মনের ভাব প্রকাশার্থে আঙ্গুল চালনা বা চোখের ঠার। ২ আভাস (ঝড়ের ইঙ্গত)। ইঙ্গিতকার (প্রাচীন বাংলা) (বিশেষ্য) হাবভাব; আকার ইঙ্গিত (ইঙ্গিতকারে হারিল রাধা কাহ্নের বচনে-বড়ু চণ্ডীদাস)। ইঙ্গিতজ্ঞ (বিশেষ্য), (বিশেষণ) ইঙ্গিতেই মনের ভাব বুঝতে পারে এমন (ইঙ্গিতজ্ঞ লোক মাত্রেই উপরোক্ত কথা ক’টির সার্থকতা বুঝতে পারবেন-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) Öইঙ্গ্+ত(ক্ত)}
  • Bengali Word ইঙ্গুদি, ইঙ্গুদ Bengali definition [ইঙ্‌গুদি, ইঙ্‌গুদ্] (বিশেষ্য) কন্টকযুক্ত তাপস গাছ ও এর ফল (ইঙ্গুদি তৈল)। {(তৎসম বা সংস্কৃত) Öইঙ্গ্+উদ(উদট্)}
  • Bengali Word ইচলা, ইচলি Bengali definition [ইচ্‌লা, ইচ্‌লি] (বিশেষ্য) চিংড়ি মাছ (থোর উড়ুম্বর ইচলি মাছে-কবি কঙ্কনণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ইঞ্চাক> ইনচাঅ>ইনচা> ইঁচা+লা, লি}
  • Bengali Word ইচা Bengali definition ইঁচা
  • Bengali Word ইচ্ছা, ইচ্ছে Bengali definition [ইচ্‌ছা, ইচ্‌ছে] (বিশেষ্য) অভিলাষ; স্পৃহা; বাসনা। ২ রুচি; প্রবৃত্তি (খাওয়ার ইচ্ছা নাই)। ৩ অভিপ্রায় (খোদার ইচ্ছায় সব হয়)। ইচ্ছাকৃত (বিশেষণ) নিজের ইচ্ছায় সম্পাদিত; নিজে জেনে শুনে করেছে এমন। ইচ্ছাক্রমে Þ ইচ্ছানুযায়ী। ইচ্ছাজনিত (বিশেষণ) অভিলাষজাত; বাসনা থেকে উদ্ভূত। ইচ্ছাধীন (বিশেষণ) বাসনার অধীন। ইচ্ছাধীনা (স্ত্রীলিঙ্গ)। ইচ্ছানুগ, ইচ্ছানুগামী (-মিন্) (বিশেষণ) বাসনার বশ এমন। ইচ্ছানুগা, ইচ্ছানুগামিনী (স্ত্রীলিঙ্গ)। ইচ্ছানুগত (বিশেষণ) স্বাধীন। ইচ্ছানুযায়ী, ইচ্ছানুসারে, ইচ্ছাক্রমে (ক্রিয়াবিশেষণ) নিজের বাসনানুসারে; স্বেচ্ছামতে। ইচ্ছাপূর্বক (ক্রিয়াবিশেষণ) ইচ্ছা করে; অভিপ্রায় করে। ইচ্ছাবরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) স্বয়ংবরা (ইচ্ছাবরী হইবেক আমার নন্দিনী-কাশীরাম দাস)। ইচ্ছাবসন্ত (বিশেষ্য) মসূরিকা রোগ; small pox। ইচ্ছাবহির্ভূত (বিশেষণ) বাসনার বিরুদ্ধ; ইচ্ছার বাহিরে। ইচ্ছাবিরুদ্ধ (বিশেষণ) বাসনার বিপরীত; করতে মন চায় না এমন। ইচ্ছামতো, ইচ্ছামতে (ক্রিয়া) (বিশেষণ) যথা অভিরুচি; খেয়াল মাফিক; বাসনানুযায়ী। ইচ্ছাময় (বিশেষ্য) যাঁর ইচ্ছায় সব কিছু সংঘটিত হয়; আল্লাহ; পরমেশ্বর। ইচ্ছাময়ী (স্ত্রীলিঙ্গ)। ইচ্ছামৃত্যু (বিশেষ্য) স্বেচ্ছায় দেহ বিসর্জন; আত্মহত্যা। □ (বিশেষণ) স্বেচ্ছায় দেহত্যাগ করতে পারে এমন। ইচ্ছাসুখ (ক্রিয়া) (বিশেষণ) নিজের জন্যই যে আনন্দ (কবীর স্বাধীন জীবিকার দ্বারা অর্জন করতেন টাকা, ইচ্ছাসুখে ঠেলতেন মাকু-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ইচ্ছু, ইচ্ছুক (বিশেষণ) ১ অভিলাষী; বাসনাযুক্ত (মিলনেচ্ছু)। ২ রাজি; সম্মত। {(তৎসম বা সংস্কৃত) Öইষ্‌+অ(শ)+ আ(টাপ্); (তৎসম বা সংস্কৃত) ঈপ্সু> (প্রাকৃত) ইচ্ছু>}
  • Bengali Word ইচড় Bengali definition ইঁচড়
  • Bengali Word ইছবগুল Bengali definition ইসবগুল
  • Bengali Word ইছলাম Bengali definition ইসলাম
  • Bengali Word ইজতিহাদ, ইজতেহাদ Bengali definition [ইজ্‌তিহাদ্, ইজ্‌তেহাদ্‌] (বিশেষ্য) গবেষণা; আবিষ্কার। {(আরবি) ইজতিহাদ}
  • Bengali Word ইজননামা, এজিননামা Bengali definition [ইজন্‌নামা, এজিন্‌নামা] (বিশেষ্য) চুক্তিপত্র; সম্মতিপত্র। {(আরবি) ইযন্ + (ফারসি) নামাহ্ }
  • Bengali Word ইজম Bengali definition [ইজম্] (বিশেষ্য) মতবাদ; নীতি (আমি বুঝি নাকো কোনো ‘ইজম’ কোনোরূপ রাজনীতি-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) ism}
  • Bengali Word ইজমা Bengali definition এজমা
  • Bengali Word ইজমালি, এজমালী Bengali definition এজমালি
  • Bengali Word ইজলাস Bengali definition এজলাস
  • Bengali Word ইজহার Bengali definition এজাহার
  • Bengali Word ইজা Bengali definition [ইজা] (বিশেষ্য) জের; আগের পাতার খরচের সমষ্টি পরের পাতার মাথায় লেখা; carried over। {(আরবি) আয্‌দান }
  • Bengali Word ইজাজত Bengali definition এজাজত
  • Bengali Word ইজাদ ১ Bengali definition [ইজাদ্] (বিশেষ্য) আবিষ্কার। {(আরবি) ইজাদ }