Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ইজাদ ২ Bengali definition [ইজাদ্] (বিশেষ্য) অতিরিক্ত ভূমি। {(আরবি) আজয়দ }
  • Bengali Word ইজাফা Bengali definition [ইজাফা] (বিশেষণ) বেশি; অধিক। (তিন সন ইজাফা দিয়াছি রাজকরে-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) যোগ। {(আরবি) ইদাফাহ }
  • Bengali Word ইজাব Bengali definition [ইজাব্] (বিশেষ্য) প্রস্তাবে সম্মতিসূচক বাক্য; মুসলমানি বিবাহ অনুষ্ঠানে কন্যা পক্ষের প্রস্তাব ও কন্যার স্বীকৃতি। ইজাবকবুল (বিশেষ্য) গ্রহণ করতে সম্মতি; কন্যা পক্ষের বিবাহ প্রস্তাবে কন্যার সম্মতিসূচক বাক্য ও বরের গ্রহণে স্বীকারোক্তি। {(আরবি) ঈজাব }
  • Bengali Word ইজার ১ Bengali definition ইজারা
  • Bengali Word ইজার ২, ইজের Bengali definition [ইজার্, ইজের্] (বিশেষ্য) ১ পায়জামা; পেন্টলুন (চুড়িদার ইজার-রাজশেখর বসু (পরশু); কোমরবন্দের নিচে; ইজেরের ভাঁজে ....... আফিঙ্ আর হশীশ-সৈয়দ মুজতবা আলী)। ২ আঙিয়া। ইজারবন্ধ, ইজারবন্দ (বিশেষ্য) কোমরে পায়জামা বাঁধার ফিতা (হুসনের ইজারবন্দ হাতের অঙ্গুরী-হেম)। {(আরবি) ইজার }
  • Bengali Word ইজারা, ইজার ৩ Bengali definition [ইজারা, ইজার্] (বিশেষ্য) ১ ঠিকা; নির্দিষ্ট খাজনায় জমির মেয়াদি বন্দোবস্ত; lease; (স্বদেশ পেয়েছে বারোয়ারী ভোগে লাখেরাজ ইজারায়-হাসান হাফিজুর রহমান)। ২ স্বত্ব দখল; একচেটিয়া অধিকার (ওর ওপর খুকীর তখন ইজারা দখল-কাজী নজরুল ইসলাম)। ৩ এক জিনিসের বদলে অন্য জিনিস গ্রহণ (চাবির থেলো ও রুমালের জন্যে .....দুখানি চৌকি ইজারা নেওয়া হল-কালীপ্রসন্ন সিংহ)। ইজারাদার (বিশেষ্য), (বিশেষণ) ঠিকাদার; জমি ইজারা নেয় যে। ইজারাপ্রাপ্ত জমিজমা। {(আরবি) ইজারাহ }
  • Bengali Word ইজাহার Bengali definition এজাহার
  • Bengali Word ইজিচেয়ার Bengali definition [ইজিচেয়ার্] (বিশেষ্য) আরাম-কেদারা; আরামকুর্সি; যে চেয়ারে গা এলিয়ে দিয়ে আরাম করে শোয়া যায় (সোফাসেট ইজিচেয়ার সবই আছে বারান্দায়-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) easy chair}
  • Bengali Word ইজের Bengali definition ইজার২
  • Bengali Word ইজ্জত, ইজ্জৎ Bengali definition [ইজ্‌জত্] (বিশেষ্য) ১ মান; সম্মান; সম্ভ্রম (মানুষ বলেই সকল মানুষ ইজ্জতেরি করছে দাবী-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ নারীর পবিত্রতা; সতীত্ব; আবরু, সম্ভ্রম (শাহ্ বেগমের ইজ্জৎ কোথা-মোহিতলাল মজুমদার)। {(আরবি) ‘ইজজত }
  • Bengali Word ইঞ্চি, ইঞ্চ Bengali definition [ইন্‌চি, ইন্‌চ্] (বিশেষ্য) এক ফুটের বারো ভাগের এক ভাগ। ইঞ্চিপেড়ে (বিশেষণ) এক ইঞ্চি পরিমাণ পাড় বা প্রান্তভাগ বিশিষ্ট (সমস্ত দেহ কাল ইঞ্চি-পেড়ে ধুতি কাপড়ে আবৃত-নজিবর রহমান)। {(ইংরেজি) inch}
  • Bengali Word ইঞ্জিন, ইনজিন, এঞ্জিন Bengali definition [ইন্‌জিন্, ইন্‌জিন্‌, এন্‌জিন্‌] (বিশেষ্য) রেলগাড়ি, কারখানা ইত্যাদি চালানোর যন্ত্র; বাষ্পাদি পরিচালিত গতি-সম্পাদক যন্ত্র; (তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করার যন্ত্রকে এঞ্জিন বলা হয়-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। ইঞ্জিনিয়ার (বিশেষ্য) ১ যন্ত্রবজ্ঞিানবিদ; প্রকৌশলী। ২ ইঞ্জিন বা কল পরিচালক। ৩ কোনো যন্ত্র বা কল নির্মাতা। ৪ পূর্তকার্যে দক্ষ ব্যক্তি; পূর্ত কার্যের পরিকল্পনা ও পরিচালনাকারী। ইঞ্জিনিয়ারিং (বিশেষ্য) প্রকৌশল। □ (বিশেষণ) যন্ত্রনির্মাণ বা যন্ত্রবিজ্ঞান সম্বন্ধীয়। {(ইংরেজি) engine}
  • Bengali Word ইঞ্জিল, ইনজিল Bengali definition [ইন্‌জিল্] (বিশেষ্য) আরবি ভাষায় বাইবেল বা খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম; Gospel; New Testament (তওরাত ইঞ্জিল ভরি শুনিল যাঁর আগমনী- কাজী নজরুল ইসলাম)। {(আরবি) ইন্‌জিল }
  • Bengali Word ইঞ্জেকশান Bengali definition ইনজেকশান
  • Bengali Word ইট, ইঁট Bengali definition [ইট্, ইঁট্] (বিশেষ্য) অট্টালিকাদি নির্মাণের জন্য চারিকোণাকৃতি আয়তক্ষেত্রের তুল্য অগ্নিদগ্ধ মৃত্তিকাখণ্ড বিশেষ। ইটখোলা ইট তৈরি করার ও পাঁজা পোড়ানোর স্থান। ইটচুর (বিশেষ্য) সুরকি; ইটের গুঁড়া। ইটপাটকেল (বিশেষ্য) আস্ত ও টুকরা ইট। ইটটি মারলে পাটকেলটি খেতে হয়-আঘাত করলে প্রত্যাঘাত পেতে হয়। ইটানো ( ক্রিয়া) ইট দিয়ে আঘাত করা বা ইট ছুড়ে মারা। ইটে নেই, ভিটে নেই (বিশেষণ) ঘর-দোর চাল-চুলো কিছুই নেই এমন। ইটের পাঁজা (বিশেষ্য) পোড়ানোর জন্য সাজানো ইটের স্তূপ। {(তৎসম বা সংস্কৃত) ইষ্টক>( পালি) ইট্টক>ইট্‌ঠঅ>ইট্, ইঁট্}
  • Bengali Word ইটা Bengali definition [ইটা] (বিশেষ্য) ঢেলা (মুখে মারে ইটা-বিজয় গুপ্ত)। ইটাক্ষেত (বিশেষ্য) ঢেলাপূর্ণ জমি; যে জমির ঢেলা এখনো ভাঙা হয়নি; অর্ধকর্ষিত ক্ষেত (পথ থুয়ে রূপা বে-পথে চলিল, ইটাক্ষেতে পাও মেলি-জসীমউদ্‌দীন)। ইটাল, ইঁটাল (বিশেষ্য) ইট বা ইটের টুকরা (হীরামতি কপাট আদি ইঁটাল পাষাণ-সৈয়দ আলাওল)। {ইট+আ=ইটা}
  • Bengali Word ইটি Bengali definition [ইটি] সর্ব এইটি; এই জিনিস (সখীরা বললেন, ইটি তাঁরই হাতে তৈরী-সৈয়দ মুজতবা আলী)। ইটিসিটি সর্ব এই জিনিস সেই জিনিস; এটা সেটা; এটা ওটা (নেড়ে চেড়ে ইটিসিটি-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) বাজে বিষয় বা বস্তু। { (হিন্দি) ইটী; (তৎসম বা সংস্কৃত) ইদম্>ইদ্>ইটি}
  • Bengali Word ইডিয়ট Bengali definition [ইডিয়ট্] (বিশেষণ) নির্বোধ; আহম্মক। {(ইংরেজি) idiot}
  • Bengali Word ইতঃক্ষিপ্ত Bengali definition [ইতক্‌খিপ্‌তো] (বিশেষণ) ইতস্তত বিক্ষিপ্ত (সড়কের দু’পাশে ইতঃক্ষিপ্ত; কোথাও জমাট চাপবাঁধা কৃষক গেরস্তর ঘরবাড়ী- শওকত ওসমান)। {(তৎসম বা সংস্কৃত) ইতঃ+ক্ষিপ্ত}
  • Bengali Word ইতঃপর Bengali definition [ইতপ্‌পর্] অব্যয় অতঃপর; এর পর (ইতঃপর ভেদদ্বন্দ্ব ছাড়হ সকল-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) ইতঃ+পর}
  • Bengali Word ইতঃপূর্বে Bengali definition [ইতপ্‌পুর্‌বে] (ক্রিয়াবিশেষণ) এর আগে। {(তৎসম বা সংস্কৃত ) ইতস্‌> ইতঃ+পূর্ব+ (বাংলা) এ}
  • Bengali Word ইতর Bengali definition [ইতর্] (বিশেষণ) ১ নিম্নশ্রেণিস্থ; নীচমনোভাবাপন্ন (ইতর লোক)। ২ পশুশ্রেণিস্থ (ইতর জীব)। ৩ নীচ; অধম। ৪ অপর; ভিন্ন; অন্য (মানবেতর)। ৫ সাধারণ (ইতর সুখ-বুদ্ধদেব বসু)। □ (বিশেষ্য) হীনমনোভাবাপন্ন লোক (ইতরের ন্যায় কার্য)। ইতর কথা (বিশেষ্য) নীচ কথা; অভদ্রজনোচিত কথা (তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ইতরজন, ইতরলোক (বিশেষ্য) নীচ লোক; হীন মনোভাবাপন্ন লোক। ইতরজাতি (বিশেষ্য) ১ নিকৃষ্ট বা হীনজাতি; সমাজের নিম্নশ্রেণি। ২ মানবেতর জাতি; মনুষ্য ভিন্ন অন্য জাতি; জীবজন্তু। ইতরতা, ইতরামি (বিশেষ্য) নীচতা; ছোট লোকের ন্যায় আচরণ বা কাজ। ইতর বিশেষ ১ পার্থক্য; ভিন্নতা। ২ তুলনা দ্বারা এক থেকে অন্যের কমবেশি প্রভেদ। ইতরভাষা (বিশেষ্য) ১ অভদ্র বা অমার্জিত ভাষা। ২ অকথ্য গালি; কটূক্তি। ইতরেতর (বিশেষণ) পরস্পর। {(তৎসম বা সংস্কৃত) Öই+তর(তরক্); ইত+ Öরা+অ(ক); (তুলনীয়) (ল্যাটিন) iterum; হিব্রু. iter}
  • Bengali Word ইতস্তত Bengali definition [ইতস্‌ততো] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) এখানে সেখানে; নানা দিকে; সর্বত্র (জিনিসগুলি ইতস্তত বিক্ষিপ্ত)। □ (বিশেষ্য) দ্বিধা; সঙ্কোচ; করব কি না করব এরূপ ভাব। ইতস্তত করা (ক্রিয়া) ১ সঙ্কোচ করা; কুণ্ঠাবোধ করা। ২ সংশয়াবিষ্ট হওয়া; দোটানায় পড়া। ৩ গড়িমসি করা। {(তৎসম বা সংস্কৃত) ইতস্‌+ততস্}
  • Bengali Word ইতি Bengali definition [ইতি] অব্যয় সমাপ্তিসূচক শব্দ। □ (বিশেষ্য) শেষ; খতম; অবসান; রফা (পড়ল ধুমের দফায় ইতি-দ্বিজেন্দ্রলাল রায়)। □ (বিশেষণ) এই; ওই (ইতিকর্তব্য)। ইতিউতি (ক্রিয়াবিশেষণ) এদিকে ওদিকে; নানাদিকে (ঘরে যায়া ইতি-উতি চায়-জসীমউদ্‌দীন; বধূ চমকিয়া ইতি-উতি চায়-মোহিতলাল মজুমদার)। ইতিকথা (বিশেষ্য) ১ উপকথা; কাহিনী। ২ বানানো গল্প; কল্পিত কাহিনী। ৩ ইতিহাস। ইতি করা (ক্রিয়া) শেষ করা। ইতি কর্তব্য (বিশেষ্য) কর্তব্যকর্ম; অনুষ্ঠেয় বিষয়। □ (বিশেষণ) করা উচিত বা করার যোগ্য। ইতি কর্তব্যতা (বিশেষ্য) ‘এটাই কর্তব্য’ এরূপ জ্ঞান। ইতি কর্তব্যবিমূঢ় (বিশেষণ) কিংকর্তব্যবিমূঢ়; উপস্থিত কি করতে হবে তা নির্ণয়ে অসমর্থ। ইতি কর্তব্যবিমূঢ়তা (বিশেষ্য)। ইতি কাহিনী (বিশেষ্য) ইতিহাস। ইতিপূর্বে (অপপ্রয়োগ), ইতিপূর্বে (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) এর আগে। ইতিমধ্যে (অপপ্রয়োগ), ইতোমধ্যে ক্রিবিণ, অব্য এর মধ্যে; ইত্যবসরে; ইতোমধ্যে; এই সময়ের মধ্যে। ইতিহ (বিশেষ্য) ১ পরস্পরাগত লোকশ্রুতি; ইতিহাস। ২ ঐতিহ্যগত (ইতহ ভাগ্য জড়াক-না নাগপাশে-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) Öই+তি(ক্তি)}
  • Bengali Word ইতিকাদ Bengali definition এতেকাদ
  • Bengali Word ইতিকাফ Bengali definition এতেকাফ
  • Bengali Word ইতিপূর্বে Bengali definition ইতি, ইতঃপূর্বে
  • Bengali Word ইতিবার Bengali definition এতেবার
  • Bengali Word ইতিবৃত্ত, ইতিবৃত্তকার Bengali definition ইতিহাস
  • Bengali Word ইতিমধ্যে Bengali definition ইতি