Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অঙ্কিত Bengali definition [ওঙ্‌কিতো] বিন ১ চিহ্নিত; লিকিত (বরষার নির্ঝরে অঙ্কিত কায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ চিত্রিত; ক্ষোদিত (অঙ্কিত প্রতিকৃতি)। ৩ বর্ণিত; বিবৃত (চরিত্র অঙ্কিত হওয়া)। ৪ গ্রথিত; ছাপ পড়া(মানসপটে অঙ্কিত হওয়া)। ৫ (জ্যা.) আঁকা; অঙ্ক পাতন (বৃত্ত অঙ্কিত করা)। {(তৎসম বা সংস্কৃত) √অঙ্ক্+ত(ক্ত)}
  • Bengali Word অঙ্কুট Bengali definition [ওঙ্‌কুট্] (বিশেষ্য) চাবি; কুঞ্চিকা (সিদ্ধির অঙ্কুটে সোনার স্বর্গেরদ্বার খুলিত না তবু-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্কুট}
  • Bengali Word অঙ্কুর Bengali definition [ওঙ্‌কুর্] (বিশেষ্য) ১ বীজাঙ্কুর; নবোদ্গত উদ্ভিদ (শস্যের অঙ্কুর)। ২ উন্মেষ; প্রকাশ; প্রথম অবস্থা (কিছু কিছু উতপতি অঙ্কুর ভেল-বিদ্যাপতি)। ৩ মূল; আদি; সূত্রপাত (অঙ্কুরে বিনাশ)। ৪ অগ্রভাগ; আগা (কুশাঙ্কুর)। ৫ মুকুল; কলি। অঙ্কুরিত (বিশেষণ) ১ অঙ্কুর নির্গত হযেছে এমন; মুকুলিত। ২ আবির্ভূত; প্রকাশিত। অঙ্কুরোদ&গম, অঙ্কুরোদয় (বিশেষ্য) ১ অঙ্কুর দেখা দেওয়া; মুকুর বের হওয়া। ২ সুত্রপাত; উন্মেষ। {(তৎসম বা সংস্কৃত) অঙ্+উর,+ইত}
  • Bengali Word অঙ্কুশ, অঙ্কুষ Bengali definition [ওঙ্‌কুশ] (বিশেষ্য) মাহুত যে লৌহদন্ডের সাহায্যে হাতি পরিচারনা করে; ডাঙ্গশ; হস্তিতাড়নদন্ড (অঙ্কুশ মারিয়া হস্তী সদাএ দেয় তুরি-শেখ ফয়জুল্লাহ)। অঙ্কুশী (বিশেষ্য) ১ আঁকশি।  (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) অঙ্কুশধারণকারিণী। {(তৎসম বা সংস্কৃত) অঙ্ক্+উশ}
  • Bengali Word অঙ্কোপরি Bengali definition [অঙ্‌কোপোরি্] অব্যয় কোলের উপর। {(তৎসম বা সংস্কৃত)অঙ্ক+উপরি}
  • Bengali Word অঙ্গ Bengali definition [অঙ্গো] (বিশেষ্য) ১ দেহ; শরীর (কাম-অঙ্গ-ভস্ম লেপে অঙ্গে –ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ মূর্তি; আকৃতি (একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ একাংশ (যেমন চলার অঙ্গ পা-তোলা পা–ফেলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অংশ; ভাগ (নিম্নাঙ্গ)। ৫ প্রাচীন ভারতের প্রদেশবিশেষ (অঙ্গবঙ্গকলিঙ্গ)। ৬ পর্যায়; গুণগ্রাম (উচ্চাঙ্গের রচনা)। অঙ্গগ্রহ (বিশেষ্য) ১ দেহের আক্ষেপ বা খিঁচুনি রোগ। ২ ধনুষ্টঙ্কার রোগ। অঙ্গগ্লানি (বিশেষ্য) ১ দেহের কষ্ট। ২ শরীরের ময়লা। অঙ্গচালন, অঙ্গচালনা, অঙ্গবিক্ষেপ, অঙ্গসঞ্চালন (বিশেষ্য) ১ দেহের নাড়াচাড়া। ২ ব্যায়াম। অঙ্গচ্ছেদ, অঙ্গচ্ছেদন (বিশেষ্য) ১ দেহের কোন অংশ কেটে ফেলা। ২ মূল থেকে কোনো অংশ বিচ্যুত বা ভাগ করা। অঙ্গজ (বিশেষ্য) ১ সন্তান।  (বিশেষণ) দেহ থেকে উৎপন্ন। অঙ্গজা (স্ত্রীলিঙ্গ)। অঙ্গত্র, অঙ্গত্রাণ বিবর্ম; সাঁজোয়া। অঙ্গন্যাস (বিশেষ্য) মন্ত্র উচ্চারণসহ দেহের অংশ স্পর্শ করা। অঙ্গপ্রত্যঙ্গ (বিশেষ্য) দেহের বিভিন্ন অংশ (আমার সীমন্ত হইতে পদাঙ্গুলি পর্যন্ত অঙ্গপ্রত্যঙ্গের যত কিছু ভূষণ ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অঙ্গপ্রসাধন, অঙ্গরাগ (বিশেষ্য) ১ দেহের সাজসজ্জা; দেহের প্রসাধন। ২ দেহসজ্জার উপকরণ; প্রসাধন দ্রব্য (সকল বৈচিত্র্যের মধ্যে ভূবন ভরিয়া তাহারই অঙ্গরাগ-এয়াকুব আলী চৌধুরী)। অঙ্গপ্রায়শ্চিত্ত (বিশেষ্য) পাপমোচনের জন্য দেহশোধন; অঙ্গশোধক প্রায়শ্চিত্ত। অঙ্গবিকার ⇒ বিকৃতি।
  • Bengali Word অঙ্গদ Bengali definition [অঙ্গদ্] (বিশেষ্য) ১ ভূষণবিশেষ; বাহুর অলঙ্কার; কেয়ূর; বাজবন্দ (রতনে জড়িত বাহু অঙ্গদ কঙ্কণ-সৈয়দ আলাওল)। ২ কিষ্কিন্ধ্যাধিপতি বালির পুত্র। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গ+দা+অ(ক))}
  • Bengali Word অঙ্গন Bengali definition [অঙ্‌গন্] (বিশেষ্য) ১ আঙিনা; উঠান। ২ চাতাল (তব অঙ্গনে প্রতি ঘাসে ঘাসে অশ্রু আমার ব’ল-সিকান&দার আবু জাফর)। ৩ (আলঙ্কারিক) দেহ; শরীর (রক্ত প্রাণের অঙ্গনে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গ্+অন(ল্যুট্)}
  • Bengali Word অঙ্গনা Bengali definition [অঙ্‌গনা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ নারী; রমণী (অনেক দিবস ধরি অসুস্থ অঙ্গনা-দৌলত উজির বাহরাম খান)। ২ অঙ্গসৌষ্ঠব সম্পন্না স্ত্রী; সুদর্শনা নারী (কি রঙ্গে অঙ্গনা বেশ ধরিলি দুর্মতি?-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গ+ন+আ(টাপ্)}
  • Bengali Word অঙ্গবিকৃতি, অঙ্গবিকার Bengali definition (বিশেষ্য) দেহ বা দেহাংশের বিকার; বিকলাঙ্গতা। অঙ্গবিক্ষেপ ⇒ অঙ্গচালন। অঙ্গবিন্যাস দেহের ভঙ্গি বা ঢং। অঙ্গবিহীন, অঙ্গহীন (বিশেষণ) ১ বিকলাঙ্গ; বিকৃতাঙ্গ; শরীরের কোনো অংশ নেই এমন। ২ বিদেহী; অশরীরী (অঙ্গবিহীন আলিঙ্গন-রবীন্দ্রনাথ ঠাকুর)।৩ ক্রুটিপূর্ণ; অসম্পূর্ণ (আকুল হইলে পূজা হয় অঙ্গহীন-ভারতচন্দ্র রায় গুণাকর)। অঙ্গবিহীনা, অঙ্গহীনা (স্ত্রীলিঙ্গ)। অঙ্গবিহীনতা, অঙ্গহীনতা (বিশেষ্য)। অঙ্গভঙ্গি, অঙ্গভঙ্গ, ভঙ্গিমা (বিশেষ্য) অঙ্গসঞ্চাচল দ্বারা মনোভাব প্রকাশ; ইঙ্গিত (অঙ্গভঙ্গ দেখাইয়া তুমি কৈলা কামীন-ভারতচন্দ্র রায় গুণাকর)। অঙ্গমর্দন (বিশেষ্য) গা-টেপা; massage। অঙ্গমোটন (বিশেষ্য) গা মটকানো; গা মোড়া দেওয়া। অঙ্গরক্ষা, অঙ্গরাখা (বিশেষ্য) ১ জামা বিশেষ; আংরাখা (ওড়নাখানি উড়িয়ে দেব অঙ্গরাখার পর-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অঙ্গত্রাণ; বর্ম। অঙ্গসংস্কার (বিশেষ্য) ১ দেহের সাজসজ্জা। ২ শরীর মার্জন। অঙ্গসংস্থান (বিশেষ্য) দেহের গঠন। অঙ্গসঞ্চালন ⇒ অঙ্গচালন। অঙ্গসেবা (বিশেষ্য) ১ অঙ্গমর্দন ২ অঙ্গপ্রসাধন; অঙ্গরাগ। অঙ্গসৌষ্ঠব (বিশেষ্য) দেহের সৌন্দর্য। অঙ্গহানি (বিশেষ্য) ১ দেহের কোনো অংশে অভাব বা ক্রটি বা অঘটন। অঙ্গাবরণ (বিশেষ্য) দেহাচ্ছাদনবস্ত্র; পরিচ্ছদ। {(তৎসম বা সংস্কৃত)আঙ্গ্+অ(অচ্)}
  • Bengali Word অঙ্গাঙ্গী Bengali definition (অঙ্গাঙ্গিন্) [অঙ্‌গাঙ্‌গি] (বিশেষণ) ১ শরীরের এক অঙ্গের অন্য অঙ্গের সঙ্গে সম্বন্ধযুক্ত (সৃষ্টি ধ্বংস এতে অঙ্গাঙ্গি জড়িত-শেখ ফজলল করিম)। ২ স্বপক্ষীয়ের প্রতি পক্ষপাত। অঙ্গাঙ্গীভাব, অঙ্গাঙ্গীসম্বন্ধ (বিশেষ্য) অবিচ্ছেদ্য ঘনিষ্ঠতা; ঘনিষ্ঠ। সৌহার্দ্য; গলাগলি ভাব। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গ+অঙ্গ+ইন্(ইনি)}
  • Bengali Word অঙ্গার Bengali definition [অঙ্‌গার্] (বিশেষ্য) ১ কয়লা। ২ কলঙ্ক; গ্লানি (কুলাঙ্গার)। অঙ্গারক (বিশেষ্য) কয়লা; carbon। অঙ্গারধানী, অঙ্গারধানিকা (বিশেষ্য) ধুনুচি; আগুনের মালসা। অঙ্গারিত (বিশেষণ) দগ্ধ; প্রায় অঙ্গারে বা কয়লায় পরিণত। অঙ্গারীয় (বিশেষণ) কয়লা সম্বন্ধীয়; কয়লাঘটিত; অঙ্গারময়। {(তৎসম বা সংস্কৃত) √অঙ্গ্ + আর (আরন্) অথবা অঙ্গার+অ(অচ্)}
  • Bengali Word অঙ্গারাম্ল Bengali definition [অঙ্‌গারমম্লো] (বিশেষ্য) অঙ্গার ও অম্লজানের সংযোগে উৎপন্ন অম্লবিশেষ; carbonic acid। {অঙ্গার+অম্ল; দ্বন্দ্ব.}
  • Bengali Word অঙ্গিকা Bengali definition [ওঙ্‌গিকা] (বিশেষ্য) কাঁচুলি; অঞ্চুলিকা; আঙ্গিনা। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গ+ইক+আ}
  • Bengali Word অঙ্গী Bengali definition (অঙ্গিন্)[ওঙ্গি] (বিশেষণ) ১ দেহধারী; শরীরী; দেহী। অঙ্গিনী স্ত্রী(হেমাঙ্গিনী)। অঙ্গীকরণ (বিশেষ্য) অঙ্গীকার বা প্রতিজ্ঞাকরণ। {(তৎসম বা সংস্কৃত)অঙ্গ+ইন্(ইনি)}
  • Bengali Word অঙ্গীকার Bengali definition [ওঙ্গিকার্] (বিশেষ্য) ১ প্রতিশ্রুতি; প্রতিজ্ঞা (নবজীবনের অঙ্গীকার-বুদ্ধদেব বসু)। ২ (মধ্যযুগীয় বাংলা) সম্মতি; স্বীকৃতি। ৩ পূর্বে যা ছিল না তা অঙ্গীভূত করণ (যৌবন করে না ক্ষমা; প্রতি অঙ্গ অঙ্গীকার করে মনোরমা-বুদ্ধদেব বসু)।  ক্রি অঙ্গীভূত করা; দেহের অন্তর্গত করা (কৃপা করি আমারে অঙ্গীকার-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গী(-ঙ্গিন্)+√কৃ+অ(ঘঞ্)}
  • Bengali Word অঙ্গীভূত Bengali definition [ওঙ্‌গিভুতো] (বিশেষণ) অঙ্গের অন্তর্ভূক্ত; অন্তর্গত; পূর্বে মূলের অংশরূপে গণ্য ছিল না এমন অংশরূপে গণ্য হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গ+(চ্বি)+√ভূ+ত(ক্ত)}
  • Bengali Word অঙ্গুরি, অঙ্গুরীয়, অঙ্গুরীয়ক Bengali definition [ওঙ্‌গুরি, ওঙ্‌গুরিয়ো, ওঙ্‌গুরিয়ক্] (বিশেষ্য) আংটি; অঙ্গুলিভূষণ-অলঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গুরি,+ ঈয়(ছ),+ক(কন্)}
  • Bengali Word অঙ্গুলি, অঙ্গুল Bengali definition [ওঙ্‌গুলি, ওঙ্‌গুল্] (বিশেষ্য) আঙুল (উঠিবে বাজি তন্ত্রীরাজি মোহন অঙ্গুলে-রবীন্দ্রনাথ ঠাকুর)।
  • Bengali Word অঙ্গুলিত্র, অঙ্গুলিত্রাণ Bengali definition (বিশেষ্য) অঙ্গুলিতে পরিধেয় আঘাত নিবারক কবচ বিশেষ; অংগুস্তানা।
  • Bengali Word অঙ্গুলিনির্দেশ, অঙ্গুলিসঙ্কেত, অঙ্গুলিহেলন Bengali definition (বিশেষ্য) আঙুল দ্বারা নির্দেশদান বা ইশারাকরণ। অঙ্গুলিমোটন, অঙ্গুলিস্ফোটন (বিশেষ্য) আঙুল মটকানো বা ফুটানো। {(তৎসম বা সংস্কৃত) √অঙ্গ্+ উলি}
  • Bengali Word অঙ্গুষ্ঠ Bengali definition [ওঙ্‌গুশ্ঠো] (বিশেষ্য) বৃদ্ধাঙ্গুলি (পরস্পরকে অসংখ্য অঙ্গুষ্ঠ দেখাইতেছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গু+√স্থা+অ(ক)}
  • Bengali Word অঙ্ঘ্রি Bengali definition [ওঙ্‌ঘ্রি] (বিশেষ্য) পদ; চরণ (দ্বিকর কমল কমলাঙ্ঘ্রিতল ভুজ কমলের দণ্ড-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) √অঙ্ঘ্ + রি(ক্রিন্)}
  • Bengali Word অচকিত Bengali definition [অচোকিতো] (বিশেষণ) ১ অভীত; অশঙ্কিত। ২ অবিস্মিত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ চকিত<চক্+ত(ক্ত); (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অচক্রী Bengali definition (-ক্রিন্) [অচোক্‌ক্রি] (বিশেষণ) সরল; অকপট; অখল {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চক্রী}
  • Bengali Word অচক্ষু Bengali definition [অচোক্‌খু] (বিশেষণ), (বিশেষ্য) চক্ষুবিহীন (অচক্ষু সর্বত্র চান-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) অ+চক্ষুঃ; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অচঞ্চল Bengali definition [অচন্‌চল্] (বিশেষণ) ১ চঞ্চলতাশূন্য। ২ স্থিতিশীল;অবিচল; স্থায়ী (উৎসাহ-তেজ অচঞ্চল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চঞ্চল;(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অচতুর Bengali definition [অচোতুর্] (বিশেষণ) ১ চালাক নয় এমন। ২ অকৌশলী; অপটু। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চতুর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অচন্দ্রচেতন Bengali definition [অচন্‌ন্দ্রোচেতোন্] (বিশেষণ) যৌনচেতনাশূন্য (অচন্দ্রচেতন যুবা ঘন্টা দুই ব্যাডমিন্টন খেলে-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত)অ+চন্দ্র+চেতন;(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অচপল Bengali definition [অচপোল্] (বিশেষণ) স্থির; স্থায়ী; চঞ্চলতাহীন (তুমি অচপল)। অচাপল্য (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চপল; (নঞ্ তৎপুরুষ সমাস), (বহুব্রীহি সমাস)}