Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অগ্নি Bengali definition [ওগ্‌নি] (বিশেষ্য) ১ আগুন; অনল; বহ্নি । ২ তেজ; শক্তি। ৩ পরিপাক শক্তি; ক্ষুধা (জঠরাগ্নি)। ৪ জ্বালা (শোকাগ্নি)।  (বিশেষণ) উজ্জ্বল বর্ণবিশিষ্ট; আগুনের মতো রং এমন (আরও কিনিয়া আনছে অগ্নিপাটের শাড়ি-পূর্ববঙ্গ গীতিকা)। অগ্নিকণা (বিশেষ্য) অগ্নিস্ফুলিঙ্গ; আগুনের ফুলকি। অগ্নিকর্ম, অগ্নিকার্য, অগ্নিক্রিয়া, অগ্নিসংস্কার, অগ্নিসৎকার (বিশেষ্য) হিন্দুদের অন্ত্যোষ্টিক্রিয়া; শবদাহ(অগ্নিসংস্কারার্থ গ্রামের উপান্তবর্তী শ্মশানে লইয়া গিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অগ্নিকল্প (বিশেষণ) ১ অত্যন্ত গরম; আগুনের মতো উষ্ণ। ২ উগ্র; কোপোদ্দীপ্ত। অগ্নিকাণ্ড (বিশেষ্য) গৃহদাহ; আগুনের ব্যপক ধ্বংসলীলা। ২ (আলঙ্কারিক)তুমুল ঝগড়া; প্রচণ্ড মারামারি-কাটাকাটি। অগ্নিকার্য ⇒ কর্ম। অগ্নিকুণ্ড (বিশেষ্য) আগুন জ্বালাবার বা রক্ষা করবার গর্ত বা স্থান। অগ্নিকোণ (বিশেষ্য) পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ; পূর্ব–দক্ষিণ কোণ। অগ্নিক্রিয়া ⇒ অগ্নিকর্ম। অগ্নিক্রীড়া (বিশেষ্য) ১ আতস-বাজি পোড়ানো। ২ আগুনের খেলা। অগ্নিগর্ভ (বিশেষণ) ভিতরে আগুন আছে এমন। অগ্নিগিরি (বিশেষ্য) আগ্নেয় পর্বত (অগ্নিগিরি এসে যেন মরুভূ’র কাছে হায় জলধারা যাচে-কাজী নজরুল ইসলাম)। অগ্নিচূর্ণ, অগ্নিচূর্ণক (বিশেষ্য) বারুদ, অঙ্গার, গন্ধকাদি সংযোগে তৈরি দাহ্যচূর্ণ; gunpowder। অগ্নিঝঙ্কার (বিশেষ্য) আগুনের ন্যায় তেজপূর্ণ শব্দ ও বাক্য (একদিন আত্মবিস্মৃত মুসলমান কায়কোবাদের কবিতার অগ্নিঝঙ্কারে উদ্বুদ্ধ হয়েছিল-সৈয়দ মুর্তুাজা আলী)। অগ্নিতপ্ত (বিশেষণ) ১ আগুনে গরম করা হয়েছে এমন। ২ আগুনের মতো গরম। অগ্নিতুল্য (বিশেষণ) আগুনের ন্যায়। অগ্নিতেজা (বিশেষণ) আগুনের মতো তেজপূর্ণ (আগুনে সে প্রাণ সঁপেছে অগ্নিতেজা নিস্কলুষ-সত্যেন্দ্রনাথ দত্ত)। অগ্নিদগ্ধ (বিশেষণ) আগুনে পোড়া। অগ্নিদাতা (বিশেষ্য) হিন্দুদের মধ্যে যে মৃতের মুখাগ্নি করে। অগ্নিদাত্রী (স্ত্রীলিঙ্গ)। অগ্নিদাহ (বিশেষ্য) ১ অগ্নিকাণ্ড; আগুনে গৃহাদি পোড়া (অগ্নিদাহের খেলা-রবীন্দ্রনাথ ঠাকুর)।২ আগুনের তাপ। অগ্নিদাহ্য (বিশেষণ) আগুনে পুড়ে যায় এমন; combustible। অগ্নিপক্ক (বিশেষণ) ১ আগুনের তাপে রাঁধা হয়েছে এমন; আগুনে সিদ্ধ। ২ আগুনের তাপে শক্ত করা হয়েছে এমন (অগ্নিপক্ব ইষ্টক)। অগ্নিপরীক্ষা (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) অতি কঠিন পরীক্ষা। ২ আগুনের সাহায্যে শুদ্ধাশুদ্ধ নির্ণয় বা বিচার। অগ্নিপুরুষ (বিশেষ্য) আগুনের মতো তেজস্বী ব্যক্তি (চট্টগ্রাম বিদ্রোহের অগ্নিপুরুষ, মাষ্টারদা সূর্যসেন)। অগ্নিপ্রবেশ (বিশেষ্য) আগুনে জীবন বির্সজন (সীতার অগ্নিপ্রবেশ)। অগ্নিপ্রস্তর (বিশেষ্য) চকমকি পাথর; অগ্নি উৎপাদক প্রস্তর। অগ্নিবর্ণ (বিশেষণ) আগুনের মতো লাল বর্ণ বিশিষ্ট। অগ্নিবর্ধক (বিশেষণ) পরিপাকশক্তি বৃদ্ধিকারী। অগ্নিবর্হ (বিশেষণ) আগুনের মতো লাল বর্ণ ময়ূরপুচ্ছ সদৃশ(অগ্নিবর্হদিগন্তের পারে-সুফিয়া কামাল)। অগ্নিবাণ (বিশেষ্য) ১ অগ্নিবর্ষণকারী তীরবিশেষ। ২ (আলঙ্কারিক)চরম আঘাত (কলদৈত্য আসিয়া বেচারা তাঁতের উপর অগ্নিবাণ হানিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অগ্নিবিম্ব (বিশেষ্য) আগুনের প্রতিচ্ছবি; আগুনের আকৃতি(আর বজ্র, জ্বলে উঠে আচন্বিতে অগ্নিবিম্ব যাহে –মোহিতলাল মজুমদার)। অগ্নিবৃষ্টি (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) প্রচণ্ড তাপ বিকিরণ। ২ জলন্ত বস্তু বা ক্রুব্ধ তিরস্কারবর্ষণ। অগ্নিভাণ্ড (বিশেষ্য) আগুন রাখার পাত্র; মালসা(জলন্ত অগ্নিভাণ্ডে নিক্ষেপ করিতে লাগিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। অগ্নিমন্ত্র (বিশেষ্য) ১ যে মন্ত্রে আগুনের মতো তেজ বিদ্যমান। ২ কঠিন সঙ্কল্প। অগ্নিময় (বিশেষণ) ১ অগ্নিতুল্য; তেজপূর্ণ (অগ্নিময় চক্ষু যথা-মাইকেল মধুসূদন দত্ত)।২ আগুনের দ্বারা পরিব্যাপ্ত (অগ্নিময় দশদিশ-মাইকেল মধুসূদন দত্ত)। অগ্নিমান্দ্য (বিশেষ্য) পরিপাকশক্তি হ্রাস; অজীর্ণ রোগ। অগ্নিমূর্তি, অগ্নিশর্মা(-র্মন&)(বিশেষণ) অতিশয় ক্রোধান্বিত(রেগে তারা অগ্নিশর্মা-মনোজ বসু)। অগ্নিমূল্য (বিশেষণ) দুর্মূল্য; মহার্ঘ। অগ্নিযুগ (বিশেষ্য) (আলঙ্কারিক)বিপ্লব যুগ। অগ্নিশর্মা⇒অগ্নিমূর্তি। অগ্নিশিখা (বিশেষ্য) আগুনের শিখা। অগ্নিশুদ্ধ (বিশেষণ) আগুনের দ্বারা শোধিত। অগ্নিশুদ্ধি (বিশেষণ)। অগ্নিসংস্কার, অগ্নিসৎকার ⇒ অগ্নিকর্ম। অগ্নিসহ (বিশেষণ) আগুনে পোড়ে না এমন; fireproof । অগ্নিসেবন (বিশেষ্য) আগুন পোহানো। অগ্নিস্ফুলিঙ্গ (বিশেষ্য) আগুনের ফুলকি। অগ্নিহোত্র (বিশেষ্য) বেদ অনুযায়ী প্রাত্যহিক হোম। অগ্নিহোত্রী (বিশেষ্য) যে প্রতিদিন হোম করে; সাগ্নিক ব্রাহ্মণ (অগ্নি হোত্রী মিলেছে হেথায় ব্রহ্মবিদের সাথে –সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √অগ্+নি}
  • Bengali Word অগ্নুৎসব Bengali definition [ওগ্‌নুত্‌শব্‌] (বিশেষ্য) আগুনের খেলা; হিন্দু উৎসব; হোলির চাঁচর (বহ্নি উৎসব); bon fire। {অগ্নি +উৎসব; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অগ্ন্যস্ত্র Bengali definition আগ্নেয়াস্ত্র
  • Bengali Word অগ্ন্যুদ্‌গম, অগ্ন্যুদ্‌গার Bengali definition [ওগ্‌নুদ্‌গম্, ওগ্‌নুদগার্] (বিশেষ্য) আগ্নেয় পর্বত অথবা কামানাদি আগ্নেয়াস্ত্র থেকে আগুন বের হওয়া। {(তৎসম বা সংস্কৃত) অগ্নি +উদ্‌গম, উদ্‌গার}
  • Bengali Word অগ্ন্যুৎপাত Bengali definition [ওগ্‌নুত্পাত্] (বিশেষ্য) ১ আগ্নেয় পর্বত থেকে আগুন ইত্যাদি বের হওয়া। ২ আকাশ থেকে ধূমকেতু উল্কা বজ্র ইত্যাদির পতন। {(তৎসম বা সংস্কৃত) অগ্নি +উৎপাত;+৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অগ্র Bengali definition [অগ্‌গ্রো] (বিশেষণ) ১ প্রথম; প্রধান (অগ্রনায়ক)। ২ আগের; অগ্রবর্তী (অগ্রজ)।  (বিশেষ্য) ১ উপরিভাগ; শিখর (গৃহাগ্রে উড়িছে ধ্বজ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ আগা; প্রান্ত (সূচ্যগ্র মেদিনী)। ৩ পুরোভাগ; সন্মুখ (মুখাগ্রে যার বাধে না কিছুই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অবলম্বন; লক্ষ্য(একাগ্রচিত্ত)। অগ্রগণ্য (বিশেষণ) প্রথমে বা সবার আগে উল্লেখযোগ্য; প্রধান; শ্রেষ্ঠ। অগ্রগতি, অগ্রগমণ, অগ্রসরণ, অগ্রসৃতি (বিশেষ্য) ১ সন্মুখ পানে গমন; পুরোভাগে যাওয়া(একটুকু চাপল্য নেই আর্যর ভঙ্গিতে, অগ্রসরণে-অচিন্ত্য কুমার সেনগুপ্ত; অতি ধীরে মুখশ্রীর অগ্রসৃতি-বুদ্ধদেব বসু)।২ উন্নতি; বৃদ্ধি; সর্বাপেক্ষা উৎকৃষ্ট হওয়া। অগ্রগামী (-মিন&), অগ্রসর, অগ্রগ (বিশেষণ) সন্মুখে গমনকারী; পুরোগামী। অগ্রগামিনী (স্ত্রীলিঙ্গ)। অগ্রজ (বিশেষণ) ১ বড়ো ভাই। ২ আগে জন্মেছে এমন; প্রথমে জাত। অগ্রজা (স্ত্রীলিঙ্গ)। অগ্রজিহ্বা (বিশেষ্য) আলজিভ। অগ্রণী (বিশেষণ) ১ শ্রেষ্ঠ; প্রধান।  (বিশেষ্য) প্রবর্তক; নায়ক; প্রধান নেতা; pioneer। অগ্রণীশোভন (বিশেষণ) পূর্বসূরি বা অগ্রবর্তীদের উপযুক্ত (অগ্রণীশোভন অধ্যবসায়ের ফলাফল-সুধীন্দ্রনাথ দত্ত)। অগ্রদানী (বিশেষ্য) হিন্দুদের শ্রাদ্ধের তিলাদি দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ (গরীব অগ্রদানী বামুনের মেয়ে-বিভূতিভূষণ বন্দোপাধ্যায়)। অগ্রদূত (বিশেষ্য) ১ অগ্রনায়ক; পথপ্রদর্শক; pioneer। ২ প্রথম সংবাদবাহক। ৩ সেনাদলের পথ পরিষ্কারক। অগ্রনেতা (নেতৃ)বি নায়ক; সেনাপতি। অগ্রপথিক (বিশেষ্য) অগ্রবর্তী লোক; পুরোগামী (অগ্রপথিক হে সেনাদল জোর কদম চল রে চল-কাজী নজরুল ইসলাম)। অগ্রপশ্চাৎ (ক্রিয়া (বিশেষণ))১ আগপাছ; পূর্বাপর। ২ (আলঙ্কারিক) ভালো-মন্দ। ৩ (আলঙ্কারিক) ভূত-ভবিষ্যৎ। অগ্রবর্তী (বিশেষণ) সন্মুখস্থ; পুরোগামী; আগের। অগ্রবর্তিনী স্ত্রী। অগ্রভাগ (বিশেষ্য) ১ শিখর; চূড়া।২ প্রান্ত। ৩ প্রথম অংশ(অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা-ভারতচন্দ্র রায় গুণাকর)। অগ্রমহিষী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পাটরানী। অগ্রসর ⇒ অগ্রগামী। অগ্রসরণ ⇒ অগ্রগতি। অগ্রসূচনা (বিশেষ্য) পূর্বাভাস। অগ্রগৃতি⇒অগ্রগতি। অগ্রস্থ, অগ্রস্থিত (বিশেষণ) সন্মুখস্থিত; শীর্ষদেশে অবস্থিত; পূর্বস্থিত। {(তৎসম বা সংস্কৃত)√অগ্+র}
  • Bengali Word অগ্রহণীয় Bengali definition [অগ্‌গ্রোহোনিয়ো] (বিশেষণ) গ্রহণের অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+গ্রহণীয়;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অগ্রহায়ণ, অঘ্রান Bengali definition [অগ্‌গ্রোহায়োন্, অগ্‌ঘ্রান্] (বিশেষ্য) বাংলা সনের অষ্টম মাস(অঘ্রানের সওগাত-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত)অগ্র+হায়ন>}
  • Bengali Word অগ্রাধিকার Bengali definition [অগ্‌গ্রাধিকার্] (বিশেষ্য) সকলের আগে সুবিধালাভের সুযোগ; প্রাধান্য। {(তৎসম বা সংস্কৃত) অগ্র+অধিকার; ৭ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অগ্রাহ্য Bengali definition [অগ্‌গ্রাজ্‌জো, অগ্রাজ্‌জো] (বিশেষ্য), (বিশেষণ) ১ গ্রহণ। ২ অবজ্ঞেয়। ৩ বাতিল; না-মঞ্জুর। অগ্রাহ্য করা ক্রি ১ অবজ্ঞা করা; উপেক্ষা করা। ২ বাতিল বা না-মঞ্জুর করা {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+গ্রাহ্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অগ্রিম Bengali definition [ওেগ্‌গ্রিম্] (বিশেষণ) ১ আগাম (অগ্রিম দেয় চাঁদার হার)।২ প্রথম। ৩ জ্যেষ্ঠ। অগ্রিমক (বিশেষ্য) কোনো কিছু কেনার আগে অথবা কাজ শুরু করার পূর্বে মূল্যের অথবা পারিশ্রমিকের যে অংশ দেওয়া হয়; বায়না; দাদন; আগাম; advance । {(তৎসম বা সংস্কৃত) অগ্র+ইম}
  • Bengali Word অগ্রিয়, অগ্রীয় Bengali definition [ওগ্‌গ্রিয়ো] (বিশেষণ) ১ প্রধান; শ্রেষ্ঠ; প্রথম। ২ অগ্র সম্বন্ধীয়। ৩ অগ্রিম। অগ্রীয় প্রদান (বিশেষ্য) দাদন; যা আগাম দেওয়া হয়েছে; payment on account। {(তৎসম বা সংস্কৃত) অগ্র+ঈয়}
  • Bengali Word অগ্রে Bengali definition [অগ্‌গ্রে] (ক্রিয়া (বিশেষণ) ১ আগে; প্রথমে (অগ্রে যাওয়া)। ২ সম্মুখে; সমীপে (দ্রোণগুরু অগ্রে কহে করিয়া রোদন-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>}
  • Bengali Word অগ্র্য Bengali definition [অগ্‌গ্রো] (বিশেষণ) ১ পূর্ববর্তী। ২ আদ্য। ৩ শ্রেষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত) অগ্র+য(যৎ)}
  • Bengali Word অগড়-বগড় Bengali definition আগড়ম-বাগড়ম
  • Bengali Word অগড়ম-বগড়ম Bengali definition আগড়ম-বাগড়ম
  • Bengali Word অঘ Bengali definition [অঘ] (বিশেষ্য) ১ পাপ; অধর্ম। ২ কলঙ্ক। ৩ দুঃখ। {(তৎসম বা সংস্কৃত) √অঘ্+অ(অচ্)}
  • Bengali Word অঘটন Bengali definition [অঘটন্] (বিশেষ্য) ১ অসম্ভব ঘটনা; অপ্রত্যাশিত ব্যাপার। ২ সংঘটিত না হওয়া। অঘটন ঘটনপটীয়সী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অসাধ্য সাধনে সুনিপুণা (লেখকগণের অঘটনঘটনপটিয়সী অসাধারণ প্রতিভা-মওলানা আকরম খাঁ)। অঘটনীয় (বিশেষণ) অসম্ভাব্য; ঘটা সম্ভব নয় এমন। অঘটিত (বিশেষণ) ঘটেনি এরূপ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ঘটন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অঘর Bengali definition [অঘর্] (বিশেষ্য) অসমান ঘর; বৈবাহিক সম্পর্ক স্থাপনের পক্ষে অযোগ্য ঘর বা বংশ। {অ+ঘর(<(তৎসম বা সংস্কৃত) গৃহ);(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অঘা Bengali definition অগা
  • Bengali Word অঘাট Bengali definition আঘাট
  • Bengali Word অঘৃণ্য Bengali definition [অঘ্রিন্‌নো] (বিশেষণ) ঘৃণ্য নয় এমন; ঘৃণার অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ঘৃণ্য;(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অঘোর ১ Bengali definition [অঘোর্] (বিশেষণ) ১ অচেতন; বেহুঁশ (অঘোর নিদ্রা)। ২ প্রচণ্ড; ভীষণ (অঘোর বাদল-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ঘোর;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অঘোর ২ Bengali definition [অঘোর্] (বিশেষণ) শান্ত; ভয়ঙ্কর নয় এরূপ।  (বিশেষ্য) শিব (অঘোর-মন্ত্র)। অঘোরতন্ত্রী, অঘোরপন্থি, অঘোরী (বিশেষ্য) শিবোপাসক সম্প্রদায়বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ঘোর;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অঘোষ Bengali definition [অঘোশ্] (বিশেষণ) অনিনাদিত; অনুদাত্ত; লঘুধ্বনিযুক্ত; ফিসফিসে। অঘোষ ধ্বনি (বিশেষ্য) যেসব ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ভিতরকার স্বরতন্ত্রী (vocal cord) যথারীতি কাঁপে না সেগুলো অঘোষ-ধ্বনি। অঘোষ বর্ণ (বিশেষ্য) যেসব বর্ণ উচ্চারণকালে স্বরতন্ত্রী যথেষ্ট কম্পিত হয় না; লঘু ধ্বনিযুক্ত বর্ণ; বাংলা বর্ণমালার বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ এবং শ ও স অঘোষবর্ণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ঘোষ;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অঘ্রাত Bengali definition অনাঘ্রাত
  • Bengali Word অঘ্রান Bengali definition অগ্রহায়ণ
  • Bengali Word অঙ্ক Bengali definition [অঙ্কো] (বিশেষ্য) ১(গণি.)আঁক; sum(অঙ্ক করা)। ২(গণিত.) রাশি; সংখ্যা; number; digit; figure। ৩ হিসাব; গণনা। ৪ কোল; ক্রোড় (মাতৃ অঙ্ক)। ৫ নাটকের পরিচ্ছেদ বা বিভাগ(পঞ্চাঙ্ক নাটক)। ৬ দাগ; চিহ্ন; কলঙ্ক (ললিতমোহনের চরিত্রে অঙ্কদান করে-দীনবন্ধু মিত্র)।৭ অলঙ্কার; ভূষণ (কপট অঙ্ক রটায় আমার কত কলঙ্ক-বুদ্ধদেব বসু)। অঙ্ককরা, অঙ্ককষা ক্রি ১ আঁক কষা। ২ হিসাব করা। ৩ গণনা করা। অঙ্কগত (বিশেষণ) ১ ক্রোড়স্থিত। ২ আয়ত্ত; হস্তগত। অঙ্কদেশ (বিশেষ্য) ১ কোল; ক্রেড়ি। ২ পাতার উপরস্থিত তল; ventral surface। অঙ্কপাত (বিশেষ্য) সংখ্যা স্থাপন। ২ রেখা অঙ্কন। ৩ চিহ্নিত করণ (চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকা দ্বারা কি অঙ্কপাত করিতেছে-সঞ্জীব চট্টোপাধ্যায়)। অঙ্কবাচক (বিশেষণ) সংখ্যা নির্দেশক; ১ ২ ইত্যাদি সংখ্যাবোধক; cardinal। অঙ্কবিদ, অঙ্কবেত্তা, অঙ্কশাস্ত্রবিদ, অঙ্কশাস্ত্রবেত্তা (বিশেষ্য) যে অঙ্ক অর্থাৎ গণিত জানে; গণিতজ্ঞ ব্যক্তি। অঙ্কবিদ্যা (বিশেষ্য) গনিতশাস্ত্র। অঙ্কলক্ষ্মী (বিশেষ্য) পত্নী; স্ত্রী। অঙ্কলগ্ন (বিশেষণ) ১ ক্রোড়স্থ। ২ নিকটস্থ। অঙ্কশায়ী (-য়িন্) (বিশেষণ) কোলে শায়িত। অঙ্কশায়িনী (স্ত্রীলিঙ্গ)। অঙ্কশাস্ত্র (বিশেষ্য) গণিত শাস্ত্র; বীজগণিত; পাটীগণিত ইত্যাদি। অঙ্কশাস্ত্রবিদ, অঙ্কশাস্ত্রবেত্তা ⇒ অঙ্কবিদ। অঙ্কস্থ, অঙ্কস্থিত (বিশেষণ) ১ কোলে অবস্থিত। ২ অতি নিকটস্থ। ৩ (আলঙ্কারিক) আয়ত্ত; হস্তগত। অঙ্কস্থলী (বিশেষ্য) ক্রোড়; কোল(পিতামাতার অঙ্কস্থলীর একটি সংক্ষিপ্ত ইতিহাস-রবীন্দ্রনাথ ঠাকুর)। অঙ্কস্থিত ⇒ অঙ্কস্থ। অঙ্কোপরি অব্যয় কোলের উপর। {(তৎসম বা সংস্কৃত) √অঙ্ক্+অ(অচ্)}
  • Bengali Word অঙ্কন Bengali definition [অঙ্কোন্] (বিশেষ্য) ১ আঁকা; চিত্রণ। ২ চিহ্নিতকরণ; চিহ্ন দেওয়া। ৩ সংখ্যা লিখন। ৪ (জ্যা.) রেখাপতন; construction। অঙ্কনি (বিশেষ্য) পেন্সিল খড়ি তুলি ইত্যাদি; অঙ্কনের উপকরণ। অঙ্কনীয় বিন ১ অঙ্কনের যোগ্য; লেখনীয়। ২ আকঁতে হবে এমন। {(তৎসম বা সংস্কৃত) √অঙ্ক্+অন(ল্যুট্)}
  • Bengali Word অঙ্কারূঢ় Bengali definition [অঙ্‌কারুঢ়ো] (বিশেষণ) অন্তর্ভুক্ত; ক্রোড়ভুক্ত (এর পরের ঘটনা আর ইতিহাসের অঙ্কারূঢ় নয়-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্ক্+আরূঢ়}