Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অ্যামপ্লিফায়ার Bengali definition [অ্যাম্‌প্লিফায়ার্] (বিশেষ্য) ধ্বনিবর্ধক যন্ত্র; ধ্বনিকে উচ্চতর ও অধিক দূর থেকে শ্রবণের উপযোগী করার যন্ত্রবিশেষ। {ইংরেজী. Amplifier}
  • Bengali Word অ্যামবাস্যাডার Bengali definition [অ্যাম্‌বাস্যাডার্] (বিশেষ্য) রাষ্ট্রদূত; রাজদূত। {ইংরেজী. ambassador}
  • Bengali Word অ্যামেচার Bengali definition [অ্যামেচার্] (বিশেষ্য) ১ অপেশাদার বা অদক্ষ কর্মী; শখের কর্মী। ২ আনাড়ি লোক (এ কাজের জন্যে নিপুণ কারিগর দরকার, অ্যামেচার দিয়ে হবে না-আই)। □ (বিশেষণ) ১ অর্থলাভের আশা না করে শুধু আনন্দলাভের জন্যে কোনো প্রিয় কাজে নিয়োজিত; শৌখিন (অ্যামেচার শিকারি)। ২ অপেশাদার; অপটু; আনাড়ি (অ্যামেচার দর্জি)। {ইংরেজী. amateur}
  • Bengali Word অ্যাম্বুলেন্স Bengali definition [অ্যাম্‌বুলেন্‌স্] (বিশেষ্য) রোগীবাহ যান; আহত লোক বা রোগী বহনের গাড়ি (টেলিফোনে অ্যাম্বুলেন্স গাড়ি আনাইয়া… তাহাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {ইংরেজী. ambulance}
  • Bengali Word অ্যাম্বুশ Bengali definition [অ্যাম্‌বুশ্] (বিশেষ্য) ওঁৎ পাতা; শত্রুকে হঠাৎ আক্রমণ করার জন্য গোপন জায়গায় লুকিয়ে থাকা। {ইংরেজী. Ambush}
  • Bengali Word অ্যারারুট Bengali definition [অ্যারারুট্] (বিশেষ্য) ১ গ্রীষ্মমণ্ডলীয় এক শ্রেণির উদ্ভিদের (অ্যারারুটগাছ) শিকড়ের শ্বেতসারপ্রধান অংশ থেকে তৈরি পুষ্টিকর গুঁড়া-খাদ্য, যা লঘুপাচ্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। {ইংরেজী. Arrowroot}
  • Bengali Word অ্যারেস্ট Bengali definition [অ্যারেস্‌ট্] (বিশেষ্য) গ্রেফতার। {ইংরেজী. arrest}
  • Bengali Word অ্যারোপ্লেন Bengali definition [অ্যারোপ্লেস্] (বিশেষ্য) উড়োজাহাজ, বিমান। {ইংরেজী. aeroplane}
  • Bengali Word অ্যালজেব্রা Bengali definition [অ্যাল্‌জেব্‌রা] (বিশেষ্য) (গণিত.) বীজগণিত (অপু অ্যালজেব্রার শক্ত আঁক কষিতেছেল-বিব)। {ইংরেজী. abgebra}
  • Bengali Word অ্যালবাম Bengali definition [অ্যাল্‌বাম্] (বিশেষ্য) ১ সাদা কাজগ বা পকেটযুক্ত এমন এক ধরনের বই-যাতে ছবি, স্ট্যাম্প, অটোগ্রাফ প্রভৃতি সংরক্ষণ করা হয়। ২ একাধিক ডিস্ক বা রেকর্ড রাখবার আবরণবিশেষ। ৩ একই শিল্পীর একাধিক গান সংবলিত লং-প্লে রেকর্ড। {ই. album}
  • Bengali Word অ্যালাউন্স Bengali definition [অ্যালাউন্‌স্] (বিশেষ্য) ভাতা (ট্রাভেলিং অ্যালাউন্স)। {ইংরেজী. allowance}
  • Bengali Word অ্যালার্জি Bengali definition [অ্যালার্‌জি] (বিশেষ্য) মানব-শরীরের রোগবিশেষ- যে রোগের উপসর্গরূপে বিশেষ কোনো খাবার গ্রহণ বা বিশেষ কোনো বস্তুর সংস্পর্শে আসার ফলে মানবদেহে ফুসকুড়ি, হাঁচি, হাঁপানি প্রভৃতি উপসর্গ দেখা দেয়। {ইংরেজী. allergy}
  • Bengali Word অ্যালার্ম Bengali definition [অ্যালার্‌ম্] (বিশেষ্য) ঘুম ভাঙানোর জন্য বা সতর্ক করার জন্য ব্যবহৃত যন্ত্রবিশেষ (অ্যালার্ম-ঘড়ি)। {ইংরেজী. Alarm}
  • Bengali Word অ্যালুমিনিয়ম Bengali definition এলুমিনিয়ম
  • Bengali Word অ্যালোপ্যাথি Bengali definition [অ্যালোপ্যাথ্] (বিশেষ্য) বিপরীতধর্মী ঔষধ প্রয়োগ ও অস্ত্রোপচারের সাহায্যে রোগ নিরাময়ের বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি। {ইংরেজী. allopathy}
  • Bengali Word অ্যাশ - ট্রে , অ্যাস - ট্রে Bengali definition [অ্যাশ্‌ট্রে] (বিশেষ্য) ছাইদানি; বিড়ি- সিগারেটের ছাই ঝাড়বার পাত্রবিশেষ (জামবাটি সাইজ অ্যাশট্রে পোড়া সিগারেট ভর্তি-সৈমু)। {ই. ash-tray}
  • Bengali Word অ্যাসিড , এসিড Bengali definition [অ্যাসি্‌ড্] (বিশেষণ) ১ দ্রাবক। ২ রাসায়নিক অম্ল; তেজাব। {ই. acid}
  • Bengali Word অ্যাসিস্ট্যান্ট Bengali definition [অ্যাসি্‌ট্যান্‌ট্] (বিশেষণ) সহকারী; সাহায্যকারী; সহ-। {ইংরেজী. Assistant}
  • Bengali Word অ্যাসেটিলিন Bengali definition [অ্যাসেটিলিন্] (বিশেষ্য) বর্ণহীন গ্যাসবিশেষ- যা জ্বললে উজ্জ্বল আলো বিকিরণ-করে; C2H2।{ইংরেজী. acetylene}
  • Bengali Word অ্যাসোসিয়েশন Bengali definition [অ্যাসোসিয়েশন্‌] (বিশেষ্য) সমিতি; সঙ্ঘ। {ইংরেজী .association}
  • Bengali Word অ্যাস্ট্রনমি Bengali definition [অ্যাশ্‌ট্রোনোমি] (বিশেষ্য) জ্যোতির্বিদ্যা (জিওগ্রাফি কতক হিসেবে অ্যাস্ট্রনমির অন্তর্ভূক্ত-প্রথম চৌধুরী)। {ইংরেজী. Astronomy}
  • Bengali Word অ্যাস্ট্রোনট Bengali definition [অ্যাস্‌ট্রোনট্‌] (বিশেষ্য) নভোচারী; মহাকাশে বিচরণকারী। {ইংরেজী. Astronaut}
  • Bengali Word অড়হর, অড়র Bengali definition [অড়্‌হর্, অড়র্] (বিশেষ্য) ডালবিশেষ {(তৎসম বা সংস্কৃত) আঢ়কী>}
  • Bengali Word অয়ন Bengali definition [অয়োন্] (বিশেষ্য) ১ পথ। ২ (জ্যোতির্বিজ্ঞান) সূর্যের গতি (দক্ষিণায়ন ও উত্তরায়ণ)। ৩ যুদ্ধভূমি। ৪ শাস্ত্র। ৫ সাধনার মার্গ (হীনায়ন)। ৬ আশ্রয়; অবলম্বন। অয়নবৃত্ত, অয়নমণ্ডল (বিশেষ্য) রাশিচক্র ও রাশিচক্রস্থ সূর্যের দৃশ্যমান গমন-পথ; ক্রান্তিবৃত্ত; ecliptic। অয়নাংশ (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) সূর্যের ভ্রমণ-পথের অংশ বা পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত)√অয়্+অন(ল্যুট্)}
  • Bengali Word অয়স (অয়স্) Bengali definition [অয়োশ্] (বিশেষ্য) লৌহ। অয়স্কঠিন (বিশেষণ) ১ লোহার মতো শক্ত। ২ অত্যন্ত কঠিন (অয়স্কঠিন ব্রত-প্রেমিন্দ্র মিত্র)। অয়স্কর্ষণী (বিশেষ্য) চৌম্বক শক্তি; magnetic power । অয়স্কান্ত. (বিশেষ্য) চুম্বকপাথর; magnet(অয়স্কান্তে আকৃষ্ট লৌহের ন্যায়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। { (তৎসম বা সংস্কৃত) √অয়্+অস্(অসুন্)}
  • Bengali Word অয়ারিং Bengali definition [অয়ারিং] (বিশেষ্য) বিদ্যুতের তার স্থাপনা। {ইংরেজী wiring}
  • Bengali Word অয়ি , অয়ে (বিরল) Bengali definition [ওয়ি, অয়ে] (অব্যয়) ভক্তি প্রেম বা স্নেহসূচক সম্বোধন বিশেষ (অয়ি ভুবন মনোমোহনী! অয়ি নির্মল সূর্যরোজ্জ্বল ধরণী! জনক জননী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ফারসি আয়; তুলনীয় (তৎসম বা সংস্কৃত) অয়ি= √অয়্‌(গমন করা)+ সংজ্ঞার্তে ‘ই’ প্রত্যয়}
  • Bengali Word অয়েল Bengali definition [অয়েল্] (বিশেষ্য) তৈল; তেল; oil। অয়েলকরা (ক্রিয়া) যন্ত্রাদি ঠিকমতো চালু রাখার জন্য তৈল প্রদান করা। অয়েলক্লথ (বিশেষ্য) জল প্রবেশ করতে না পারে এরূপ তেলতেলে কাপড়বিশেষ; oilcloth।অয়েল পেইন্টিং (বিশেষ্য) তৈলচিত্র; oil-painting (অয়েল পেন্টিং, মূল্যবান ফ্রেমে বাঁধানো -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। অয়েল পেপার (বিশেষ্য) তেলা কাগজ বিশেষ; oil-paper। অয়েল্ড (বিশেষণ) তেল দেওয়া হয়েছে এমন; তেল মাখানো হয়েছে এমন; oiled (সেটা আবার রোজই অয়েল্ড হচ্ছে, তার কোথাও একটু জং ধরে না-কাজী নজরুল ইসলাম)। {ইংরেজী oil}
  • Bengali Word অয়োমুখ Bengali definition [অয়োমুখ্] (বিশেষণ) লৌহময় মুখবিশিষ্ট। □ (বিশেষ্য) লৌহের অগ্রবিশিষ্ট বাণ। {( তৎসম বা সংস্কৃত) অয়স্+মুখ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অয়োময় Bengali definition [অয়োময়্] (বিশেষণ) লৌহময়; লৌহকঠিন। {(তৎসম বা সংস্কৃত) অয়স্+ময়; ৩ (তৎপুরুষ সমাস)}