Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অহৈতুক Bengali definition [অহোইতুক্] (বিশেষণ) ১ অকারণ (অহৈতুক বারিবিন্দু ঝরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অযৌক্তিক। অহৈতুকী স্ত্রী. কারণশূন্য; কার্যকারণ সম্পর্কহীন (অহৈতুকী ভক্তি)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+হৈতুক; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অহো Bengali definition [অহো] (অব্যয়) খেদ বিস্ময় প্রভৃতি ভাব প্রকাশক ধ্বনি; ওহো। {(তৎসম বা সংস্কৃত) ধ্বন্যাত্নক}
  • Bengali Word অহোরাত্র Bengali definition [অহোরাত্‌ত্রো] (অব্যয়) দিবারাত্র; সর্বক্ষণ (এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (ক্রিয়া বিশেষণ) এক সূর্যোদয় পর্যন্ত ২৪ ঘন্টা। অহোরাত্রি (অপ্র.) অহোরাতি (অপপ্রয়োগ. পদ্যে ব্যবহৃত.) (বিশেষণ) সর্বদা; সব সময়ে; দিনরাত (কৃষ্ণযাত্রা অহোরাত্রি-বৃন্দাবন দাস; বহু ভার্যা যাহার সে চিন্তে অহোরাতি-মোহাম্মদ খান)। {(তৎসম বা সংস্কৃত) অহন্=অহঃ + রাত্রি= অহোরাত্র; দ্বন্দ্বসমাস}
  • Bengali Word অহ্ন Bengali definition [অন্‌হো] (বিশেষ্য) ১ দিন। ২ দিনমানের সমান তিন ভাগের এক-এক ভাগ (পূর্বাহ্ণ, মধ্যাহ্ন, অপরাহ্ণ)। {(তৎসম বা সংস্কৃত) অহন্ (সমাসের উত্তরপদে অহ্ন)}
  • Bengali Word অ্যাঁ Bengali definition [অ্যাঁ] (অব্যয়) বিস্ময় হতাশা সাড়া ইত্যাদি সূচক ধ্বনি। {(বাংলা) বিস্ময় প্রভৃতি জ্ঞাপক ধ্বনি}
  • Bengali Word অ্যাকটিং , একটিং Bengali definition [অ্যাক্‌টিঙ্‌] (বিশেষণ) ১ পরিবর্ত; স্থায়ী একজনের স্থলে অন্যের অস্থায়ী নিয়োগ; বদলী। □ (বিশেষ্য ) অভিনয় (মাথা কাটেনি ওস্তাদ! অ্যাকটিং করছে-শামসুল হক)। {ইংরেজী. acting}
  • Bengali Word অ্যাকর্ডিয়ান Bengali definition [অ্যাকর্‌ডিয়ান্] (বিশেষ্য) হারমোনিয়মের মতো রিড এবং ভাঁজবিশিষ্ট বাদ্যযন্ত্র, যা কাঁধে ঝুলিয়ে বাজানো হয়। {ইংরেজী. accordian}
  • Bengali Word অ্যাকসিডেন্ট Bengali definition [অ্যাক্‌সিডেন্‌ট] (বিশেষ্য) দুর্ঘটনা (ট্রেন-অ্যাকসিডেন্ট) {ইংরেজী. accident}
  • Bengali Word অ্যাকসেন্ট Bengali definition [অ্যাক্‌সেন্‌ট] (বিশেষ্য) উচ্চারণের ঝোঁক; প্রস্বর (পয়লা সিলেব্‌লে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মত-সৈমু)। {ইংরেজী. accent}
  • Bengali Word অ্যাকসেলারেটর Bengali definition [অ্যাক্‌সেলারেটর্] (বিশেষ্য) ইঞ্জিন চালিত গাড়ির বেগবর্ধক যন্ত্রবিশেষ। {ইংরেজী. accelerator}
  • Bengali Word অ্যাকাউন্ট Bengali definition [অ্যাকাউন্‌ট্] (বিশেষ্য) হিসাব (কিন্তু এঁদের বাড়ীর প্রণামীর টাকা বাবুর অ্যাকাউন্টে ব্যাঙ্কে জমা হয়-কালীপ্রসন্ন সিংহ)। {ইংরেজী. account}
  • Bengali Word অ্যাকাডেমি , একাডেমী Bengali definition [অ্যাকাডেমি] (বিশেষ্য) ১ শিল্প, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদির চর্চা ও গবেষণার কেন্দ্র (বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী)। ২ কোনো বিষয়ে প্রশিক্ষণ দানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান (মিলিটারি অ্যাকাডেমি, বুলবুল ললিতকলা একাডেমী)। ৩ বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ের স্কুল (দীর্ঘা ইউনিয়ন একাডেমী)। {ইংরেজী. academy}
  • Bengali Word অ্যাটম Bengali definition [অ্যাটম্] (বিশেষ্য) পরমাণু; (পদার্থ.) পদার্থের সূক্ষ্মতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। □ ( বিশেষণ) পারমাণবিক (অ্যাটম বোমা)। অ্যাটম বোম (বিশেষ্য) পরমাণু বোমা। {ইংরেজী. atom}
  • Bengali Word অ্যাটর্নি Bengali definition [অ্যাটর্‌নি] (বিশেষ্য) আইনসম্মত প্রতিনিধি; আমমোক্তার; উকিল। অ্যাটর্নি জেনারেল (বিশেষ্য) সরকার কর্তৃক নিযুক্ত আইন বিষয়ক মুখ্য প্রতিনিধি; মহাব্যবহারদেশক; মুখ্য সরকারি উকিল। {ইংরেজী. attorney}
  • Bengali Word অ্যাটাসি - কেস , এটাচি - কেস Bengali definition [অ্যাটাচিকেস্] (বিশেষ্য) চামড়ার প্রস্তুত ক্ষুদ্র পেটিকা বিশেষ; চামড়ার হাত-বাক্স (লীলা একটা চামড়ার এ্যাটাসি-কেস খুলিয়া বলিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {ফারসি. অ্যাট্যাশে attache+লা. ক্যাসাস casus, ইংরেজী. case}
  • Bengali Word অ্যাটিচুড , এটিচুড Bengali definition [অ্যাটিচুড্] (বিশেষ্য) ১ মনোভাব; ভাবভঙ্গি (সাহেবের এটিচুড দেখে কিন্তু আমার তখনই মনে হয়েছিল-ইআ)। ২ ধরন-ধারণ; চালচলনের বিশেষ ভঙ্গি। {ইংরেজী. attitude}
  • Bengali Word অ্যাডভান্স , এডভান্স Bengali definition [অ্যাড্‌ভান্‌স্‌] (বিশেষণ) অগ্রিম; দাদন বা বায়না স্বরূপ দেয়। □ (বিশেষ্য) অগ্রিম প্রদত্ত অর্থাদি; দাদন; বায়না (পাঁচ টাকা অ্যাডভান্স দিতে হবে)। {ইংরেজী. advance}
  • Bengali Word অ্যাডভারটাইজ করা Bengali definition [অ্যাড্‌ভার্‌টাইজ্ করা] (ক্রিয়া) বিজ্ঞাপন দেওয়া; ঘোষণা করা (এই পোষ্টে তো মুসলমানই নেবে বলে অ্যাডভারটাইজ করেছে- কাজী ইমদাদুল হক)। {ইংরেজী. advertise+করা}
  • Bengali Word অ্যাডভোকেট Bengali definition [অ্যাড্‌ভোকেট্] (বিশেষ্য) অধিবক্তা; হাইকোর্টের বা উচ্চ আদালতের উকিল। {ইংরেজী. Advocate}
  • Bengali Word অ্যাডমিরাল Bengali definition [অ্যাড্‌মিরাল্‌] (বিশেষ্য) নৌ-সেনাপতি; নৌ-বাহিনীর সর্বোচ্চ পদ। {ইংরেজী. admiral}
  • Bengali Word অ্যাডিশনাল Bengali definition [অ্যাডিশনাল্] (বিশেষণ) অতিরিক্ত, বাড়তি (অ্যাডিশনাল দু’খানা ঠ্যাং বেড়ায় পিছে ন’ড়ে-কাজী নজরুল ইসলাম)। {ইংরেজী. additional}
  • Bengali Word অ্যাদ্দিন Bengali definition এতদিন
  • Bengali Word অ্যানটেনা , অ্যান্টিনা Bengali definition [অ্যান্‌টেনা, অ্যান্‌টিনা] (বিশেষ্য) বেতারযন্ত্রে তড়িৎ-চুম্বকীয় শব্দতরঙ্গ প্রেরণ অথবা গ্রহণের জন্য রেডিও, টেলিভিশন ইত্যাদির সঙ্গে সংযুক্ত যন্ত্রবিশেষ (ডিস-অ্যানটেনা)। {ইংরেজী. antenna}
  • Bengali Word অ্যানোফিলিস Bengali definition [অ্যানেফিলিস্] (বিশেষ্য) ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী এক ধরনের মশা, যার কামড়ে মানুষের শরীরে ম্যালেরিয়া রোগের সৃষ্টি হয়। {ই. anopheles}
  • Bengali Word অ্যান্টিনা Bengali definition অ্যানটেনা
  • Bengali Word অ্যান্টিবায়োটিক Bengali definition [অ্যান্‌টিবায়োটিক্] (বিশেষ্য) (রসায়ন) নানা ধরনের অণুজীব থেকে তৈরি পেনিসিলিন বা স্টেপটোমাইসিন জাতীয় রাসায়নিক পদার্থ, যা প্রাণীদেহের ক্ষতিকর জীবাণু প্রতিরোধ করে। □ (বিশেষণ) জীবাণুরোধক (অ্যান্টিবায়োটিক ঔষধ)। {ইংরেজী. antibiotic}
  • Bengali Word অ্যাপ্রন Bengali definition [অ্যাপ্‌প্রোন্] (বিশেষ্য) কাজের সময়ে পোশাককে ময়লা থেকে বাঁচানোর জন্য আলগা যে জামা পরা হয় (চিকিৎসক অ্যাপ্রন পরে এলেন)। {ইংরেজী. apron}
  • Bengali Word অ্যাপ্লিকেশন Bengali definition [অ্যাপ্‌লিকেশন্] (বিশেষ্য) আবেদন পত্র; দরখাস্ত (হ্যাঁ সার, অ্যাপ্লিকেশনও সঙ্গে এনেছি-কাজী ইমদাদুল হক)। {ইংরেজী. application}
  • Bengali Word অ্যাফিডাভিট Bengali definition [অ্যাফিডাভিট্‌] (বিশেষ্য) শপথপত্র; সাধারণত ম্যাজিস্ট্রেটের নিকট কৃত অঙ্গীকারের ভিত্তিতে তৈরি হলফনামা। (ইংরেজী. affidavit}
  • Bengali Word অ্যাবস্ট্রাক্ট Bengali definition [অ্যাবস্‌ট্রাক্‌ট্] (বিশেষ্য) সংক্ষিপ্তসার; সারাংশ (বাজেটের অ্যাবস্ট্রাক্ট, হিসাবের অ্যাবস্ট্রাক্ট)। □ ( বিশেষণ) ১ সংক্ষিপ্ত (অ্যাবস্ট্রাক্ট বিল)। ২ বিমূর্ত; ভাবমূলক (অ্যাবস্ট্রাক্ট আর্ট)। ৩ (গণিত.) শুদ্ধ (অ্যাবস্ট্রাক্ট সংখ্যা)। {ইংরেজী. abstract}