অ পৃষ্ঠা ৬৮
- Bengali Word অস্থাবর Bengali definition [অস্থাবর্] (বিশেষণ) ১ স্থানান্তরকরণযোগ্য; গমনশীল, জঙ্গম। ২ অস্থিতিশীল। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্থাবর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্থায়ী Bengali definition [অস্থায়ি] (বিশেষণ) ১ অল্পকাল স্থায়ী; ক্ষণস্থায়ী। ২ স্থায়ী নয় এমন; সাময়িক। ৩ ক্ষণভঙ্গুর; বিনাশী। ৪ পাকাপোক্ত নয় এমন। অস্থায়িতা, অস্থায়িত্ব (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্থায়িন্; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্থি Bengali definition [ওস্থি] (বিশেষ্য) ১ হাড়। ২ কঙ্কাল। অস্থিচর্মসার (বিশেষণ) ১ কেবলমাত্র অস্থি ও চর্ম অবশিষ্ট আছে এমন। ২ অতিশয় শীর্ণ। অস্থিদান, অস্থিসমর্পণ (বিশেষ্য) হিন্দুমতে পবিত্র জলে মৃতের অস্থি নিক্ষেপ। অস্থিদাহকারী (-রিন্) (বিশেষণ) হাড়জ্বালানি; অতিশয় দুষ্ট বা চঞ্চল (এই অস্থিদাহকারী দস্যু মেয়েকে ঘরে আনার জন্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। অস্থিবিজ্ঞান, অস্থিবিদ্যা (বিশেষ্য) শরীরস্থ অস্থিসম্বন্ধীয় বিদ্যা; অস্থিবিষয়ক শাস্ত্র। অস্থিশেষ, অস্থিসার ( বিশেষণ) ১ কেবল হাড় অবশিষ্ট আছে এমন; কঙ্কালসার। ২ অতিশয় শীর্ণ। {(তৎসম বা সংস্কৃত) √অস্+থি(ক্থিন্)}
- Bengali Word অস্থিতপঞ্চ , অস্থিতপঞ্চক , অস্থিতপঞ্চম , অস্থিরপঞ্চক , অস্থিরপঞ্চম Bengali definition [অস্থিতোপন্চো, অস্থিতোপন্চোক, অস্থিতোপন্চোম, অস্থির্পন্চোক্, অস্থির্পন্চোম্] (বিশেষ্য) ১ সমীকরণ জাতীয় অঙ্কবিশেষ। ২ কঠিন সমস্যা। ৩ কিংকর্তব্যবিমূঢ়তা, চিন্তাকুলতা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্থিত, স্থির+পঞ্চ, পঞ্চক, পঞ্চম}
- Bengali Word অস্থিতি Bengali definition [অস্থিতি] (বিশেষ্য) ১ অস্থায়ী; স্থিতিহীন; অবিদ্যমানতা। ২ চাঞ্চল্য। অস্থিতিস্থাপক (বিশেষণ) স্থিতিস্থাপকতা- বিহীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্থিতি; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্থির , অথির (মনোজ বসু) Bengali definition [অস্থির্, অথির্] (বিশেষণ) ১ চঞ্চল; চপল (কুন্দ দন্ত ছুঁয়ে ছুঁয়ে অথির বিজলী যায় ছুটি-সুফী মোতাহার হোসেন; থির বিজুরিক পাঁতিয়া-বিদ্যাপতি)। ২ আকুল; বিহ্বল (উঠানের ভিড় আতঙ্কে অস্থির হইয়া সরিয়া গেল-আবু জাফর শাসসুদ্দীন)। ৩ নশ্বর; ক্ষণস্থায়ী (দিন দুই সুখভোগ অথির জীবন-কাজী দৌলত)। ৪ অনিশ্চিত; অনির্ধারিত। অস্থিরতা, অস্থিরত্ব, অস্থৈর্য (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ স্থির; (নঞ্ তৎপুরুষ সমাস)>}
- Bengali Word অস্থিরপঞ্চক , অস্থিপঞ্চম Bengali definition ⇒ অস্থিপঞ্চ
- Bengali Word অস্নাত Bengali definition [অস্স্নাতো] (বিশেষণ) স্নান করেনি এমন। অস্নাতক (বিশেষণ) ১ হিন্দুমতে গুরুগৃহে অধ্যয়ন শেষে যথাবিধি স্নানান্তর গৃহস্থাশ্রমে প্রবেশ করেনি এমন। ২ স্নাতক হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্নাত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অস্পন্দ Bengali definition [অস্পন্দো] (বিশেষণ) স্পন্দনহীন; স্তব্ধ; অনড়; অচল। অস্পন্দিত (বিশেষণ) স্পন্দনরহিত; স্তব্ধ (পুত্তলিকার ন্যায় অস্পন্দিতকায় দাঁড়াইয়া ছিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√স্পন্দ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অস্পর্শনীয় , অস্পর্শ্য Bengali definition [অস্পর্শোনিয়ো, অস্পর্শো] (বিশেষণ) ১ অস্পৃশ্য। ২ ছোঁয়ার যোগ্য নয় এমন। ৩ গ্রহণের অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অ+স্পর্শনীয়, স্পর্শ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অস্পষ্ট Bengali definition [অস্পশ্টো] (বিশেষণ) ১ স্পষ্ট নয় এমন; অপরিস্ফুট; ঝাপসা। ২ সহজে বা পরিষ্কার বোঝা যায় না বা সম্পূর্ণ বোঝা যায় না এমন। অস্পষ্টতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্পষ্ট; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্পৃশ্য Bengali definition [অস্প্শ্শো] (বিশেষণ) ১ স্পর্শের অযোগ্য; ছোঁয়া নিষিদ্ধ এমন। ২ অশুচি; অপবিত্র। ৩ ঘৃণ্য। ৪ স্পর্শ করা যায় না এমন। □ (বিশেষ্য) অচ্ছুত; হিন্দু বর্ণবাদ অনুসারে অস্পৃশ্য জাতি। (কে বলে তোমারে বন্ধু অস্পৃশ্য অশুচি-সত্যেন্দ্রনাথ দত্ত)। অস্পৃশ্যা স্ত্রী.। অস্পৃশ্যতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্পৃশ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অস্পৃষ্ট Bengali definition [অস্প্ট্টো] (বিশেষণ) ১ স্পর্শ করা হয়নি এমন। ২ উচ্ছিষ্ট নয় এমন; ভুক্ত হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্পৃষ্ট; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্ফুট Bengali definition [অস্ফুটো] (বিশেষণ) ১ ফোটেনি এমন; অবিকশিত। ২ অপরিস্ফুট; আধো-আধো। ৩ অব্যক্ত। ৪ অস্পষ্ট (অস্ফুট চন্দ্রালোকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অস্ফুটবাক (বিশেষণ) আধো-আধো কথা বলে এমন। {(তৎসম বা সংস্কৃত) অ+স্ফুট; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্বচ্ছন্দ Bengali definition [অশচ্ছন্দো] (বিশেষণ) ১ সহজ বা সাবলীল নয় এমন। ২ অস্বস্তিপূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্বচ্ছন্দ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্বচ্ছল Bengali definition [অশচ্ছো] (বিশেষণ) ১ পরিষ্কার নয় এমন; ঘোলা; আবিল। ২ ভিতর দিয়ে দেখা যায় না এমন; অনচ্ছ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্বচ্ছ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্বতন্ত্র Bengali definition [অশ্শতন্ত্রো] (বিশেষ্য) ১ পরাধীন; অস্বাধীন। ২ বৈশিষ্ট্যহীন। ৩ অভিন্ন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্বতন্ত্র; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্বস্তি , অসোয়াস্তি Bengali definition [অশ্সোস্তি, অশোয়াস্তি] (বিশেষ্য) ১ মনের অশান্তি; অস্বাচ্ছন্দ্য; দৈহিক অস্বচ্ছন্দতা (তাদের অসোয়াস্তির সীমা থাকে না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্বাচ্ছন্দ্য বা আরামের অভাব। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্বস্তি,>; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্বাচ্ছন্দ্য Bengali definition [অশাচ্ছন্দো] (বিশেষণ) স্বাচ্ছন্দ্যের অভাব। □ (বিশেষ্য) অস্বস্তি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্বাচ্ছন্দ্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্বাতন্ত্র্য Bengali definition [অশাতন্ত্রো] (বিশেষণ) পরাধীনতা। □ (বিশেষ্য) ১ বৈশিষ্ট্যের অভাব। ২ অভিন্নতা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্বাতন্ত্র্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্বাদিত Bengali definition [অশ্শাদিতো] (বিশেষণ) অনাস্বাদিত; উপভোগ করা হয়নি এমন (অস্বাদিত মধু যেমন যূথী অনাঘ্রাতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ স্বাদিত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অস্বাদু Bengali definition [অশ্শাদু] (বিশেষণ) বিস্বাদ; স্বাদহীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্বাদু; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্বাধীন Bengali definition [অশ্শাধিন্] (বিশেষণ) পরাধীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্বাধীন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্বাভাবিক Bengali definition [অশ্শাভাবিক্] (বিশেষণ) ১ স্বভাব বা প্রকৃতি বিরুদ্ধ। ২ অনৈসর্গিক; অলৌকিক। ৩ অসাধারণ। ৪ কৃত্রিম। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্বাভাবিক; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্বামী , অস্বামিক Bengali definition [অশ্শামি, অশ্শামিক্] (বিশেষণ) প্রভু বা অধিকারী নেই এমন; বেওয়ারিশ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্বামিন্+ , +ক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অস্বাস্থ্য Bengali definition [অশাস্থো] (বিশেষ্য) ১ স্বাস্থ্যহীনতা; স্বাস্থ্যের অভাব। ২ অস্বাস্থ্যকরতা (স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া- রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ পীড়া; অসুখ। অস্বাস্থ্যকর (বিশেষণ) স্বাস্থ্যের পক্ষে হানিকর। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্বাস্থ্য; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্বীকার Bengali definition [অশ্শিকার্] (বিশেষ্য) ১ লঙ্ঘন; অমান্যকরণ (নেৃতৃত্ব অস্বীকার)। তত২ অসম্মতি বা অমত প্রকাশ। ৩ গ্রহণ না করণ (দায়িত্ব অস্বীকার)। ৪ প্রত্যাখ্যান (নিমন্ত্রণ অস্বীকার)। ৫ না মানা (দোষ অস্বীকার)। অস্বীকৃত (বিশেষণ) ১ অস্বীকার করা হয়েছে এমন। ২ স্বীকার করেনি এমন। অস্বীকৃতি (বিশেষ্য) অস্বীকার্য (বিশেষণ) স্বীকার করা যায় না এমন; অস্বীকারের অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্বীকার; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অস্মদ Bengali definition [অস্মদ্] (সর্বনাম) ১ আমি; আমরা। ২ আমাদের। মদীয়। {(তৎসম বা সংস্কৃত) √অস্+মদ্(মদিক্)}
- Bengali Word অস্মাদাদি Bengali definition [অস্মোদাদি] (সর্বনাম) আমরা এবং আমাদের স্বশ্রেণীস্থ ব্যক্তিবর্গ (উক্ত ভাষা যে অস্মদাদির ভাষা নহে; তাহা বলা বাহুল্য-প্রথম চৌধুরী)। অস্মদীয় (বিশেষণ) আমাদের সম্বন্ধীয়; আমাদের। {(তৎসম বা সংস্কৃত) অস্মদ্+আদি}
- Bengali Word অস্মার Bengali definition [অস্মার্] (বিশেষ্য) স্মৃতিভ্রংশ; amnesia রোগ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্মার; (নঞ্ তৎপুরুষ সমাস)}