Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অসুস্থ Bengali definition [অশুস্‌থো] (বিশেষণ) ১ রুগ্ন; পীড়িত। ২ অপ্রকৃতিস্থ; অস্বচ্ছন্দ। অসুস্থা স্ত্রী.। অসুস্থতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সুস্থ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসূ র্য ম্পশ্য Bengali definition [অশুর্‌জম্‌পোশ্‌শো] (বিশেষণ) সূর্যের মুখ পর্যন্ত দেখেনি এমন (রহিমা অসূর্যম্পশ্য নিত্য চুপে চুপে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসূর্যম্পশ্যা (বিশেষ্য) (বিশেষণ) স্ত্রী. ১ সূর্যের মুখ পর্যন্ত দেখেনি এমন নারী। ২ অন্তঃপুরবাসিনী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সূর্য+√দৃশ্+অ(খশ্)+আ}
  • Bengali Word অসূক্ষ্ম Bengali definition [অশুক্‌খো] (বিশেষণ) স্থল। অসূক্ষ্মদর্শী (-শিন্) (বিশেষণ) স্থূলদর্শী; অতীক্ষ্ণবুদ্ধি।অসূক্ষ্মদর্শিতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সূক্ষ্ম; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসূয়ক Bengali definition [অশুয়ক্] (বিশেষণ) ১ নিন্দক; পরশ্রীকাতর। ২ বিদ্বেষী; ঈর্ষাপরায়ণ। □ (বিশেষ্য) স্বভাবতই সব কিছুর প্রতি বিদ্বেষভাবযুক্ত লোক। {(তৎসম বা সংস্কৃত) √অসূয়+অক(বুঞ্)}
  • Bengali Word অসূয়া Bengali definition [অশুয়া] (বিশেষ্য) ১ ঈর্ষা; দ্বেষ; হিংসা (তাঁহাদের রচনা অনেক সময়ে হিংসা, অসূয়া, অকৌশল, নিরানন্দ এবং পরশ্রীকাতরতা পরিপূর্ণ -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ গুণে দোষারোপ। ৩ পরশ্রীকাতরতা। অসূয়াপর, অসূয়া পরবশ (বিশেষণ) ঈর্ষাযুক্ত; ঈর্ষান্বিত দ্বেষশীল। {(তৎসম বা সংস্কৃত) √অসূয়+অ+(অচ্)+আ}
  • Bengali Word অসৃক্ Bengali definition [অস্রিক্] (বিশেষ্য) ১ রক্ত; রুধির; শোণিত। ২ কুমকুম। {(তৎসম বা সংস্কৃত) √অস্+ঋজ্; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসৈনিক Bengali definition [অশোইনিক্] (বিশেষণ) অসামরিক; civil । {অ(নঞ্)+সৈনিক; (নঞ্‌ তৎপুরুষ সমাস )}
  • Bengali Word অসোয়াস্তি Bengali definition অস্বস্তি
  • Bengali Word অসৌজন্য Bengali definition [অশোউজোন্‌নো] (বিশেষ্য) ১ অভদ্রতা; অশিষ্টতা; অশিষ্টাচার। ২ শালীনতার অভাব। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সৌজন্য; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসৌষ্ঠব Bengali definition [অশোউশ্‌ঠব্‌] (বিশেষ্য) ১ অসৌন্দর্য। ২ গঠন পারিপাট্যের অভাব। □ (বিশেষণ) ১ অসুষ্ঠু; অশোভন; সৌন্দর্যহীন। ২ সামঞ্জস্যহীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সৌষ্ঠব; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসৌহার্দ , অসৌহৃদ্য Bengali definition [অশোউহার্‌দো, অশোউহৃদ্‌দো/অশোউরিদ্‌দো] (বিশেষ্য) বন্ধুত্বের অভাব; প্রীতির অভাব। {(তৎসম বা সংস্কৃত) অ+সৌহার্দ, সৌহৃদ্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অস্খলিত Bengali definition [অস্‌খোলিতো] (বিশেষণ) ১ অবিচ্যুত; অপতিত। ২ অচঞ্চল; অবিচলিত; স্থির। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্খলিত; (নঞ্ ‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অস্ট্রেলিয়ান , অস্ট্রেলীয় Bengali definition [অস্‌ট্রেলিয়ান্ অস্‌ট্রেলিয়ো] (বিশেষণ) অস্ট্রেলিয়া মহাদেশীয়; অস্ট্রেলিয়া মহাদেশে জাত। □ (বিশেষ্য ) অস্ট্রেলিয়া মহাদেশের লোক বা ভাষা। {ইংরেজী Australian, অস্ট্রেলিয়া+আন্, ঈয়}
  • Bengali Word অস্ত Bengali definition [অস্‌তো] (বিশেষ্য) ১ সূর্যচন্দ্রাদির পশ্চিম দিকে অদৃশ্য অবস্থা। ২ শেষ; অবসান। অস্তগত, অস্তমিত (বিশেষণ) অস্ত গেছে বা অদৃশ্য হয়েছে এমন। অস্তগমন (বিশেষ্য) অস্তে যাওয়া। অস্তগিরি, অস্তাচল (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত যে পর্বতবিশেষের অন্তরালে সূর্য অস্ত যায়। অস্তপাট (বিশেষ্য) অস্তাচল; যেদিকে সূর্যাদি অস্ত যায় (উদয়-গোধূলি রঙে রাঙা হয়ে উঠেছিল যথা অস্তপাট-কাজী নজরুল ইসলাম)। অস্তমন (বিশেষ্য) অস্তগমন। অস্তমান, অস্তায়মান, অস্তগামী (বিশেষণ) অস্ত যাচ্ছে এমন (অস্তমান রবি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √অস্+ত(ক্ত)}
  • Bengali Word অস্তব্যস্ত , অস্তেব্যস্তে Bengali definition আস্তব্যস্ত
  • Bengali Word অস্তমন , অস্তমান Bengali definition অস্ত
  • Bengali Word অস্তর ১ , আস্তর Bengali definition [অস্‌তর্, আস্‌তর্‌] (বিশেষ্য) ১ পলস্তারা, চুন সুরকি বালি ইত্যাদির প্রলেপ। ২ জামা টুপি ইত্যাদির লাইনিং বা ভিতর দিকের কাপড়। {ফারসি আস্‌তর}
  • Bengali Word অস্তর ২ Bengali definition অস্ত্র
  • Bengali Word অস্তাচল Bengali definition অস্ত
  • Bengali Word অস্তাভা Bengali definition [অস্‌তাভা] (বিশেষ্য) অস্তগমনকালীন সূর্যের আভা। ২ মৃদু ঔজ্জ্বল্য (সেই ঠোঁটের লালিমার অস্তাভা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অস্ত+আভা}
  • Bengali Word অস্তি Bengali definition [ওস্‌তি] (বিশেষ্য) সত্তা; অস্তিত্ব (অস্তি ইহার হয় না নাশ-কাজী নজরুল ইসলাম )। □ (ক্রিয়া) আছে। অস্তিত্ব (বিশেষ্য) ১ (দর্শন) সত্তা। ২ স্থিতি; বিদ্যমানতা। অস্তিনাস্তি (বিশেষ্য) থাকা না থাকা; অস্তিত্ব-অনস্তিত্ব। {(তৎসম বা সংস্কৃত) √অস্+তি(লট্)}
  • Bengali Word অস্তু Bengali definition [ওস্‌তু] (ক্রিয়া) হোক (তথাস্তু)। {(তৎসম বা সংস্কৃত) √অস্+তু(লোট্)}
  • Bengali Word অস্তুতি , অস্তুত (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [অস্‌তুতি, অস্‌তুতো] (বিশেষ্য) স্তুতি; স্তব; মহিমাকীর্তন; প্রশংসাবাণী (ইলহির অস্তুতি কহিলা বহুতর-সৈয়দ সুলতান; যুগে যুগে বসি যদি অস্তুত লেখয়-সৈয়দ আলাওল)। {অ(নঞ্)+√স্তু+তি(ক্তি), ত(ক্ত)}
  • Bengali Word অস্তোম্মুখ Bengali definition [অস্‌তোন্‌মুখ] (বিশেষণ) অস্তগমন করছে এমন; অস্তগমনোদ্যত। {(তৎসম বা সংস্কৃত) অস্ত+উন্মুখ}
  • Bengali Word অস্ত্যথ Bengali definition [অস্‌তোথো] (বিশেষণ) অস্থিগত (অস্থিমধ্যে অস্ত্যথ জীবন-ভারতচন্দ্র রায় গুণাকর )। {(তৎসম বা সংস্কৃত) অস্থিগত>}
  • Bengali Word অস্ত্যর্থ Bengali definition [অস্‌তোর্‌থো] (বিশেষ্য) বিদ্যমানতার অর্থ; আছে এই অর্থবোধক। অস্ত্যর্থক (বিশেষণ) অস্ত্যর্থবিশিষ্ট; অস্তিত্বসূচক। {(তৎসম বা সংস্কৃত) অস্তি+অর্থ}
  • Bengali Word অস্ত্র , অস্তর Bengali definition [অস্‌ত্রো, অস্‌তোর্] (বিশেষ্য) ১ হাতিয়ার; প্রহরণ; আয়ুধ। ২ প্রহারের উদ্দেশ্যে নিক্ষেপ করার ধারালো যন্ত্র। ৩ কাটার জন্য ব্যবহৃত যন্ত্র। ৪ (আলঙ্কারিক) উদ্দেশ্য সাধনে ব্যবহারের উপযুক্ত কোনো কিছু (অশ্রুই তার অস্ত্র)।অস্ত্রকরা (ক্রিয়া) অস্ত্রের সাহায্যে চিকিৎসা করা; অপারেশন করা। অস্ত্রকার ( বিশেষ্য) যে অস্ত্র নির্মাণ করে; অস্ত্রনির্মাতা। অস্ত্রকোবিদতা (বিশেষ্য) অস্ত্রবিষয়ক পাণ্ডিত্য; অস্ত্রবিদ্যায় দক্ষতা (অসাধারণ রণপাণ্ডিত্য এবং অস্ত্রকোবিদতা দর্শনে সকলেই স্তম্ভিত হইলেন-ইসমাইল হোসেন শিরাজী )। অস্ত্রচিকিৎসা (বিশেষ্য) রোগীর দেহে অস্ত্রোপচারপূর্বক চিকিৎসা; শল্যচিকিৎসা। অস্ত্র ত্যাগ, অস্ত্রসংবরণ (বিশেষ্য) যুদ্ধে বিরত হয়ে অস্ত্রবর্জন। অস্ত্রনিক্ষেপ (বিশেষ্য) আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রগ্রহণ। অস্ত্রধারী (-রিন্) (বিশেষণ) অস্ত্রবর্ষণ।অস্ত্রধারণ (বিশেষ্য) যুদ্ধ করার উদ্দেশ্যে অস্ত্রধারণ করেছে এমন; সশস্ত্র; অস্ত্রসজ্জিত। □ (বিশেষ্য) যোদ্ধা; সৈনিক; শান্ত্রী। অস্ত্রনিবারণ (বিশেষ্য) অস্ত্রের আঘাত বা প্রহার বোধ। অস্ত্রবিদ (বিশেষণ) অস্ত্রের ব্যবহার জানে এমন। অস্ত্রলেখা (বিশেষ্য) অস্ত্র দ্বারা আঘাতজনিত চিহ্ন; অস্ত্রাঘাতের চিহ্ন (পৃষ্ঠে নাহি অস্ত্রলেখা-মাইকেল মধুসূদন দত্ত )। অস্ত্রশস্ত্র (বিশেষ্য) সর্বপ্রকার অস্ত্র; আক্রমণ করার জন্য এবং আক্রমণ প্রতিরোধ করার জন্য ব্যবহৃত অস্ত্রাদি-যা নিক্ষেপ করা যায় তা অস্ত্র; যেমন- বর্শা এবং যা হাতে প্রহার করা যায় তা শস্ত্র, যেমন- তরবারি। বাংলা ব্যবহারে এই পার্থক্য রক্ষা করা হয় না বরং জোড়শব্দ হিসাবে ব্যবহার করা হয়। অস্ত্রশালা, অস্ত্রাগার, অস্ত্রালয় (বিশেষ্য) অস্ত্র রাখার গৃহ; অস্ত্রের ভাণ্ডার। অস্ত্রসংবরণ⇒অস্ত্রত্যাগ। অস্ত্রাগার⇒অস্ত্রশালা। অস্ত্রাঘাত (বিশেষ্য) ১ অস্ত্রের আঘাত; অস্ত্রের প্রহার। ২ প্রহারজনিত চিহ্ন। অস্ত্রালয়⇒অস্ত্রশালা। অস্ত্রী (-স্ত্রিন্) (বিশেষণ) অস্ত্রধারী। □ ( বিশেষ্য) যোদ্ধা (ফেরে অস্ত্রিদল-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √অস্+ত্র,>}
  • Bengali Word অস্ত্রীক Bengali definition [অস্‌ত্রিক্] (বিশেষণ) ১ বিপত্নীক। ২ স্ত্রী সঙ্গে নেই এমন। ৩ অবিবাহিত। সস্ত্রীক (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্ত্রী+ ক(কপ্); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অস্ত্রোপচার Bengali definition [অস্‌ত্রোপোচার্] (বিশেষ্য) চিকিৎসার্থ রোগীর দেহে অস্ত্রপ্রয়োগ; অপারেশন। {(তৎসম বা সংস্কৃত) অস্ত্র+উপচার}
  • Bengali Word অস্থান Bengali definition [অস্‌থান্] (বিশেষ্য) ১ কুস্থান; মন্দস্থান (তাহাকে জাহান্নাম নামক একটা অস্থানে যাইতে অনুরোধ করি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অপ্রশস্ত বা অযোগ্য স্থান। ৩ অযোগ্য পাত্র। ৪ শরীরের বিশেষ স্থান। অস্থানে (ক্রিয়া বিশেষণ) ১ শরীরের বিশেষ অংশে যেখানে আঘাত লাগলে মৃত্যু ঘটতে পারে। ২ অনুপযুক্ত স্থানে কালে বা পা্ত্রে। অস্থানকুস্থান (বিশেষ্য) নিষিদ্ধ বা জঘন্য স্থান। অস্থানিক (বিশেষণ) স্থানীয় নয় এমন; বহিরাগত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্থান; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}