Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word অলকা Bengali definition [অলোকা] (বিশেষ্য) ১ হিন্দুদের ধনদেবতা কুবেরের পুরী। ২ অলক; কুঞ্চিত কেশ (জোড়াভুরু আর অলকার মাঝে পঞ্চমী চাঁদ পাতা- মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) √অল্‌+অক(ক্বু)+আ}
 • Bengali Word অলকাতিলক , অলকাতিলকা Bengali definition [অলোকাতিলোক, অলোকাতিলোকা] (বিশেষ্য) চন্দন দ্বারা মুখমণ্ডলের সজ্জা; তিলক ফোঁটা; পত্রলেখা (রূপের পেয়ালার গায়ে-গায়ে এরা ছায়া ফেলে অলকাতিলকার মত থাকলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত ) অলকা+তিলক, +(বাংলা) আ}
 • Bengali Word অলকানন্দা Bengali definition অলকনন্দা
 • Bengali Word অলক্ত , অলক্তক Bengali definition [অলক্‌তো, অলক্‌তক্‌] (বিশেষ্য) আলতা; যাবক; লাক্ষারস (অলক্ত পরিবর্তে কন্টক বেধ বাহিত রক্তধারা চরণদ্বয় রঞ্জিত করিতে লাগিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অলক্তরাগ (বিশেষ্য) আলতার রং বা আভা। {( তৎসম বা সংস্কৃত) অ+রক্ত, +ক}
 • Bengali Word অলক্ষণ Bengali definition অলক্‌খোন্‌] (বিশেষ্য) ১ কুলক্ষণ; অশুভ চিহ্ন (প্রণাম করেন মোরে একি অলক্ষণ-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ অকল্যাণ; অমঙ্গল (ইহার কোন্দলে তার অলক্ষণ হবে-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষণ) কুলক্ষণযুক্ত; অপয়া। অলক্ষণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কুলক্ষণ-যুক্তা; অপয়া (অলক্ষণা-সুলক্ষণা যে হই সে হই-ভারতচন্দ্র রায় গুণাকর)। অলক্ষণে, অলক্ষুনে (বিশেষণ) অমঙ্গলজনক, অশুভ ক্ষণযুক্ত, অপয়া। {বহু,; (তৎসম বা সংস্কৃত ) অ(নঞ্‌)+লক্ষণ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
 • Bengali Word অলক্ষিত Bengali definition [অলোক্‌খিতো] (বিশেষণ) লক্ষিত হয়নি এমন; নজরে পড়েনি এরূপ। অলক্ষিত ভাবে, অলক্ষিতে (ক্রিয়া বিশেষণ) ১ অপরের অজ্ঞাতসারে (অলক্ষিতে পিছিয়ে যেতে চাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দৃষ্টির অগোচরে। ৩ অতর্কিত; অসতর্ক অবস্থায়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+লক্ষিত; নতৎ,; (বহুব্রীহি সমাস)}
 • Bengali Word অলক্ষুণে Bengali definition অলক্ষণ
 • Bengali Word অলক্ষে Bengali definition [অলোক্‌খে] (ক্রিয়া বিশেষণ) অন্যের দৃষ্টির অগোচরে (এক সময় অলক্ষে কাহারও নিকট বিদায় না লইয়া- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+√লক্ষ্‌+বাংলা এ}
 • Bengali Word অলক্ষ্মী Bengali definition [অলোক্‌খি] (বিশেষণ) কাজে কর্মে শ্রীহীনা। ২ হতভাগ্য। □ (বিশেষ্য) ১ দুর্ভাগ্য (অলক্ষ্মী যাহার সহায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ শ্রীহীনতা। অলক্ষ্মীতে পাওয়া (ক্রিয়া) ১ দুর্দশাগ্রস্ত হওয়া। ২ দুর্ভাগাগ্রস্ত থেকে হয় এমন আচরণে অভ্যস্ত হওয়া। অলক্ষ্মীর দশা (বিশেষ্য) শ্রীহীনতা; দারিদ্র্য। অলক্ষ্মীর দৃষ্টি (বিশেষ্য) অভাব; অনটন; দুর্দশা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+লক্ষ্মী; (বহুব্রীহি সমাস)}
 • Bengali Word অলক্ষ্য Bengali definition [অলোক্‌খো] (বিশেষণ) ১ দেখা যায় না এমন; অদৃশ্য; দৃষ্টির অগোচর (অলক্ষ্য সুদূর তরে উঠিছে মর্মর স্বর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অজানিত; অজ্ঞাত; গোপনচারী (মানুষের লক্ষ লক্ষ অলক্ষ্য ভাবনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অনির্ণেয়। □ (বিশেষ্য) ১ অন্তরাল; অদৃশ্য স্থান (অলক্ষ্য হইতে)। ২ শূন্য; স্বর্গ (অলক্ষ্যের পানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+লক্ষ্য; (নঞ্ ‌ তৎপুরুষ সমাস)}
 • Bengali Word অলখ Bengali definition [অলখ্‌] (বিশেষণ) দৃষ্টির অগোচর; লক্ষ্যের বহির্ভূত (দুই হাত তুলি বলো জয় জয় অলখ নিরঞ্জন-রবীন্দ্রনাথ ঠাকুর)। অলখবিহারী (বিশেষণ) দৃষ্টির বাইরে বিচরণকারী (তিমির বিদারী অলখবিহারী-কাজী নজরুল ইসলাম)। অলখিত(পদ্য.) (বিশেষণ) অদৃশ্য; দেখা যায় না এমন (বাজে অলখিত তারি চরণে- রবীন্দ্রনাথ ঠাকুর)। অলখিতে (পদ্য.) (ক্রিয়া বিশেষণ) অলক্ষিতে; অগোচরে (যে পথে আসিত আমার ভুবনে সবার আঁখির অলখিতে-সিকান্‌দার আবু জাফর)। {(তৎসম বা সংস্কৃত) অলক্ষ্য>; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
 • Bengali Word অলঙ্কার , অলংকার Bengali definition [অলোঙ্‌কার্‌] (বিশেষ্য) ১ গহনা; ভূষণ; আভরণ। ২ প্রসাধন; সজ্জা। ৩ শোভা। ৪ গৌরব; সম্মান। ৫ ভাষার সৌন্দর্য ও মাধুর্য বৃদ্ধিকারী গুণ (অনুপ্রাস, রূপক, উপমা, যমক ইত্যাদি)। অলঙ্করণ, অরঙ্কৃতি, অলঙ্ক্রিয়া (বিশেষ্য) ১ অলঙ্কার; সজ্জার উপকরণ (বিচিত্র অলঙ্করণ সর্বত্র -মনোজ বসু)। ২ অলঙ্কার দ্বারা সজ্জিতকরণ। ৩ অতিরঞ্জন। ৪ প্রসাধন। ৫ চিত্রণ। ৬ সাহিত্যে অনুপ্রাস, যমক, উপমাদির প্রয়োগ। অলঙ্কার্তা (-র্তৃ) (বিশেষণ) (বিশেষ্য) ১ অলঙ্কার দ্বারা সজ্জিত করে এমন। ২ প্রসাধন। অলঙ্কর্ত্রী স্ত্রী.। অলঙ্কারক (বিশেষণ) অলঙ্কৃত করে এমন; শোভাবর্ধক। □ (বিশেষ্য) শোভা বৃদ্ধির উপকরণ; অলঙ্কার (ভাব হল তার যেখানে যা কিছু অলঙ্কৃত এবং যা কিছু অলঙ্কারক আছে তার সঙ্গে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। অলঙ্কারশাস্ত্র ( বিশেষ্য) কাব্যলঙ্কার সংক্রান্ত বিষয় বা গ্রন্থ। অলঙ্কৃত (বিশেষণ) ১ ভূষিত; সজ্জিত; আভরণমণ্ডিত(সেই ধাপ দিয়ে অলঙ্কৃত কঙ্কাল তাহার আন্দোলনহীন ঋজু গতিতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সৌষ্ঠবমণ্ডিত; সমৃদ্ধ (সভা অলঙ্কৃত করিয়া রাখিয়াছেন-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) অলম্‌ + √কৃ+ অ(ঘঞ্‌), তৃ(তৃচ্‌), ত(ক্ত)}
 • Bengali Word অলঙ্ঘন Bengali definition [অলঙ্‌ঘন্‌] (বিশেষ্য) ১ লঙ্ঘন বা অবহেলা না করণ। ২ পালন। ৩ অনুপবাস। অলঙ্ঘনীয়, অলঙ্ঘ্য (বিশেষণ) ১ লঙ্ঘনের অসাধ্য; লঙ্ঘন করা অসম্ভব এমন (অলঙ্ঘ্য অজেয়-মাইকেল মধুসূদন দত্ত)। ২ লঙ্ঘন করা যায় না বা লঙ্ঘন করা অনুচিত এমন। ৩ অবশ্য পালনীয়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+লঙ্ঘন; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
 • Bengali Word অলজ্জ Bengali definition [অরজ্‌জো] (বিশেষণ) লজ্জাহীন; নির্লজ্জ (অলজ্জ নবজন্মা-বুদ্ধদেব বসু)। অলজ্জিত (বিশেষণ) লজ্জা নেই এমন।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+লজ্জা; (বহুব্রীহি সমাস)}
 • Bengali Word অলদ Bengali definition ওলদ
 • Bengali Word অলপ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [অলপ] (বিশেষণ) ১ অল্প (ধনী অলপ বয়সী-বিদ্যাপতি)। ২ হীন; ছোট ইতর (অলপ হআঁ চাহ বড়ার সঙ্গ -বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অল্প>}
 • Bengali Word অলপ্পেয়ে, অল্পেয়ে Bengali definition [অলপ্‌পেয়ে, অল্‌পেয়ে] (বিশেষ্য) গালিবিশেষ। □ (বিশেষণ) স্বল্পায়ু (ওরে বুড়া আঁটকুড়া নারদ অল্পেয়ে-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) অল্পায়ুঃ+(বাংলা) ইয়া>; (বহুব্রীহি সমাস)}
 • Bengali Word অলব্ধ Bengali definition [অলব্‌ধো] (বিশেষণ) লাভ করা যায়নি এমন; অপ্রাপ্ত (অলব্ধ বস্তু অলভ্য নয়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+লব্ধ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
 • Bengali Word অলবড়্যে , অলবড্ডে Bengali definition [আলোবোড়্‌য়ে, আলোবোড্‌ডে] (বিশেষণ) ১ অসাবধান। ২ অগোছালো। ৩ হাবাগোবা; আনাড়ি। অলবড্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) দীর্ঘসূত্রী (মেয়ে বড় অলবড্যা-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। { (তৎসম বা সংস্কৃত) অল্পবুদ্ধি+বাংলা ইয়া=অল্পবুদ্ধিয়া>অলবুড়্‌ঢে>অলবড্ডে}
 • Bengali Word অলভ্য Bengali definition [অলোব্‌ভো] (বিশেষণ) লাভ যাবে না এমন; আপ্রাপণীয়; অপ্রাপ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+লভ্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
 • Bengali Word অলম্বুষ Bengali definition [অলম্‌বুশ্‌] (বিশেষ্য) ১ পৌরাণিক রাক্ষস-বিশেষ-রাবণের মন্ত্রী প্রহস্ত; ঘটোৎকচ কর্তৃক নিহত কৌরব পক্ষের রাক্ষসের নাম। ২ যে সাধারণের অনেক ক্ষতি করে। ৩ গালিবিশেষ। ৪ লজ্জাবতী লতা। □ (বিশেষণ) নির্বোধ; হাবা; অমার্জিত (আমার কপালে জুটেছে একটা হাবা-গোবা অলম্বুষ)। {(তৎসম বা সংস্কৃত) অলম্‌+√বুস্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word অলস Bengali definition [অলশ্‌] (বিশেষণ) ১ কুঁড়ে; পরিশ্রমবিমুখ। ২ মন্থর (অলস গমনে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ জড় প্রকৃতি। ৪ উদাস; অন্যমনস্ক (গতি ধীর, মন্থর, অলস-সত্যেন্দ্রনাথ দত্ত)। আলস্য, অলসতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ+√লস্‌+অ(অচ্‌); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
 • Bengali Word অলাত , আলাত Bengali definition [অলাত্‌, আলাত্‌] (বিশেষ্য) জ্বলন্ত অঙ্গার (পোড়ে মৌচাক আধিদৈবিক অলাতে-সুধীন্দ্রনাথ দত্ত )। অলাতচক্র (বিশেষ্য) চক্রাকার বহ্নি; জ্বলন্ত কাঠ বা অঙ্গার ঘোরালে আগুনের যে চক্র সৃষ্টি হয় (জানি জানি, এই অলাত চক্রে চঙ্‌ক্রমণ-বিদে)। অলাতশিলা (বিশেষ্য) পাথুরে কয়লা। {(তৎসম বা সংস্কৃত ) অ+√লা+ত(ক্ত); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
 • Bengali Word অলাবু , অলাবূ Bengali definition [অলাবু] (বিশেষ্য) লাউ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+√লব্‌+উ, ঊ}
 • Bengali Word অলাভ Bengali definition [অলাভ্‌] (বিশেষ্য) ১ লাভহীনতা। ২ লোকসান; ক্ষতি। ৩ অপ্রাপ্তি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+লাভ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
 • Bengali Word অলি ১ Bengali definition [ওলি] (বিশেষ্য) ১ ভ্রমর (অলির গানে কানন ভরে গেল-আবুল ফজল)। ২ বৃশ্চিক। ৩ মদ্য (অলিপান)। অলিকুল (বিশেষ্য) ভ্রমরের ঝাঁক। {(তৎসম বা সংস্কৃত) √অল্‌+ই(ইন্‌)}
 • Bengali Word অলি ১ , ওলি Bengali definition [ওলি] (বিশেষ্য) ১ অভিভাবক; অছি। ২ দরবেশ (কত অলি দরবেশ, এমন কি কত নবী-রছুলের পবিত্র জীবনী-(মাওলানা মুহাম্মদ আকরম খাঁ)। ৩ রক্ষক। অলি-অসি, অলি-অছি (বিশেষ্য ) নাবালকের অভিভাবক বা সম্পত্তির রক্ষক (যদি নাবালক পুত্রের অলি-অছি পদ বহাল থাকে, তবে ত মঙ্গল, তাহা না থাকিলে ভরা-ডুবি, একেবারে বিসর্জন-মীর মশাররফ হোসেন)। {আ. ব্‌লী }
 • Bengali Word অলিক (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ওলিক্‌] ললাট, কপাল। {(তৎসম বা সংস্কৃত) অলক্ষ্য>}
 • Bengali Word অলিখিত Bengali definition [অলিখিতো] (বিশেষণ) লেখা হয়নি এমন (কোন এক অলিখিত ইতিহাসের অন্তর্গত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+লিখিত; (বহুব্রীহি সমাস ); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
 • Bengali Word অলিগলি Bengali definition [ওলিগোলি] (বিশেষ্য) গলিঘুঁজি; সঙ্কীর্ণ পথ। {(তৎসম বা সংস্কৃত) গল; গলি; অনুকারক শব্দ অলি}