Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অকৃষ্ট Bengali definition [অকৃশ্টো] (বিশেষণ) চষা হয়নি এমন; অকর্ষিত (অকৃষ্ট জমি)। অকৃষ্টপচ্য (বিশেষ্য) পতিত জমিতে যে শস্যাদি উৎপন্ন হয়ে থাকে (পর্বতে অকৃষ্টপচ্য গম আর দ্রাক্ষালতা জন্মায়){অকৃষ্ট অ(নঞ্) + √কৃষ্+ত(ক্ত); (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকৃষ্ণ Bengali definition [অকৃশ্নো] (বিশেষণ) ১ কৃষ্ণবর্ণ নয় এরূপ; কালো ছাড়া অন্য যে কোনো রং বিশিষ্ট। ২ সাদা (অকৃষ্ণ বরণে কহিপীতবরণ-কৃষ্ণদাস করিবরাজ)। অকৃষ্ণকর্মা (বিশেষণ) নিষ্পাপ; দুষ্কার্যহীন; নিষ্কলঙ্ক। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কৃষ্ণ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকেজো Bengali definition [অকেজো] (বিশেষণ) কাজের অযোগ্য; যা কোনো কাজে আসে না; অকর্মণ্য (অকেজো লোক, অকেজো গাড়ি)। {অ+(কাজ+উয়া >কাউজ্যা>)কেজো; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকেলাস Bengali definition [অকেলাশ্] (বিশেষণ) দানা বাঁধে না এমন (কয়লাকে বলা হয় অকেলাস বা দানাহীন কার্বন –আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। কেলাসিত (বিশেষণ) দানাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কেশ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৈতব Bengali definition [অকোইতব্] (বিশেষণ) অপকট; অকৃত্রিম; সরল। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কৈতব; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকোপ Bengali definition [অকোপ্] (বিশেষ্য) ক্রোধশূণ্যতা।  (বিশেষণ) ক্রোধশূন্য; রাগ নেই এমন। অকোপী (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কোপ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকোবিদ Bengali definition [অকোবিদ্] (বিশেষণ) অপণ্ডিত; মূর্খ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কোবিদ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকৌশল Bengali definition [অকোউশল] (বিশেষ্য) অপটুতা; কৌশলের অভাব (অকৌশল, নিরানন্দ এবং পরশ্রীকাতরতা পরিপূর্ণ-বচ)। ২ বিরোধ; ঝগড়া। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কৌশল; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অক্কা Bengali definition [অক্কা] (বিশেষ্য) প্রভু; মালিক। অক্কা পাওয়া ক্রি (ব্যঙ্গার্থ) মরে যাওয়া। অক্কা প্রাপ্তি (বিশেষ্য)। {(ফারসি) আকা}
  • Bengali Word অক্টোপাস Bengali definition [অক্টোপাশ্, অক্টোপাস্] (বিশেষ্য) ১ অষ্টভুজ সামুদ্রিক প্রাণী বিশেষ। ২ (আলঙ্কারিক) ব্যাপকভাবে অনিষ্টকর প্রভাবযুক্ত শক্তি বিশেষ (কি অক্টোপাসের পাল্লাতেই না পড়েছিল সে-নীলিমা ইব্রাহীম)। ৩ (আলঙ্কারিক) চতুর্দিক থেকে বেষ্টিত। ৪ আক্রান্ত ও বিপন্ন হওয়া। {ই. Octopus}
  • Bengali Word অক্টোবর Bengali definition [অক্টোবর্] (বিশেষ্য) ইংরেজি বৎসরের দশম মাস। { ই. October}
  • Bengali Word অক্ত ২ Bengali definition ওক্ত
  • Bengali Word অক্রম Bengali definition [অক্‌ক্রম্] (বিশেষণ) ১ ক্রমশূন্য; বিশৃঙ্খল; এলোমেলো।  (বিশেষ্য) শৃঙ্খলার অভাব; বিপর্যাস। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্রম; (নঞ্ তৎপুরুষ সমাস) }
  • Bengali Word অক্রিয় Bengali definition [অক্‌ক্রিয়ো] (বিশেষণ) ১ নিষ্ক্রিয়; বেকার (অক্রিয় অবকাশ-অচিন্ত্য কুমার সেনগুপ্ত)। ২ নিরুদ্যম। ৩ অচল; ক্রিয়াশূন্য। অক্রিয়তা, অক্রিয়ত্ব বি। অক্রিয়কর্মা (বিশেষণ) কুকাজ করে এমন; কুকর্মা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্রিয়া; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অক্রিয়া Bengali definition [অক্‌ক্রিয়া] (বিশেষ্য) ১ কর্মশূন্যতা; নিষ্ক্রিয়তা। ২ অন্যায় কার্য; অবৈধ ক্রিয়া। অক্রিয়ানিষ্ঠ, অক্রিয়ান্বিত, অক্রিয়ারত, অক্রিয়াসক্ত (বিশেষণ) কুকর্মেরত। অক্রিয়াচরণ (বিশেষ্য) কুব্যবহার; অবৈধ আচরণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ক্রিয়া; (নঞ্ তৎপুরুষ সমাস) }
  • Bengali Word অক্রীত Bengali definition [অক্‌ক্রিতো] (বিশেষণ) ১ ক্রয় করা হয়নি এমন। ২ কেনার মতো নয় এমন (অক্রীত বস্তু)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্রীত;(নঞ্ তৎপুরুষ সমাস), (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অক্রুদ্ধ Bengali definition [অক্রুদ্ধো] (বিশেষণ) আড়ষ্ট; ক্রোধহীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্রদ্ধ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অক্রূর Bengali definition [অক্‌ক্রুর্] (বিশেষণ) সরল; অকুটিল।  (বিশেষ্য) কৃষ্ণের পিতৃব্য। (এক পয়সায়) অক্রূর সংবাদ শুনানো ১ (আলঙ্কারিক) দীর্ঘ কাহিনী সংক্ষেপে বলা। ২ (আলঙ্কারিক) মহাশূল্যবান বস্তু সস্তায় বিকানো। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ক্রূর; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অক্রেয় Bengali definition [অক্‌ক্রেয়ো] (বিশেষণ) দুর্মূল্য; মহার্ঘ; আক্রা। অক্রেয়তা বি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্রেয়; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অক্রোধ Bengali definition [অক্‌ক্রোধ] (বিশেষ্য) ক্রোধশূন্যতা।  (বিশেষণ) ক্রোধহীন; রোষশূন্য (তিনি অক্রোধ ও ক্ষমাহীন–বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অক্রোধিত, অক্রোধী (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) অ + ক্রোধ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অক্লান্ত Bengali definition [অক্লান্তো] (বিশেষণ) ক্লান্তিহীন; অশ্রান্ত।  (ক্রিয়া (বিশেষণ)) ক্লান্তিহীনভাবে; ক্রমাগত। অক্লান্তকর্মা (বিশেষণ) পরিশ্রমে অকাতর; অতিশয় পরিশ্রমী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্লান্ত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অক্লিষ্ট Bengali definition [অক্লিশ্টো] (বিশেষণ) ১ ক্লান্তিশূন্য; শ্রান্তিহীন; অদম্য। ২ নিবৃত্তিহীন; অবিরাম; নিরবচ্ছিন্ন (অক্লিষ্ট যত্ন বা স্নেহ)।৩ অম্লান (অক্লিষ্ট কান্তি বা শোভা)। অক্লিষ্টকর্মা (বিশেষণ) পরিশ্রমে অকাতর; অক্লেশ কর্মসমাপনকারী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্লিষ্ট; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অক্লীব Bengali definition [অক্‌ক্লিব্] (বিশেষণ) ১ পুরুষত্ববিশিষ্ট; বীর্যবান। ২ ধৈর্যশীল; সহিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) অ + ক্লীব; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অক্লেশ Bengali definition [অক্‌ক্লেশ্] (বিশেষ্য) ক্লেশের অভাব।  (বিশেষণ) ক্লেশহীন। অক্লেশে (ক্রিয়া (বিশেষণ) অনায়াসে; বিনা পরিশ্রমে; সহজে। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্লেশ; (নঞ্ তৎপুরুষ সমাস) }
  • Bengali Word অক্ষ Bengali definition [অক্‌খো] (বিশেষ্য) ১ ক্রীড়াবিশেষ; পাশা (নির্জীব শুষ্ক অক্ষকে শুনিয়ে দিচ্ছে-মনোজ বসু)। ২ (ভূগো.) মেরুকেন্দ্র রেখা; axis। ৩ রুদ্রাক্ষবীজ (হেরিবে তাহার অক্ষরাজিতে তোমারি সে নামমালা-মোঃ মাহফুজ উল্লাহ)। ৪ (ভূগো.) বিষুবরেখা থেকে কোনো স্থানের কৌণিক দূরত্ব; latitude। ৫ ইন্দ্রিয় (প্রত্যক্ষ বা পরোক্ষ)।৬ চক্ষু (কুম্ভকার চক্র যেন ঘুরে দুই অক্ষ-কাশীরাম দাস)। অক্ষক্রীড়া (বিশেষ্য) পাশাখেলা। অক্ষটি, অক্ষত-পৃথক ভুক্তি। অক্ষপাদ (বিশেষ্য) ন্যায়শাস্ত্র-প্রণেতা; গৌতম ঋষি। অক্ষবাট (বিশেষ্য) ১ কুস্তির আখড়া। ২ পাশা খেলার আড্ডা। অক্ষমালা, অক্ষসূত্র (বিশেষ্য) রুদ্রাক্ষমালা; জপমালা (অক্ষসূত্র কমণ্ডলুধারী –ভারতচন্দ্র রায়গুণাকর)। অক্ষবৃত্ত, অক্ষরেখা (বিশেষ্য) (ভূগো.) বিষুবরেখা থেকে সমদূরবর্তী উত্তর ও দক্ষিণের কল্পিত রেখা; parallel of latitude। অক্ষরেখা ⇒ বৃত্ত। অক্ষহার (বিশেষ্য) জপমালার বীজের হার (অঙ্গে পরিব গৈরিক বাস, গলায় অক্ষহার-জসীম উদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) √অক্ষ + অ(অচ্)}
  • Bengali Word অক্ষটি Bengali definition আখেট
  • Bengali Word অক্ষত Bengali definition [অক্‌খতো] (বিশেষণ) ১ ক্ষতশূন্য; বা আঘাতহীন। ২ নির্দোষ; নিখুঁত। ৩ অখণ্ডিত; অচ্ছিন্ন।  (বিশেষ্য) আতপ চাল। অক্ষতদেহ, অক্ষতশরীর (বিশেষ্য) ক্ষতহীন দেহ; নিখুঁত বা অবিকৃত শরীর।  (বিশেষণ) ক্ষতহীন দেহ বিশিষ্ট; অবিকৃত অঙ্গবিশিষ্ট। অক্ষতদেহে, অক্ষতশরীরে (ক্রিয়া) (বিশেষণ)। অক্ষতযোনি (বিশেষণ) পুরুষসঙ্গম হয়নি এমন (নারী); কুমারী। অক্ষতশরীর ⇒ দেহ। অক্ষতশরীরে ⇒ দেহে। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষত;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অক্ষম Bengali definition [অক্‌খম্] (বিশেষণ) ১ ক্ষমতাহীন; দূর্বল। ২ অসমর্থ; অপটু। ৩ অযোগ্য। অক্ষমা১ (স্ত্রীলিঙ্গ) (নিতান্ত অক্ষমা অনভিজ্ঞা-রবীন্দ্রনাথ ঠাকুর)। অক্ষমতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষম; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অক্ষমা ১ Bengali definition অক্ষম
  • Bengali Word অক্ষমা ২ Bengali definition [অক্‌খমা] (বিশেষ্য) ১ ক্রোধ; ক্ষমাশূন্যতা। ২ অসহিষ্ণুতা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষমা; (নঞ্ তৎপুরুষ সমাস)}