Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অকিঞ্চন Bengali definition [অকিন্চন্, অকিন্চোন] (বিশেষণ) ১ কিছুই নেই এমন; নিঃস্ব; দরিদ্র (নিতান্ত অকিঞ্চনের ঘরের হতভাগ্য মলিন শিশু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ তুচ্ছ; নগণ্য (কৃপা প্রভু, কর অকিঞ্চনে-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ ইতর; মূঢ়; অধম (আমি অতি হেয় ও অকিঞ্চন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। অকিঞ্চনতা, অকিঞ্চনত্ব বি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কিঞ্চন;(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকিঞ্চিৎ, অকিঞ্চিৎকর Bengali definition [অকিন্চিত্, অকিন্চিত্কর] (বিশেষণ) নগণ্য; তুচ্ছ (সংসার অতি অকিঞ্চিৎকর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অকিঞ্চিতকরতা (বিশেষ্য) সামান্য অবস্থা; নগণ্য ভাব(এতকালের অকিঞ্চিৎকরতা থেকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কিঞ্চিত,+কর}
  • Bengali Word অকীর্তি Bengali definition [অকির্তি] (বিশেষ্য) অখ্যাতি; নিন্দা; দুর্নাম। অকীর্তিকর (বিশেষণ)। অকীর্তিত, অকীর্ত (বিশেষণ) প্রচারিত হয়নি এমন; অঘোষিত; অজানা (অন্য কন্যা চিত্র করে একথা অকীর্ত-ক্ষেমানন্দ দাস)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কীর্তি;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকু, অকুআত Bengali definition [অকু, অকুয়াত্] (বিশেষ্য) ঘটনা; দুর্ঘটনা; অপরাধমূলক কার্য; হাঙ্গামা। অকুস্থল, অকুস্থান (বিশেষ্য) ১ দুর্ঘটনাস্থল; যে স্থলে অপরাধমূলক কার্য সংঘটিত হয়েছে (তড়িঘড়ি অকুস্থান থেকে সরে পড়ে-সেমু)। ২ ঘটনাস্থল (আরো দ’একজন কৌতূহলী কথা শুনছে, অকুস্থল দেখছে-শওকত ওসমান)। {(আরবি)আত+বকুয়াত্ বহুব}
  • Bengali Word অকুটিল Bengali definition [অকুটিল] (বিশেষণ) সরল; অকপট। অকুটিলতা বি। অকুটিলা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কুটিল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকুতোভয় Bengali definition [অকুতোভয়্] (বিশেষণ) কোথাও ভয় নেই এমন; নির্ভীক; অসমসাহসিক। অকুতোভয়া (স্ত্রীলিঙ্গ)। অকুতোভয়তা (বিশেষ্য) ভয়শূন্যতা; অসমসাহসিকতা (কার্যদক্ষতা ও অকুতোভয়তা প্রভৃতির প্রভূত পরিচয় প্রদান করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কুতঃ+ভয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকুন্ঠ, অকুন্ঠিত Bengali definition [অকুন্ঠো, অকুন্ঠিতো] (বিশেষণ) ১ অকাতর; অসঙ্কুচিত। ২ অব্যাহত; অপ্রতিহত (অকুন্ঠিত মর্যাদায় আছিস দাঁড়ায়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অক্ষুব্ধ। অকুন্ঠিতা (স্ত্রীলিঙ্গ) (তুমি অকুণ্ঠিতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকুন্ঠিতচিত্ত (বিশেষণ) উদারচিত্ত; মুক্তপ্রাণ; সরলমনা। অকুন্ঠিতচিত্তে ক্রি(বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কুন্ঠ, √কুন্ঠ্+ত(ক্ত),(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকুফ Bengali definition [ওকুফ্] (বিশেষ্য) বুদ্ধি; কাণ্ডজ্ঞান (তোমার বেটার নহে আক্কেল অকুফ-ফকির গরীবুল্লাহ)। {(আরবি) রকূফ&}
  • Bengali Word অকুমার Bengali definition [অকুমার্] (বিশেষ্য) ১ যথার্থ কুমার। ২ পাঁচের অধিক বয়সের বালক। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্, সম্যক্ অর্থে)+কুমার;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকুমারী Bengali definition [অকুমারি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ তরুণী; নবীন যুবতী। ২ বারো বৎসরের অধিক বয়স্ক কুমারী (ঘন ঘন নিঃশ্বাস ছাড়এ অকুমারী-দৌলত উজির বাহরাম খান)। অকুমারীব্রত (বিশেষ্য) হিন্দু কুমারীর পালনীয় অনুষ্ঠান বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্), অতীত)+কুমার+ঈ; নতৎ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকুল Bengali definition [অকুল] (বিশেষ্য) নীচ বংশ; বিবাহাদি সম্পর্কের অযোগ্য বংশ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কুল; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অকুলন, অকুলান Bengali definition [অকুলন্, অকুলান্] (বিশেষ্য) অভাব; অপ্রাচুর্য; অনটন (কোনো কিছুর অকুলান হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কুলন;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকুলীন Bengali definition [অকুলিন্] (বিশেষণ) নীচবংশজাত; বংশমর্যাদাহীন (অকুলীন ভাষা)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কুল+ঈন(খ);(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকুশল Bengali definition [অকুশল্] (বিশেষ্য) ১ অমঙ্গল; অশুভ। ২ অপটু; অনিপুণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কুশল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকুস্থল, অকুস্থান Bengali definition অকু
  • Bengali Word অকূল Bengali definition [অকুল্] (বিশেষণ) ১ তীরহীন; অপার; অসীম (অকূল মানস-সাগর জলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ গভীর; নিবিড় (যেন কি অকুল চেনাচেনি-অচিন্ত্য কুমার সেনগুপ্ত)।  (বিশেষ্য) (আলঙ্কারিক) কঠিন বিপদ; ঘোর সঙ্কট (অকূলে পড়া)। অকূলপাথার (বিশেষ্য) ১ অসীম সমুদ্র; দুস্তর পারাবার। ২ (আলঙ্কারিক) কঠিন বিপদ; মহাসঙ্কট। অকূলভাসা (বিশেষণ) কূলহীন পাথারে ভাসমান (অকুল-ভাসা তরীর আমি মাঝি-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকূলে কূল পাওয়া ক্রি (আলঙ্কারিক) মহাবিপদ থেকে উদ্ধার পাওয়া; ঘোর সঙ্কটে সাহায্য পাওয়া। অকূলে ডুবা, অকূলে ভাসা ক্রি(আলঙ্কারিক)কঠিন বিপদগ্রস্ত হওয়া; প্রাণ যাওয়ার উপক্রম হওয়া। অকূলের ভেলা (বিশেষ্য) (আলঙ্কারিক)অসহায় অবস্থার আশ্রয়।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কূল; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অকৃত Bengali definition [অকৃত] (বিশেষণ) ১ করা হয়নি এমন; অসম্পাদিত। ২ নিরর্থক; বিফল। অকৃতকর্মা (বিশেষণ) অপটু; অপারগ; অকর্মণ্য। অকৃতকার্য (বিশেষণ) নিষ্ফল; ব্যর্থ। অকৃতকার্যতা বি। অকৃতদার (বিশেষণ) অবিবাহিত; অনূঢ়। অকৃতধী (বিশেষণ) অল্প বুদ্ধিসম্পন্ন. অস্থিরচিত্ত। অকৃতনামী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অখ্যাতা; অপ্রসিদ্ধ (অচিরাৎ সেই অকৃতনাম্নী প্রতিবাসিনী স্বর্ণালঙ্কারে ভূষিতা হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অকৃতনামা (পুংলিঙ্গ)। অকৃতবিদ্যা (বিশেষণ) অশিক্ষিত; নিরক্ষর (অনেক অকৃতবিদ্য মূর্খেরও ঈশ্বর জ্ঞান আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ কৃত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকৃতঘ্ন Bengali definition [অকৃতঘ্নো] (বিশেষণ) উপকারীর উপকার স্বীকার করে এমন; কৃতজ্ঞ; নিমকহালাল। অকৃতঘ্নতা বি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কৃতঘ্ন; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অকৃতজ্ঞ Bengali definition [অকৃতগ্গোঁ] (বিশেষণ) উপকারীর উপকার স্বীকার করে না এমন; নিমকহারাম। অকৃতজ্ঞতা বি।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কৃতজ্ঞ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৃতাত্মা Bengali definition [অকৃতাত্তাঁ] (বিশেষ্য), (বিশেষণ) অপবিত্র চিত্ত; অবিশুদ্ধ চিত্ত। {(তৎসম বা সংস্কৃত) অ+ কৃত+আত্মা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৃতাদর Bengali definition [অকৃতাদর্] (বিশেষণ) ১ অনাদৃত; অনভ্যর্থিত। ২ অনাদরকারী; অন্যের প্রতি আদর দেখায়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অকৃত + আদর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৃতাপরাধ Bengali definition [অকৃতাপোরাধ্] (বিশেষণ) নির্দোষ; নিরপরাধ; অপরাধ করেনি এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কৃত+অপরাধ;(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৃতার্থ Bengali definition [অকৃতার্থো] (বিশেষণ) ১ অকৃতকার্য; ব্যর্থ (পরীক্ষায় অকৃতার্থ হইবার বেদনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দরিদ্র; অর্থ উপার্জন করেনি এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কৃত+অর্থ; (নঞ্ তৎপুরুষ সমাস), (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অকৃতিত্ব Bengali definition [অকৃতিত্তো] (বিশেষ্য) অক্ষমতা; অপটুতা; অযোগ্যতা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ কৃতিন্+ত্ব; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকৃতী Bengali definition [অকৃতি] (বিশেষণ) অক্ষম; অপটু; অযোগ্য (অকৃতী আতুর অন্ধ অন্ন করে খায়-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কৃত+ইন্(ঈ);(নঞ্ তৎপুরুষ সমাস)(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৃতোদ্বাহ Bengali definition [অকৃতোদ্বাহো] (বিশেষণ) অবিবাহিত। অকৃতোদ্বাহা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কৃত+উদ্বাহ; (নঞ্ তৎপুরুষ সমাস);(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৃত্য Bengali definition [অকৃত্তো] (বিশেষণ) অকর্তব্য; অকরণীয়।  (বিশেষ্য) নিন্দিত কাজ; কুকাজ। অকৃত্যকারী (বিশেষণ) কুকর্মকারী {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্, কুৎসিত) + কৃত্য; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৃত্রিম Bengali definition [অকৃত্ত্রিম্] (বিশেষণ) ১ বিশুদ্ধ; খাঁটি; আসল (অকৃত্রিম ঔষধ)। ৩ অকপট; ছলনাশূন্য (অকৃত্রিম হাসি-রাজশেখর বসু (পরশু))। অকৃত্রিমতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কৃত্রিম;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকৃপ Bengali definition [অকৃপ] (বিশেষণ) নির্দয়; নিষ্ঠুর। অকৃপা বি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কৃপা;(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৃপণ Bengali definition [অকৃপোন্,অকৃপন্] (বিশেষণ) ১ মুক্তহস্ত; বদান্য (অনেক দেছেন যিনি মনবেরে অকৃপণ করে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অমিতব্যয়ী। ৩ প্রচুর (উদার অকৃপণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকৃপণতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ+কৃপণ; (বহুব্রীহি সমাস)}