Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অনুস্মৃতি Bengali definition [ওনুস্‌সৃঁতি] (বিশেষ্য) পশ্চাৎস্মরণ; পরবর্তীকালে স্মরণ। {(তৎসম বা সংস্কৃত )অনু+স্মৃতি; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুস্যূত Bengali definition [ওনুশ্‌শুতো] (বিশেষণ) ১ গ্রথিত। ২ সন্বন্ধ। {(তৎসম বা সংস্কৃত) অনু+√সিব্+ত(ক্ত)}
  • Bengali Word অনুৎকর্ষ Bengali definition [অনুত্‌কর্‌শো] (বিশেষ্য) অপকর্ষ; অনুন্নতি। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উৎকর্ষ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনুৎসাহ Bengali definition [অনুত্‌শাহো] (বিশেষ্য) উৎসাহের অভাব; উদ্যমহীনতা। □ (বিশেষণ) নিরুৎসাহ; উদ্যমহীন। অনুৎসাহী বিণ। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উৎসাহ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনুৎসুক Bengali definition [অনুত্‌শুক্] (বিশেষণ) আগ্রহান্বিত নয় এমন; নিরুৎসুক (হৃদি অনুৎসুক-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উৎসুক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনূদিত , অনুবাদিত Bengali definition (অপপ্রয়োগ)[ওনুদিতো, ওনুবাদিতো] (বিশেষণ) ভাষান্তরিত (ইংরেজিতে অনুবাদিত হইয়া ইংলন্ডে যায়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অনু+√বদ্+ত(ক্ত); অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনূপ Bengali definition [ওনুপ্] (বিশেষ্য) ১ সজল দেশ; খাল বিল জলাভূমি পরিপূর্ণ তৃণলতাচ্ছাদিত দেশ (বাংলা একটা চমৎকার অনূপ দেশ)। ২ মহিষ। {(তৎসম বা সংস্কৃত)অনু(নিকট বা সহিত অর্থে)+অপ্(জল)=অনূপ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনূর্ধ্ব Bengali definition [অনুর্‌ধো] (বিশেষণ) অনুচ্চ; উচ্চ নয়; অতিক্রম করেনি এমন; অনতিক্রান্ত (অনূর্ধ্ব দশ বছর)। {অন্ (নঞ্)+ঊর্ধ্ব; (নঞ্ ‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনূঢ় Bengali definition [অনুঢ়] (বিশেষণ) অবিবাহিত; অপরিণীত। অনূঢ়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কুমারী; অবিবাহিতা (অনূঢ়া অনুজা এই রঞ্জাবতী নামে –ঘনরাম চক্রবর্তী)। অনূঢ়ান্ন (বিশেষ্য) হিন্দুসমাজে আইবড় ভাত; গায়ে হলুদের পর ও বিবাহের পূর্বে কন্যাকে দেয় অন্ন। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ঊঢ়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনৃত Bengali definition [অনৃতো] (বিশেষণ) অসত্য; মিথ্যা (অনৃত তোমার যাহা কিছু কবি তাই হয়ে গেছে ছাই –কাজী নজরুল ইসলাম)। অনৃতবাদী (-দিন্), অনৃতভাষী (-ষিন্) (বিশেষণ) মিথ্যাবাদী। অনৃতবাদিনী, অনৃতভাষিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+√ঋ+ত(ক্ত); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনেক Bengali definition [অনেক্‌] (বিশেষণ) ১ একাধিক; নানা (অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট)। ২ প্রচুর; ঢের; বিস্তর(সে অনেক কথা)। ৩ বহু ব্যক্তি (অনেকে বলে)। ৪ জগৎ; বিশ্ব (অনেকের পতি তেঁইপতি মোর বাম-ভারতচন্দ্র রায় গুণাকর)। অনেক-অনেক, অনেকানেক (বিশেষণ) নানান; বিভিন্ন। অনেকধা (ক্রিয়াবিশেষণ) বহুপ্রকারে বা দিকে। অনেকবিধ, অনেক প্রকার (বিশেষণ) নানা রকম; বহু রূপ। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+এক; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনেকান্ত Bengali definition [অনেকান্‌তো] (বিশেষণ) নিশ্চিন্ত; খাঁটি (অল্প বয়সেই অনেকান্ত জড়বাদের আশ্রয় নিয়েছিলুম-সুধীন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) অনিশ্চয়তা; সন্দেহ (এর একদেশদর্শিতাও ভিতরে ভিতরে অনেকান্ত-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অনেক+অন্ত(গোপনীয়ও নয়, প্রকাশিতও নয়); (তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+একান্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনৈক্য Bengali definition [অনোইক্‌কো] (বিশেষ্য) ১ বিরোধ; গরমিল; অমিল। ২ মতভেদ; মতদ্বৈধ। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ঐক্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনৈচ্ছিক Bengali definition [অনোইচ্‌ছিক্] (বিশেষণ) অস্বেচ্ছাকৃত; ইচ্ছার বিরুদ্ধে চালিত। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ঐচ্ছিক; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনৈপূণ্য Bengali definition [অনোইপুন্‌নো] (বিশেষ্য) অদক্ষতা; অপটুতা। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+নৈপুণ্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনৈসর্গিক Bengali definition [অনোইশোর্‌গিক্‌] (বিশেষণ) অস্বাভাবিক; অলৌকিক; অতিপ্রাকৃত (একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত ) অ(নঞ্)+নৈসর্গিক; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনৌচিত্য Bengali definition [অনোউচিত্‌তো] (বিশেষ্য) অন্যায্যতা; অযুক্ততা (তার রচনায় অনৌচিত্য দোষ আছে-আনিস চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ঔচিত্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনৌদার্য Bengali definition [অনোউদার্‌জো] (বিশেষ্য) সঙ্কীর্ণতা; হীনমন্যতা (স্বভাবসিদ্ধ অনৌদার্যবশত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ঔদার্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অন্ Bengali definition
  • Bengali Word অন্ত Bengali definition [অন্‌তো] (বিশেষ্য) ১ শেষ; অবসান (দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয় –রবীন্দ্রনাথ ঠাকুর )। ২ প্রান্ত; সীমা (গ্রামান্ত)। ৩ মৃত্যু; নাশ (অন্তকাল)। ৪ স্বরূপ; প্রকৃত মনোভাব (অন্ত পাওয়া ভার)। □ অব্য অবধি; পর্যন্ত (পক্ষান্ত, মাসান্ত)। অন্তকাল (বিশেষ্য) মৃত্যুর সময়; অন্তিম সময় (অগ্নিকুণ্ড দেহ ঝালি আমি তাহে দেহ ঢালি অন্ত – কালে কর এই কর্ম-ভারতচন্দ্র রায় গুণাকর)। অন্তত অব্য কমসে কম; অন্যূন। অন্তস্থ (বিশেষণ) প্রান্তস্থিত; সীমায় অবস্থিত। {(তৎসম বা সংস্কৃত) √অম্+ত(তন্)}
  • Bengali Word অন্তঃ Bengali definition –(অন্তর্-)[স্বতন্ত্র পদ রূপে ‘অন্‌তহ্’; সমাসবদ্ধ পদে বিসর্গ (t)-এর পরবর্তী ধ্বনির দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে, বিসর্গের কোনো উচ্চারণ থাকে না, যেমন অন্তঃকরণ = অন্‌তোক্‌করণ্] অব্যয় ভিতরে মধ্যে অন্তরে চিত্তে ইত্যাদি অর্থে অন্য শব্দের সাথে যুক্ত হয়। অন্তঃকরণ (বিশেষ্য) হৃদয়; মন। অন্তঃ কোণ (বিশেষ্য) (জ্যামিতি) ভিতরে অবস্থিত কোণ; interior angle। অন্তঃপট (বিশেষ্য) পর্দা; আবরণ। অন্তঃপাতী (-তিন্) (বিশেষণ) অন্তর্গত; মধ্যবর্তী। অন্তঃপুর (বিশেষ্য) অন্দর মহল; অবরোধ। অন্তঃপুরত্ব (বিশেষ্য) (অন্তঃপুরত্বপ্রাপ্ত হইয়াছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অন্তঃপুরিকা (বিশেষ্য) অন্তঃপুরবাসিনী রমণী। অন্তঃপ্রবেশন (বিশেষ্য) প্রক্ষেপ; একের লেখায় অন্যের লেখার সংযোজন; interpolation। অন্তঃশত্রু (বিশেষ্য) ১ গৃহশত্রু; গৃহবৈরী। ২ দেশদ্রোহী; বিদ্রোহী অধিবাসী। ৩ দেহান্তর্গত ষড়রিপু।অন্তঃশিলা (বিশেষণ) যার অভ্যন্তরে পাথর বিদ্যমান। অন্তঃশীলা , অন্তঃশীলে (বিশেষণ) অভ্যন্তরীণ (পেটকামড়ানি ও গা বমি প্রভৃতি অন্তঃশীলে রোগেরও অভাব রইল না-প্যামি)। অন্তঃশুল্ক (বিশেষ্য) মাদক দ্রব্যাদির উপর ধার্য কর; excise duty। সত্ত্বা (বিশেষণ) গর্ভবতী; গর্ভিণী (এক্ষণে আপনার সহধর্মিণী অন্তঃসত্ত্বা হইয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অন্তঃসংজ্ঞা (বিশেষ্য) অভ্যন্তরীণ বোধশক্তি। অন্তঃসলিল (বিশেষণ) অভ্যন্তরে জলবিশিষ্ট। অন্তঃসলিলা স্ত্রী.(ফল্গু নদী অন্তঃসলিলা)। অন্তঃসার (বিশেষ্য) ভিতরের সারবস্তু। □ (বিশেষণ) ভিতরে সারবস্তু আছে এমন। অন্তঃসারবিহীন, অন্তঃসারশূন্য (বিশেষণ) সারবস্তু নেই এমন। অন্তঃস্থ বর্ণ মধ্যবর্তী; অভ্যন্তরস্থ। অন্তঃস্থ বর্ণ (বিশেষ্য) য র ল ব – এই চারটি বর্ণ। {(তৎসম বা সংস্কৃত)√অম্+অর্(অরন্)}
  • Bengali Word অন্তকাল , অন্তত Bengali definition অন্ত
  • Bengali Word অন্তর Bengali definition [অন্‌তর্] (বিশেষ্য) ১ অন্তঃকরণ; মন, হৃদয়; দিল (অন্তর)মম বিকশিত কর অন্তরতর হে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অভ্যন্তর; মধ্য (হিয়ার অন্তরে মোর কে দিল আগুনি-দৌলত উজির বাহরাম খান)। ৩ ফাঁক; তফাত; ব্যবধান (কিঞ্চিৎ অন্তরে কিঙ্করকে দেখিতে পাইয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৪ পার্থক্য; তারতম্য; ভেদ (মতান্তর)। ৫ অবসান; শেষ (শিশুতা অন্তরে হৈল যৌবন বিস্তার-ভবানন্দ)। ৬ আত্মীয় (অন্তরতম)। □ (বিশেষণ) ভিন্ন; অন্য (দেশান্তর)। অন্তরটিপুনি (বিশেষ্য) অন্যের অগোচরে কারো হৃদয়ে গোপন আঘাত দান। অন্তরজ্ঞ (বিশেষণ) ১ অন্তর্যামী। ২ দূরদর্শী; বিশেষজ্ঞ। অন্তরস্থ (বিশেষণ) মনোগত; হৃদয়ের অন্তর্গত। অন্তরহওয়া ক্রিয়া দূরে যাওয়া; অন্তর্হিত হওয়া (লখাই অন্তর হৈল দেখিয়া শাশুড়ী-ক্ষেমানন্দ দাস)। {(তৎসম বা সংস্কৃত)অন্ত+√রা+অ(ক)}
  • Bengali Word অন্তরঙ্গ Bengali definition [অন্‌তোরঙ্‌গো / অনতরঙগো] (বিশেষ্য) ১ আত্মীয়; বন্ধু; সুহৃদ (তোরে অন্তরঙ্গ জানি-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষণ) বিশেষ বন্ধুত্বপূর্ণ (অন্তরঙ্গ সুহৃদ)। ২ অভ্যন্তরস্থ অঙ্গ। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+অঙ্গ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অন্তরণ Bengali definition অন্তরিত
  • Bengali Word অন্তরা Bengali definition [অন্‌তরা] (বিশেষ্য) (সন্) গানের ‘ধুয়া’ ও ‘আভোগে’র মধ্যবর্তী অংশবিশেষ। {(তৎসম বা সংস্কৃত)অন্তর+(বাংলা) আ}
  • Bengali Word অন্তরাত্মা Bengali definition [অন্‌তোরাত্‌তাঁ/অন্‌তরাত্‌তাঁ] (বিশেষ্য) ১ জীবাত্মা। ২ অন্তঃকরণ (পথে পুলিশ দেখে চোরের অন্তরাত্মা শুকিয়ে গেল)। {( তৎসম বা সংস্কৃত)অন্তর+আত্মা}
  • Bengali Word অন্তরাপত্যা Bengali definition [অন্‌তোরাপোত্‌তা/অন্‌তরাপোত্‌তা] (বিশেষণ) গর্ভবতী (সনকা অন্তরাপত্যা-ক্ষেমানন্দ দাস)। { (তৎসম বা সংস্কৃত)অন্তর+অপত্য+ আ(টাপ্)}
  • Bengali Word অন্তরাল Bengali definition [অন্‌তোরাল্] (বিশেষ্য) আড়াল; ব্যবধান; অবকাশ (আলোকে ভাঙ্গিয়া গেল রাজনীর অন্তরাল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অন্তরালবর্তী(-তিন্) (বিশেষণ) আড়ালস্থিত; অন্তরালে অবস্থিত (অন্তরালবর্তী সিন্ধী পরিবারের রান্নাঘর-রাজশেখর বসু (পরশু))। অন্তরালবর্তিনী (স্ত্রীলিঙ্গ) {( তৎসম বা সংস্কৃত)অন্তর+আ+√লা+অ(ক)}
  • Bengali Word অন্তরায় Bengali definition [অন্‌তোরায়] (বিশেষ্য) বাধা; প্রতিবন্ধক; বিঘ্ন (মুসলমান লেখকদের বিষয়ে লিখিবার প্রধান অন্তরায় হইতেছে তাহাদের মুদ্রিত গ্রন্থের স্বল্পতা এবং দুষ্প্রাপ্যতা-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত)অন্তর+√অয়্+অ(অণ্)}