অ পৃষ্ঠা ২৮
- Bengali Word অনুপল Bengali definition [ওনুপল্] (বিশেষ্য) ১ অত্যল্পকাল; সময়ের ক্ষুদ্রাংশ। ২ ১/১৫০ সেকেন্ড; ১/৬০ বিপল। {(তৎসম বা সংস্কৃত)অনু+পল}
- Bengali Word অনুপস্থিত Bengali definition [অনুপোস্থিত্] (বিশেষণ) গরহাজির; অবর্তমান। □ (বিশেষ্য) ভবিষ্যৎ; অনাগতকাল;(উপস্থিত পরিত্যাগ করিয়া অনুপস্থিত প্রত্যাশা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনুপস্থিতি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উপস্থিত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনুপাত Bengali definition [ওনুপাত্] (বিশেষ্য) ১ (গনিত.)এক রাশির সাথে অন্য রাশির ভাগ সন্বন্ধ; ratio। ২ এক বস্তুর হ্রাস বৃদ্ধির জন্য অন্য বস্তুর হ্রাসবৃদ্ধি। অনুপাতে (ক্রিয়াবিশেষণ) অনুসারে; অনুযায়ী; তুলনায়; আন্দাজে। {(তৎসম বা সংস্কৃত)অনু+পাত}
- Bengali Word অনুপান Bengali definition [ওনুপান্] (বিশেষ্য) ঔষধের সঙ্গে সেবনীয় দ্রব্য (অনুপান দিতি হবি না-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত)অনু+পান; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুপাম Bengali definition ⇒ অনুপম
- Bengali Word অনুপায় Bengali definition [ওনুপায়্] (বিশেষ্য) সহায়হীনতা; উপায়শূন্যতা; নিঃসহায়তা; নিরুপায় অবস্থা (আজি বড় দেখি অনুপায়-ভারতচন্দ্র রায় গুণাকর; কেমন একটা ভিক্ষার অনুপায়-অচিন্তকুমার সেনগুপ্ত)। □ (বিশেষণ) নিরুপায়; অসহায়। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উপায়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুপুঙ্খ Bengali definition [ওনুপুঙ্খো] (বিশেষণ) অতি সূক্ষ্ম; পুঙ্খানুপুঙ্খ। {(তৎসম বা সংস্কৃত)অনু+পুঙ্খ}
- Bengali Word অনুপূরক Bengali definition [ওনুপুরক্] (বিশেষণ) ১ কোনো কিছু পূরণ করে এমন; complementary। ২ অতিরিক্ত; supplementary। {(তৎসম বা সংস্কৃত)অনু+পূরক; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুপূর্ব Bengali definition [ওনুপুর্বো] (বিশেষ্য) যথাক্রম; অনুক্রম; পরপর। □ (বিশেষণ) অনুক্রমিক। আনুপূর্বিক বিণ। {(তৎসম বা সংস্কৃত)অনু+পূর্ব; প্রাদি.}
- Bengali Word অনুপ্ত Bengali definition [অনুপ্তো] (বিশেষণ) বপন করা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উপ্ত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুপ্রবেশ Bengali definition [ওনুপ্রোবেশ্] (বিশেষ্য) ১ ভিতরে প্রবেশ; অন্তঃপ্রবেশ। ২ মর্মগ্রহণ; হৃদয়ঙ্গম। অনুপ্রবিষ্ট বিণ। {(তৎসম বা সংস্কৃত)অনু+প্রবেশ; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুপ্রস্থ Bengali definition [ওনুপ্রোস্থো] (বিশেষণ) প্রস্থ বা আড়ের দিকে; প্রস্থানুরূপ। □ (ক্রিয়াবিশেষণ) আড়াআড়ি। {(তৎসম বা সংস্কৃত)অনু+প্রস্থ; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুপ্রাণন Bengali definition [ওনুপ্প্রানন্] (বিশেষ্য) প্রেরণাদান; শক্তিসঞ্চারণ। অনুপ্রাণিত বিণ। অনুপ্রাণনা (বিশেষ্য) প্রেরণা শক্তি সঞ্চার; inspiration। {(তৎসম বা সংস্কৃত)অনু+প্রাণন; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুপ্রাস Bengali definition [ওনুপ্প্রাশ্] (বিশেষ্য) (আল.)একই ধ্বনি বা বর্ণের পুনঃপুন প্রয়োগ (যেমন: সিরাজের সুবর্ণ মদিরা(র)-রবীন্দ্রনাথ ঠাকুর; নুপুরের নিক্বণ(ন)-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অনু+প্র+আস}
- Bengali Word অনুপ্রেরিত Bengali definition [ওনুপ্প্রেরিতো] (বিশেষণ) উদ্দীপ্ত; অনুপ্রাণিত (দু’জনের মধ্যে দু’জনে অনুপ্রেরিত, সংবেদিত-বুদ্ধদেব বসু)। অনুপ্রেরণা (বিশেষ্য) উদ্দীপনা; অনুপ্রাণনা; উৎসাহ। {(তৎসম বা সংস্কৃত)অনু+প্রেরিত; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুবন্ধ Bengali definition [ওনুবন্ধো] (বিশেষ্য) ১ উপক্রম; উদ্যোগ; অবতারণা (দক্ষ জীয়াইতে হয় করে অনুবন্ধ-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ অনুরোধ; নির্বন্ধ (বহু অনুবন্ধ করি পরম ভকতি-কাজী দৌলত)। ৩ সঙ্কল্প; চেষ্টা(শঙ্করে ছলিতে তবে হলো অনুবন্ধ-ঘনরাম চক্রবর্তী) ৪ উপলক্ষ। ৫ প্রসঙ্গ (মনমথ পাঠ পহিল অনুবন্ধ-বিদ্যাপতি)। ৬ সম্বন্ধ; অবিচ্ছেদ। ৭ পারস্পর্য; correlation। ৮ ((ব্যাকরণ)) প্রকৃতি প্রত্যয় প্রভৃতির গুণ, বৃদ্ধি ইত্যাদি-কার্যসসাধনে যে বর্ণটি লোপ পায়। অনুবন্ধী (বিশেষণ) ১ সম্বন্ধীয়; সংক্রান্ত। ২ অবিচ্ছিন্ন; অকথিত। {(তৎসম বা সংস্কৃত)অনু+বন্ধ্+অ(অচ্); অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুবর্তন Bengali definition [ওনুবর্তোন] (বিশেষ্য) ১ অনুসরণ; অনুগমন; অনুবৃত্তি (আমি কিয়ৎক্ষণ প্রভুর চিত্তবৃত্তি অনুবর্তন করি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; পুরানো ধারার অনুবর্তন– আনিস চৌধুরী)। ২ পরিচর্যা; সেবা। ৩ স্থানান্তরে গমন। অনুবর্তী(-র্তিন্) (বিশেষণ) ১ অনুগামী; বশবর্তী (রাজনীতির অনুবর্তী হইয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ অনুযায়ী; অনুসারী। অনুবর্তিতা (বিশেষ্য)। অনুবর্তিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অনু+বর্তন; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুবল Bengali definition [ওনুবল্] (বিশেষ্য) ১ অনুগ্রহ; কৃপা (নিজ অনুবলে ব্যাপ্ত কর এই মায়া-ক্ষেমানন্দ দাস)। ২ ক্ষমতা; প্রভাব (ব্যাসের তপের অনুবলে –ভারতচন্দ্র রায় গুণাকর)। ৩ সহায়; সাহায্যকারী (সেই কালে কেবা মোর হবে অনুবল-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। □ (ক্রিয়াবিশেষণ) সামর্থ্যের অনুরূপ; ক্ষমতা অনুযায়ী। {(তৎসম বা সংস্কৃত)অনু+বল; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুবাত Bengali definition [ওনুবাত্] (বিশেষণ) বায়ুর অনুকূল; যেদিকে বায়ু বয়সেই অভিমুখী। {(তৎসম বা সংস্কৃত)অনু+বাত; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুবাদ Bengali definition [ওনুবাদ্] (বিশেষ্য) ১ ভাষান্তর; তরজমা; translation। ২ পুনঃপুন কথন (গুণানুবাদ)। ৩ অনুকরণ; নকল। ৪ বিড়ম্বনা; প্রতিকূলতা। ৫ অপবাদ। অনুবাদক (বিশেষণ) ১ ভাষান্তরকারী; মোতর্জম। ২ অনুকারক। অনুবাদিত ⇒ অনূদিত। অনুবাদী(-দিন্) (বিশেষণ) ১ অনুবাদক; তরজমাকারী। ২ (সন্) বাদী বিবাদী সংবাদী ভিন্ন অন্য সুর। ৩ অনুরূপ; অনুযায়ী। অনুবাদ্য (বিশেষণ) অনুবাদযোগ্য। {(তৎসম বা সংস্কৃত)অনু+বাদ}
- Bengali Word অনুবার Bengali definition [ওনুবার্] অব্যয় বারবার; পুনঃপুন। {(তৎসম বা সংস্কৃত)অনু+বার}
- Bengali Word অনুবাসন Bengali definition [ওনুবাশন্/অনুবাশোন্] (বিশেষ্য) সুগন্ধীকরণ; সুরভীকরণ। অনুবাসিত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অনু+√বাসি+অন(ল্যুট্)}
- Bengali Word অনুবিদ্ধ Bengali definition [ওনুবিদ্ধো] (বিশেষণ) যুক্ত; গ্রথিত; খচিত। {(তৎসম বা সংস্কৃত)অনু+বিদ্ধ; অব্যয়ী}
- Bengali Word অনুবিধি Bengali definition [ওনুবিধি] (বিশেষ্য) কোনো আইন বা নিয়ম-কানুনের অন্তর্গত ব্যবস্থা। {(তৎসম বা সংস্কৃত)অনু+বিধি; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুবৃত্তি Bengali definition [ওনুবৃত্তি] (বিশেষ্য) অনুবর্তন। ২ অনুকরণ। ৩ পূর্ব প্রসঙ্গের জের; পূর্বানুবৃত্তি। ৪ সেবা; পরিচর্যা। {(তৎসম বা সংস্কৃত)অনু+বৃত্তি; অব্যয়ী}
- Bengali Word অনুবেদন Bengali definition [ওনুবেদোন্] (বিশেষ্য) ১ পশ্চাৎজ্ঞান। ২ সমবেদনা; সহানুভূতি। ৩ জ্ঞাপন; জ্ঞানদান। {(তৎসম বা সংস্কৃত)অনু+বেদন; অব্যয়ী}
- Bengali Word অনুব্রজ Bengali definition [ওনুব্ব্রোজো] ক্রিয়া অগ্রসর হয়ে অভ্যর্থনা জানানো এবং বিদায়কালে পশ্চাদ্গমন করা (অনুব্রজি আনিতে গোবিন্দ যান বঙ্গে-ভবানন্দ)। অনুব্রজন (বিশেষ্য)। অনুব্রজী (জিন্) (বিশেষণ) অনুগামী; পশ্চাদ্গামী (অনুব্রজী নরপতি পাছু পাছু যায়-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত)অনু+ব্রজ; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুভব Bengali definition [ওনুভব্] (বিশেষ্য) ১ উপলব্দি; জ্ঞান (সখি কি পুছসি অনুভব মোয়-বিদ্যাপতি) ২ প্রভাব; মাহাত্ম্য (মহানুভব)(জানিনু তোমার অনুভব-ভারতচন্দ্র রায় গুণাকর)। অনুভূতি বিণ। অনুভবা (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) প্রভাবযুক্তা; শক্তিসম্পন্না (তেজ বলে অনুভবা-ক্ষেমানন্দ দাস)। { (তৎসম বা সংস্কৃত)অনু+ভব; অব্যয়ী}
- Bengali Word অনুভাব Bengali definition [ওনুভাব্] (বিশেষ্য) ১ প্রভাব; মহিমা। ২ সুখানুভূতি; সন্তোষ (যার সঙ্গে হয় তার অনুভাব প্রীতি-কাজী দৌলত)। ৩ (আল.) স্থায়িভাবের লক্ষণাদি; যার থেকে রসের উৎপত্তি হয় (প্রকৃতিরও সকল রাগরঙ্গ তার বিভাব ও অনুভাব মাত্র-প্রাচৌ)। ৪ মনোভাবব্যঞ্জক হাবভাব; ইশারা (অনুভাবে ছোঁয়াইলে জীয়ে পোড়া মাছ-ক্ষেমানন্দ দাস)। অনুভাবনা (বিশেষ্য) অনুধ্যান; পশ্চাৎচিন্তা (সরায়ে মহান সিংহ আসে যায় অনুভাবনায় স্নিগ্ধ হয়ে–জীবনানন্দ দাশ)। অনুভাবিত (বিশেষণ) অনুভব কারানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত)অনু+ভাব}
- Bengali Word অনুভূত Bengali definition ⇒ অনুভূতি