Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পড়এ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পড়য়ে] (ক্রিয়া) পড়ছে (পড়এ বিজুলী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পততি>}
  • Bengali Word পড়তা Bengali definition [পড়্‌তা] (বিশেষ্য) ১ পাশাদি খেলায় ক্রমাগত জয় হয় এমন দান। ২ ভাগ্য (পড়তা খারাপ)। ৩ সৌভাগ্য; সুসময়; সুদিন (পড়তা পড়েছে)। ৪ লাভের ভাগ (পড়তা বেশী পড়ে বলে কষ্টটা তেমন গায়ে লাগে না-নরেন্দ্রনাথ মিত্র)। ৫ গড়ে হিসাব করে যে সংখ্যা পাওয়া যায়; average (গড়পড়তা)। ৬ পণ্যদ্রব্য উৎপাদনের বা সংগ্রহের জন্য খরচ হয় এমন (পড়তা পোষণ)। ৭ মিল; বন্ধুত্ব; ভালোবাসা (তার সঙ্গে পড়তা নেই)। {√পড়্‌+তা}
  • Bengali Word পড়তি Bengali definition [পোড়্‌তি] (বিশেষ্য) ১ অবনতি। ২ যার পতন হতে থাকে; যা পড়ে যায় (ঝরতি-পড়তি)। ৩ মন্দা (উঠতি-পড়তি)। □ (বিশেষণ) ১ অবনতি বা অবসান হচ্ছে এমন; পতনোম্মুখ (পড়তি দশা)। ২ বিলুপ্ত হওয়ার বা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এমন (পড়তি কারবার)। পড়তি বাজার (বিশেষ্য) মন্দা বাজার; পণ্যদ্রব্যের চাহিদা হ্রাস পাওয়ায় মূল্য কমে যাচ্ছে এরূপ অবস্থা। {√পড়্‌+তি}
  • Bengali Word পড়ন ১ Bengali definition [পড়োন্‌] (বিশেষ্য) ১ পতন। ২ পড়তা। ৩ গড়মূল্য। ৪ গড়খরচ; মোট ব্যয়। {(তৎসম বা সংস্কৃত) পতন>}
  • Bengali Word পড়ন ২, পঢ়ন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পড়োন্‌] (বিশেষ্য) পাঠ; অধ্যয়ন। {(তৎসম বা সংস্কৃত) পঠন>}
  • Bengali Word পড়ন্ত Bengali definition [পড়োন্‌তো] (বিশেষণ) ১ পতনোম্মুখ; পড়ে যাচ্ছে এমন। ২ পড়তি; শেষ হয়ে যাচ্ছে এরূপ; তেজ কমে আসছে এমন (পড়ন্ত বেলা)। {√পড়্‌+অন্ত}
  • Bengali Word পড়পড় ১, পড়্‌পড়্‌ Bengali definition [পড়্‌পড়্‌] (অব্যয়) বস্ত্রাদি ছেঁড়ার শব্দবিশেষ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word পড়পড় ২, পড়োপড়ো Bengali definition [পড়োপড়ো] (বিশেষণ) পতনোম্মুখ; পতন আসন্ন এমন (মাথারি উপরে বাড়ি পড় পড়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {√পড়্‌>}
  • Bengali Word পড়শি, পড়সি Bengali definition [পোড়্‌শি] (বিশেষ্য) প্রতিবেশী; প্রতিবাসী। {(তৎসম বা সংস্কৃত) প্রতিবেশী>}
  • Bengali Word পড়া ১ Bengali definition [পড়া] (ক্রিয়া) ১ পতিত হওয়া (গাছ থেকে পড়া)। ২ স্মরণ হওয়া; উদয় হওয়া (তাহারে পড়েছে মনে বকুল তলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ আবদ্ধ হওয়া; ধরা পড়া (জালে মাছ পড়া)। ৪ শরীর এলিয়ে দেওয়া (শুয়ে পড়া, বসে পড়া)। ৫ আবদ্ধ হওয়া; ধরা পড়া (জালে মাছ পড়া)। ৬ ধরা; লাগা (মরচে পড়া, পোকা পড়া)। ৭ বিবাহিতা হওয়া (মেয়েটি বেশ বড় ঘরে পড়েছে)। ৮ আক্রমণ করা (ডাকাত পড়া, বাগানে হনুমান পড়া, ক্ষেতে পঙ্গপাল পড়া)। ৯ আক্রান্ত হওয়া (অসুখে পড়া)। ১০ সূচনা হওয়া; আরম্ভ হওয়া (শীত পড়া, গরম পড়া)। ১১ ঝরা; নিঃসৃত হওয়া (রক্ত পড়া, বৃষ্টি পড়া)। ১২ দৃষ্টিপথে পতিত হওয়া (পথে কয়েকটা ঝাউগাছ পড়বে)। ১৩ মূল্য হ্রাস পাওয়া; দাম কমা (বাজার পড়ে গেছে)। ১৪ বিপদ্‌গ্রস্ত হওয়া; বিপন্ন হওয়া (শক্ত পাল্লায় পড়েছে)। ১৫ নত হওয়া (পায়ে পড়া)। ১৬ উৎপাটিত হওয়া (দাঁত পড়া, চুল পড়া)। ১৭ পশ্চাৎপদ থাকা (পিছনে পড়া)। ১৮ ব্যথিত হওয়া; খরচ হওয়া। (গাড়ি কিনতে কত পড়ল)। ১৯ শান্ত হওয়া (রাগ পড়া)। ২০ মিলিত হওয়া (নদী সাগরে পড়েছে)। ২১ সৃষ্ট হওয়া (টাক পড়া, ছানি পড়া)। ২২ জনশূন্য থাকা (বাড়িটি খালি পড়ে আছে)। ২৩ আছাড় খাওয়া (পা পিছলে পড়া)। ২৪ অবনতি হওয়া (অবস্থা পড়ে গেছে)। ২৫ বিগলিত হওয়া (গলে পড়া)। ২৬ বাকি পড়া (অনেক টাকা পড়ে আছে)। ২৭ অবসানপ্রাপ্ত হওয়া (বেলা পড়ে এসেছে)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) ১ অকর্ষিত; অনাবাদি (পড়া জমি)। ২ পরিত্যক্ত (পড়া মাল)। পড়ানো১ (ক্রিয়া) ১ পাতিত করা। ২ ধরানো (পোকা পড়ানো, ছাতা পড়ানো)। ৩ তৈরি করা (কাজল পড়ানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পড়ে পড়ে কিল বা মার খাওয়া (ক্রিয়া) নীরবে বা বিনা প্রতিবাদে অনবরত অপমান বা অত্যাচার সহ্য করা। {(তৎসম বা সংস্কৃত) √পত্‌> √পড়্‌+আ}
  • Bengali Word পড়া ২ Bengali definition [পড়া] (ক্রিয়া) ১ অধ্যয়ন করা; পাঠ করা (বই পড়া)। ২ আবৃত্তি করা (কলেমা পড়া, কবিতা পড়া)। □ (বিশেষ্য) ১ নির্দিষ্ট পাঠ। ২ অধ্যয়ন; পঠন। □ (বিশেষণ) পঠিত; অধীত(পড়া বই)। পড়াকরা (ক্রিয়া) নির্ধারিত পাঠ প্রস্তুত করা। পড়া ধার বা নেওয়া (ক্রিয়া) নির্ধারিত পাঠের পরীক্ষা গ্রহণ করা। পড়ানো (ক্রিয়া) ১ অধ্যাপনা করা; শিক্ষকতা করা (কলেজে ছাত্র পড়ানো)। ২ শিক্ষা দেওয়া। ৩ আবৃত্তি করানো (মন্ত্র পড়ানো)। ৪ বুলি শেখানো; কথা শেখানো (পাখিকে পড়ানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পড়াশুনা, পড়াশোনা (বিশেষ্য) ১ পাঠ্যাভ্যাস; অধ্যয়ন। ২ বিদ্যাশিক্ষা; লেখাপড়া। ৩ পাঠ ও উপদেশ শ্রবণ। {(তৎসম বা সংস্কৃত) √পঠ্‌>√পড়্‌}
  • Bengali Word পড়াং Bengali definition [পরাঙ্‌] (অব্যয়) চাবুক, বেত, রজ্জু ইত্যাদি দিয়ে প্রহার বা আঘাতের শব্দ। পড়াং পড়াং (অব্যয়) উপর্যুপরি চাবুক মারার শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word পড়ানো Bengali definition ⇒ পড়া১ ও পড়া২
  • Bengali Word পড়িঘাউ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পোড়িঘাউ] (ক্রিয়া) উদ্ধার করুক; বাঁচাক (পরিঘাউ আসি তোর আইনে কহী-বড়ু চণ্ডীদাস)। পড়িঘাএ (ক্রিয়া) বাঁচায়; পরিত্রাণ করে; উদ্ধার করে (কে বা পড়িঘাএ তোরে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পরিগ্রহ>}
  • Bengali Word পড়িহাসে (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পোড়িহাশে] (ক্রিয়া) প্রতিভাত হয়; চোখে পড়ে (আন নাহি পড়িহাসে-বড়ু চণ্ডীদাস)। পড়িহাস, পড়িহাই, পড্ডিহাই (ক্রিয়া) প্রতিভাত হয়; মনে ধরে (মোর মনে হেন পড়িহাসে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) প্রতিভাতি>}
  • Bengali Word পড়িয়ান Bengali definition ⇒ পড়েন১
  • Bengali Word পড়ুয়া, পড়ো ১, পোড়ো ১ Bengali definition [পোড়ুয়া, পোড়ো, পোড়ো] (বিশেষ্য) ছাত্র; অধ্যয়নকারী; যে পাঠ করে (সর্দার পোড়ো বুলু-শরৎচন্ত্র চট্টেপাধ্যায়)। □ (বিশেষণ) বেশি পড়াশুনা করে এমন (পড়ুয়া ছেলে)। {পড়্‌+উয়া}
  • Bengali Word পড়েন ১, পড়িয়ান Bengali definition [পোড়েন, পোড়িয়ান্‌] (বিশেষ্য) বস্ত্রের প্রস্থের দিকের সুতা (টানাপড়েন)। {(তৎসম বা সংস্কৃত) প্রতিবাণি> পড়িয়ান> পড়েন}
  • Bengali Word পড়েন ২ Bengali definition [পোড়েন্‌] (বিশেষ্য) ওজন করার বাটখারা। {(তৎসম বা সংস্কৃত) প্রতিমান>}
  • Bengali Word পড়ো ২ Bengali definition ⇒ পড়ুয়া
  • Bengali Word পড়ো ২, পোড়ো ২ Bengali definition [পোড়ো] (বিশেষণ) ১ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে এমন; পতিত; অকর্ষিত; পড়ে আছে এমন (পড়ো জমি)। ২ অব্যবহৃত; জনশূন্য (পড়ো বাড়ি)। {(তৎসম বা সংস্কৃত) পতিত>}
  • Bengali Word পড়ো-পড়ো Bengali definition ⇒ পড়পড়
  • Bengali Word পঢ়ন Bengali definition ⇒ পড়ন
  • Bengali Word পঢ়ম (প্রাচীন বাংলা) Bengali definition [পঢ়ম] (বিশেষণ) প্রথম (সেই পঢ়মে পঢ়িঅউ-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) প্রথম>}
  • Bengali Word পঢ়া ১ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পঢ়া] (ক্রিয়া) ১ পড়া (শ্লোক পঢ়ে রায় রামানন্দ-কৃদা)। {(তৎসম বা সংস্কৃত) √পঠ্‌>}
  • Bengali Word পঢ়া ২ Bengali definition [পঢ়া] (ক্রিয়া) পতিত হওয়া; পড়া (কাণা কড়ি পঢ়িল পণ সাত-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √পত্‌>}
  • Bengali Word পয় ১, পয়া Bengali definition [পয়ো, পয়া] (বিশেষ্য) ১ সুলক্ষণ; শুভচিহ্ন। ২ সৌভাগ্য। পয়মন্ত, পয়া (বিশেষণ) ১ সুলক্ষণযুক্ত; শুভচিহ্ন সূচক। ২ ভাগ্যবান। {(তৎসম বা সংস্কৃত) √পী+অস(অসুন্‌)}
  • Bengali Word পয় ২ Bengali definition [পয়ো] (বিশেষ্য) ১ পানি; জল; দুধ। ২ পোয়া; এক-চতুর্থাংশ (পয়সা)। পয়োনালা, পয়োনালি, পয়ঃপ্রণালি (বিশেষ্য) নর্দমা; জলনালি; পানি নিষ্কাশনের পথ। {(তৎসম বা সংস্কৃত) √পী+ অস্‌(অসুন্‌)}
  • Bengali Word পয়গম্বর, পয়গাম্বর Bengali definition [পয়গম্‌বর্‌, পয়গাম্‌বর্‌] (বিশেষ্য) বাণী বা বার্তাবাহক; নবি; রসুল; আল্লাহ প্রেরিত দূত (যখনই মানুষ বেশী অত্যাচার অনাচার করিয়াছে তখনই এক একজন পয়গম্বর আসিয়া-রোকেয়া)। {(ফারসি) পয়গম্বর}
  • Bengali Word পয়গাম Bengali definition [পয়্‌গাম্‌] (বিশেষ্য) ১ খরব; সংবাদ; প্রস্তাব। ২ বিবাহের প্রস্তাব (কত শাহজাদা আসতো বিয়ের পয়গাম নিয়ে-জোবেদা)। {(ফারসি) পয়গাম}