প পৃষ্ঠা ৭৫
- Bengali Word প্রত্যুষ, প্রত্যূষ Bengali definition [প্রোত্তুশ্] (বিশেষ্য) ভোর; প্রভাত; উষাকাল। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ উষ্+অ(ক)}
- Bengali Word প্রত্যুৎপন্ন Bengali definition [প্রোত্তুত্পন্নো] (বিশেষণ) সঙ্গে সঙ্গে জাত; সেই মুহূর্তে বা তৎক্ষণাৎ উৎপন্ন। প্রত্যুৎপন্নমতি (বিশেষ্য) উপস্থিত বুদ্ধি; দরকারের সঙ্গে সঙ্গে জাত বুদ্ধি। □ (বিশেষণ) উপস্থিত বুদ্ধি আছে এমন; প্রত্যুৎপন্নমতিত্ব (বিশেষ্য) উপস্থিত বুদ্ধি ব্যবহারের শক্তি; তৎক্ষণাৎ খেলে এমন বুদ্ধি (কবিত্বশক্তি তাহাদের কম নহে কিন্তু প্রত্যুৎপন্নমতিত্বের অভাব-কাজী আফছারউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+উৎপন্ন}
- Bengali Word প্রত্যেক Bengali definition [প্রোত্তোক্] (বিশেষণ), সর্ব এক এক করে; প্রতিটি; প্রতিজন; হরেক। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+এক}
- Bengali Word প্রত্যয় Bengali definition [প্রোত্তয়্] (বিশেষ্য) ১ প্রতীতি; বিশ্বাস; নিঃসন্দিগ্ধতা; নিশ্চয়াত্মক ধারণা (পরস্পরে এ প্রত্যয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ (ব্যঙ্গার্থ) যে শব্দাংশ নামপদ বা ধাতুর শেষে যুক্ত হয়ে বিশেষ অর্থ নির্দেশ করে (তদ্ধিত প্রত্যয়, কৃৎ প্রত্যয়)। প্রত্যয়ন (বিশেষ্য) প্রত্যয় করণ; প্রত্যয়িত করা। প্রত্যয়হন্তা (বিশেষণ) বিশ্বাস নষ্ট করে এমন; বিশ্বাসঘাতক। প্রত্যয়িত (বিশেষণ) বিশ্বস্ত; বিশ্বাসের পাত্র। প্রত্যয়ী(-য়িন্) (বিশেষণ) ১ বিশ্বাসী। ২ বিশ্বাস করে এমন; বিশ্বাসকারী। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ ই+অ(অচ্)}
- Bengali Word প্রথম Bengali definition [প্রোথম্] (বিশেষণ) ১ আদিম; আদি (প্রথম যুগ)। ২ শুরু; আরম্ভকাল (প্রথম দশা)। ৩ পরম; প্রধান (প্রথম কথা)। ৪ জ্যেষ্ঠ; বড় (প্রথম কন্যা)। ৫ সবার আগে আছে যা (প্রথম রাশি, প্রথম সারি)। ৬ সর্বাপেক্ষা উত্তম; সর্বোচ্চ (দৌড়ে প্রথম হওয়া)। প্রথমা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। প্রথমত/তঃ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) ১ প্রথমে; আগে; অগ্রে। ২ প্রধানত। {(তৎসম বা সংস্কৃত) □ প্রথ্+অম(অমচ্)}
- Bengali Word প্রথা Bengali definition [প্রোথা] (বিশেষ্য) রীতি; ব্যবহার; চালু আচার-আচরণ (পাপ প্রথা করিয়া বর্জন-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) নিয়ম; প্রণালি; পদ্ধতি। {(তৎসম বা সংস্কৃত) □ প্রথ্+অ(অঙ্)+আ(টাপ্)}
- Bengali Word প্রথিত Bengali definition [প্রোথিতো] (বিশেষণ) বিখ্যাত; খ্যাতিযুক্ত; প্রসিদ্ধ। প্রথিতনামা (বিশেষণ) ১ প্রসিদ্ধ নামবিশিষ্ট। ২ খ্যাতিমান। প্রথিতযশা, প্রথিতযশাঃ (বিশেষণ) প্রচুর খ্যাতিসম্পন্ন; সুবিখ্যাত। {(তৎসম বা সংস্কৃত) □ প্রথ্+ত(ক্ত)}
- Bengali Word প্রদক্ষিণ Bengali definition [প্রোদোক্খিন্] (বিশেষ্য) ১ মধ্যে রেখে চতুর্দিকে বেষ্টন; পরিক্রমণ (স্পেস স্টেশন ২৪ ঘন্টার মধ্যে ১৫/১৬ বার সমস্ত পৃথিবীকে প্রদক্ষিণ করবে-শাহ ফজলুর রহমান)। পবিত্র কাবাগৃহ বামে রেখে তার ডান দিক থেকে সাতবার চারদিকে পরিভ্রমণ বা তওয়াফ। ২ হিন্দু আচার বা নিয়ম মতে প্রতিমা বা পূজনীয় ব্যক্তিকে ডান দিকে রেখে পরিভ্রমণ। ৪ উপাসনা; পূজা; অর্চনা; বন্দনা। □ (বিশেষণ) অত্যন্ত অনুকূল। {(তৎসম বা সংস্কৃত) প্র+দক্ষিণ}
- Bengali Word প্রদত্ত Bengali definition [প্রোদত্তো] (বিশেষণ) দানকৃত; দান করা হয়েছে এমন; সমর্পিত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ দা+ত(ক্ত)}
- Bengali Word প্রদমিত Bengali definition [প্রোদোমিতো] (বিশেষণ) নিবারিত; শাসিত; দমিত; সংযমিত; নিবারণ বা সংযত করা হয়েছ এমন। {(তৎসম বা সংস্কৃত) প্র+দমিত}
- Bengali Word প্রদর Bengali definition [প্রোদর্] (বিশেষ্য) এক প্রকার স্ত্রীরোগ; লিকুরিয়া। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ দৃ+অ(অপ্)}
- Bengali Word প্রদর্শক Bengali definition [প্রোদ্র্শক্] (বিশেষণ) দেখায় এমন; প্রদর্শনকারী; নির্দেশক (পথ প্রদর্শক)। প্রদর্শিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ দৃশ্+ণিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word প্রদর্শন Bengali definition [প্রোদর্শন্] (বিশেষ্য) ১ উত্তমরূপে বা যথাযথ দর্শন; পর্যবেক্ষণ। ২ দেখানো; দর্শন করার কাজ; প্রকাশ করা (উপক্ষো প্রদর্শন)। প্রদর্শনী (বিশেষ্য) নানাবিধ বস্তু বা ক্রীড়া কৌতুকাদি দেখানো হয় যেখানে (কৃষি ও শিল্প প্রদর্শনী) মেলা; exhibition; নিশানা (অধীয়মান পত্রে প্রদর্শনী প্রদানপূর্বক পুস্তকখানি মুড়িয়া-দীনবন্ধু মিত্র)। প্রদর্শিত (বিশেষণ) দেখানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ দৃশ্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word প্রদর্শনশালা Bengali definition [প্রোদর্শন্] (বিশেষ্য) জাদুঘর; যে ভবনে নানাবিধ বিশেষত্বপূর্ণ বা প্রাচীন বস্তু দেখানো হয়। {(তৎসম বা সংস্কৃত) প্রদর্শন+শালা}
- Bengali Word প্রদাতা, প্রদাত্রী Bengali definition ⇒ প্রদান
- Bengali Word প্রদান Bengali definition [প্রোদান্] (বিশেষ্য) উত্তমরূপে দান; অর্পণ; বিতরণ। প্রদাতা, প্রদায়ক, প্রদায়ী (বিশেষ্য) প্রদানকারী। প্রদাত্রী, প্রদায়িকা, প্রদায়িনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ দা+অন(ল্যুট্)}
- Bengali Word প্রদাহ Bengali definition [প্রোদাহো] (বিশেষ্য) ১ জ্বালা; যন্ত্রণা; টাটানি। প্রদাহী (-হিন্) (বিশেষণ) প্রদাহ সৃষ্টি করে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ দহ্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রদিষ্ট Bengali definition [প্রোদিশ্টো] (বিশেষণ) ১ উপদেশপ্রাপ্ত। ২ স্থির; নির্দিষ্ট; নির্দেশপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) প্রা+□ দিশ্+ত(ক্ত)}
- Bengali Word প্রদীপ, পিদিম Bengali definition [প্রোদিপ্, পিদিম্] (বিশেষ্য) ১ দীপ। ২ আলো। ৩ (আলঙ্কারিক) আলোকস্বরূপ; উজ্জ্বলকারী; গুণবান; শ্রেষ্ঠ ব্যক্তি। প্রদীপক (বিশেষণ) ১ উজ্জ্বল করে এমন; উজ্জ্বলকারক। ২ প্রকাশক। ৩ উদ্দীপনা সৃষ্টি করে এমন; উদ্দীপক। প্রদীপন (বিশেষ্য) ১ প্রকাশকরণ। ২ উজ্জ্বলকরণ। ৩ উদ্দীপন; উত্তেজন। প্রদীপ্ত (বিশেষণ) ১ তীব্রভাবে উজ্জ্বল; ভাস্বর। ২ জ্বলন্ত; উদ্দীপ্ত। প্রদীপ্তি (বিশেষ্য) ১ তীব্র উজ্জ্বলতা (সূর্যাস্তের বর্ণচ্ছটা ঐশ্বর্যের প্রদীপ্তি ছড়ায়-বিষ্ণু দে)। ২ জ্বলন্ত অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ দীপ্+অ}
- Bengali Word প্রদৃপ্ত Bengali definition [প্রোদৃপ্তো] (বিশেষণ) ১ তেজঃপূর্ণ। ২ অত্যন্ত অহঙ্কৃত; গর্বিত; দর্পযুক্ত। ৩ উদ্ধত; অবিনীত। {(তৎসম বা সংস্কৃত) প্র+দীপ্ত}
- Bengali Word প্রদেশ Bengali definition [প্রোদেশ্] (বিশেষ্য) ১ দেশের বা রাষ্ট্রের অংশ; province। ২ অঞ্চল (মেরু প্রদেশ)। প্রদেশবাৎসল্য (বিশেষণ) দেশের কোনো অংশের প্রতি প্রীতি প্রদর্শন (কেহ কেহ বলেন যে, কোনরূপ প্রদেশ বাৎসল্যের প্রশ্রয় দেওয়া কর্তব্য নহে-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ দিশ্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রদেহ Bengali definition [প্রোদেহো] (বিশেষ্য) প্রলেপ; মলম। {প্র + □ দিহ্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রদেয় Bengali definition [প্রোদেয়ো] (বিশেষণ) দেয়; প্রদানযোগ্য। প্রদেয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) যাকে পাত্রস্থা করতে হবে। {(তৎসম বা সংস্কৃত) প্র+দেয়}
- Bengali Word প্রদোষ Bengali definition [প্রোদোশ্] (বিশেষ্য) ১ রাত্রি (রবিহীন মণিদীপ্ত প্রদোষের দেশে-রবীন্দ্রনাথ ঠাকুর; প্রদোষে আনলো অধৈর্য্য মুক্তি-সৈয়দ আলী আহসান)। ২ সন্ধ্যা; সায়ংকাল। প্রদোষকাল (বিশেষ্য) সায়ংকাল; সন্ধ্যাকাল (প্রদোষকালে-গুরুকুল প্রত্যাগমপূর্বক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) প্র+দোষ}
- Bengali Word প্রদ্যুম্ন Bengali definition [প্রোদুম্নো] (বিশেষ্য) ১ কামদেব। ২ রুক্মিণী ও কৃষ্ণের পুত্র। {(তৎসম বা সংস্কৃত) প্র+দুম্ন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word প্রদ্যোত Bengali definition [প্রোদ্দোত্] (বিশেষ্য) ১ দীপ্তি; উজ্জ্বলতা (স্ফুরিত প্রসূনে আর প্রদ্যোত রতন-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আভা। ৩ রশ্মি; কিরণ। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ দ্যুৎ+অ(ঘঞ্)}
- Bengali Word প্রধান Bengali definition [প্রোধান্] (বিশেষণ) মুখ্য (প্রধান বিচারপতি); শ্রেষ্ঠ। □ (বিশেষ্য) ১ নায়ক; নেতা; সর্দার; মোড়ল। ২ জগদীশ্বর; পরমেশ্বর। ৩ আদি প্রকৃতি। প্রধানা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। প্রধানতা, প্রাধান্য (বিশেষ্য) শ্রেষ্ঠত্ব। প্রধানত, প্রধানতঃ (ক্রিয়াবিশেষণ) প্রধানভাবে; মুখ্যতা; সর্বাগ্রে। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ধা+অন(ল্যুট্)}
- Bengali Word প্রধূমিত Bengali definition [প্রোধুমিতো] (বিশেষণ) ১ প্রবলভাবে ধূমায়িত। ২ জ্বলনোন্মুখ; জ্বলে উঠবার অবস্থা। প্রধূমিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ধূম্+ইত(ইতচ্)}
- Bengali Word প্রনষ্ট Bengali definition [প্রোনশ্টো] (বিশেষণ) ১ সম্পূর্ণরূপে নষ্ট; একেবারে ধ্বংসপ্রাপ্ত। ২ বিনাশপ্রাপ্ত; বিনষ্ট। {(তৎসম বা সংস্কৃত) প্র+নষ্ট}
- Bengali Word প্রপঞ্চ Bengali definition [প্রোপন্চো] (বিশেষ্য) ১ প্রবঞ্চনা (কত মুখ কতজন বেতাল ভৈরবগণ ভাঙ্গ খেয়ে ভোজনে প্রপঞ্চ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ ভ্রম। ৩ মায়া (এ প্রপঞ্চে তবে কেন বঞ্চাইছ দাসে, কহ তা দাসেরে-মাইকেল মধূসূদন দত্ত)। ৪ বিস্তার। ৫ সংসার (চঞ্চল হইনু এ প্রপঞ্চ দেখি-মাইকেল মধূসূদন দত্ত)। ৬ সমূহ। ৭ অসত্য (বিচিত্র সংসার প্রপঞ্চরূপে প্রকাশমান হইয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। প্রপঞ্চময় (বিশেষ্য) মায়াময়; ছলনাময়। প্রপঞ্চিত (বিশেষণ) ১ বিস্তীর্ণ; প্রসারিত;