প পৃষ্ঠা ৬৭
- Bengali Word প্যাসেঞ্জার Bengali definition [প্যাসেন্জার্] (বিশেষ্য) শকট বা কোনোরূপ যানের যাত্রী (যিনি টিকিটের প্যাসেঞ্জার-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □ (বিশেষণ) যাত্রীবাহী (প্যাসেঞ্জার ট্রেন)। প্যাসেঞ্জার ট্রেন (বিশেষ্য) যাত্রীবাহী ট্রেন বা রেলগাড়ি (প্যাসেঞ্জার ট্রেনে এলাহাবাদ আসিতে বাধ্য হয়-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) passenger}
- Bengali Word প্যাড়া Bengali definition ⇒ পেড়া১ ও পেড়া২
- Bengali Word প্র Bengali definition [প্রো] (অব্যয়) ১ উপসর্গবিশেষ। ২ উৎকর্ষ আধিক্য ব্যাপকতা প্রভৃতি ভাবব্যঞ্জক উপসর্গ। {(তৎসম বা সংস্কৃত) উপসর্গবিশেষ}
- Bengali Word প্রকট Bengali definition [প্রোকট্] (বিশেষণ) ১ বিশেষরূপে ব্যক্ত; উৎকট (আগে বড় পিছে ছোট বিধির প্রকট-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ প্রকাশ্য; প্রকাশিত (প্রকটে কহিও কথা লোকাচার যত। গোপনে রাখিও মন যথা মনোরথ-সৈয়দ আলাওল)। ৩ স্পষ্ট; মূর্ত; বিশদ (বেশি প্রকট হয়ে কাজ নেই-মনোজ বসু)। প্রকটন (বিশেষ্য) প্রকটকরণ বা প্রকাশকরণ। প্রকটলীলা (বিশেষ্য) কৃষ্ণের বৃন্দাবনে প্রকাশ্য লীলা। প্রকটিত (বিশেষণ) ব্যক্ত; প্রকাশিত; স্পষ্ট। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ কট্+অ(অচ্)}
- Bengali Word প্রকর Bengali definition [প্রোকর্] (বিশেষ্য) ১ পুষ্পাদির স্তবক। ২ রাশিসমূহ। ৩ সাহায্য; সহায়তা। ৪ কর্মঠ; কর্মপটু। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ কৃ+অ(অপ্)}
- Bengali Word প্রকরণ Bengali definition [প্রোকরোন্] (বিশেষ্য) ১ গ্রন্থের পরিচ্ছেদ; বইয়ের অংশবিশেষ। ২ প্রক্রিয়া; পদ্ধতি। ৩ প্রসঙ্গ; আলোচ্য বিষয়। ৪ কোনো বিষয়ের সূত্রসমূহ (পদপ্রকরণ, কারকপ্রকরণ)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ কৃ+অন(ল্যুট)}
- Bengali Word প্রকর্ষ Bengali definition [প্রোকর্শো] (বিশেষ্য) শ্রেষ্ঠত্ব; উৎকর্ষ; উন্নতি; শ্রীবৃদ্ধি; সমৃদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ কৃষ্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রকর্ষণ Bengali definition [প্রোকর্শোন্] (বিশেষ্য) বিশেষভাবে আকর্ষণ। ২ প্রকর্ষ। ৩ উন্নতি লাভের ইচ্ছায় প্রকৃষ্টরূপে অনুশীলন। চিৎপ্রকর্ষ (বিশেষ্য) চিৎ শক্তির বিকাশ; culture। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ কৃষ+অন(ল্যুট্)}
- Bengali Word প্রকল্প Bengali definition [প্রোকল্পো] (বিশেষ্য) ১ পরিকল্পনা; উপপত্তি; project। ২ যুক্তিতর্ক সমর্থিত অনুমান বা সিদ্ধান্ত; মত theory; hypothesis। {(তৎসম বা সংস্কৃত) প্র+কল্প}
- Bengali Word প্রকল্প, প্রকম্পন Bengali definition [প্রোকম্পো, প্রোকম্পন্] (বিশেষ্য) বিশেষভাবে কম্পিত; কম্পন। প্রকম্পিত (বিশেষণ) বিশেষভাবে কম্পিত; প্রকম্পযুক্ত (প্রতাপে ধরাতল প্রকম্পিত হইল)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ কম্প্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রকাণ্ড Bengali definition [প্রোকান্ডো] (বিশেষণ) ১ অত্যন্ত বৃহৎ; অতিশয় বড়; মস্ত; বিশাল। ২ বৃক্ষকাণ্ড; গাছের গুঁড়ি। {(তৎসম বা সংস্কৃত) প্র+কাণ্ড}
- Bengali Word প্রকার, পরকার Bengali definition [প্রোকার্, পরোকার্] (বিশেষ্য) ১ জাতি; শ্রেণি; ধরন (বহু প্রকার মানুষ)। ২ রীতি; প্রণালি (কি প্রকারে)। ৩ প্রভেদ। প্রকারান্তর (বিশেষ্য) অন্য প্রকার; অন্য রীতি; ভিন্ন প্রকার। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ কৃ+অ(ঘঞ্)=প্রকার, >পরকার(স্বরাগমে)}
- Bengali Word প্রকাশ, পরকাশ Bengali definition [প্রোকাশ্, পরোকাশ্] (পদ্যে ব্যবহৃত) (বিশেষ্য) ১ দেখানো; প্রকটকরণ; প্রদর্শন; ব্যঞ্জনা ব্যক্তকরণ (দুঃখ প্রকাশ)। ২ উদয়; বিকাশ (চন্দ্রের প্রকাশ)। ৩ ফোটা; প্রস্ফুটন (ফুলের প্রকাশ)। ৪ সাধারণের সম্মুখে প্রচার; জাহির (গুপ্তকথা প্রকাশ)। ৫ ছাপিয়ে বিক্রয়ের ব্যবস্থাকরণ (পত্রিকা প্রকাশ)। □ (বিশেষণ) ব্যক্ত; বিজ্ঞাত; প্রচারিত (প্রকাশ যে)। প্রকাশক (বিশেষ্য), (বিশেষণ) প্রকাশকারী। □ (বিশেষ্য), যে পুস্তকাদি ছাপিয়ে প্রকাশ করে; publisher। প্রকাশিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। প্রকাশন, প্রকাশনা (বিশেষ্য) পুস্তকাদি প্রকাশকরণ। প্রকাশনীয় (বিশেষণ) প্রকাশযোগ্য; প্রকাশের উপযুক্ত। প্রকাশমান (বিশেষণ) ১ প্রকাশিত হচ্ছে এমন; প্রকাশ পাচ্ছে এরূপ। ২ পরিস্ফুট; বিশদ; স্পষ্ট; ব্যক্ত। প্রকাশিত (বিশেষণ) প্রকাশ করা হয়েছে এমন। প্রকাশিতব্য (বিশেষণ) ১ প্রকাশযোগ্য। ২ প্রকাশ করতে হবে বা প্রকাশিত হবে এমন। প্রকাশ্য (বিশেষণ) ১ প্রকাশযোগ্য; প্রকাশনীয়; প্রকাশের উপযুক্ত (রোদনের কারণ যদি প্রকাশ্য হয় তবে আমার নিকট প্রকাশ কর-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ প্রকাশিত হবে এমন (ক্রমশ প্রকাশ্য)। ৩ সাধারণের অধিগম্য (প্রকাশ্য সভা)। ৪ খোলাখুলি; সকলের সম্মুখে কৃত (প্রকাশ্যে আলোচনা)। প্রকাশ্য দিবালোকে (ক্রিয়াবিশেষণ) দিনের বেলায় ও সর্বজনের দৃষ্টিগোচরে। প্রকাশ্যে (ক্রিয়াবিশেষণ) সাধারণের সম্মুখে (প্রকাশ্যে বলা)। {(তৎসম বা সংস্কৃত) প্রা+□ কাশ্+অ(অচ্)>(স্বরাগাম) পরকাশ}
- Bengali Word প্রকীর্ণ Bengali definition [প্রোকির্নো] (বিশেষণ) ১ ছড়ানো; বিকীর্ণ; বিক্ষিপ্ত। ২ বিবিধ। {(তৎসম বা সংস্কৃত) প্র+ □ কৃ …+ত(ক্ত)}
- Bengali Word প্রকীর্তি Bengali definition [প্রোকির্তি] (বিশেষ্য) প্রচুর যশ; বিপুল খ্যাতি। প্রকীর্তিত (বিশেষণ) ১ বিশেষভাবে খ্যাতি প্রচার করা হয়েছে এরূপ। ২ অত্যন্ত যশস্বী; বিশেষ খ্যাতিমান। {(তৎসম বা সংস্কৃত) প্র+কীর্তি+তি(ক্তিন্)}
- Bengali Word প্রকুতি Bengali definition [প্রোকুতি] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) আকুল (মানিবা তাহান আজ্ঞা না হৈবা প্রকুতি-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) প্রা+□ কু+তি(ক্তি)}
- Bengali Word প্রকুপিত Bengali definition [প্রোকুপিতো] (বিশেষণ) অত্যন্ত রুষ্ট বা রাগান্বিত। প্রকুপিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ কুপ্+ত(ক্ত)}
- Bengali Word প্রকৃত Bengali definition [প্রোকৃতো] (বিশেষণ) সত্য; আসল; যথার্থ; বিশুদ্ধ; বাস্তবিক। প্রকৃতত্ব (বিশেষ্য) প্রকৃত অবস্থা; সত্যত। প্রকৃতপক্ষে, প্রকৃত প্রস্তাবে (ক্রিয়াবিশেষণ) আসলে; যথার্থভাবে; বস্তুত; বাস্তবিক (কিন্তু প্রকৃত প্রস্তাবে আবরদেশ দুইভাবে বিভক্ত-আতাউর রহমান)। প্রকৃতার্থ (বিশেষ্য) আসল মানে; সত্য অর্থ; অন্তর্নিহিত তাৎপর্য, গূঢ় মমার্থ। {(তৎসম বা সংস্কৃত) প্রা□ কৃ+ত(ক্ত)}
- Bengali Word প্রকৃতি Bengali definition [প্রোকৃতি] (বিশেষ্য) ১স্বভাব ; চরিত্র; আচার-আচরণ; ব্যবহার (মন্দ প্রকৃতি)। ২ স্বভাবগত গুণাগুণ; ধর্ম (বস্তু প্রকৃতি)। ৩ বাহিরের জগৎ; নিসর্গ (প্রকৃতির শোভা)। ৪ সৃষ্টির মূল বা আদি কারণ; আদ্যাশক্তি। ৫ সত্ত্ব; রজঃ; তমঃ-এই তিন গুণের আধার। ৬ সাংখ্যমতে নির্গুণ চেতন্যময় পুরুষের বিপরীত ত্রিবিধ গুণের জড়তত্ত্ব-পুরুষ সান্নিধ্য দ্বারা এর মধ্যে চৈতন্যের আধান হয়। ৭ প্রজাপুঞ্জ (প্রকৃতি রঞ্জন)। ৮ নারী। ৯ মায়া; অবিদ্যা। ১০ বিভক্তিহীন ধাতু বা শব্দ। প্রকৃতগত (বিশেষণ) স্বভাবগত; স্বভাবসিদ্ধ। প্রকৃতজ, প্রকৃতজাত, প্রকৃতিসিদ্ধ (বিশেষণ) ১ স্বাভাবিকভাবে জাত; স্বভাজাত। ২ নৈসর্গিক; প্রাকৃতিক। প্রকৃতিপূজা (বিশেষ্য) বৃক্ষ পর্বতাদি জড় প্রকৃতির আরাধনা। প্রকৃতিবাদ (বিশেষ্য) ১ প্রকৃতি দ্বারাই দুনিয়ার সৃষ্টি ও ধ্বংস নিয়মে সাধিত হয়-এই মতবাদ। ২ জড়বাদ। ৩ শব্দের মূল ও অর্থের বিচার। প্রকৃতিবিরুদ্ধ (বিশেষণ) স্বভাবগত নয় এমন; অস্বাভাবিক। প্রকৃতস্থ (বিশেষণ) ১ স্বাভাবিক অবস্থাপ্রাপ্ত। ২ ধাতস্থ। ৩ শান্ত (তার মন প্রকৃতিস্থ ছিল না-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) প্রা+□ কৃ+তি(ক্তি)}
- Bengali Word প্রকৃষ্ট Bengali definition [প্রোকৃশ্টো] (বিশেষণ) ১ উত্তম; শ্রেষ্ঠ; উৎকৃষ্ট; পরম। ২ প্রশস্ত। প্রকৃষ্টা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। প্রকৃষ্টতা, প্রকৃষ্টত্ব (বিশেষ্য) ১ শ্রেষ্ঠত্ব। ২ প্রশস্ততা। {(তৎসম বা সংস্কৃত) প্র+√কৃষ্+ত(ক্ত)}
- Bengali Word প্রকৌশল Bengali definition [প্রোকোউশল্] (বিশেষ্য) শক্তির প্রয়োগ ও নিয়ন্ত্রণ-সংক্রান্ত ফলিত বিজ্ঞান; প্রযুক্তিবিদ্যা; engineering। প্রকৌশলী (বিশেষ্য) প্রকৌশলের বিভিন্ন শাখায় কাজ করেন এমন ব্যক্তি; engineer (পূর্ত প্রকৌশলী; যন্ত্র প্রকৌশলী)। {(তৎসম বা সংস্কৃত) প্র+কৌশল}
- Bengali Word প্রকোপ Bengali definition [প্রোকোপ্] (বিশেষ্য) প্রাবল্য; আধিক্য (রোগের প্রকোপ)। ২ অধিক ক্রোধ। প্রোকপন, প্রকোপণ (বিশেষ্য) ১ উত্তেজনা। ২ ক্রুদ্ধকরণ; রাগানো। ৩ বৃদ্ধিকরণ; বাড়ানো প্রকোপিত (বিশেষণ) ১ রাগান্বিত; ক্রুদ্ধ। ২ উত্তেজিত। ৩ বাড়ছে এমন; বৃদ্ধিপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ কুপ্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রকোষ্ঠ Bengali definition [প্রোকোশ্ঠো] (বিশেষ্য) ১ ঘর; কক্ষ; কোঠা (অট্টালিকার প্রত্যেক প্রকোষ্ঠ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দরজার পার্শ্বস্থ কোঠা বা ঘর। ৩ মহল (উদার নয়ন ব্যাহত প্রকোষ্ঠ মাঝে-রখা)। ৪ কনুই থেকে মণিবন্ধ অবধি অংশ (তাঁহার অনাবৃত প্রকোষ্ঠে হীরকমণ্ডিত চূড় এবং বিচিত্র কারুকার্য খচিত পরিচ্ছদ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ কুষ্+থ(থন্)}
- Bengali Word প্রক্রিয়া Bengali definition [প্রোক্ক্রিয়া] (বিশেষ্য) কার্যসাধনের নিমিত্ত বিশেষ প্রণালি; প্রবাহমান ধারা (সাংস্কৃতিক প্রক্রিয়া)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ কৃ+অ(শ)}
- Bengali Word প্রক্ষাল Bengali definition [প্রোক্খালো] (ক্রিয়া) প্রক্ষালন বা ধৌত করা। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ক্ষালি+অ}
- Bengali Word প্রক্ষালক Bengali definition [প্রোক্খালক্] (বিশেষণ) প্রক্ষালনকারী; ধৌতকারী। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ক্ষালি+অক(ণ্বুল্)}
- Bengali Word প্রক্ষালন Bengali definition [প্রোক্খালোন্] (বিশেষ্য) ধৌতকরণ; ধৌতকার্য (এই ঘটে যে জল আছে তাহাতেই পাদ-প্রক্ষালন সম্পন্ন হইবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। প্রক্ষালিত (বিশেষণ) ধৌত; ধোয়া। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ক্ষালি+অন(ল্যুট্)}
- Bengali Word প্রক্ষিপ্ত Bengali definition [প্রোক্খিপ্তো] (বিশেষণ) ১ নিক্ষিপ্ত; ছুড়ে ফেলা (নানা ভঙ্গীতে উৎক্ষিপ্ত প্রক্ষিপ্ত করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ভিতরে স্থাপন; অন্তর্নিবেশিত। ৩ মূল রচনায় অন্য কারো লেখা ঢুকানো হয়েছে এমন; interpolated। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ক্ষিপ্+ত(ক্ত)}
- Bengali Word প্রক্ষেপ Bengali definition [প্রোক্খেপ্] (বিশেষ্য) ১ নিক্ষেপ; ক্ষেপণ। ২ অন্তরে স্থাপন। ৩ রচনার মধ্যে প্রক্ষিপ্ত অংশ; interpolation। প্রক্ষেপক (বিশেষ্য), (বিশেষণ) প্রক্ষেপ করে যে; প্রক্ষেপণকারী। প্রক্ষেপণ (বিশেষ্য) প্রক্ষিপ্তকরণ। প্রক্ষেপণীয় (বিশেষণ) প্রক্ষেপণের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ক্ষিপ্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রক্ষোভ Bengali definition [প্রোক্খোভ্] (বিশেষ্য) ভাবাবেগ; আবেগ; উচ্ছ্বাস; emotion। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ক্ষুভ্+অ(ঘঞ্)}