প পৃষ্ঠা ৬৬
- Bengali Word প্যাঁ Bengali definition [প্যাঁ] (অব্যয়) শিশুর ক্রন্দন ধ্বনি; বাচ্চার কান্নার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word প্যাঁক Bengali definition [প্যাঁক্] (বিশেষ্য) হাঁস এবং হাঁসের ডাক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word প্যাঁকাটি Bengali definition ⇒ পেঁকাটি
- Bengali Word প্যাঁচ Bengali definition ⇒ পেঁচ
- Bengali Word প্যাঁচা Bengali definition ⇒ পেঁচা
- Bengali Word প্যাঁচাও, প্যাঁচাল, প্যাঁচালো Bengali definition ⇒ পেঁচাও
- Bengali Word প্যাঁচানো Bengali definition ⇒ পেঁচানো
- Bengali Word প্যাঁটরা Bengali definition ⇒ পেটরা
- Bengali Word প্যাঁদানো Bengali definition ⇒ পেঁদানো
- Bengali Word প্যাঁড়া Bengali definition ⇒ পেড়া১ ও পেড়া২
- Bengali Word প্যাকবন্দি Bengali definition [প্যাক্বোন্দি] (বিশেষণ) বাক্স বা অপর কোনো আধারে বিশেষভাবে আবদ্ধ। {(ইংরেজি) packed+বন্দি}
- Bengali Word প্যাকাটি Bengali definition ⇒ পেঁকাটি
- Bengali Word প্যাকিং Bengali definition [প্যাকিঙ্] (বিশেষ্য) ১ কোনো কিছুর ভিতরে বিশেষভাবে বন্ধ বা আবদ্ধকরণ। ২ মোড়ক; মোড়ানো অবস্থা। {(ইংরেজি) packing}
- Bengali Word প্যাকেট Bengali definition [প্যাকেট্] (বিশেষ্য) পুলিন্দা; পুটলি; কাগজ বা কাপড় দ্বারা আবৃত নাতিবৃহৎ বস্তু বা সহজে বহনযোগ্য। {(ইংরেজি) packet}
- Bengali Word প্যাক্ট Bengali definition [প্যাক্ট্] (বিশেষ্য) চুক্তি (সবাই প্যাক্টের সূত্রে গোষ্ঠীবদ্ধ-নীই)। {(ইংরেজি) pact}
- Bengali Word প্যাখম Bengali definition ⇒ পেখম
- Bengali Word প্যাচপ্যাচ, পচপচ Bengali definition [প্যাচ্প্যাচ্, পচ্পচ্] (অব্যয়) জলকাদায় চলবার শব্দ বা জলকাদায় একাকার হয়ে যাবার ভাব (রাস্তাঘাট কাদা প্যাচপ্যাচ করছে)। প্যাচপেচে, পচপচে (বিশেষণ) প্যাচপ্যাচ করে এমন। {ধ্বন্যাত্মক}
- Bengali Word প্যাটরা Bengali definition ⇒ পেটরা
- Bengali Word প্যাটার্ন Bengali definition [প্যাটার্ন্] (বিশেষ্য) ছাঁচ; আদর্শ; নমুনা; দৃষ্টান্ত; আদল (তারা মহাকাব্যের প্যাটার্নকে অনুসরণ করেছিলেন-কাজী আবদুল মান্নান)। {(ইংরেজি) pattern}
- Bengali Word প্যাডেল Bengali definition [প্যাডেল্] (বিশেষ্য) পায়ের চাপ দিয়ে চাকা ঘুরিয়ে যন্ত্র বা যান চালাবার পাদান। {(ইংরেজি) paddle}
- Bengali Word প্যান Bengali definition [প্যান্] (বিশেষণ) সর্ব। {(ইংরেজি) pan}
- Bengali Word প্যানইসলামবাদ Bengali definition [প্যান্ইস্লাম্বাদ্] (বিশেষ্য) বিশ্ব মুসলিম ঐক্যে বিশ্বাস। প্যানেইসলামবাদী (বিশেষণ) বিশ্ব মুসলিম ঐক্যে বিশ্বাসী (সমাজের এক অংশে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ইংরেজ শাসন বিরোধী যে মনোভাবের সূচনা হয় তার পরিণতি দেখা দেয় প্যানইসলামবাদী ভাবধারার প্রসারে-আনিসুজ্জামান)। {(ইংরেজি) pan-Islamism}
- Bengali Word প্যানপ্যান Bengali definition [প্যান্প্যান্] (অব্যয়) নাকি সুরে কান্নার ভাব; নাছোড়বান্দা হয়ে পুনঃপুন অনুনয়ের ভাবব্যঞ্জক। প্যানপ্যানানো (বিশেষ্য) প্যানপ্যান করণ। প্যানপেনে (বিশেষণ) প্যানপ্যান করার স্বভাবযুক্ত (ছেলেটা ভারী প্যানপেনে)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word প্যানেল Bengali definition [প্যানেল্] (বিশেষ্য) বিশেষ নির্বাচিত কয়েক ব্যক্তিকে সদস্য করে গঠিত দল। {(ইংরেজি) panel} প্যান্ট [প্যান্ট] (বিশেষ্য) ১ ইউরোপীয় পায়জামাবিশেষ (প্যান্ট কোট জুতো মোজা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ ইজের। ফুলপ্যান্ট (বিশেষ্য) গোড়ালি পর্যন্ত লম্বা বিশেষ ধরনের পায়জামা। হাফপ্যান্ট (বিশেষ্য) হাঁটু অবধি লম্বিত পায়জামা। {(ইংরেজি) pantaloons}
- Bengali Word প্যান্টোমাইম Bengali definition [প্যান্টোমাইম্] (বিশেষ্য) কথা না বলে অঙ্গভঙ্গির দ্বারা গল্প ইত্যাদির কৌতুকাভিনয়; মূকাভিনয় (প্যান্টোমাইমগুলোতেই শিশুরা আনন্দ পায়-মুহাম্মদ আবদুল হাই)। pantomime}
- Bengali Word প্যান্ডেল, পেন্ডেল, প্যান্ড্যাল Bengali definition [প্যান্ডেল্, প্যান্ডেল্, প্যান্ডাল্] (বিশেষ্য) সভামণ্ডপ; উন্মুক্ত স্থানে সভা করার জন্য উপরে চাঁদোয়া ও ভূমিতে আসন ইত্যাদি দ্বারা সজ্জা (প্যান্ডেলে সকলে আসন গ্রহণ করবেন)। {(ইংরেজি) pandal; (তামিল) pantal}
- Bengali Word প্যারা Bengali definition [প্যারা] (বিশেষ্য) লেখায় এক বা একাধিক বাক্য দ্বারা গঠিত অংশ। {(ইংরেজি) paragraph}
- Bengali Word প্যারী Bengali definition ⇒ পেয়ার২
- Bengali Word প্যারেড Bengali definition [প্যারেড্] (বিশেষ্য) ১ আড়ম্বর; সমারোহ (যেন বা প্যারেড্ কোনো উৎসব-বিষ্ণু দে)। ২ সামরিক কুচকাওয়াজ; আনুষ্ঠানিক কুচকাওয়াজ। {(ইংরেজি) parade}
- Bengali Word প্যালা Bengali definition ⇒ পেলা