Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পেলানো (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পেলানো] (ক্রিয়া) ফেলে বা ঠেলে দেওয়া; অবহেলা করা (কেহ্নে পেলায়সি হাসে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {□ পেল্‌+আনো}
  • Bengali Word পেলেগ Bengali definition ⇒ প্লেগ
  • Bengali Word পেলেনেলে Bengali definition [পেলেনেলে] (অসমাপিকা ক্রিয়া) পালন ও লালন করিয়ে (এখন একে পেলেনেলে মানুষ কর-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {পালন-লালন>}
  • Bengali Word পেল্লয়, পেল্লায় Bengali definition [পেল্‌লয়্‌, পেল্‌লায়্‌] (বিশেষণ) বিশাল; বিরাট; মস্ত (পেল্লয় কাণ্ড)। {(তৎসম বা সংস্কৃত) প্রলয়>}
  • Bengali Word পেশ Bengali definition [পেশ্‌] (বিশেষ্য) সামনে রাখা; উপস্থাপন; সম্মুখে স্থাপন; নিবেশ (আমার যা কিছু বক্তব্য আপনার কাছে পেশ করলাম)। পেশ ইমাম (বিশেষ্য) যিনি নামাজে ইমামতি করেন। পেশ করা (ক্রিয়া) নিবেদন করা; আরজ করা (তিন হাজার পাউণ্ড পেশ করিয়া বলিলেন-মাওলানা মুস্তাফিজুর রহমান)। পেশকার (বিশেষ্য) বিচারকের সামনে আদালতের কাগজপত্রাদি উপস্থাপিত করে এবং তা সংরক্ষণ করে এমন কর্মচারী বিশেষ (আমি না হয় পেশকার হ’য়ে সেটা পেশ ক’রে দেবো-কাজী নজরুল ইসলাম)। পেশকারি, পেশকারী (বিশেষ্য) পেশকারের কর্ম বা পদ। পেশগি (বিশেষ্য) যা অগ্রিম ব্যতিব্যস্ত; বিব্রত। {(ফারসি) পেশ্‌}
  • Bengali Word পেশওয়া Bengali definition ⇒ পেশোয়া
  • Bengali Word পেশওয়াজ Bengali definition ⇒ পেশোয়াজ
  • Bengali Word পেশকশ Bengali definition ⇒ পেসকোশ
  • Bengali Word পেশবা Bengali definition ⇒ পেশোয়া
  • Bengali Word পেশল Bengali definition [পেশল্‌] (বিশেষণ) ১ মনোহর; সুন্দর; মনোরম। ২ প্রচুর পেশিযুক্ত; পেশিবহুল; শক্তিমান; বলিষ্ঠ (কঁধের কাছটা কত পেশল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) □ পেশ্‌+ল(লচ্‌)}
  • Bengali Word পেশা Bengali definition [পেশা] (বিশেষ্য) ১ বৃত্তি; ব্যবসা; জীবিকার উপায় (বেশ্যার বেহদ্দ কথা বেচে খায়-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ২ (আলঙ্কারিক) স্বভাব; অভ্যাস (সব ব্যাপারে খিটখিট করা তার একটা পেশা হয়ে দাঁড়িয়েছে)। পেশাকার, পেশাকর (বিশেষ্য) ১ বেশ্যা; গণিকা। ২ নটী। পেশাদার (বিশেষণ) বৃত্তিজীবী; ব্যবসাদার; ব্যবসায়ী; কোনো কাজ কেবল ব্যবসা হিসাবে করে এমন; professional। পেশাদারি, পেশাদারী (বিশেষ্য) পেশাদারের আচরণ বা ব্যবহার। ২ ব্যবসাদারি; দোকানদারি। ৩ ব্যবসায়বৃত্তি। □ (বিশেষণ) পেশাদার সম্বন্ধীয়। {(ফারসি) পেশাহ্‌}
  • Bengali Word পেশানি, পেশনি Bengali definition [পেশানি, পেশ্‌নি] (বিশেষ্য) কপাল; ললাট (ছিল নবীর নূর পেশানীতে-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) পেশানী}
  • Bengali Word পেশি, পেশী Bengali definition [পেশি্‌] (বিশেষ্য) ১ দেহের মাংসপিণ্ডবিশেষ; যার সংকোচনে অঙ্গ-প্রত্যাঙ্গাদির আলোড়িত হয়; muscle। ২ খড়্‌গাদির কোষ বা খাপ। ৩ অণ্ড; ডিম্ব। পেশিকোষ (বিশেষ্য) অণ্ডকোষ। {(তৎসম বা সংস্কৃত) □ পিশ্‌+ই(ইন্‌)}
  • Bengali Word পেশোয়া, পেশওয়া, পেসবা Bengali definition [পেশোয়া, পেশ্‌ওয়া, পেশ্‌ওয়া] (বিশেষ্য) মহারাষ্ট্রীয় শাসক বা তাঁর বংশ। {(ফারসি) পেশবা}
  • Bengali Word পেশোয়াজ, পেশওয়াজ Bengali definition [পেশোয়াজ্‌, পেশ্‌ওয়াজ্‌] (বিশেষ্য) নর্তকী বা নারীদের এক প্রকার পায়জামা (নিক্‌পিক্‌ করে ক্ষীণ কাঁকল পেশোয়াজ কাঁপে টাল্‌মাটাল্‌-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) পেশরাজ}
  • Bengali Word পেষক Bengali definition [পেশক্‌] (বিশেষণ) পেষণ করে এমন; পেষণকারী। {(তৎসম বা সংস্কৃত) □ পিষ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word পেষণ Bengali definition [পেশন্‌] (বিশেষ্য) ১ মর্দন; দলন; বাটা; চূর্ণন। পেষণি, পেষণী (বিশেষ্য) ১ শিল; নোড়া। ২ জাঁতা; পেষণযন্ত্র। ৩ হামানদিস্তা। {(তৎসম বা সংস্কৃত) □ পিষ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word পেষা, পিষা Bengali definition [পেশা, পিশা] (ক্রিয়া) ১ বাটা; পেষণ করা। ২ (আলঙ্কারিক) অত্যাচার করা; পীড়ন করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পেষাই (বিশেষ্য) ১ পেষণ; দলন। ২ পেষণের পারিশ্রমিক। {(তৎসম বা সংস্কৃত) □ পিষ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word পেষানো, পিষানো Bengali definition [পেশানো, পিশানো] (ক্রিয়া) ১ পেষণ করানো; বাটানো। ২ পীড়ন করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) □ পিষ্‌+(বাংলা) আনো}
  • Bengali Word পেসকোশ Bengali definition [পেশ্‌কোশ্‌] (বিশেষ্য) ১ টাকা বা মূল্যবান দ্রব্য উপহার (পেসকোশ দিলা তায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ অবদান। {(ফারসি) পেশকাশ}
  • Bengali Word পেস্ট্রি Bengali definition [পেস্‌ট্রি] (বিশেষ্য) পিঠা; পুডিং ইত্যাদির সংমিশ্রণে তৈরি মিঠাই। {(ইংরেজি) pastry}
  • Bengali Word পেস্তা Bengali definition [পেস্‌তা] (বিশেষ্য) কাবুলের এক প্রকার বাদামজাতীয় ফল। {(ফারসি) পিস্তাহ্‌}
  • Bengali Word পোঁছা ১, পুঁচা Bengali definition [পোঁছা, পুঁছা] (ক্রিয়া) ১ মুছে ফেলা; মোছা। ২ ঘর্ষণ করে দাগ বা সংলগ্ন পদার্থ উঠিয়ে ফেলা। □ (বিশেষ্য) সম্মার্জন। □ (বিশেষণ) সম্মার্জিত। পোঁছানো (ক্রিয়া) মোছানো; পরিষ্কার করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) পুস্ত>(প্রাকৃত)পুত্থ>পুংছ>}
  • Bengali Word পোঁটলা, পোটলা Bengali definition [পোঁট্‌লা, পোটলা] (বিশেষ্য) বড় পুটুলি; গাঁটরি; বোঁচকা। পোঁটলা পুটলি, পোঁটলা পুঁটলী (বিশেষ্য) ছোট ও বড় বোঁচকা (থার্ড ক্লাসের যাত্রীরা পোঁটলা পুঁটলী লইয়া পাগলের মতো-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। পোটলি, পুটলি (বিশেষ্য) পোটলার চেয়ে ছোট আকারের বোঁচকা। {(তৎসম বা সংস্কৃত) পোট্টলি>}
  • Bengali Word পোঁটা Bengali definition [পোঁটা] (বিশেষ্য) ১ নাড়ি; অন্ত্র (মাছের পোঁটা)। ২ শ্লেষ্মা; শিকনি (নাকের পোঁটা)। ৩ (আল., অনাদরে) ছোট ছেলে। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word পোলো ১ Bengali definition ⇒ পলো
  • Bengali Word পেড়া ১, প্যাড়া, পেঁড়া, প্যাঁড়া Bengali definition [প্যাড়া, প্যাড়া, প্যাঁড়া, পেঁড়া] (বিশেষ্য) বেত্রাদি নির্মিত পেটিকাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পেটক>}
  • Bengali Word পেড়া ২, প্যাড়া, পেঁড়া, প্যাঁড়া Bengali definition [প্যাড়া, প্যাড়া, প্যাঁড়া, প্যাঁড়া] (বিশেষ্য) ক্ষীরের তৈরি মিষ্টান্ন। {(তৎসম বা সংস্কৃত) পিণ্ড>}
  • Bengali Word পেয় Bengali definition [পেয়ো] (বিশেষ্য) দুধ, পানি প্রভৃতি পানযোগ্য দ্রব্য। □ (বিশেষণ) পান করা যায় এমন; পানযোগ্য; পানীয় (পেয় নাই, নদীর জল অসহ্য লবণাত্মক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) □ পা+য(যৎ)}
  • Bengali Word পেয়াজ, পেয়াজি, পেয়াজী Bengali definition ⇒ পিয়াজ