প পৃষ্ঠা ৫৯
- Bengali Word পেটোয়া, পেটাও Bengali definition [পেটোয়া, পেটাও] (বিশেষ্য) ১ প্রিয়; বিশ্বস্ত; অনুগত; বাধ্য। ২ অধীন। □ (বিশেষণ) পৃষ্ঠপোষিত। {□ পিট্+উয়া}
- Bengali Word পেট্রল, পেট্রোল Bengali definition [পেট্ট্রোল্] (বিশেষ্য) কেরোসিন জাতীয় খনিজ তৈল। {(ইংরেজি) petrol}
- Bengali Word পেডেন্ডা Bengali definition [প্যাডেন্ডা] (বিশেষ্য) বিদ্যাভিমানী; পণ্ডিতম্মন্য (পেডেন্ডা আর মিহি কলাবিদ খুঁটত আমার কাব্য-শামসুর রাহমান)। {(ইংরেজি) pedant}
- Bengali Word পেণ্ঠী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পেন্ঠি] (বিশেষ্য) পাঁচন; গোচারণ; লাঠি। {পাচন+লাঠি}
- Bengali Word পেতনি, পেত্নী Bengali definition [পেত্নি] (বিশেষ্য) ১ স্ত্রীভূত; প্রেতিনী। ২ (ব্যঙ্গার্থ) কুশ্রী বা নোংরা স্ত্রী (একেবারে পেত্নীর মতো চেহারা)। (পুংলিঙ্গ)ভূত, প্রেত। {(তৎসম বা সংস্কৃত) প্রেত/পেত্নী>}
- Bengali Word পেতল Bengali definition ⇒ পিতল
- Bengali Word পেতা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পেতা] (ক্রিয়া) বিশ্বাস করানো বা শান্ত করা। পেতানো, প্যাতানো (বিশেষ্য) প্রবোধ দান (রত্নাবতীরে পেতাও বৃদ্ধার প্যাতানে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) প্রত্যায়ন>}
- Bengali Word পেতে, পেথে (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পেতে, পেথে] (বিশেষ্য) ছোট চুপড়ি। {পাতা+ইয়া>}
- Bengali Word পেত্নী Bengali definition ⇒ পেতনী
- Bengali Word পেন ১ Bengali definition [পেন্] (বিশেষ্য) ১ কলম; লেখনী। ২ ঝরনা কলম; fountain pen। পেনফ্রেণ্ডশিপ (বিশেষ্য) পত্রালাপে বন্ধুত্ব; পত্রমিতালি (একদিন তোমারি সাথে ছিল পেনফ্রেণ্ডশীপ-হাবীবুর রহমান)। {(ইংরেজি) pen}
- Bengali Word পেন ২, পেইন Bengali definition [পেন্, পেইন্] (বিশেষ্য) ১ ব্যথা (বুকে পেন হচ্ছে)। ২ গর্ভবেদনা (পোয়াতির পেন উঠেছে)। {(ইংরেজি) pain}
- Bengali Word পেনশন, পেনসন Bengali definition [পেন্শন্] (বিশেষ্য) চাকুরের অবসর ভাতা; চাকরি শেষে অবসরগ্রহণের পর প্রাপ্ত বৃত্তি বা ভাতা (বাবুরাম বাবু পেনসন লইলেন-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); শিক্ষিত ও ধর্মনিষ্ঠ ব্যক্তিদের জন্যে পেনশন মঞ্জুর করেন-মুঃ আবদুর রাজ্জাক)। পেনশনভোগী (বিশেষণ) চাকরি হতে অবসর গ্রহণের পর বৃত্তিপ্রাপ্ত (একজন পেনসনভোগী ডেপুটি ম্যাজিস্ট্রেট-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) pension}
- Bengali Word পেনসিল Bengali definition [পেন্সিল্] (বিশেষ্য) কাঠের তৈরি এক প্রকার লেখার কলম (কাঠ পেনসিল)। ২ চিত্রকরের তুলি। উডপেনসিল (বিশেষ্য) কাঠ পেনসিল; কাগজে লেখার পেনসিল। ড্রইংপেনসিল (বিশেষ্য) ছবি আঁকার পেনসিল। শ্লেট পেনসিল (বিশেষ্য) শ্লেট পাথরে লেখার পেনসিল। {(ইংরেজি) pencil}
- Bengali Word পেনারকোড Bengali definition ⇒ পিনালকোড
- Bengali Word পেনেট Bengali definition (বিশেষ্য) [পেনিট্] গৌরীপট্ট, যার উপর শিবলিঙ্গ স্থাপন করা হয়। {অজ্ঞাতমূল}
- Bengali Word পেন্টেলুন, পেন্টালুন Bengali definition [পেন্টেলুন, পেন্টালুন] (বিশেষ্য) এক প্রকার পায়জামা (ঢলঢলে পায়জামার মতো পেন্টেলুন-সুকুমার রায়)। {(ইংরেজি) pantaloons}
- Bengali Word পেন্ডাল Bengali definition ⇒ প্যান্ডাল
- Bengali Word পেন্ডুলাম Bengali definition [পেন্ডুলাম্] (বিশেষ্য) ঘড়ির দোলনযন্ত্র; ঘড়ির দোলক। {(ইংরেজি) pendulum}
- Bengali Word পেপার Bengali definition [পেপার] (বিশেষ্য) কাগজ। {(ইংরেজি) paper}
- Bengali Word পেম ১ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পেম্] (বিশেষ্য) প্রেম (পেম রসে তিলোচন-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) প্রেম>}
- Bengali Word পেম ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পেম্] (ক্রিয়া) পান করব (সাপ খাম বিষ পেম-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) □ পা>}
- Bengali Word পেমিল (ব্রজবুলি) Bengali definition [পেমিলো] (ক্রিয়া) নিমীলিত হলো (ইন্দিবর পবনে পেমিল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) প্রা+□ মীল্+ইল>}
- Bengali Word পেরনো, পেরোনো, পেরানো Bengali definition [পেরোনো, পেরোনো, পেরানো] (ক্রিয়া) ১ পার হওয়া (পেরাণ না যায়-ঘনরাম চক্রবর্তী)। ২ অতিবাহিত হওয়া (দশদিন পেরিয়েছে)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {পার+আনো}
- Bengali Word পেরু Bengali definition [পেরু] (বিশেষ্য) ১ দক্ষিণ আমেরিকার একটি দেশ। ২ বৃহদাকার মোরগ জাতীয় পাখিবিশেষ; turkey। {(পর্তুগিজ) peru}
- Bengali Word পেরুভীয় Bengali definition [পেরভিয়ো] (বিশেষণ) পেরু দেশের অধিবাসী। {(ইংরেজি) Peruvian}
- Bengali Word পেরেক Bengali definition [পেরেক্] (বিশেষ্য) লোহার ক্ষুদ্র কাঁটা বা কীলক; তারকাঁটা; জলই। {(পর্তুগিজ) pergo}
- Bengali Word পেরেশান, পারেশান Bengali definition [পেরেশান, পারেশান] (বিশেষণ) উদ্বগ্ন; চিন্তিত (নতুন অভাব-অভিযোগের তাড়ানায় পেরেশান থাকতে হয়-জগলুল হায়দার আফরিন)। পেরেশানি (বিশেষ্য) উদ্বেগ; চিন্তা (ভদ্রলোককে এতো পেরেশানীতে ফেলেছো-মুফাখখারুল ইসলাম)। {(ফারসি) পেরেশান}
- Bengali Word পেলব Bengali definition [পেলব্] (বিশেষণ) ১ অতি কোমল; ললিত; সুকুমার; নাজুক; delicate (প্রতি অঙ্গের পরতে পরতে মর্তমাটির পেলব ছোঁয়া কত নিবিড় আনন্দ হয়ে জড়িয়ে আছে-আ.ন.ম. বজলুর রশীদ)। ২ মৃদু। ৩ কৃশ; ক্ষীণ; slender। ৪ ভঙ্গুর; ভঙ্গপ্রবণ। ৫ লঘু (চারু ওষ্ঠে চিকন সোনার পেলব বাঁধন টুটি শব্দের বুদ্বুদ ওঠে ফুটি-সুফী মোতাহার হোসেন)। পেলবতা (বিশেষ্য) ১ কোমলতা; লালিত্য। ২ কৃশতা; ক্ষীণতা। ৩ লঘুতা। {(তৎসম বা সংস্কৃত) □ পিল্+অব(অবন্)}
- Bengali Word পেলা ১, প্যালা Bengali definition [প্যালা] (বিশেষ্য) ১ নৃত্যগীতাদির আসর বা অনুষ্ঠানে শ্রোতৃবর্গ কর্তৃক শিল্পীদের প্রদত্ত অর্থাদি পুরস্কার। ২ ঠেকনা; ঠেস; অবলম্বন; prop (জৌর আড়, জৌয়ের পেলা জৌয়ের কপাট-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) প্রেরিত> (প্রাকৃত)পেল্লিঅ>}
- Bengali Word পেলা ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পেলা] (ক্রিয়া) ১ ধাক্কা বা জোরে ঠেলা দেওয়া। ২ ফেলা (হৃদের কাষ্ণুলী রাধা যমুনাত পেলা-বড়ু চণ্ডীদাস)। ৩ উদ্গিরণ করা (ক্ষেণে ক্ষেণে ক্ষেণে পেলে অতিশয় চপলা-ভবানী, চণ্ডী কাব্য)। {(তৎসম বা সংস্কৃত) পীড়ন বা □ পেল্>}