প পৃষ্ঠা ৪৭
- Bengali Word পিপড়া, পিঁপড়া Bengali definition ⇒ পিপীলিকা
- Bengali Word পিবইতে (ব্রজবুলি) Bengali definition [পিবইতে] (অসমাপিকা ক্রিয়া) পান করতে (পিবইতে করু অনুবন্ধে-গোবিন্দদাস)। {□ পা>}
- Bengali Word পিব্যাসী (প্রাচীন বাংলা) Bengali definition [পিব্রাশি] প্রবাসী; বিদেশবাসী (পিব্যাসীর খানা-সীতারাম)। {(তৎসম বা সংস্কৃত) প্রবাসী>}
- Bengali Word পির Bengali definition ⇒ পীর
- Bengali Word পিরহান Bengali definition ⇒ পিরান
- Bengali Word পিরান, পিরহান Bengali definition [পিরান্, পির্হান্] (বিশেষ্য) এক প্রকার ঢিলা জামা; কোর্তা (ঢাকাই মখমলের পিরহান গাত্রে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) পীরহান}
- Bengali Word পিরামিড Bengali definition [পিরামিড্] (বিশেষ্য) পাথরে নির্মিত ত্রিকোণাকার উচ্চ সমাধিস্তূপ। {(ইংরেজি) pyramid}
- Bengali Word পিরালি, পিরালী, পীরালী Bengali definition [পিরালি, পিরালি, পিরালি] (বিশেষ্য) প্রাচীন বঙ্গদেশের এক শ্রেণির ব্রাহ্মণ, যারা যশোর-খুলনা অঞ্চলের পীর আলীর সংস্পর্শে এসে আপন সমাজ থেকে পতিত হয়েছিল। {(ফারসি) পীর+(বাংলা) আলি}
- Bengali Word পিরিচ Bengali definition [পিরিচ্] (বিশেষ্য) রেকাবি; ছোট ডিশ; তসতরি। {পো. pires}
- Bengali Word পিরিত, পিরীত, পিরিতি, পীরিতি Bengali definition [পিরিত্, পিরিত্, পিরিতি, পিরিতি] (বিশেষ্য) ১ প্রীতি; প্রণয়; প্রেম; অনুরাগ; ভালোবাসা। ২ বন্ধুত্ব; সদ্ভাব (রুষ্ট নহে কেহ সভে করেন পিরীত-বৃন্দাবন দাস)। ৩ অবৈধ প্রণয়। {(তৎসম বা সংস্কৃত) প্রীতি>}
- Bengali Word পিল পিল Bengali definition [পিল্পিল্] (অব্যয়) পিঁপড়ার সারির মতো বহুজনের একত্র সমাবেশজনিত গমন বা নির্গমনের ভাবপ্রকাশক (লোক পিলপিল করে বেরুচ্ছে)। {(তৎসম বা সংস্কৃত) পিপীল>}
- Bengali Word পিল ১ Bengali definition [পিল্] (বিশেষ্য) বটিকা; ঔষধের বড়ি। {(ইংরেজি) pill}
- Bengali Word পিল ২, ফিল Bengali definition [পিল্, ফিল] (বিশেষ্য) ১ হাতি। ২ দাবা খেলার গজ। পিলখানা, ফিলখানা (বিশেষ্য) হাতিশালা। {(আরবি) ফিল; (ফারসি) পিল; (তৎসম বা সংস্কৃত) পীলু}
- Bengali Word পিল ৩ Bengali definition [পিলো] (ক্রিয়া) পান করল। {(তৎসম বা সংস্কৃত) □ পা>}
- Bengali Word পিলপা, পিলপে, পিল্পা, পিল্পে Bengali definition [পিল্পা, পিল্পে, পিল্পা, পিল্পে] (বিশেষ্য) ১ স্তম্ভ; থাম (হাতির পায়ের ন্যায় স্থূল এজন্য)। ২ জমির সীমা নির্দেশক ছোট থামবিশেষ। {(ফারসি) পিল+(বাংলা) পা}
- Bengali Word পিলপে Bengali definition ⇒ পিলপা
- Bengali Word পিলসুজ, পীলসুজ Bengali definition [পিল্শুজ্] (বিশেষ্য) পিতলের দীপাধার; শামাদান। {(ফারসি) ফতীলাহ+(ফারসি) সোজ}
- Bengali Word পিলা ১, পীলা ১, পিলে Bengali definition [পিলা, পিলা, পিলে] প্লীহা; spleen। পিলা-চমকানো (বিশেষণ) পিলা কাঁপানো; আতঙ্কদায়ক (চার্বাক যদি অলঙ্কারশাস্ত্র শিখতেন তাহলে ও এ বিষয়ে অনেক পিলে-চমকানো মতের সাক্ষাৎ আমরা নিশ্চয়ই পেতুম-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) প্লীহা; (তুলনীয়) (ইংরেজি) spleen}
- Bengali Word পিলা ২, পীলা ২, পিলে Bengali definition [পিলা, পিলা, পিলে] ছেলের আনুষঙ্গিক শব্দ (ছেলেপিলে)। {অনুকারক শব্দ, শব্দদ্বৈত)
- Bengali Word পিলু Bengali definition [পিলু] (বিশেষ্য) ১ (সন্) একটি রাগিণীর নাম (নৌবাতে বাজিয়ে গো ভীমপলাসী উদাস পিলুর সুরে ঝুরিবে বাঁশী-কাজী নজরুল ইসলাম)। ২ হাতি। ৩ একপ্রকার কৃমিকীট। ৪ পিলুগাছ; আখরোট গাছ। {(তৎসম বা সংস্কৃত) পিলু}
- Bengali Word পিল্পা, পিল্পে Bengali definition ⇒ পিলপা
- Bengali Word পিশঙ্গ Bengali definition [পিশঙ্গো] (বিশেষণ) পিঙ্গল। {(তৎসম বা সংস্কৃত) পিশঙ্গ+অ(অচ্)}
- Bengali Word পিশাচ, পিচাশ Bengali definition [পিচাশ [পিশাচ্, পিচাশ্] (বিশেষ্য) ১ ভূত বা প্রেতযোনিবিশেষ। ২ নির্দয়; নিষ্ঠুর বা নীচ আকৃতির মানুষ। পিশাচসিদ্ধ (বিশেষণ) সাধনা বা যোগবলে পিশাচকে বশীভূত করেছে এমন। পিশাচী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পিশিত+□ অশ্+অ(অণ্)=পিশাচ, (বর্ণবিপর্যয়ে) পিচাশ}
- Bengali Word পিশিত Bengali definition [পিশিত্] (বিশেষ্য) মাংস। {(তৎসম বা সংস্কৃত) □ পিশ্+ইত(ইতচ্)}
- Bengali Word পিশুন Bengali definition [পিশুন্] (বিশেষণ) ১ কুৎসাকারী; নিন্দক; ঈর্ষু; হিংস্র; হিংসুটে। ২ খল; কপট। ৩ নিষ্ঠুর; কঠোর (করয়ে পিশুন বচন অবধান-বিদ্যাপতি)। □ (বিশেষ্য) হিংসা; ঈর্ষা; ঘৃণা (বাধ পিশুন-তোহফা)। {(তৎসম বা সংস্কৃত) □ পিশ্+উন(উনক্)}
- Bengali Word পিষণ, পিষণো Bengali definition ⇒ পেষণ
- Bengali Word পিষা, পিষাই Bengali definition ⇒ পেষা
- Bengali Word পিষ্ট Bengali definition [পিশ্টো] (বিশেষণ) পেষা হয়েছে এমন। ২ চূর্ণিত; মর্দিত; দলিত। {(তৎসম বা সংস্কৃত) □ পিষ্+ত(ক্ত)}
- Bengali Word পিষ্টক Bengali definition [পিশ্টক্] (বিশেষ্য) ১ পিঠা। ২ চোখের রোগ। {(তৎসম বা সংস্কৃত) পিষ্ট+ক(কন্)}
- Bengali Word পিসতুত, পিসতুতা, পিসতুতো, পিস-শ্বশুর, পিস-শাশুড়ি, পিসা, পিসে Bengali definition ⇒ পিসি