প পৃষ্ঠা ৪৬
- Bengali Word পিতিঠা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পিতিঠা] (বিশেষ্য) প্রতিষ্ঠা (পুখরী পিতিঠা কৈল-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) প্রতিষ্ঠা>}
- Bengali Word পিতৃ Bengali definition [পিত্তৃ] (বিশেষ্য) পিতা শব্দের মূল সংস্কৃত রূপ। পিতৃকল্প (বিশেষ্য) ১ পিতৃসম; পিতার তুল্য। ২ (হিন্দু সমাজে প্রচলিত) মৃত পিতৃপুরুষগণের উদ্দেশে শ্রাদ্ধ তর্পণাদি অনুষ্ঠান। পিতৃকার্য, পিতৃকৃত্য, পিতৃক্রিয়া (বিশেষ্য) হিন্দুদের মৃত পুরুষগণের উদ্দেশে শ্রাদ্ধ ও তর্পণাদি ক্রিয়া। পিতৃকুল (বিশেষ্য) পিতার বংশ। পিতৃগণ (বিশেষ্য) ১ হিন্দু বিশ্বাসমতে পিতৃলোকবাসী যে মুনিগণ থেকে মানবগোষ্ঠীর উৎপত্তি হয়েছে। ২ মৃত পূর্বপুরুষগণ। পিতৃগৃহ (বিশেষ্য) পিত্রালয়; পিতার আবাস; বাপের বাড়ি। পিতৃতর্পণ (বিশেষ্য) (হিন্দুদের) মৃত পিতৃপুরুষদের তৃপ্তি বিধানের জন্য জলদান রূপ অনুষ্ঠানবিশেষ। পিতৃদায় (বিশেষ্য) হিন্দুদের পিতৃশ্রাদ্ধজনিত সামাজিক কর্তব্য সম্পাদনের গুরু দায়িত্ব; গুরুতর দুরূহ কার্য। পিতৃদেব (বিশেষ্য) দেব সমতুল্য পিতা। পিতৃপক্ষ (বিশেষ্য) ১ প্রেতপক্ষ। ২ আশ্বিনের গুক্লপক্ষের পূর্ববর্তী কৃষ্ণপক্ষ। পিতৃপুরুষ (বিশেষ্য) পিতা-পিতামহ প্রভৃতি পুর্বপুরুষ। পিতৃবৎ (বিশেষণ) পিতৃতুল্য; পিতার ন্যায়। পিতৃবিয়োগ (বিশেষ্য) পিতার মৃত্যু। পিতৃব্য (বিশেষ্য) পিতার সহোদর বা জ্ঞাতি ভ্রাতা; চাচা, জ্যাঠা, কাকা, খুড়া ইত্যাদি। পিতৃভক্তি (বিশেষ্য) পিতার প্রতি শ্রদ্ধা। পিতৃমেধ, পিতৃযজ্ঞ (বিশেষ্য) হিন্দুদের পিতৃশ্রাদ্ধ; পিতৃতর্পণ। পিতৃযান (বিশেষ্য) পিতা বা পূর্ব পুরুষদের চন্দ্রলোকে গমনের পথ। পিতৃরিষ্টি (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) নবজাত সন্তানের জন্মচক্রে রাশিগণের যে অবস্থান পিতৃবিয়োগের কারণ হয়। পিতৃলোক (বিশেষ্য) হিন্দু বিশ্বাসমতে চন্দ্রলোকস্থিত যে স্থানে মৃত পিতৃপুরুষগণ বাস করেন। পিতৃশোক (বিশেষ্য) পিতৃবিয়োগজনিত শোক; পিতৃবিয়োগ-দুঃখ। পিতৃশ্রাদ্ধ (বিশেষ্য) মৃত পিতা ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধতর্পণাদি অনুষ্ঠান। পিতৃষ্বসা, পিতুঃষ্বসা, পিতুঃস্বসা (বিশেষ্য) পিতার ভগিনী; ফুফু; পিসি। পিতৃসম (বিশেষণ) পিতৃবৎ; পিতার তুল্য। পিতৃসেবা (বিশেষ্য) পিতৃশুশ্রূষা; পিতার পরিচর্যা। পিতৃস্থানীয় (বিশেষণ) পিতার স্থানে অধিষ্ঠিত; পিতৃবৎমান্য; পিতৃতুল্য। পিতৃহন্তা, পিতৃহা (বিশেষ্য) পিতৃঘাতী পিতার বধকারী। পিতৃহন্ত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ পা+তৃ(তৃচ্)}
- Bengali Word পিত্ত, পিত্তি Bengali definition [পিত্তো, পিত্তি] (বিশেষ্য) যকৃৎ থেকে নিঃসৃত তিক্ত রসবিশেষ। পিত্তকোষ, পিত্তাশয় (বিশেষ্য) পেটে যকৃৎ সংলগ্ন যে থলিতে পিত্ত জমা থাকে। পিত্ত জ্বর (বিশেষ্য) পিত্তদোষজাত জ্বর। পিত্ত পড়া (ক্রিয়া) ক্ষুধার সময়ে পিত্তস্রাব হওয়া। পিত্তবিকার (বিশেষ্য) পিত্তরোগ; পিত্তের দোষ। পিত্তরক্ষা, পিত্তিরক্ষা (বিশেষ্য) ১ অতি অল্প আহারে ক্ষুণ্নিবৃত্তি। ২ (ব্যঙ্গার্থ) যা আকাঙ্ক্ষা করা হয়েছে তার নামমাত্র প্রাপ্তি। পিত্তাতিসার (বিশেষ্য) পিত্তবিকারজনিত অতিসার বা উদরাময় রোগ। {(তৎসম বা সংস্কৃত) অপি+□ দা+ত(ক্ত) [‘অ’ এবং ‘দ’ লোপ]}
- Bengali Word পিত্তাবধি (প্রাচীন বাংলা) Bengali definition [পিত্তাবোধি] (ক্রিয়াবিশেষণ) প্রতিদিন; অদ্য অবধি (পুড়ে মরে পিত্তাবধি-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) পিত্ত+অবধি}
- Bengali Word পিত্তারি Bengali definition [পিত্তারি] (বিশেষ্য) পিত্তনাশক ঔষধবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পিত্ত+অরি; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পিত্তাশয় Bengali definition [পিত্তাশয়্] (বিশেষ্য) পিত্তকোষ; small intestine। {(তৎসম বা সংস্কৃত) পিত্ত+আশয়; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পিত্র্য Bengali definition [পিত্ত্রো] (বিশেষণ) পৈতৃক; পিতাবিষয়ক। {(তৎসম বা সংস্কৃত) পিতৃ+য(যৎ)}
- Bengali Word পিথিবি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পিথিবি] (বিশেষ্য) পৃথিবী। {(তৎসম বা সংস্কৃত) পৃথিবী>}
- Bengali Word পিদিম Bengali definition [পিদিম্] (বিশেষ্য) প্রদীপ। {(তৎসম বা সংস্কৃত) প্রদীপ>}
- Bengali Word পিধান Bengali definition [পিধান্] (বিশেষ্য) ১ তলোয়ার প্রভৃতির খাপ; খড়্গকোষ (পিধানে যথা অসি আবরিব-মাইকেল মধূসূদন দত্ত)। ২ ঢাকনি; গিলাফ; আবরণ। {(তৎসম বা সংস্কৃত) অফি+□ ধা+অন(ল্যুট্)}
- Bengali Word পিন Bengali definition [পিন্] (বিশেষ্য) কাগজ ইত্যাদি বিধবার অতি ক্ষুদ্র সরু কাঁটাবিশেষ; আলপিন (পিন পড়লেও শোনা যাবে-সৈয়দ শামসুল হক)। পিন-পতন-নীরবতা (বিশেষ্য) পিন পড়লেও শব্দ শোনা যায় এমন নীরবতা। সেফটিপিন (বিশেষ্য) আগা-ঢাকা এবং সহজে আটকানো যায় এমন নিরাপদ পিন। {(ইংরেজি) pin}
- Bengali Word পিনদ্ধ Bengali definition [পিনদ্ধো] (বিশেষণ) ১ বন্ধন করা হয়েছে এমন (সনেটের গাঢ় পিনদ্ধ কায়ায় তিনি আপন অন্তরের ভাবনা-কামনার স্ফুরণ লক্ষ্য করলেন-আজহারুল ইসলাম)। ২ পরিধান করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) অপি+□ নহ্+ত(ক্ত)}
- Bengali Word পিনহ (ব্রজবুলি) Bengali definition [পিনহ্] (ক্রিয়া) পরো; পরিধান করো (পিনহ ঝটিত কুসুমহার-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পিন্ধন>}
- Bengali Word পিনাক Bengali definition [পিনাক্] (বিশেষ্য) ১ হিন্দু দেবতা শিবের ধনু; হরধনু। ২ শিবের ধনুকাকৃতি বাদ্যযন্ত্র। ৩ শূল; ক্রিশূল। পিনাকপাণি, পিনাকী(-কিন্) (বিশেষ্য) হিন্দু দেবতা শিব (হেরি যে সবে পিনাকী ভুলিবেন-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) □ পা+আক(নুম্ আগম)}
- Bengali Word পিনাকিনী Bengali definition [পিনাকিনি] (বিশেষ্য) ১ সপ্ততন্ত্রী; সপ্তস্বরা যন্ত্র (রামা দেয় জয়ধ্বনি/ সপ্তস্বরা পিনাকিনী/ বাজে নানা মঙ্গল বাজন-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পিনাক+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word পিনালকোড, পেনালকোড Bengali definition [পিনাল্কোড্, পেনাল্কোড্] (বিশেষ্য) ফৌজদারি মামলার দণ্ডিবিধি। {(ইংরেজি) penal code}
- Bengali Word পিনাস ১ Bengali definition [পিনাস্] একপ্রকার বাদ্যযন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) কপিনাস>}
- Bengali Word পিনাস ২, পিনেস ১, পীনস Bengali definition [পিনাস্, পিনেস্, পিনস্] (বিশেষ্য) নাসিকার রোগবিশেষ; নাসাক্ষত; nasal catarrh। {(তৎসম বা সংস্কৃত) পীনস>}
- Bengali Word পিনিস, পীনিস, পিনেস ২ Bengali definition [পিনিস্, পিনিস্, পিনেস্] (বিশেষ্য) নৌকাবিশেষ (জলপথে দুইখানি সুসজ্জিত পিনীসে বাড়ীর গিন্নি ও বধূরা-ইসমাইল হোসেন শিরাজী; বাবুরা বোট, বাজরা, পিনেস ও ভাউলে ভাড়া করে-কালীপ্রসন্ন সিংহ)। {(ইংরেজি) pinnace}
- Bengali Word পিন্ধন Bengali definition [পিন্ধন্] (বিশেষ্য) পরিধান; বস্ত্রাদি, যা পরা হয়েছে (ভুলের প্রদীপ নয়নে তোর পিন্ধনে মেঘডম্বরী)। পিন্ধনবাস (বিশেষ্য) পরিধানের কাপড় (পিন্ধনবাস ভুলে যায় দিতে কসি-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) পিন+□ ধা+অন(ল্যুট্)}
- Bengali Word পিন্ধা Bengali definition [পিন্ধা] (ক্রিয়া) পরিধান করা; পরা। □ (বিশেষ্য) পরিধান। পিন্ধাওল (ব্রজবুলি) (ক্রিয়া) পরিধান করাল; পরাল। {(তৎসম বা সংস্কৃত) পিন্ধন>}
- Bengali Word পিপা, পিপে Bengali definition [পিপা, পিপে] (বিশেষ্য) ঢাক বা ঢোলের আকৃতিবিশিষ্ট কাষ্ঠনির্মিত আধার বা পাত্র। {(পর্তুগিজ) pipa}
- Bengali Word পিপাস, পিয়াসা, পিয়াস Bengali definition [পিপাশা, পিয়াসা, পিয়াশ্] (বিশেষ্য) ১ তৃষ্ণা; পান করার বাসনা বা ইচ্ছা (মানুষের রক্তে পিয়াস মেটায় মানুষ-মুনীর চৌধুরী)। ২ প্রবল আশা বা আকাঙ্ক্ষা; গভীর আগ্রহ (জ্ঞানার্জনের পিপাসা)। পিপাসিত, পিপাসী (-সিন্)। পিয়াস, পিয়াসি (বিশেষণ) ১ পিপাসাযুক্ত; তৃষ্ণার্ত। ২ লোলুপ; লোভাতুর (রক্তপিয়াসী তান্ত্রিক)। পিপাসিতা,
- Bengali Word পিপাসিনী Bengali definition (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পিয়াসু (বিশেষণ) ১ পান করতে ইচ্ছুক। ২ লোলুপ। {(তৎসম বা সংস্কৃত) □ পা+সন্+অ+আ(টাপ্)}
- Bengali Word পিপীলিকা Bengali definition [পিপিলিকা] (বিশেষ্য) পিঁপড়া (পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে)। পিপীলক, পিপীলিক পুং। {(তৎসম বা সংস্কৃত) পিপীল+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word পিপুফিশু Bengali definition [পিপুফিশু] (বিশেষ্য) (আলঙ্কারিক) সর্বশ্রেষ্ঠ অলস; কুঁড়ের বাদশা। {‘পিঠ পুড়ে’, ‘ফিরে শু (শো)’ বাক্য দুটোর সংক্ষিপ্ত রূপ-ঘরে আগুন লাগায় পিঠ পুড়তে থাকলে প্রথম অলসের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে দ্বিতীয় অলসের ফিরে শোওয়ার সংক্ষিপ্ত উপদেশ, এরা এতই কুঁড়ে যে বাক্যটিও সংক্ষেপে বলে-এই থেকে শব্দটির উদ্ভব}
- Bengali Word পিপুল Bengali definition ⇒ পিঁপুল
- Bengali Word পিপে Bengali definition ⇒ পিপা
- Bengali Word পিপ্পল Bengali definition [পিপ্পল্] (বিশেষ্য) অশ্বত্থ বৃক্ষ; অশথগাছ। {(তৎসম বা সংস্কৃত) পিপ্পল}
- Bengali Word পিপ্পলি, পিপ্পলী Bengali definition [পিপ্পোলি] (বিশেষ্য) ঔষধরূপে ব্যবহৃত মরিচজাতীয় ফল বা তার গাছ; পিপুল। {(তৎসম বা সংস্কৃত) পিপ্পলী>}