Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পিঙ্গাশ Bengali definition [পিঙ্‌গাশ্‌] (বিশেষ্য) পাঙ্গাস মাছ। {(তৎসম বা সংস্কৃত) পিঙ্গাশ}
  • Bengali Word পিচ ১ Bengali definition ⇒ পিক২
  • Bengali Word পিচ ২ Bengali definition [পিচ্‌] (বিশেষ্য) আলকাতরা থেকে তৈরি কৃষ্ণবর্ণ দ্রব্য যা রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত হয় (দ্রুত রিক্সার অশ্লীল চীৎকারে কালো পিচের ধ্যান ভেঙ্গে যায়-আবদুল গনি হাজারী)। {(তৎসম বা সংস্কৃত) pitch}
  • Bengali Word পিচ ৩ Bengali definition [পিচ্] (বিশেষ্য) এক প্রকার ফল। {(তৎসম বা সংস্কৃত) peach}
  • Bengali Word পিচকারি, পিচকিরি, পিচকারী Bengali definition [পিচ্‌কারি, পিচকিরি, পিচকারি] (বিশেষ্য) তরল পদার্থ ছিটাবার যন্ত্র (পিচকারীতে হানলে কেরে গোলাপ জলের ধারা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ধ্বন্যাত্মক) পিচ+কারী}
  • Bengali Word পিচণ্ড-চিণ্ড Bengali definition [পিচন্‌ডোচিন্‌ডো] (বিশেষ্য) ভুঁড়ি; স্থূল বা স্ফীত উদর। পিচণ্ডিল, পিচিণ্ডিল (বিশেষণ) ভুঁড়িযুক্ত; ভুঁড়ো। {(তৎসম বা সংস্কৃত) পিচণ্ডচিণ্ড}
  • Bengali Word পিচপা Bengali definition ⇒ পিছপা
  • Bengali Word পিচবোর্ড, পিজবোর্ড, পিসবোর্ড Bengali definition [পিচ্‌বোর্‌ড্‌, পিজ্‌বোর্‌ড্‌, পিস্‌বোর্‌ড্‌] (বিশেষ্য) স্থূল কঠিন ও জমাট কাগজের পাত। {(ইংরেজি) pasteboard}
  • Bengali Word পিচাশ Bengali definition ⇒ পিশাচ
  • Bengali Word পিচুটি Bengali definition ⇒ পিঁচুটি
  • Bengali Word পিচুল Bengali definition [পিচুল্‌] (বিশেষ্য) ১ ঝাড়গাছ। ২ কার্পাস গাছ। {(তৎসম বা সংস্কৃত) পিচুল}
  • Bengali Word পিচ্ছ Bengali definition [পিচ্‌ছো] (বিশেষ্য) ১ পুচ্ছ; লেজ। ২ ময়ূর পুচ্ছ; পেখম। ৩ চূড়া। {(তৎসম বা সংস্কৃত) □ পিচ্ছ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word পিচ্ছল Bengali definition ⇒ পিচ্ছিল
  • Bengali Word পিচ্ছা Bengali definition [পিচ্‌ছা] (বিশেষ্য) ১ পঙ্‌ক্তি; শ্রেণি। ২ সাপের লালা। ৩ শিশু গাছ। ৪ ভাতের মাড়। ৫ সুপারি গাছ। ৬ কোষ। ৭ মোচা। ৮ ঘোড়ার পায়ের ক্ষত। {(তৎসম বা সংস্কৃত) □ পিচ্ছ্‌+অ(অচ্‌)+ আ(টাপ্‌)}
  • Bengali Word পিচ্ছিকা Bengali definition [পিচ্‌ছিকা] (বিশেষ্য) এক প্রকার চামচ। {(তৎসম বা সংস্কৃত) পিচ্ছ+ইক(ঠন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word পিচ্ছিল Bengali definition [পিচ্‌ছিল্‌] (বিশেষ্য) মাড়যুক্ত ভাত। ২ ডাল; ঝোল। ৩ শ্লেষ্মা নিবারক গাছ। □ (বিশেষণ) ১ লালাযুক্ত। ২ অত্যন্ত মসৃণ। ৩ পিছল। {(তৎসম বা সংস্কৃত) পিচ্ছা+ইল (ইলচ্‌)}
  • Bengali Word পিচ্ছিলা Bengali definition [পিচছিলা] (বিশেষণ) ১ পিছলা; অত্যন্ত মসৃণ। ২ পুঁই গাছ। ৩ অতসী। ৪ কচুগাছ। ৫ শিশুগাছ। ৬ শিমুল গাছ। {(তৎসম বা সংস্কৃত) পিচ্ছিল+আ(টাপ্‌)}
  • Bengali Word পিছ, পিছন, পিছু Bengali definition [পিছ্‌, পিছন্‌, পিছু] (বিশেষ্য) পশ্চাৎ; সম্মুখের উল্টা দিক; পৃষ্ঠভাগ। পিছটান, পিছনটান, পিছুটান (বিশেষ্য) ১ পশ্চাৎ দিক থেকে আকর্ষণ। ২ পিছনে ফেলে আসা বস্তুর প্রতি আসক্তি; পরিত্যক্ত সংসারের প্রতি মায়া বা আকর্ষণ। পিছ-পা, পিচপা (বিশেষণ) পশ্চাৎপদ; অনগ্রসর; প্রগতিসম্পন্ন নয় এমন; কাজকর্ম সম্পাদনে অসমর্থ (কোন বিষয়েই পিচপা হইতেন না-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। পিছমোড়া (বিশেষ্য) দুই হাত পিঠের দিকে করে বাঁধা (তাকে পিছমোড়া করে বাঁধা হলো)। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ>}
  • Bengali Word পিছল Bengali definition ⇒ পিচ্ছিল
  • Bengali Word পিছলানো, পিছলনো Bengali definition [পিছ্‌লানো, পিছ্‌লনো] (ক্রিয়া) ১ ভূমিতলের সিক্ততাহেতু পদস্খলন বা পা হড়কানো। ২ উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) পিচ্ছিল>পিছল+(বাংলা) আনো}
  • Bengali Word পিছলি, পিছলী Bengali definition [পিছ্‌লি] (বিশেষণ) পশ্চাদ্বর্তী (আপন পিছলী পায় পড়াত-তামি)। {(হিন্দি) পিছলী}
  • Bengali Word পিছানো, পিছনো Bengali definition ⇒ পিছানো
  • Bengali Word পিছিলা ১ Bengali definition [পিছিলা] (বিশেষণ) ১ পিছল। ২ মাংসের কিমা (মাংসের পিছিলা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পিচ্ছিল>}
  • Bengali Word পিছিলা ২ Bengali definition [পিছিলা] (বিশেষণ) পশ্চাদ্দিকের; পিছনের (পিছিলা ঘাটে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ>পিছ+লা}
  • Bengali Word পিছু Bengali definition ⇒ পাছু ও পিছ
  • Bengali Word পিছু পিছু Bengali definition ⇒ পাছু
  • Bengali Word পিঞ্জন Bengali definition [পিন্‌জন্‌] (বিশেষ্য) ১ তুলা ধোনার যন্ত্র; ধুনখারা। ২ তুলা ধোনা; পেঁজা। {(তৎসম বা সংস্কৃত) পিন্‌জ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word পিঞ্জর, পিঁজরা, পিঁজরে Bengali definition [পিন্‌জর্‌, পিঁজ্‌রা, পিঁজ্‌রে] (বিশেষ্য) ১ খাঁচা (তুই কেন সারাদিন পিঁজরেতে কয়েদ থাকবি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) □ পিন্‌জ্‌+অর}
  • Bengali Word পিঞ্জল Bengali definition [পিন্‌জল্‌] (বিশেষ্য) ১ পিঙ্গল। ২ হরিয়াল নামক পাখি। {(তৎসম বা সংস্কৃত) পিঙ্গল}
  • Bengali Word পিট Bengali definition ⇒ পিঠ