Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পত্রী ১ Bengali definition [পোত্‌ত্রি] (বিশেষ্য) ১ চিঠি; পত্র (পত্রী মাধবের হস্তস্খলিত হইয়া ভূপাতিত হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ পত্রিকা। {(তৎসম বা সংস্কৃত) পত্র+ ইন্‌(ইনি)}
  • Bengali Word পত্রী ২(-ত্রিন্‌) Bengali definition [পোত্‌ত্রি] (বিশেষণ) পত্রবিশিষ্ট; পত্রযুক্ত; পত্রবহুল। □ (বিশেষ্য) ১ পক্ষীবিশেষ; শ্যেন। ২ গাছ; বৃক্ষ। ৩ শৈল; পর্বত। ৪ বাণ; কর। {(তৎসম বা সংস্কৃত) পত্র+ইন্‌(ইনি)}
  • Bengali Word পত্রোদ্‌গম Bengali definition [পত্‌ত্রোদ্‌গম্‌] (বিশেষ্য) বৃক্ষলতায় নতুন পাতা গজানো; অঙ্কুর থেকে নতুন পাতার উদ্ভব। {(তৎসম বা সংস্কৃত) পত্র+উদ্‌গম}
  • Bengali Word পথ Bengali definition [পথ্‌] (বিশেষ্য) ১ রাস্তা; সড়ক; সরণি; মার্গ; যার দ্বারা গমনাগমন করা যায়। ২ উপায়; পন্থা; ব্যবস্থা; কৌশল (মুক্তির পথ, প্রাণ রক্ষার পথ)। ৩ রন্ধ্র; ছিদ্র দ্বার (জলনিষ্কাশন পথ, প্রবেশপথ)। ৪ অভিমুখ; দিক (ধ্বংসের পথ)। গোচর (নয়নপথ, শ্রবণ-পথ)। ৬ গমনের দিক (পথ দেখানো)। পথকর (বিশেষ্য) পথ নির্মাণ বা চলাচলের জন্য প্রজা কর্তৃক রাজা বা জমিদারকে দেয় শুল্ক বা খাজনা। পথ খরচ, পথখরচা (বিশেষ্য) পাথেয়; পথ চলাচলের জন্য প্রয়োজনীয় খরচা; রাহা খরচ; travelling allowance। পথচলতি (বিশেষণ) পথে চলে বা চলছে এমন; পথ চলাকালীন। পথ চাওয়া (ক্রিয়া) কারো আগমন প্রতীক্ষা করা। পথচারী (বিশেষণ) পথিক; পথে বিচরণকারী; পথ দিয়ে চলছে এমন। পথচারী বিদ্যালয় (বিশেষ্য) পথিমধ্যে বৃক্ষাদির তলে বা মাঠে বসে ছাত্রদের বিদ্যা বিতরণের ব্যবস্থা করা হয় এমন স্থান (পথচারী বিদ্যালয়ই বিদ্যালয়ের আদর্শ-রবীন্দ্রনাথ ঠাকুর)। পথজোড় (ক্রিয়া) ১ পথ আটকানো; পথে বিঘ্ন সৃষ্টি করা। ২ বাধা দেওয়া। পথ দেওয়া (ক্রিয়া) ১ পথ থেকে সরে অন্যকে চলতে দেওয়া; পথছাড়া। পথ দেখা (ক্রিয়া) ১ প্রকৃত পথ নির্ণয় করা; উপায় চিন্তা করা। ২ (ব্যঙ্গার্থ) প্রস্থান করা; বিদায় হওয়া। পথ দেখানো (ক্রিয়া) ১ প্রকৃত পথ বা উপায় প্রদর্শন করা। ২ দৃষ্টান্ত স্থাপন করা। ৩ (ব্যঙ্গার্থ) তাড়ানো; বিতাড়িত করা; বিদায় করা। পথ ধরা (ক্রিয়া) প্রকৃত পথ অবলম্বন করা; সুপথে আসা। পথপাদপ (বিশেষ্য) পথের পার্শ্বস্থ বৃক্ষ (ছিনু বুঝি বসে কোনো এক পাশে পথপাদপের ছায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। পথপার্শ্ব (বিশেষ্য) পথের ধার; পথের প্রান্ত। পথপ্রদর্শক (বিশেষ্য), (বিশেষণ) ১ প্রকৃত পথ বা উপায় নির্দেশকারী। ২ পথিকৃৎ; মুরশিদ। পথপ্রান্ত (বিশেষ্য) পথের ধার বা পার্শ্ব; রাস্তার শেষ সীমা। পথ ভোলা/ভুলা (ক্রিয়া) ১ গন্তব্য পথ নির্ণয় করতে অসমর্থ হওয়া। ২ দিশেহারা হওয়া। পথভোলা, পথভ্রষ্ট, পথভ্রান্ত, পথহারা (বিশেষণ) ১ পথ হারিয়ে ফেলেছে এমন; পথচ্যুত। ২ প্রকৃত পথ থেকে বিচ্যুত হয়েছে এমন; বিপথগামী। ৩ দিশেহারা। পথ মাড়ানো (ক্রিয়া) ১ পথে চলা; পথ দিয়ে যাতায়াত করা। ২ (আলঙ্কারিক) নিকটে বা সংস্রবে যাওয়া। পথশ্রান্ত (বিশেষণ) পথে চলতে চলতে ক্লান্ত হয়েছে এমন। পথে আসা (ক্রিয়া) ১ প্রকৃত পথ অবলম্বন করা। ২ বিরোধিতা ত্যাগ করা। ৩ বশীভূত হওয়া। পথে বসা (ক্রিয়া) সর্বস্বান্ত হওয়া; নিঃস্ব হওয়া; রিক্ত হওয়া। পথে বসানো (ক্রিয়া) সর্বস্বান্ত করা; নিঃস্ব করা। পথের কুকুর (বিশেষ্য) ১ পথে পথে ঘুরে বেড়ায় এমন কুকুর। ২ (আলঙ্কারিক) পথে পথে বিচরণশীল কুকুরের মতো অনাদৃত ও অবহেলিত ব্যক্তি। পথের পথিক (বিশেষ্য) ১ যে পথিক পথেই বাস করতে বাধ্য হয়েছে। ২ অন্য কারো মত প্রভৃতি অবলম্বনকারী (একই পথের পথিক)। {(তৎসম বা সংস্কৃত) √পথ্‌+অ(ঘঞর্থে ক)}
  • Bengali Word পথান (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পথান্‌] (বিশেষ্য) প্রস্থান; যাত্রা (কৈলাশ পথান-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) প্রস্থান>}
  • Bengali Word পথিক Bengali definition [পোথিক্‌] (বিশেষ্য) ১ পথ দিয়ে গমনাগমন করে যে; পান্থ; পথচারী। ২ পর্যটক; ভ্রমণকারী; মুসাফির। পথিকশালা (বিশেষ্য) পান্থশালা; সরাই। {(তৎসম বা সংস্কৃত) √পথিন্‌+অন(ষ্কন্‌)}
  • Bengali Word পথিকার, পথিকৃৎ Bengali definition [পোথিকার্‌, পোথিক্‌কৃত] (বিশেষণ) ১ পথ প্রস্তুতকারী; পথকার। ২ কোনো কর্মপন্থার অগ্রকর্মী; pioneer। {(তৎসম বা সংস্কৃত) পথিন্‌+কার}
  • Bengali Word পথিমধ্যে Bengali definition [পোথিমোদ্‌ধে] (বিশেষ্য) পথের মধ্যে; রাস্তায়। {(তৎসম বা সংস্কৃত) পথি+মধ্যে}
  • Bengali Word পথেঘাটে Bengali definition [পথেঘাটে] (ক্রিয়াবিশেষণ) সর্বত্র; যত্রতত্র; যথাতথা; যেখানে-সেখানে। {পথ+এ+ঘাট+এ}
  • Bengali Word পথ্য, পথ্যি, পত্তি Bengali definition [পোত্‌থো, পোত্‌থি, পোত্‌তি] (বিশেষ্য) ১ রোগীর জন্য উপযুক্ত আহার্য। ২ রোগান্তে গ্রহণযোগ্য খাদ্য (পথ্য করা)। □ (বিশেষণ) উপকারক, হিতকর। পথ্যাপথ্য (বিশেষ্য) রোগীর জন্য হিতকর-অহিতকর খাদ্য-পানীয়; সুপথ্য ও কুপথ্য। {(তৎসম বা সংস্কৃত) পথিন্‌+য(যৎ)}
  • Bengali Word পদ Bengali definition [পদ্‌] (বিশেষ্য) চরণ; পা। ২ পদচিহ্ন; পায়ের দাগ; পদাঙ্ক (পদানুসরণ)। ৩ পদক্ষেপ (পদেপদে)। ৪ কবিতার পঙ্‌ক্তি বা চরণ (ত্রিপদী, চতুর্দশপদী)। ৫ অধিকার; আধিপত্য; সম্মান; কাজের ভার; চাকরি (রাজপদ)। ৬ স্থান; বসতি (জনপদ)। ৭ উপাধি; পদবি। ৮ গুরূজনের অনুগ্রহ; আশ্রয় (পদে রাখা)। ৯ বিভিন্ন রকমের দ্রব্যাদি (বিভিন্ন পদ রান্না হয়েছে)। ১০ বৈষ্ণব কবিদের রচিত কবিতা ও গান (পদাবলি)। ১১ (ব্যাকরণ) বিভক্তি যুক্ত শব্দ। পদকর্তা (বিশেষ্য) বৈষ্ণব পদরচয়িতা; গীতিকবিতা রচয়িতা। পদকর্তী (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) । পদকার (বিশেষণ) শ্লোকরচয়িতা। □ (বিশেষ্য) বেদের মন্ত্রপদ-বিভাজক গ্রন্থ রচয়িতা। পদক্ষেপ, পদবিক্ষেপ, পদবিন্যাস (বিশেষ্য) ১ পা ফেলা; হাঁটা। ২ পদার্পণ। পদ গৌরব, পদমর্যাদা (বিশেষ্য) পদের সম্মান; আধিপত্যের মূল্য বা সম্মান। পদচারণ, পদচালনা (বিশেষ্য) পায়চারি; পদসঞ্চালন। পদচিহ্ন (বিশেষ্য) পায়ের দাগ; পদাঙ্ক। পদচ্যুত (বিশেষ্য) ১ কর্মচ্যুত; বরখাস্ত। ২ অধিকারভ্রষ্ট; স্বাধিকারচ্যুত; আধিপত্যশূন্য। পদচ্ছায়া, পদছায়া (বিশেষ্য) ১ চরণাশ্রয়; চরণতলে ঠাঁই (যারে তুমি দেহ পদছায়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ অনুগ্রহ; দয়া। পদত্যাগ (বিশেষ্য) ইস্তফা; চাকরি ত্যাগ; অধিকার বর্জন। পদদলিত (বিশেষণ) পায়ের তলায় দলিত বা পিষ্ট; পদপিষ্ট; চরণমর্দিত। পদদলিতা( স্ত্রীলিঙ্গ) । পদধুলি (বিশেষ্য) পায়ের ধুলা। পদধ্বনি, পদশব্দ (বিশেষ্য) হাঁটার সময়ে সৃষ্ট পায়ের শব্দ। পদপঙ্কজ (বিশেষ্য) পাদপদ্ম। পদপল্লব (বিশেষ্য) কিশলয়ের মতো কোমল চরণ। পদপাত (বিশেষ্য) ১ পা ফেলা (সওদাগরের কিশোরী প্রিয়ার পদপাত কম্পন মিলিলো আমার হৃৎস্পন্দনে দুঃখের দীপ্তিতে-আহসান হাবীব)। ২ পদার্পণ (তোমাদের পদপাত করেছে আমাকে একাগ্র ব্রতচারী-বিষ্ণু দে)। পদপ্রান্ত (বিশেষ্য) ১ পায়ের তলা; চরণতল; পদনিম্ন। ২ পায়ের নিকটবর্তী স্থান। পদপ্রার্থী (বিশেষ্য) কোনো কর্ম বা চাকরি লাভেচ্ছু ব্যক্তি; applicant। □ (বিশেষণ) ১ কোনো পদলাভের জন্য যিনি নির্বাচনে দাঁড়ান এমন (কলেজের নির্বাচনে তিনি ভিপি-পদপ্রার্থী)। ২ চরণাশ্রয়প্রার্থী; চরণাভিলাষী। পদপ্রার্থিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পদবিক্ষেপ, পদবিন্যাস (বিশেষণ) পদক্ষেপ। পদব্রজ (বিশেষ্য) পায়ে হেঁটে গমন; চলন। পদমর্যাদা (বিশেষ্য) পদগৌরব। পদযুগল (বিশেষ্য) চরণদ্বয়। পদরজ, পদরজঃ, পদরেণু (বিশেষ্য) পায়ের ধূলা; চরণধূলি। পদলেহন (বিশেষ্য) ১ পা চাটা; চরণলেহন। ২ (আলঙ্কারিক) দীনহীনভাবে তোষামোদ। পদশক্তি (বিশেষ্য) পদের ক্ষমতা; পদের গর্ব (এ রকম লোকেরা পদশক্তির জুলুম করে যাবে-অউ)। পদশব্দ (বিশেষ্য) পদধ্বনি। পদসেবা (বিশেষ্য) পা টেপা; চরণমর্দন। পদস্খলন (বিশেষ্য) ১ পা পিছলে পড়া। ২ পদচ্যুতি। ৩ (আলঙ্কারিক) নৈতিক অধঃপতন। পদস্খলিত (বিশেষণ) ১ পা পিছলে পড়েছে এমন। ২ পদচ্যুতি ঘটেছে এমন। ৩ নৈতিক অধঃপতন ঘটেছে এমন। পদস্খলিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পদস্থ (বিশেষণ) ১ পদে অধিষ্ঠিত; অধিকারে অবস্থিত। ২ উচ্চপদে অধিষ্ঠিত। পদে থাকা (ক্রিয়া) ১ চলনসই থাকা। ২ কোনো রকমে পদে বিদ্যমান থাকা। পদে পদে, প্রতিপদে (ক্রিয়াবিশেষণ) সব সময়ে বা বিষয়ে; যত অগ্রসর হওয়া যায় ততই। {(তৎসম বা সংস্কৃত) √দ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word পদক Bengali definition [পদোক্‌] (বিশেষ্য) ১ পুরস্কারের চিহ্নস্বরূপ প্রদত্ত রৌপ্য বা স্বর্ণখণ্ড; প্রশংসা বা সম্মানের নিদর্শন হিসেবে প্রদত্ত ধাতুনির্মিত অলঙ্কার; medal (সামান্য একটা পদক বা খেতাব দিয়ে নয়; দস্তুর মতো মোটা মাশুলে-আচিসে)। ২ কন্ঠভূষণ; কন্ঠহারের মধ্যভাগের দোলক; লকেট। {(তৎসম বা সংস্কৃত) পদ+ক(কন্‌)}
  • Bengali Word পদখিন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পদখিন্‌] (বিশেষ্য) প্রদক্ষিণ (সত সত পদখিন করেন্ত রাজা রাণী-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) প্রদক্ষিণ>}
  • Bengali Word পদবি, পদবী Bengali definition [পদোবি] (বিশেষ্য) ১ উপাধি। ২ কুল বা বংশজ্ঞাপক নাম। ৩ উপনাম। ৪ স্তর; পর্যায়। {(তৎসম বা সংস্কৃত) √পদ্‌+অবি+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word পদাংশ Bengali definition [পদাঙ্‌শো] (বিশেষ্য) বিভক্তিযুক্ত শব্দের অংশ; syllable। {(তৎসম বা সংস্কৃত) পদ+অংশ}
  • Bengali Word পদাঘাত Bengali definition [পদাঘাত্‌] (বিশেষ্য) পায়ের দ্বারা আঘাত; পদপ্রহার; লাথি। {(তৎসম বা সংস্কৃত) পদ+আঘাত; ৩ তৎ.}
  • Bengali Word পদাঙ্ক Bengali definition [পদাঙ্‌কো] (বিশেষ্য) ১ পদচিহ্ন; পায়েরদাগ। ২ কোনো মহৎ ব্যক্তির কৃতকর্ম বা চরিত্র। {(তৎসম বা সংস্কৃত) পদ+অঙ্ক}
  • Bengali Word পদাতি, পদাতিক Bengali definition [পদাতি, পদাতিক্‌] (বিশেষ্য) ১ পায়ে হেঁটে যুদ্ধ করে এমন সৈন্য; পদচারী সৈনিক; infantry। ২ পাইক। ৩ (ব্যঙ্গার্থ) পথচারী। ৪ পেয়াদা; সংবাদ-বাহক। {(তৎসম বা সংস্কৃত) পদ+√অত্‌+ই(ইন্‌)+ক(কন্‌)}
  • Bengali Word পদানত, পদাবনত Bengali definition [পদানতো, পদাবনতো] (বিশেষণ) ১ চরণতলে পতিত; চরণে নিপতিত। ২ সম্পূর্ণ বশীভূত; অধীন। পদানতা, পদাবনতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পদ+আনত}
  • Bengali Word পদানুবর্তী Bengali definition [পদানুবোর্‌তি] (বিশেষণ) অনুসরণকারী। পদানুবর্তিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পদ+অনুবর্তী; ৩ তৎপুরুষ সমাস}
  • Bengali Word পদান্বয় Bengali definition [পদান্‌নয়] (বিশেষ্য) ১ (ব্যাকরণ) পদের অন্বয় বা সম্বন্ধ। ২ পদ পরিচয়। পদান্বয়ী (বিশেষণ) অন্য পদের সঙ্গে সংযোগ সাধন করে এমন (পদান্বয়ী অব্যয়)। {(তৎসম বা সংস্কৃত) পদ+অন্বয়}।
  • Bengali Word পদাবনত Bengali definition ⇒ পদানত
  • Bengali Word পদাবলি, পদাবলী Bengali definition [পদাবোলি] (বিশেষ্য) বৈষ্ণব কবিদের রচিত পদ বা গীতি কবিতাবলি। ২ পদসমূহ। {(তৎসম বা সংস্কৃত) পদ+ আবলি; আবলী; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word পদাম্বুজ, পদারবিন্দ Bengali definition [পদাম্‌বুজ্‌, পদারোবিন্‌দো] (বিশেষ্য) ১ চরণকমল; পাদপদ্ম (নমি আমি, কবিগুরু, তব পদাম্বুজে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ চরণরূপ পদ্ম। {(তৎসম বা সংস্কৃত) পদ+অম্বুজ, অরবিন্দ}
  • Bengali Word পদার্থ ১ Bengali definition [পদার্‌থো] (বিশেষ্য) ১ পদ বা শব্দের অর্থ; শব্দের প্রতিপাদ্য। ২ বস্তু; দ্রব্য; জিনিস। ৩ সারবস্তু; substance; matter (যাহা ওজনবিশিষ্ট এবং স্থান দখল করিয়া থাকে তাহাই পদার্থ-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। ৪ বৈশেষিক দর্শনে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, ‍বিশেষ, সমবায়, ও অভাব। ৫ তর্কবিদ্যায় জ্ঞানের বিষয়সমূহ যে সকল ব্যাপক বিভাগে শ্রেণিবদ্ধ করা যায়; category। পদার্থবিজ্ঞান, পদার্থবিদ্যা (বিশেষ্য) জড়পদার্থের ধর্ম সম্পর্কে জ্ঞানদায়ক বিদ্যা বা শাস্ত্র; physics। {(তৎসম বা সংস্কৃত) পদ+অর্থ; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word পদার্থ ২ Bengali definition [পদার্‌থো] (বিশেষ্য) সার; প্রতিভা; genius। {(তৎসম বা সংস্কৃত) পদ+অর্থ}
  • Bengali Word পদার্পণ Bengali definition [পদার্‌পন্‌, পদার্‌পোন্‌] (বিশেষ্য) ১ পৌঁছা; পা রাখা (একুশ বছরে পদার্পণ); প্রবেশ; উপস্থিত হওন। ২ পদবিন্যাস; চরণস্থাপন; পদক্ষেপণ। {(তৎসম বা সংস্কৃত) পদ+অর্পণ; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word পদাশ্রয় Bengali definition [পদাস্‌স্রয়্‌] (বিশেষ্য) ১ পদছায়া; পরণাশ্রয়। ২ অনুগ্রহ। পদাশ্রয়ী (বিশেষণ) চরণে আশ্রয় নিয়েছে এমন। পদাশ্রিত (বিশেষণ) ১ চরণে আশ্রয় পেয়েছে এমন; চরণাশ্রয়প্রাপ্ত। ২ অনুগৃহীত। পদাশ্রিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পদ+আশ্রয়}
  • Bengali Word পদাসন Bengali definition [পদাশোন্‌] (বিশেষ্য) পা রাখার আসন; পাদপীঠ। {(তৎসম বা সংস্কৃত) পদ+ আসন; ৪ তৎপুরুষ সমাস}
  • Bengali Word পদাহত Bengali definition [পদাহতো] (বিশেষণ) ১ চরণ দ্বারা প্রহৃত। ২ পদাঘাতপ্রাপ্ত; পায়ে আঘাত দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পদ+আহত; ৩ তৎপুরুষ সমাস}