Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পইঠা, পৈটা Bengali definition [পোইঠা] (বিশেষ্য) সিঁড়ির ধাপ। {(তৎসম বা সংস্কৃত) প্রতিষ্ঠা>}
  • Bengali Word পইতা, পৈতা Bengali definition [পোইতা] (বিশেষ্য) উপবীত-যা ব্রাহ্মণরা গলায় পরেন। {(তৎসম বা সংস্কৃত) পবিত্র>}
  • Bengali Word পইথান Bengali definition [পোইথান্‌] (বিশেষ্য) বিছানার যে দিকে পা থাকে। {(তৎসম বা সংস্কৃত) পাদস্থান>}
  • Bengali Word পইপই Bengali definition [পোইপোই] (অব্যয়) বার বার; পুনঃপুন। {(তৎসম বা সংস্কৃত) পদে পদে>; (ফারসি) পায়াপাই}
  • Bengali Word পইস Bengali definition [পোইশ্‌] (অব্যয়) গাড়ি চালক কর্তৃক পথিকদিগের উপর সতর্ক বচন বা সাবধানবাণী উচ্চারণ (পইস চেঁচায় সইস-অমৃব)। {(ফারসি) পোস}
  • Bengali Word পইসই Bengali definition [পোইসোই] (ক্রিয়া) প্রবেশ করে। {(তৎসম বা সংস্কৃত) প্রবিশতি>}
  • Bengali Word পউখ ১ Bengali definition [পোউখ্‌] (বিশেষ্য) পৌষ। {(তৎসম বা সংস্কৃত) পৌষ>}
  • Bengali Word পউখ ২ Bengali definition [পোউখ্‌] (বিশেষ্য) পশু। পউখ পাখালি (বিশেষ্য) পশু-পাখি (পউখ পাখালি-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ>}
  • Bengali Word পউষ Bengali definition ⇒ পৌষ
  • Bengali Word পএ Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [পয়ে] (বিশেষ্য) পা (পাএর নূপুর-বদচা)। {(তৎসম বা সংস্কৃত) পদ>}
  • Bengali Word পওল Bengali definition (ব্রজবুলি) [পয়োল] (ক্রিয়া) পেল (ভুলিল চকোর চাঁদ জনু পওল মন্দিরে-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) প্রা+√আপ্‌>}
  • Bengali Word পকেট Bengali definition [পকেট্‌] (বিশেষ্য) জামার সংলগ্ন থলি; জেব। পকেটমার (বিশেষ্য) পকেট মারে বা কাটে যে; পকেট থেকে অর্থাদি তুলে আত্মসাৎ করে যে। পকেট মারা (ক্রিয়া) পকেট থেকে অপহরণ করা। {(ইংরেজি) pocket}
  • Bengali Word পক্ব Bengali definition [পক্‌কো] (বিশেষণ) ১ শাদা (পক্ব কেশ)। ২ পাকা; কাঁচার বিপরীত (পক্বফল)। ৩ পরিণত; পটু (পক্ববুদ্ধি)। ৪ রান্না করা হয়েছে এমন (ঘৃতপক্ব)। পক্বকেশ (বিশেষণ) ১ পলিত কেশবিশিষ্ট। ২ পাকা চুল; শুভ্র কেশ। পক্বান্ন (বিশেষ্য) ঘিয়ে ভাজা মিষ্টান্ন। পক্বাশয় (বিশেষ্য) পাকাশয়; পাকস্থলী। {(তৎসম বা সংস্কৃত) √পচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word পক্ষ Bengali definition [পোক্‌খো] (বিশেষ্য) ১ চন্দ্রের হ্রাসবৃদ্ধিজনিত কাল; মাসার্ধ; প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত পঞ্চাদশ তিথি। ২ পাখির ডানা বা পালক; পাখা। ৩ বানের পাখা বা পুচ্ছ। ৪ দল; গোষ্ঠী; সম্প্রদায় (মিত্রপক্ষ)। ৫ সহায়; অবলম্বন। ৬ দিক (অন্যপক্ষে)। ৭ বিশেষ ব্যবস্থা (পারতপক্ষে)। ৮ বিতর্কে প্রশ্ন বা উত্তর (উত্তর-পক্ষ, পূর্বপক্ষ)। ৯ পার্শ্ব (পক্ষাঘাত)। ১০ পরিবার; পত্নী; ভার্যা; স্ত্রী (প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ)। ১১ বিবাহ; পরিগ্রহ (দ্বিতীয় পক্ষের পরিবার)। পক্ষ গ্রহণ (বিশেষ্য) কোনো বিশেষ দলকে সমর্থন। পক্ষচ্ছেদ (বিশেষ্য) পালক বা ডানা ছিন্নকরণ; পাখা কাটা। পক্ষজ, পক্ষধর (বিশেষ্য) চন্দ্র; কলাধার। পক্ষপাত (বিশেষ্য) একপক্ষের প্রতি বেশি অনুরাগ বা সমর্থন; একদিকে টান বা আকর্ষণ বা আসক্তি (কিছু অন্যায় পক্ষপাত দেখা যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। পক্ষপাতিতা, পক্ষপাতিত্ব (বিশেষ্য) পক্ষপাত। পক্ষপাতী (-তিন্‌) (বিশেষণ) একপক্ষের প্রতি বেশি অনুরক্ত; পক্ষপাতযুক্ত। পক্ষপুট (বিশেষ্য) ডানার ভিতর পক্ষরূপ আধার বা আচরণ। পক্ষবল (বিশেষ্য) ১ পাখা বা ডানার বল। ২ সহায়কবর্গ; সাহায্যকারী; সেনাদল; রাজশক্তি। ৩ দলস্থ লোকদের জোর। পক্ষল (বিশেষণ) ডানাযুক্ত; পাখাবিশিষ্ট। পক্ষসঞ্চালন (বিশেষ্য) পাখা সঞ্চরণ; পালক বা ডানা ঝাপটানো। পক্ষসমর্থন (বিশেষ্য) পক্ষাবলম্বন। {(তৎসম বা সংস্কৃত) √পক্ষ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word পক্ষাঘাত Bengali definition [পোক্‌খাঘাত্‌] (বিশেষ্য) ১ এক পার্শ্বের অঙ্গ অবশ হয়ে পড়ে এমন ব্যাধিবিশেষ; paralysis। ২ বাতব্যাধিবিশেষ (ভাইটির পক্ষাঘাত মৃত্যুর ইশারা দিচ্ছে-আবদুল গনি হাজারী)। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ+ আঘাত; ৬ তৎ.}
  • Bengali Word পক্ষান্ত Bengali definition [পোক্‌খান্‌তো] (বিশেষ্য) পক্ষের অন্ত বা শেষ; পূর্ণিমা বা অমাবস্যা। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ+অন্ত; ৬ তৎ.}
  • Bengali Word পক্ষান্তর Bengali definition [পোক্‌খান্‌তর] (বিশেষ্য) অন্যপক্ষ; যা বিচার বিবেচনা করা হয় এরূপ বিষয়ের অপর দিক বা অবস্থা। পক্ষান্তরে (বিশেষ্য) অন্যপক্ষে; অপরপক্ষে; পরস্তু। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ+ অন্তর; নিত্য সমাস}
  • Bengali Word পক্ষাপক্ষ Bengali definition [পোক্‌খাপোক্‌খো] (বিশেষ্য) ১ একবার একপক্ষ আর একবার অন্য পক্ষ; স্বপক্ষ ও বিপক্ষ। ২ শত্রুমিত্র। ৩ দলাদলি। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ+অপক্ষ; দ্বন্দ্ব সমাস}
  • Bengali Word পক্ষী (-ক্ষিন) Bengali definition [পোক্‌খি] (বিশেষ্য) পাখি; বিহঙ্গ; বিহঙ্গম; শকুন্ত; খগ। পক্ষিণী( স্ত্রীলিঙ্গ) । পক্ষিরাজ (বিশেষ্য) ১ পক্ষীদের রাজা; পাখাযুক্ত ঘোড়া। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ+ইন্‌(ইনি)}
  • Bengali Word পক্ষীয় Bengali definition [পোক্‌খিয়ো] (বিশেষণ) পক্ষসংক্রান্ত; দলসম্পর্কিত; দলীয়; দলভুক্ত। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ+ ঈয়(ছ)}
  • Bengali Word পক্ষ্ম (-ক্ষ্মন্‌) Bengali definition [পোক্‌খোঁ] (বিশেষ্য) ১ চোখের পাতার লোম। ২ পাখির পালক বা পাখা। {(তৎসম বা সংস্কৃত) √পক্ষ্‌+মন্‌(মনিন্‌)}
  • Bengali Word পখান (ব্রজবুলি) Bengali definition [পখান] (বিশেষ্য) পাষাণ (হৃদয় পখানে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) পাষাণ>}
  • Bengali Word পখালন, পখাড়ন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পখালন্‌, পখাড়ন্‌] (বিশেষ্য) প্রক্ষালন; ধোয়া। {(তৎসম বা সংস্কৃত) প্রক্ষালন>}
  • Bengali Word পগার Bengali definition [পগার্‌] (বিশেষ্য) ১ জমির সীমা নির্ধারক নালা। ২ ডোবা; নালা। ৩ (অর্থান্তরে) প্রাকার; দেয়াল। পগার-পার (ক্রিয়াবিশেষণ) পলায়ন; চম্পট; উধাও। □ (বিশেষণ) পলাতক (কাঠবিড়ালির ধমকানিতে কপিসেনা পগার পার-অবনীন্দ্রনাথ ঠাকুর)। পগার পার হওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) পালিয়ে সীমানার বাইরে যাওয়া (আঁচল খুলে এক দাপটে পগার হলো পার-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) প্রাকার>(প্রাকৃত) পাগার> পগার}
  • Bengali Word পগ্‌গর Bengali definition [পগ্‌গর্‌] (বিশেষ্য) পাগড়ি; শিরস্ত্রাণ; পাগ (গোঁপে চাড়া নাই, মাথায় পগ্‌গর নই-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) প্রগ্রহ>}
  • Bengali Word পঙার (ব্রজবুলি) Bengali definition [পঙার্‌] (বিশেষ্য) ১ প্রবাল; পলা (অধর সুরঙ্গ জনু নীরস পঙার-বিদ্যাপতি)। পগার; ডোবা (বহঙ্গ পগার-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) প্রবাল>; পঙ্কাগার>}
  • Bengali Word পঙ্ক ১ Bengali definition [পঙ্‌কো] (বিশেষ্য) ১ পাঁক; কর্দম; কাদা। ২ চন্দনাদি ঘষে প্রস্তুত কাদার ন্যায় প্রলেপ। পঙ্কজ (বিশেষ্য) পদ্ম; কমল। □ (বিশেষণ) কর্দমজাত। পঙ্কজা( স্ত্রীলিঙ্গ) । পঙ্কজিনী (বিশেষ্য) ১ যে পুকুরে পদ্ম জন্মে। ২ পদ্মের ঝাড়। পঙ্করূহ (বিশেষ্য) পদ্ম। {(তৎসম বা সংস্কৃত) √পন্‌চ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word পঙ্ক ২ Bengali definition [পঙ্‌কো] (বিশেষ্য) ঘরের মেঝে বা দেয়ালের গায়ে চুনের মিহি প্রলেপ। {(তৎসম বা সংস্কৃত) √পন্‌চ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word পঙ্কা (ব্রজবুলি) Bengali definition [পঙ্‌কা] (বিশেষণ) পঙ্কিল; পাঁকযুক্ত; পঙ্কে পূর্ণ (গগন সঘন মহী পঙ্কা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক+(বাংলা) আ}
  • Bengali Word পঙ্কিল Bengali definition [পোঙ্‌কিল্‌] (বিশেষণ) পঙ্কময়; কর্মাক্ত; কাদাপূর্ণ। পঙ্কিলতা (বিশেষ্য) কর্দমাক্ততা। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক+ইল(ইলচ্‌)}