Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পঙ্কোদ্ধার Bengali definition [পঙ্‌কোদ্‌ধার্‌] (বিশেষ্য) পাঁক তুলে ফেলে জলাশয় পরিষ্কারকরণ। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক+উদ্ধার; ৬ তৎ.}
  • Bengali Word পঙ্খি, পংখী Bengali definition [পোঙ্‌খি] (বিশেষ্য) পাখি। □ (বিশেষণ) পাখির আকারযুক্ত (ময়ূরপঙ্খি)। {(তৎসম বা সংস্কৃত) পক্ষী>}
  • Bengali Word পঙ্গপাল Bengali definition [পঙ্‌গোপাল্‌] (বিশেষ্য) ১ ফড়িংজাতীয় পতঙ্গের দলবিশেষ যা ক্ষেতের শস্যাদি বিনাশ করে। ২ (আলঙ্কারিক) অসংখ্য লোকের দল। {(তৎসম বা সংস্কৃত) পতঙ্গ>+(বাংলা) পাল}
  • Bengali Word পঙ্গু Bengali definition [পোঙ্‌গু] (বিশেষণ) ১ চলৎশক্তি রহিত; বিকল্পপদ। ২ খোঁড়া। {(তৎসম বা সংস্কৃত) √পণ্‌+উ}
  • Bengali Word পঙ্‌ক্তি Bengali definition [পোঙ্‌ক্‌তি] (বিশেষ্য) ১ পাঁতি; দল; সারি; শ্রেণি। ২ লেখার সারি; লাইন। পঙ্‌ক্তিদূষক (বিশেষ্য) হিন্দুসমাজে যার সাথে এক পঙ্‌ক্তিতে বসে ভোজন করলে পঙ্‌ক্তিসমেত দূষিত হয়; অপাঙ্‌ক্তেয়। পঙ্‌ক্তিভোজন (বিশেষ্য) এক পঙ্‌ক্তি বা সারিতে বসে ভোজন। {(তৎসম বা সংস্কৃত) √পন্‌চ্‌+তি(ক্তি)}
  • Bengali Word পচ Bengali definition [পচ্‌] (বিশেষ্য) পচন; গলন; বিকৃতি। {(তৎসম বা সংস্কৃত) √পচ্‌+অ}
  • Bengali Word পচন ১ Bengali definition [পচোন্‌] (বিশেষ্য) ১ রন্ধন; পাককরণ; সিদ্ধকরণ। ২ পরিপাক। {(তৎসম বা সংস্কৃত) √পচ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word পচন ২ Bengali definition [পচোন্‌] (বিশেষ্য) গলন; বিকৃতি; পচে যাওয়া। পচনশীল (বিশেষণ) সহজে পচে যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) √পচ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word পচপচ Bengali definition ⇒ প্যাচপ্যাচ
  • Bengali Word পচা Bengali definition [পচা] (ক্রিয়া) পচে যাওয়া; গলে যাওয়া; বিকৃতি হওয়া; দুর্গন্ধযুক্ত হওয়া। □ (বিশেষ্য) পচন। □ (বিশেষণ) পচে গিয়েছে বা গলে গিয়েছে এমন; বিকৃত দুর্গন্ধময় (ভিতরে পচা কাদায় ভড়ভড়ামি-ঈশ্বর গুপ্ত)। পচা গরম (বিশেষ্য) গ্রীষ্মের অসহ্য গরম। পচানো (ক্রিয়া) দূষিত করা; বিকৃত বা বিনষ্ট করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √পচ্‌+(বাংলা) আ}
  • Bengali Word পচাই Bengali definition [পচাই] (বিশেষ্য) ভাত পচিয়ে চোলাই করে প্রস্তুত মদবিশেষ; ধেনো মদ। {পচা+আই}
  • Bengali Word পচানি Bengali definition [পচানি] (বিশেষ্য) ১ পচা দ্রব্যাদির রসবিশেষ। ২ ভাত প্রভৃতি পচিয়ে প্রস্তুত মদ। ৩ পচন। {√পচ্‌+আনি}
  • Bengali Word পচাল Bengali definition [পচাল্‌] (বিশেষ্য) অশ্লীল বাক্য; অশ্রাব্য বাক্য (পচাল পারিয়া মিথ্যা ফিরয়ে সতত-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) উপা+√লম্ভ্‌> (প্রাকৃত) √পচ্চার> অথবা (বাংলা) পচা+ আল}
  • Bengali Word পচ্চিম (প্রাচীন বাংলা) Bengali definition [পোচ্‌চিম্‌] (বিশেষ্য) পশ্চিম (পচ্চিম দুআরে-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) পশ্চিম>}
  • Bengali Word পচ্য Bengali definition [পোচ্‌চো] (বিশেষ্য) পাকের যোগ্য; রন্ধনের উপযোগী। □ (বিশেষণ) পরিপাক হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) √পচ্‌+য(যৎ)}
  • Bengali Word পছন্দ, পসন্দ Bengali definition [পছোন্‌দো, পসন্‌দ্‌] (বিশেষণ) ১ মনের মতো; মনঃপূত; ইচ্ছানুযায়ী মনোনীত। ২ নির্বাচিত। □ (বিশেষ্য) নির্বাচন; মনোনয়ন; রূচি। পছন্দসই (বিশেষণ) রূচিমাফিক; মনের মতো। {(ফারসি) পসন্দ্‌}
  • Bengali Word পছর Bengali definition [পছর্‌] (বিশেষ্য) পিছন (পছ গুড়াইনু-গোগা)। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ}
  • Bengali Word পছুড়ী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পাছুরি] অভ্য. পিছে; পশ্চাৎ (পাছুড়ী চলিল-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ>পাছ+(বাংলা) উড়ী}
  • Bengali Word পজ্‌ঝটিকা Bengali definition [পজ্‌ঝোটিকা] (বিশেষ্য) ষোলো মাত্রার ছন্দবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পদ+√ঝট্‌+অক+আ(টাপ্‌)}
  • Bengali Word পঞ্চ (-ঞ্চন্‌) Bengali definition [পন্‌চো] (বিশেষ্য), (বিশেষণ) ৫ সংখ্যা বা সংখ্যক; পাঁচ। পঞ্চ উপাসক, পঞ্চোপাসক (বিশেষ্য) হিন্দুদের মধ্যে গাণপত্য, সৌর, শাক্ত, বৈষ্ণব, ও শৈব-এই পাঁচ শ্রেণির উপাসকবিশেষ। পঞ্চক (বিশেষ্য) পাঁচজন; পাঁচের সমষ্টি। পঞ্চকর্ম (বিশেষ্য) বমন, বিরেচন, নস্য নিরূহ, এবং অনুবাসন-আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের এই পাঁচ প্রকার শারীরিক ক্রিয়া। পঞ্চকোষ (বিশেষ্য) (বেদান্ত শাস্ত্রের) অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, জ্ঞানময় কোষ, ও আনন্দময় কোষ-আত্মার এই পঞ্চবিধ আবরণ। পঞ্চক্রোশী (বিশেষণ) পঞ্চক্রোশ পরিমাণ এমন। □ (বিশেষ্য) বারাণসী। পঞ্চগুণ (বিশেষ্য) রূপ, রস, গন্ধ, শ্বদ, স্পর্শ এই পাঁচটি গুণ। পঞ্চগৌড় (বিশেষ্য) সরস্বতী নদীর তীরস্থ প্রদেশ এবং কনৌজ, উৎকল, মিথিলা, ও গৌড়। পঞ্চচামর (বিশেষ্য) ষোড়শ অক্ষরবিশিষ্ট সংস্কৃত ছন্দ। পঞ্চজন (বিশেষ্য) ১ পঞ্চভূত থেকে জাত। ২ গ্রামের পাঁচজন। ৩ (হিন্দু পুরাণের) হিরণ্যকশিপুর পৌত্র অসুরবিশেষ-কৃষ্ণ একে বধ করে এর অস্থি থেকে পাঞ্চজন্য শঙ্খ নির্মাণ করেন। পঞ্চতন্ত্র (বিশেষ্য) বিষ্ণুশর্মা কর্তৃক রচিত সংস্কৃত নীতিশাস্ত্র (আগম, পুরাণ, বেদ, পঞ্চতন্ত্র কথা পঞ্চমুখে, পঞ্চমুখ কহেন উমারে-মাইকেল মধুসূদন দত্ত)। পঞ্চতপা, পঞ্চতপাঃ (বিশেষ্য), (বিশেষণ) উপরে সূর্য এবং চার পাশে চারটি অগ্নিকুণ্ড এই পঞ্চ অগ্নির মধ্যে তপস্যা করেন এমন তপস্বী (এ অবস্থায় পঞ্চতপা ঋষিদেরই মাথা ঠিক থাকে না-প্রথম চৌধুরী)। পঞ্চতিক্ত (বিশেষ্য) নিম, গুলঞ্চ, বাসক, পলতা, ও কন্টকারী। পঞ্চতীর্থ (বিশেষ্য) কাশীর পাঁচটি তীর্থভূমি-জ্ঞানবাদী, নন্দিকেশ্বর, তারকেশ্বর, মহাকালেশ্বর, এবং দণ্ডপাণি। পঞ্চত্ব (বিশেষ্য) ক্ষিতি, অপ, তেজ, মরূৎ, ব্যোম-এই পঞ্চভূতে পরিণতি; মৃত্যু (অনেকে পঞ্চত্ব পাইয়া ভূতলশায়ী হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। পঞ্চত্বপ্রাপ্ত (বিশেষণ) মৃত। পঞ্চত্বপ্রাপ্তি (বিশেষ্য) মৃত্যু। পঞ্চদশ (বিশেষ্য), (বিশেষণ) ১৫ সংখ্যা বা সংখ্যক। পঞ্চদশী (বিশেষণ) পঞ্চদশ স্থানীয়া; ১৫ বৎসর বয়স্কা। □ (বিশেষ্য) ১ পূর্ণিমা বা অমাবস্যা। ২ বেদান্ত গ্রন্থ। পঞ্চদেবতা (বিশেষ্য) আদিত্য, রূদ্র, গণেশ, গৌরী, ও কেশব-হিন্দুদের এই পাঁচ দেবতা। পঞ্চধা (ক্রিয়াবিশেষণ) ১ পাঁচবার। ২ পাঁচ রকমে; পাঁচ প্রকারে। পঞ্চনখ (বিশেষণ) পঞ্চনখবিশিষ্ট (শশক, সজারূ, গোসাপ, কূর্ম, ও গণ্ডার পঞ্চনখযুক্ত বলে প্রসিদ্ধ)। পঞ্চনদ বি১ শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা, ও বিতস্তা-এই পাঁচটি নদীবিধৌত পাঞ্চাব প্রদেশ। ২ কিরণা, ধূতপাপা, সরস্বতী, গঙ্গা ও যমুনা-এই পাঁচটি নদীযুক্ত তীর্থভূমি। পঞ্চনিম্ব (বিশেষ্য) নিমগাছের মূল, ত্বক, পাতা, ফুল ও ফল। পঞ্চপল্লব (বিশেষ্য) আম্র, অশ্বত্থ, বট, প্লক্ষ, এবং যজ্ঞডুমুর গাছ ও তার পাতা। পঞ্চপাণ্ডব (বিশেষ্য) যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, ও সহদেব-এই পঞ্চভ্রাতা। পঞ্চপাত্র (বিশেষ্য) ১ দেবপক্ষদ্বয় ও পিতৃপক্ষত্রয়-এই পঞ্চপাত্রের জন্য করণীয় শ্রাদ্ধ। ২ হিন্দুদের পূজায় ব্যবহারের জন্য তাম্রাদি ধাতুনির্মিত পাত্র। পঞ্চপিতা (বিশেষ্য) জন্মদাতা, ভয়ত্রাতা, শ্বশুর, অন্নদাতা, ও দীক্ষাদাতা। পঞ্চপিত্ত (বিশেষ্য) ছাগল, মহিষ, বরাহ, ময়ূর, ও মৎসের পিত্ত। পঞ্চপ্রদীপ (বিশেষ্য) হিন্দুদের দেবতার আরতি করার জন্য পঞ্চমুখ প্রদীপবিশেষ। পঞ্চপ্রেত (বিশেষ্য) পঞ্চভূত। পঞ্চবটী (বিশেষ্য) অশ্বত্থ, বিল্ব, বট, অশোক, ও আমলকী-এই পাঁচ প্রকার গাছের বন। □ (বিশেষণ) রামায়ণে বর্ণিত বন। পঞ্চবান, পঞ্চশর (বিশেষ্য) ১ হিন্দুপুরাণ মতে মদনের সম্মোহন, উম্মাদন, শোষণ, তাপন, ও স্তম্ভন নামের পঞ্চবাণ। ২ অরবিন্দ, অশোক, আম্র, নবমল্লিকা, ও রক্তোৎপল নামের পুষ্পশর (ফুলময় ধনু নিল ফুল পঞ্চবাণ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ মদন; কামদেব (সুমধুর হাসে উত্তারিলা পঞ্চশর-মাইকেল মধুসূদন দত্ত)। পঞ্চবায়ু (বিশেষণ) প্রাণ, আপন, সমান, উদান, ব্যান-দেহস্থ এই পাচঁটি বায়ু। পঞ্চবেদ (বিশেষ্য) ঋক্‌, সাম, যজু, অথর্ব, ও আয়ু্র্বেদ। পঞ্চভুজ (বিশেষ্য) পাঁচটি সরলরেখায় বেষ্টিত ক্ষেত্র; pentagon। পঞ্চভুত (বিশেষ্য) ক্ষতি, অপ, তেজ, মরূৎ, ও ব্যোম-এই পাঁচটি ভূত। পঞ্চম (বিশেষণ) পাঁচ সংখ্যার পূরক। □ (বিশেষ্য) ১ স্বরগ্রামের পঞ্চম স্বর। ২ কোকিলের স্বর (পঞ্চমেতে গায় পিক-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ মাদ্রাজের অস্পৃশ্য জাতিবিশেষ। পঞ্চম বাহিনী (বিশেষ্য) দেশের যেসব লোক যুদ্ধের সময়ে শত্রুর সহায়তা করে। পঞ্চমহাপাতক (বিশেষ্য) ব্রহ্মহত্যা, ব্রহ্মস্বহরণ, গুরূপত্নীতে উপগমন, সুরাপান, এবং এ সকল পাপকর্মে লিপ্তদের সংসর্গে বাস। পঞ্চম স্বর, পঞ্চম রাগ (বিশেষ্য) ১ স্বরগ্রামের পঞ্চম স্বর; ‘পা’ নাম স্বর। ২ কোকিলের স্বর। পঞ্চম-মকার (বিশেষ্য) মদ, মাংস, মৎস্য, মুদ্রা, ও মৈথুন-হিন্দু তন্ত্রসাধনায় এই পঞ্চ অঙ্গ (তাদের মজ্জাগত মদ্যাদি পঞ্চ-ম’কার ছাড়তে পারলনা-সৈয়দ মুজতবা আলী)। পঞ্চমী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পঞ্চম স্থানীয়া। □ (বিশেষ্য) তিথিবিশেষ। পঞ্চমুখ (বিশেষ্য) হিন্দুদেবতা শিব; পঞ্চানন। □ (বিশেষণ) ১ পাঁচমুখবিশিষ্ট; পাঁচমুখো। ২ মুখর; বাচাল। পঞ্চযজ্ঞ (বিশেষ্য) ১ ব্রহ্মযজ্ঞ, নৃযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ও ভূতযজ্ঞ। ২ বেদপাঠ, আতিথেয়তা, শ্রাদ্ধাদি, দেবপূজা, ও ইতর প্রাণীর সেবা-এই পাঁচটি যজ্ঞ। পঞ্চ রং, পঞ্চ রঙ্গ (বিশেষ্য) দাবা খেলায় মাত করবার এক বিশেষ প্রক্রিয়া। পঞ্চরত্ন (বিশেষ্য) নীলকান্ত, হীরক, পদ্মরাগ, মুক্তা ও প্রবাল-এই পাঁচটি মহারত্ন। পঞ্চশর (বিশেষ্য) পঞ্চবাণ। পঞ্চশস্য (বিশেষ্য) ধান, মাষ, যব, তিল (বা শ্বেত সর্ষপ) ও মুগ। পঞ্চাঙ্ক (বিশেষণ) পাঁচ অঙ্কবিশিষ্ট (পঞ্চাঙ্ক নাটক)। {(তৎসম বা সংস্কৃত) √পঞ্চন্‌; (ফারসি) পন্‌চ্‌ }
  • Bengali Word পঞ্চাইত, পঞ্চাইতী Bengali definition ⇒ পঞ্চায়েত
  • Bengali Word পঞ্চাগ্নি Bengali definition [পন্‌চাগ্‌নি] (বিশেষ্য) পঞ্চ অগ্নির নাম-দক্ষিণ, গার্হপত্য, আহ্বানীয়, পবন (আবসথ্য), ও পাবন (সভ্য)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অগ্নি; কর্মধারয় সমাস}
  • Bengali Word পঞ্চাঙ্ক Bengali definition [পন্‌চাঙ্‌কো] (বিশেষণ) পাঁচ অঙ্কবিশিষ্ট (পঞ্চাঙ্ক নাটক)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অঙ্ক; কর্মধারয় সমাস}
  • Bengali Word পঞ্চাঙ্গ Bengali definition [পন্‌চাঙ্‌গো] (বিশেষ্য) ১ পাঁচটি অবয়ব। ২ রাজ্যের পঞ্চাঙ্গ-সহায়, সাধনোপায়, দেশ-কাল বিভাগ, বিপত্তিপ্রতিকার, ও সিদ্ধি। ৩ ঘোড়া; অশ্ব। ৪ কচ্ছপ (চার পা ও শুঁড়)। ৫ (আয়ু.) বৃক্ষের পঞ্চাঙ্গ-মূল, ত্বক, পত্র, পুষ্প ও ফল। ৬ (তন্ত্রে) জপ, হোম, তর্পন, স্নান ও ব্রাহ্মণভোজন। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অঙ্গ}
  • Bengali Word পঞ্চাঙ্গুল, পঞ্চাঙ্গুলি Bengali definition [পন্‌চাঙ্‌গুল্‌, পন্‌চাঙ্‌গুলি] (বিশেষ্য) পঞ্চ আঙ্গুলির নাম-বৃদ্ধ (বুড়ো), তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অঙ্গুল, অঙ্গুলি; কর্মধারয় সমাস}
  • Bengali Word পঞ্চাতপা Bengali definition [পন্‌চাতপা] (বিশেষ্য) চারদিকে চারটি অগ্নিকুণ্ড এবং উপরে সূর্য-এই পাঁচটি আতপযুক্ত স্থানে যে তপস্যা। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+আতপ+আ(টাপ্‌); বহুব্রীহি সমাস}
  • Bengali Word পঞ্চাত্মক, পঞ্চভূতাত্মক Bengali definition [পন্‌চাত্‌তঁক্‌, পন্‌চোভুতাত্‌তঁক্‌] (বিশেষণ) ক্ষিতি, অপ, তেজঃ, বায়ু ও আকাশ-এই পাঁচ আত্মাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+আত্মক, ভূতাত্মক, বহুব্রীহি সমাস}
  • Bengali Word পঞ্চানন Bengali definition [পন্‌চানোন্‌] (বিশেষ্য) হিন্দু দেবতা শিব; পঞ্চমুখ (পঞ্চমুখে গান পঞ্চানন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ সিংহ; পশুরাজ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+আনন, বহুব্রীহি সমাস}
  • Bengali Word পঞ্চানন্দ Bengali definition [পন্‌চানন্‌দো] (বিশেষ্য) ভোগানন্দ, ভজনানন্দ, যোগানন্দ, জ্ঞানানন্দ ও প্রেমানন্দ-এই পাঁচ প্রকার আনন্দ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+আনন্দ; কর্মধারয় সমাস}
  • Bengali Word পঞ্চান্ন Bengali definition [পন্‌চান্‌নো] (বিশেষ্য) দূর্বা, বিজয়া (সিদ্ধি), বিল্ব (বেল), নিগুণ্ডী ও কামতুলসী-এই পাঁচটি দীর্ঘজীবী গাছ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অমরা; কর্মধারয় সমাস}