Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দুয়েম, দোয়েম Bengali definition [দুয়েম্‌, দোয়েম্‌] (বিশেষণ) দ্বিতীয়; উৎকৃষ্ট শ্রেণির নয় এমন। দুয়েমজমি (বিশেষ্য) নীরস জমি যাতে অপেক্ষাকৃত কম ফসল ফলে। {(ফারসি) দুরম}
  • Bengali Word দুয়ো ১ Bengali definition ⇒ ‍দুয়া
  • Bengali Word দুয়ো, দুও Bengali definition [দুয়ো] (অব্যয়) নিন্দা, ভর্ৎসনা বা ধিক্কারসূচক ধুত ধুত ধ্বনি (আগে দেব দুয়ো তালি তার পরে দেব গালি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ধুত>}
  • Bengali Word দূত Bengali definition [দুত্‌] (বিশেষ্য) ১ সংবাদ বহনকারী; বার্তাবহ (এ দূতের মুখে শুনি সুতের নিধন-মাইকেল মধুষূদন দত্ত)। ২ চর (প্রজার বচন শুনি, রোষযুক্ত বীরমণি দূত দিল ভাঁড়ুতে ধরিতে-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ৩ সংযোগ রক্ষাকারী প্রতিনিধি (রাষ্ট্রদূত)। দূতাবাস (বিশেষ্য) রাষ্ট্রদূতের অফিস ও আবাস। দূতালি (বিশেষ্য) দূতের কাজ; দৌত্য। দূতি, দূতী, দূতিকা, দোতি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ সংবাদবাহিকা; স্ত্রীদূত। ২ প্রণয়ী ও প্রণয়িনীর মধ্যে সংবাদ আদানপ্রদান করে যে স্ত্রীলোক; সংযোগরক্ষা-কারিণী; কুটনী (দোতি মিলায়ল কানুক সঙ্গ-বিদ্যাপতি)। দূতিয়ালি, দূতিগিরি, দূতীগিরি (বিশেষ্য) ১ দূতি বা কুটনির কাজ (দুষ্ট চোরের দুষ্টামী সে নুতন দূতিয়ালি-মোম)। ২ প্রতিনিধিত্ব (সৌহার্দ্যের তিনিই দূতিয়ালি করলেন-মনোজ বসু)। ভগ্নদূত (বিশেষ্য) যে দূত রণক্ষেত্র থেকে স্বপক্ষের পরাজয়ের খবর নিয়ে আসে। রাষ্ট্রদূত (বিশেষ্য) অন্য রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে অবস্থাকারী; ambassador। {(তৎসম বা সংস্কৃত) √দু+ত(ক্ত)}
  • Bengali Word দূন Bengali definition [দুন্‌] (বিশেষ্য) খেদ; দুঃখ আক্ষেপ; পরিতাপ। □ (বিশেষণ) ক্ষুব্ধ; দুঃখিত। {(তৎসম বা সংস্কৃত) √দূ+ত(ক্ত)}
  • Bengali Word দূর Bengali definition [দুর্] (বিশেষ্য) ১ নিকটে নয় এমন স্থান (দূর হতে দূরে বাজে পথ শীর্ণ তীব্র দীঘ্র তান সুরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অন্তর; ব্যবধান। (দূরে দূরে থাকা)। □ (বিশেষণ) ১ অনিকট; দূরবর্তী; দূরে অবস্থিত (দূরদেশ, সুদূর)। ২ গভীর; ব্যাপক; বিতাড়িত; বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করে দাও)। ৩ দূরীভূত; অপগত (দূর করা)। □ (অব্যয়) অবজ্ঞা, বিরক্তি, ঘৃণা, লজ্জা, অসম্মতি ইত্যাদি জ্ঞাপক ভর্ৎসনা; দুৎ; ধুৎ; ধেৎ (দূর বোকা!দূর ছাই!)। দূর করা (ক্রিয়া) ১ বিতাড়িত বা বহিষ্কৃত করা; তাড়িয়ে দেওয়া (দেশ থেকে দূর করা)। ২ অপনীত করা; সরিয়ে দেওয়া (ময়লা দূর করা)। ৩ ঘুচানো; আরোগ্য করা (রোগ দূল করা)। দূরগ, দূরগামী (-মিন্‌) (বিশেষণ) দূরে গমনকারী; দূরে যায় বা গিয়েছে এমন। দূরগামিনী (স্ত্রীলিঙ্গ)। দূরছাই করা (ক্রিয়া) ঘৃণা বা অবজ্ঞা করা। দূরজ ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষণ) দূরবর্তী (দূরজ মঞ্জিলে যায়া উত্তরিল গিয়া-হেয়াত মাহমুদ)। দূরত, দূরতঃ (অব্যয়) দূর থেকে; দূরে থেকে। দূরতা, দূরত্ব (বিশেষ্য) ব্যবধান; অনৈকট্য; পার্থক্য। (দূরতা রহিল বা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। দূরদর্শন (বিশেষ্য) ১ দূরের জিনিস দর্শন। ২ ভারতীয় টেলিভিশন সার্ভিসের নাম। দূরদর্শী (-র্শিন্‌) (বিশেষণ) ১ ভবিষ্যতের ফলাফল অনুধাবন করতে পারে এমন; পরিণামদর্শী। ২ বিচক্ষণ; বিজ্ঞ; বহুদর্শী। দূরদর্শিতা বি। দূরদারাজ (বিশেষ্য) অনেক দূর; দূরবর্তী (দূর দারাজের রাহা কি ডর আমার-সৈয়দ হামজা)। দূর দূর (অব্যয়) ১ বিতাড়নসূচক; দূর হ। ২ ছি-ছি; ভর্ৎসনা। দূর দূরান্তর (বিশেষ্য) বহুদূরের; অনেক দূরের ব্যবধান। দূরদৃষ্টি (বিশেষ্য) ১ ভবিষ্যৎ দৃষ্টি; পরিণাম সম্পর্কে সাবধানতা। ২ দূর থেকে বা দূরব্যাপী দৃষ্টি। দূরবর্তী (-র্তিন্‌) (বিশেষণ) দূরস্থিত; দূরে থাকে এমন। দূরবীক্ষণ, দুরবিন (বিশেষ্য) দূরস্থিত বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্র; telescope (দূরবীন কসে বিজ্ঞেরা ঘোষে-সত্যেন্দ্রনাথ দত্ত)। দূরবেধী (বিশেষণ) দূর থেকে বা দূরস্থিত কোনো বস্তুকে বিদ্ধকারী (দূরবেধী, শরের মতো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। দূরযায়ী (বিশেষণ) দূরগামী; দূরে গমনকারী। দূরশ্রুত (বিশেষণ) দূর থেকে শ্রবণ করা হয়েছে এমন (সেই দূরশ্রুত স্নিগ্ধ হাসি-মনির)। দূরস্থ, দূরস্থিত (বিশেষণ) দূরে রয়েছে এমন; দূরবর্তী (একটি দূরস্থ ধনী কুটুম্ব-রবীন্দ্রনাথ ঠাকুর; কোনো দূরস্থিত সহচরীর সঙ্গ লাভ-রবীন্দ্রনাথ ঠাকুর)। দূরস্মৃত (বিশেষণ) বিস্মৃত; স্মৃতি থেকে অদৃশ্য (হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলই-রবীন্দ্রনাথ ঠাকুর)। দূর হোক/হউক (অব্যয়) বিরক্তিপ্রকাশক উক্তি। দূরহি ((ব্রজবুলি)) (ক্রিয়াবিশেষণ) দূরে (তুয়া ওরে হই সব দূরহি পলায়ন-বিদ্যাপতি)। দূরাগত (বিশেষণ) দূর থেকে আগমনকারী; দূর থেকে এসেছে এমন। দূরশ্রবণ (বিশেষ্য) দূ রথেকে শোনা বা শোনার যন্ত্র; টেলিফোন; telephone। {(তৎসম বা সংস্কৃত) √দূর্‌+√ই+র(রক্‌)}
  • Bengali Word দূরান্ত Bengali definition [দুরান্‌তো] (বিশেষ্য) বহু দূরব্যাপী স্থান। {(তৎসম বা সংস্কৃত) দূর+অন্ত}
  • Bengali Word দূরায়নী Bengali definition [দুরায়োনি] (বিশেষণ) দূর থেকে আগত (ঐ দূরায়নী আজানের ধ্বনি-শামসুর রাহমান)। {দূর+আয়নী}
  • Bengali Word দূরীকরণ Bengali definition [দুরিকরোন্‌] (বিশেষ্য) ১ বিতাড়ন; বহিষ্করণ। ২ অপসারণ। ৩ মোচন; মুক্তি (দুঃখ দূরীকরণ)। {(তৎসম বা সংস্কৃত) দূর+চ্বি(ঈ)+করণ}
  • Bengali Word দূরীকৃত Bengali definition [দুরিক্‌ক্রিতো] (বিশেষণ) ১ বিতাড়িত; বহিষ্কৃত। (সেখানে দেবগণ একেবারে দূরীকৃত বলিলেই হয়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ অপসারিত। ৩ মোচিত। {(তৎসম বা সংস্কৃত) দূর+ঈ(চ্বি)+√কৃ+ত(ক্ত)}
  • Bengali Word দূরীক্রিয়মাণ Bengali definition [দুরিক্রিয়োমান্‌] (বিশেষণ) দূর করা হচ্ছে এমন। {(বাংলা) দূর+ঈ(চ্বি)+ক্রিয়মাণ}
  • Bengali Word দূরীভবন Bengali definition [দুরিভবোন্‌] (বিশেষ্য) ১ বহিষ্করণ; বিতাড়িত হওন; অপসারণ; দূরে বিতাড়িত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) দূর+ঈ(চ্বি)+√ভূ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word দূরীভূত Bengali definition [দুরিভুতো] (বিশেষ্য) অপসৃত; বিতাড়িত। □ (বিশেষণ) বহিষ্কৃত। {দূর+ঈ(চ্বি)+√ভূ+ত(ক্ত)}
  • Bengali Word দূর্বা Bengali definition [দুর্‌বা] (বিশেষ্য) তৃণবিশেষ; এক প্রকার ঘাস (জাহ্নবী জল-গর্ভা অষ্ট তণ্ডুল দূর্বা কাঞ্চনেব বিরচিত ঝারি-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দূর্বা গজানো (ক্রিয়া) খুব পুরাতন হওয়া। দূর্বাদল (বিশেষ্য) দূর্বার পাতা। দূর্বাদলশ্যাম (বিশেষণ) দূর্বার পাতার মতো শ্যাম বর্ণ এমন। দূর্বাষ্টমী (বিশেষ্য) ১ ভাদ্রমাসের শুক্লাষ্টমী। ২ হিন্দু ব্রতবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √দূর্ব+অ(ঘঞ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word দূষক Bengali definition [দুশোক্‌] (বিশেষণ) দোষ দানকারী; দোষ দেয় এমন; নিন্দাকারী; নিন্দুক; নিন্দক। দূষিকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √দুষ্‌+ণিচ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word দূষণ Bengali definition [দুশন্‌] (বিশেষ্য) ১ দোষ দেওয়া; দোষারোপ। ২ অশুচি বা অপবিত্রকরণ। ৩ রামায়ণে বর্ণিত রাক্ষসবিশেষ; খরের ভাই। (বিশেষণ) দূষক। দূষণীয়, দূষ্য (বিশেষণ) দোষারোপযোগ্য; দোষ দেওয়ার উপযুক্ত; নিন্দনীয় (সাক্ষাতের উদ্দেশ্য দূষ্য না হইলে এমত সাক্ষাতে দোষ নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। দূষয়িতা (বিশেষ্য) দূষক; দোষ আরোপকারী বা নিন্দাকারী। দূষিত (বিশেষণ) কলুষিত; অপবিত্র; দোষযুক্ত; দোষপ্রাপ্ত। দুষি, দূষী, দুষী, দোষী (বিশেষণ) দোষী; অপরাধী (কোন দূষী নই-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) √দুষ্‌+ণিচ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word দৃক, দৃক্ Bengali definition [দৃক্‌] (বিশেষ্য) চোখ; নয়ন। ২ দৃষ্টি; দর্শন। ৩ জ্ঞান; বোধ। দৃকপাত (বিশেষ্য) ১ দৃষ্টিপাত; দর্শন; অবলোকন। ২ ভ্রূক্ষেপ; গ্রহণযোগ্য বলে বিবেচনা। দৃকশক্তি (বিশেষ্য) দৃষ্টিশক্তি; দর্শন করার মতো সামর্থ্য। ২ বোঝার মতো ক্ষমতা (তিনি তাঁর স্বভাবদত্ত সংবেদনশীরতা তথা দৃকশক্তি ব্যবহার প্রায় ভুলে গেলেন-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌+ক্বিপ্‌}
  • Bengali Word দৃপ্ত, দৃপ্র Bengali definition [দৃপ্‌তো, দৃপ্‌রো] (বিশেষণ) ১ উদ্ধত; অহ্‌ঙ্কৃত; গর্বিত। ২ নাটকের পরিচ্ছেদ বা গর্ভাঙ্ক। ৩ রঙ্গমঞ্চের সজ্জা; scene। □ (বিশেষণ) ১ দর্শনীয়; দেখবার যোগ্য। ২ প্রকাশ্য (দৃশ্যত)। দৃশ্যকাব্য (বিশেষ্য) যে কাব্য রঙ্গমঞ্চে অভিনীত হয়; নাটক। দৃশ্যত (ক্রিয়াবিশেষণ) প্রকাশ্যে। দৃশ্যপট (বিশেষ্য) অভিনয়ের সিন; scene। দৃশ্যমান (বিশেষণ) দেখা যাচ্ছে এমন। দৃশ্যসঙ্গীত (বিশেষ্য) নৃত্য; নাচ। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌+য(ক্যপ্‌)}
  • Bengali Word দৃষ্ট Bengali definition [দৃশ্‌টো] (বিশেষণ) ১ দেখা হয়েছে এমন; লক্ষিত; জ্ঞাত। ২ প্রকাশিত; পরীক্ষিত। □ (বিশেষ্য) দৃষ্টি; দর্শন (একদৃষ্টে চাহিয়া থাকা)। দৃষ্টচর, দৃষ্টপূর্ব (বিশেষণ) পূর্বে দেখা গিয়েছে এমন; পূর্বে লক্ষিত। দৃষ্টাদৃষ্ট (বিশেষণ) ১ দেখা গিয়েছে ও দেখা যায়নি এমন। ২ আংশিক দৃষ্ট ও আংশিক অদৃষ্ট। ৩ ব্যক্ত ও অব্যক্ত। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌+ত(ক্ত)}
  • Bengali Word দৃষ্টরজা Bengali definition [দৃশ্‌টোরজা] (বিশেষণ) প্রাপ্তযৌবনা; যে স্ত্রীর ঋতুকাল শুরু হয়েছে। {(তৎসম বা সংস্কৃত) দৃষ্ট+রজাঃ}
  • Bengali Word দৃষ্টান্ত Bengali definition [দৃশ্‌টান্‌তো] (বিশেষ্য) ১ উদাহরন; নজির; নিদর্শন। ২ উপমান। ৩ ((আলঙ্কারিক)) কোনো বিষয়ের যথার্থতা প্রমাণের জন্য অনুরূপ বিষয়ের উল্লেখ ও বর্ণনা। {(তৎসম বা সংস্কৃত) দৃষ্ট+অন্ত}
  • Bengali Word দৃষ্টি Bengali definition [দৃশ্‌টি] (বিশেষ্য) ১ দর্শন। ২ দেখবার শক্তি। ৩ নজর; লক্ষ্য; অবধান। ৪ চক্ষু। ৫ দেখার শক্তি (দৃষ্টিহীন)। ৬ জ্ঞান; অনুভূতি; বোধ (স্থূল দৃষ্টি, সূক্ষ্ম দৃষ্টি)। ৭ নজর; লক্ষ্য; অবধান; চক্ষু। দৃষ্টিগোচর (বিশেষণ) দর্শনসাধ্য; দেখা যায় এমন; চক্ষুগ্রাহ্য; চক্ষুর বিষয়ীভূত। দৃষ্টিপথ (বিশেষ্য) যতদূর পর্যন্ত দেখা বা অবলোকন করা যায়। দৃষ্টিপাত (বিশেষ্য) চাওয়া; অবলোকন; নজর; দৃষ্টিক্ষেপ। দৃষ্টিসুখ (বিশেষ্য) দেখার আনন্দ। দৃষ্টিহীন (বিশেষণ) অন্ধ। দৃষ্টে (ক্রিয়াবিশেষণ) দৃষ্টিমাত্র; দেখামাত্র। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌+তি(ক্তিন্‌)}
  • Bengali Word দৃঢ় Bengali definition [দৃঢ়ো] (বিশেষণ) ১ শক্ত; মজবুত; ২ কঠিন (দৃঢ় বন্ধন, দৃঢ় ভিত্তি); অবিচলিত; অটল; স্থির (দৃঢ়প্রতিজ্ঞ; দৃঢ়সংকল্প)। ৩ কঠোর (দৃঢ়হস্ত)। ৪ সুস্থ; নীরোগ; বলিষ্ঠ (লতাপাতা নিয়া যোগী দৃঢ় কর-বৃন্দাবন দাস)। ৫ বলিষ্ঠ; বলশালী (দৃঢ় দেহ)। ৬ আঁট (দৃঢ় সম্বন্ধ)। ৭ অকম্পিত; কম্পনশূন্য (দৃঢ় স্বর)। দৃঢ়তা, দার্ঢ্য (বিশেষ্য) (কাঞ্চনের মুখের দৃঢ়তা দেখিয়া হাত ফিরাইয়া লইল-সৈয়দ শামসুল হক)। দৃঢ়গ্রন্থি (বিশেষণ) কঠিন গিঁঠ বা গিরা (দৃঢ়-গ্রস্থি বাঁশ)। দৃঢ়নিশ্চয় (বিশেষণ) স্থির সিদ্ধান্ত; অটল বিশ্বাসযুক্ত; সুনিশ্চিত। দৃঢ়ব্রত (বিশেষণ) দৃঢ়সংকল্প। দৃঢ়মুষ্টি (বিশেষণ) ১ আঁট বা অশিথিল মুষ্টিবিশিষ্ট। ২ ((আলঙ্কারিক)) ব্যয়কুণ্ঠ; কৃপণ। দৃঢ়মূল (বিশেষণ) ১ বদ্ধমূল; যার মূল দৃঢ়ভাবে মাটিতে প্রোথিত। ২ ((আলঙ্কারিক)) অনড়; অটল। দৃঢ়সন্ধ (বিশেষণ) দৃঢ় বা স্থিরপ্রতিজ্ঞ। দৃঢ়সন্ধি (বিশেষণ) ১ দৃঢ়গ্রন্থিযুক্ত। ২ দৃঢ়ভাবে মিলিত বা সংযুক্ত। দৃঢ়ীকরণ (বিশেষণ) শক্ত বা মজবুত করা; সুপ্রতিষ্ঠিত করা। দৃঢ়ীকৃত বিণ। দৃঢ়ীভবন (বিশেষ্য) শক্ত বা কঠিন হওয়া। ২ সুপ্রতিষ্ঠিত হওয়া। ৩ জমাটবাঁধা। দৃঢ়ীভূত বিণ। {(তৎসম বা সংস্কৃত) √দৃহ্‌+ত(ক্ত)}
  • Bengali Word দে ১ Bengali definition [দে] ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষ্য) শরীর; দেহ (যে জন জানয়ে সে যদি না কহে কেমনে ধরিবে দে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) দেহ>}
  • Bengali Word দে ২ Bengali definition [দে] (বিশেষ্য) বাঙালি হিন্দুর পদবি বিশেষ। {দেব>দে}
  • Bengali Word দে ৩ Bengali definition [দে] (অব্যয়) দিয়া; দ্বারা (কেহ কহে .... ওঝা দে ঝাড়াই-চণ্ডীদাস)। □ (ক্রিয়া) অনুজ্ঞাবাচক ক্রিয়াপদ-তুচ্ছার্থবাচক মধ্যম পুরুষের সাথে ‘প্রদান করা’ অর্থে বসে। ‍{দিয়া>}
  • Bengali Word দেঁতো Bengali definition [দেঁতো] (বিশেষণ) ১ দাঁতাল। ২ দাঁত দেখায় এমন; আন্তরিকতাশূন্য; কপট; কটুভাষী; কুতার্কিক। দেঁতো হাসি (বিশেষ্য) কপট হাসি; লোক দেখানো হাসি; যে হাসিতে আন্তরিকতা নেই। {(তৎসম বা সংস্কৃত) দন্ত>দাঁত+উয়া>ও}
  • Bengali Word দেআসিনী Bengali definition ⇒ দেয়াসিনী
  • Bengali Word দেই Bengali definition [দেই] ((মধ্যযুগীয় বাংলা)) (অসমাপিকা ক্রিয়া) দিয়া (হৃদয়ে শেল দেই গেল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √দা}
  • Bengali Word দেইজি, দেইজী Bengali definition [দেইজি] (বিশেষ্য) জ্ঞাতি; সগোত্র। {(তৎসম বা সংস্কৃত) দায়াদ>}