Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দেউটি, দেউটী Bengali definition [দেউটি] (বিশেষ্য) ১ দীপবর্তিকা; প্রদীপ (দেউটি অব হেথায় রাখো বালা-রবীন্দ্রনাথ ঠাকুর)। আকাশে দেউটী যে দুই চক্ষু জ্বলে-কৃত্তিবাস ওঝা)। ২ প্রজ্বলিত অগ্নিশিখাবিশিষ্ট লাটি; মশাল (দেউটী ধরেন যবে প্রভু করেন নৃত্য-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) দীপবর্তিকা>}
  • Bengali Word দেউদে Bengali definition [দেউদে] (বিশেষ্য) দৈত্য-দানব (লোকে বলে হেথা, দেউদে যে আছে লুকাবে না তায় মোটে-বন্দে আলী মিয়া)। {(ফারসি) দির}
  • Bengali Word দেউল Bengali definition [দেউল] (বিশেষ্য) দেবালয়; মন্দির (পূজিনু চামুণ্ডে প্রভু সুবর্ণ দেউলে-মাইকেল মধুষূদন দত্ত)। দেউলা (বিশেষ্য) মন্দিরের ভৃত্য। {(তৎসম বা সংস্কৃত) দেবকুল>}
  • Bengali Word দেউলিয়া, দেউলে Bengali definition [দেউলিয়া, দেউলে] (বিশেষণ) ১ (আক্ষরিক) নিজের ঘর হারিয়ে দেবালয়ে আশ্রয় নিয়েছে এমন; ঋণ পরিশোধের সামর্থ্যশূন্য। ২ ((আলঙ্কারিক)) নিঃস্ব; নিঃসম্বল। (দেউলিয়া এই দুনিয়ায়-এস. এন. কিউ জুলফিকার আলী (নছরু))। {(তৎসম বা সংস্কৃত) দেবকুলিক> দেউলিয়া, >এ}
  • Bengali Word দেউড়ি, দেউড়ী, দেউরী Bengali definition [দেউড়ি, দেউড়ি, দেউরি] (বিশেষ্য) ১ বাড়ির প্রধান প্রবেশদ্বার; সদর দরজা (দেউড়িতে ফেলে মুগুর পেটা কল্লেই সোজা হবে-মীর মশাররফ হোসেন; দেউড়ীর কাছে গিয়া হৈল উপনীত-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ বহির্বাটি; বৈঠকখানা; কাছারি ঘর; গৃহের ছাদযুক্ত তোরণ। {(তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) দেহল}
  • Bengali Word দেও ১ Bengali definition [দেও] (বিশেষ্য) দৈত্য। {(ফারসি) দের}
  • Bengali Word দেও ২ Bengali definition [দেও] (ক্রিয়া) দাও। {(তৎসম বা সংস্কৃত) √দা}
  • Bengali Word দেওদার Bengali definition [দেওদার্‌] (বিশেষ্য) পাইন জাতীয় গাছ (দেওদার তরু সারে সারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) deodar; (ফারসি) দেব + দার(বৃক্ষ); (তৎসম বা সংস্কৃত) দেবদারু}
  • Bengali Word দেওদাশা Bengali definition [দ্যাওদাশা] (বিশেষ্য) দৈত্য; দানব (দেওদাশা আইল বুঝি মারবারে-জসীমউদ্‌দীন)। {দেও+দাস>?}
  • Bengali Word দেওর Bengali definition [দ্যাওর্‌] (বিশেষ্য) দেবর; স্বামীর ছোট ভাই। দেওর-ঝি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দেবরকন্যা। দেওর-পো (বিশেষ্য) দেবর-পুত্র। {(তৎসম বা সংস্কৃত) দ্বিতীয়বর>}
  • Bengali Word দেওয়া ১ Bengali definition ⇒ দেয়া১
  • Bengali Word দেওয়া ২, দেয়া Bengali definition [দ্যাওয়া] (ক্রিয়া) ১ প্রদান করা (ঋন দেওয়া)। ২ জোগানো; সরবরাহ করা (ভাত কাপড় দেওয়া)। ৩ দান করা (ভিক্ষা দেওয়া)। ৪ বিবাহে কন্যা সম্প্রদান করা (মেয়ে দেওয়া)। ৫ জন্মানো; উৎপন্ন করা (সূর্য কিরণ দেয়)। ৬ ন্যস্ত করা; নিযুক্ত করা; অর্পণ করা (কাজ দেওয়া; কাজের ভার দেওয়া)। ৭ বিসর্জন করা; উৎসর্গ করা (জীবন দেওয়া)। ৮ পাঠানো (চিঠিটা ডাকে দেওয়া)। ৯ সেচন করা (গাছে পানি দেওয়া)। ১০ প্রয়োগ করা (দৃষ্টান্ত দেওয়া)। ১১ বিক্রয় করা; বিনিময় করা (এক টাকার চাল দাও)। ১২ জ্ঞাপন করা; জানানো; বলা (সংবাদ দেওয়া, ধন্যবাদ দেওয়া)। ১৩ আরোপ করা (উপাধি দেওয়া)। ১৪ ক্ষমতা বা যোগ্যতা দেখানো (পাল্লা দেওয়া, পরীক্ষা দেওয়া)। ১৫ স্থাপন করা; বসানো (রোদে দেওয়া, বেড়া দেওয়া)। ১৬ অনুষ্ঠানাদি সম্পাদন বা শেষ করা (মেয়েটার বিয়ে দিয়েছি)। ১৭ প্রতিষ্ঠা বা নির্মাণ করা (মসজিদ বা স্কুলে দেওয়া)। ১৮ পরিধান করা (গায়ে জামা দেওয়া, মাথায় ছাতা বা টুপি দেওয়া)। ১৯ প্রবিষ্ট করা; ভর্তি করা (জেলে দেওয়া, স্কুলে দেওয়া)। ২০ ফেলা; নিক্ষেপ করা (পানিতে দেওয়া, নজর দেওয়া)। ২১ মঞ্জুর করা (ছুটি দেওয়া)। ২২ অনুমতি দান করা; বাধার সৃষ্টি না করা (যাইতে দেওয়া)। ২৩ বন্ধ করা; আটকানো (খিল দেওয়া)। ২৪ বপন করা (জমিতে বীজ দেওয়া)। ২৬ লেখা বা আঁকা (দাগ দেওয়া, ফোঁটা দেওয়া)। ২৬ স্পর্শ করা; স্পৃষ্ট করা (হাত দেওয়া)। ২৭ বুলানো (ছবিতে রং দেওয়া)। ২৮ ঘর্ষণ করা; লাগানো (ঝাড়ু দেওয়া)। ২৯ মারা (চড় দেওয়া)। ৩০ রাখা (বাদ দেওয়া)। ৩১ সৃষ্টি করা; তৈরি করা (গানে সুর দেওয়া)। ৩২ শেষ করা; সমাপ্ত করা (ফেলে দেওয়া)। ৩৩ প্রবেশ করানো; ঢুকানো (মুখে আঙুল দেওয়া)। ৩৪ সঞ্চার করা (বল দেওয়া)। ৩৫ ভার বা দায়িত্ব দেওয়া (কাজে হাত দেওয়া)। ৩৬ প্রতিশ্রুতি দান করা (কথা দেওয়া)। ৩৭ চ্যুত হওয়া (জাত দেওয়া)। ৩৮ জ্বালানো (উনানে আগুন দেওয়া)। ৩৯ সন্নিবেশ করা (দাড়ি বা কমা দেওয়া)। □ (বিশেষণ) ১ প্রদত্ত (দেওয়া জিনিস)। ২ উক্ত সকল অর্থে। □ (বিশেষ্য) ১ দান বা দত্ত সামগ্রী (দেওয়া থোওয়া)। ২ উক্ত সকল অর্থ। {(তৎসম বা সংস্কৃত) √দা>দি+আ}
  • Bengali Word দেওয়া-নেওয়া Bengali definition [দ্যাওয়ান্যাওয়া] (বিশেষ্য) দান ও গ্রহণ {দেওয়া-নেওয়া}
  • Bengali Word দেওয়ান ১, দেয়ান Bengali definition [দ্যাওয়ান্‌, দেয়ান্‌] (বিশেষ্য) খাজনাদি আদায়ের জন্য নিযুক্ত সর্বপ্রধান কর্মচারী। ২ রাজস্ব বিভাগের মন্ত্রী; রাজস্ব সচিব বা মন্ত্রী। ৩ রাজদরবার; মন্ত্রণাসভা (দুধে-ভাতে ভাল ছিল হেন বুদ্ধি কেটা দিল পাতশার দেওয়ানে আসিতে-ভারতচন্দ্র রায়গুণাকর)। দেওয়ান-ই-আবদুল মওদুদ (বিশেষ্য) ১ সাধরণ রাজদরবার; যে রাজসভায় সর্বসাধারণের প্রবেশাধিকার থাকে। ২ মোগল সম্রাট শাহজাহান নির্মিত অন্যতম দরবার গৃহ। দেওয়ান-ই-খাস (বিশেষ্য) ১ রাজা ও রাজমন্ত্রীদের দরবার গৃহ। ২ মোগল সম্রাট শাহজাহান নির্মিত অন্যতম দরবার গৃহ। দেওয়ানখানা (বিশেষ্য) কাছারি; দরবার গৃহ (নিজ দেওয়ানখানা মছনদে বসিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) দীরান}
  • Bengali Word দেওয়ান ২, দিওয়ান Bengali definition [দ্যাওয়ান্‌, দিওয়ান্‌] (বিশেষ্য) কাব্য-সংগ্রহ (দিওয়ান-ই-হাফিজ)। {(ফারসি) দীরন}
  • Bengali Word দেওয়ানা, দীউওয়ানা, দীওয়ানা Bengali definition [দ্যাওয়ানা, দিউওয়ানা, দিওয়ানা] (বিশেষ্য) ১ পাগল; পাগলের মতো; উন্মাদ (শুনিয়া আশক ছিনু দেখিয়া দেওয়ানা হইনু জীউ মেরা হৈল বেকারার-সৈয়দ হামজা; হয়তো জ্বলন্ত তার ক্ষুব্ধ বুকে দীউয়ানা সে সুর-ফররুখ আহমদ)। ২ বিকৃতমস্তিষ্ক (মোর মালুম হয় উনা দেওয়ানা হয়েছে-টেঠা)। {(ফারসি) দীরানহ্‌}
  • Bengali Word দেওয়ানি, দেওয়ানী Bengali definition [দ্যাওয়ানি] (বিশেষ্য) দেওয়ানের পদ কাজ বা অধিকার (১৭৫৬ খৃস্টাব্দ ইংরেজদের দেওয়ানি লাভের পূর্ব পর্যন্ত-মুঃ আবদুর রাজ্জাক; কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করেন-আনিস চৌধৃরী)। □ (বিশেষণ) বিষয়াদির অধিকার বা বিষয়াদি সম্বন্ধীয় যা ফৌজদারি বা অপরাধমূলক ঘটনা সম্পর্কিত নয়; civil (দেওয়ানি আদালত)। দেওয়ানি মামলা/মোকদ্দমা (বিশেষ্য) বিষয়সম্পত্তি সম্বন্ধীয় মামলা। {(ফারসি) দীরানী}
  • Bengali Word দেওয়ানো Bengali definition [দ্যাওয়ানো] (ক্রিয়া) ১ অন্যের দ্বারা প্রদান করা অর্পণ করানো (টাকাটা কাউকে দিয়ে দেওয়ানো)। ২ সম্পন্ন, সম্পাদন বা সমাধা করানো (কাজ করিয়ে দেওয়ানো)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {দেওয়া+আনো}
  • Bengali Word দেওয়াল Bengali definition ⇒ দেয়াল
  • Bengali Word দেওয়ালি, দেওয়ালী, দেয়ালি Bengali definition [দ্যাওয়ালি, দ্যাওয়ালী, দেয়ালি] (বিশেষ্য) দীপাবলি; দীপান্বিতার উৎসব (আঙিনাতে জ্বাল্‌রে তোরা অরুণ দেয়ালী-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) দীপালোকে শোভিত; প্রদীপযুক্ত (দেওয়ালি উৎসব)। দেওয়ালি পোকা, দেওয়ালিমক্ষী (বিশেষ্য) দেওয়ালির সময়ে আলোতে পড়ে পুড়ে মরে এমন পতঙ্গ বা পোকাবিশেষ; শ্যামা পোকা (দেয়ালি মক্ষীরা প্রেমের গুঞ্জন শত হৃদয় আলোর পাশে ঘোরে বর্ষকাল-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) দীপাবলী>দীপালি>দেওয়ালি>}
  • Bengali Word দেক Bengali definition [দ্যাখ্‌] (ক্রিয়া) দর্শন করা। □ (অব্যয়) মনোযোগ আকর্ষণ ভয়প্রদর্শন সতর্কীকরণ ইত্যাদিসূচক সম্বোধন (দেখ, ভাল হবে না বলছি)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌>(প্রাকৃত) দেক্‌খ>√দেখ্‌}
  • Bengali Word দেখতা Bengali definition [দ্যাখ্‌তা] (বিশেষণ) ১ দেখা গিয়েছে এমন; দৃষ্ট। ২ প্রত্যক্ষে ঘটেছে এমন (আমার দেখতা কত কিছু ঘটে গেল)। □ (ক্রিয়াবিশেষণ) সমসাময়িক; চোখের সম্মুখে (আমাদের দেখতা সে বড় হল)। {√দেখ্‌+তা}
  • Bengali Word দেখন Bengali definition [দ্যাখোন্‌] (বিশেষ্য) দর্শন; দেখা; দেখামাত্র। {√দেক্‌+অন}
  • Bengali Word দেখন-হাসি Bengali definition [দ্যাখোন্‌হাশি] (বিশেষণ) দেখা হলেই হাসে এমন। ২ দেখলে মনে আনন্দ হয় এবং মুখে হাসি ফোটে এমন (চোখে ওর বন্ধুতার হাসি মাখা দেখন হাসি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □ (বিশেষ্য) হাস্যময়ী সখী যাকে দেখলে মনে আনন্দ হয় এবং মুখে হাসি ফোটে। {দেখন+হাসি}
  • Bengali Word দেখা Bengali definition [দ্যাখা] (ক্রিয়া) ১ দর্শন করা; চোখে পড়া (চাঁদ দেখা)। ২ দৃষ্টিপাত করা; তাকানো; চাওয়া (অন্যদিকে দেখা)। ৩ তত্ত্ব নেওয়া; তত্ত্বাবধান করা। ৪ সেবা শুশ্রূষা করা (রোগীকে দেখার মতো লোক নেই)। ৫ চিকিৎসা করা (তোমাকে কোন ডাক্তার দেখছে?)। ৬ অভিজ্ঞতা থাকা; প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (এ বয়সে কতো দেখেছি)। ৭ পরীক্ষা বা পর্যবেক্ষণ করা; বিচার-বিবেচনা করা (নাড়ি দেখা, অবস্থা দেখা)। ৮ বিলম্ব করা; অপেক্ষা করা (দেখো কী হয়)। ৯ খুঁজে বের করা; সন্ধান নেওয়া (বাসা দেখা, গাড়ি দেখা)। ১০ চেষ্টা করা (আর দেখে কী হবে?)। ১১ জব্দ করা; হুমকি দেওয়া; ভয় দেখানো; চোখ রাঙানো (তোমাকে দেখে নেব)। ১২ স্থির করা; বোঝা; সিন্ধান্তে আসা (ভেবে দেখো এ কাজ পারবে কিনা)। ১৩ সাবধান হওয়া (দেখো ভুল যেন না হয়)। ১৪ উপভোগ করা (খেলা দেখা)। ১৫ অনুসরন করা; অবলম্বন করা (গুরুর পথ দেখা)। ১৬ পাঠ করা (খবরের কাগজ দেখা)। ১৭ সাক্ষাৎ করা (একবার ওকে দেখে যাও)। ১৮ ধারণা করা (এ তো দেকছি আস্ত গাধা)। ১৯ দর্শন; সাক্ষাৎ (দেখা পাওয়া, চোখের দেখা)। □ (বিশেষণ) দৃষ্ট (দেখা জিনিস)। দেখই ((ব্রজবুলি)) (ক্রিয়া) দেখে। দেখতে না দেখতে-অত্যন্ত অল্প সময়ের মধ্যে; অতি দ্রুত। দেখব ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) ১ দেখব। ২ দেখবে। দেখবি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) ১ দেখবে। ২ দেখবি। দেখ-ভাল করা (ক্রিয়া) অনুসন্ধান করা; উত্তমরূপে দেখা; খোঁজখবর করা। দেখ-মার করা (ক্রিয়া) দেখতে পেলেই প্রহার করা। দেখলি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখলে। দেখলু, দেখলু ((মধ্যযুগীয় বাংলা)) দেখলাম। দেখিয়ে/দেখাইয়া দেওয়া (ক্রিয়া) ১ শেখানো; বাতলিয়ে দেওয়া; পড়া দেখিয়ে দেওয়া; পথ দেখিয়ে দেওয়া। ২ জব্দ করা; ভীতি প্রদর্শন করা। (আমাকে মারলে দেখিয়ে দেবো)। দেখাদেখি (বিশেষ্য) ১ পরস্পর দেখা-সাক্ষাৎ। ২ পরস্পর অনুকরণ (পরীক্ষার হলে খাতা দেখাদেখি করো না)। □ (ক্রিয়াবিশেষণ) অনুকরণে; নকলে (ওর দেখাদেখি তুমিও একাজ করলে)। দেখানো (ক্রিয়া) প্রদর্শন করা; অন্যের দৃষ্টি আকর্ষণ করা (কাপড়টা ওকে দেখাও)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। দেখায়লি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখালে (হসইতে কব তুঁহু দর্শন দেখায়লি-বিদ্যাপতি)। দেখায়সি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখাও। দেখাশুনা, দেখাশোনা (বিশেষ্য) ১ তত্ত্বাবধান; খোঁজখবর। ২ দেখা-সাক্ষাৎ। দেখা-সাক্ষাৎ (বিশেষ্য) পরস্পর সাক্ষাৎ ও আলাপ। দেখতে/দেখিতে (ক্রিয়াবিশেষণ) নিমেষের মধ্যে; অল্প সময়ের মধ্যে; চোখের সম্মুখে। দেখিল ((মধ্যযুগীয় বাংলা)), দেখিলুঁ ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখলাম (আহ্মে দেখিলুঁ বড়ায়ি-বড়ু চণ্ডীদাস; শ্যামেরে দেখিলুঁ যাইয়া-জয়দেব)। দেখে নেওয়া (ক্রিয়া) প্রতিশোধ নেওয়ার ভয় দেখানো। চোখের দেখা ⇒ চোখ। লোক দেখানো ⇒ লোক। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌>√দেখ্‌+আ}
  • Bengali Word দেখিআঁ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দেখিয়াঁ] (অব্যয়) অপেক্ষা; চেয়ে (আমাকে দেখিআঁ তোহ্ম অধিক রূপসী-বড়ু চণ্ডীদাস) {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌>√দেখ্‌>}
  • Bengali Word দেগজা Bengali definition [দেগজা] (বিশেষ্য) বাংলার মধ্যযুগে প্রণীত চরকায় তৈরি জামার কাপড়। {(তৎসম বা সংস্কৃত) সার্ধ+এক>দেড়>+গজ+আ}
  • Bengali Word দেছ Bengali definition [দেছো] (ক্রিয়া) দিয়েছ (অঞ্জলি দেছ রাজা সত্যেন্দ্র)। {দিয়াছ্‌>}
  • Bengali Word দেণ্ডারা Bengali definition [দেন্‌ডারা] (বিশেষ্য) ঢ্যাঁডারা; ঢাক ঢোল পিটিয়ে প্রচার বা বিজ্ঞাপন (নাক চুন কাটিয়া দেণ্ডারা দিব-দ্বিজ বংশীদাস)। {⇒ টেঁটরা}
  • Bengali Word দেদার Bengali definition [দেদার্‌] (বিশেষণ) প্রচুর; অনেক; এন্তার; বিস্তর (খুড় মনের সাধে দেদার ভুল লিখিয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(ফারসি) দীদরার; (ফারসি) দীদহরার}