Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দুষ্প্রসহ, দুষ্প্রসহনীয় Bengali definition [দুশ্‌প্রোশহো, দুস্‌প্রোসহনিয়ো] (বিশেষণ) অসহ্য; অসহনীয়; অত্যন্ত দুঃসহ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+প্রসহ, প্রসহনীয়}
  • Bengali Word দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ Bengali definition [দুশ্‌প্রাপ্‌পো, দুশ্‌প্রাপো] (বিশেষণ) দুর্লভ; সহজলভ্য নয় এমন (মনুষ্যবুদ্ধির কতদূর দুষ্প্রাপ্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। দুষ্প্রাপ্যতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) দু+প্র+√আপ্‌+অ(খল্‌)}
  • Bengali Word দুস Bengali definition = দুঃ
  • Bengali Word দুসর ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দুসর্‌] (বিশেষণ) দোসর; সঙ্গী। {(তুলনীয়) (হিন্দি) দুসর}
  • Bengali Word দুসরা Bengali definition ⇒ দোসরা
  • Bengali Word দুসলি ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দুশোলি] (বিশেষ্য) লাঙলের ছিদ্রে দেওয়ার গোঁজকাঠি (দুদিগে দুসলি দিআ জআলে কৈল বিন্ধা-শূন্যপুরাণ)। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>+শলাকা>}
  • Bengali Word দুসুতি, দোসুতি, দোসূতী Bengali definition [দুশুতি, দোসুতি, দোসূতি] (বিশেষ্য) দেহারা (ডবল) সুতায় বোনা বস্ত্র বা চাদর। {দুই> সুতা>}
  • Bengali Word দুস্তর Bengali definition [দুস্‌তর্‌] (বিশেষণ) ১ দুর্লঙ্ঘ্য; পার হওয়া কঠিন এমন (দুর্গম গিরি কান্তার মরু পারাবার হে-কাজী নজরুল ইসলাম)। ২ প্রচুর; অনেক (বাড়ীর আগে ফুট্টা রইছে কেতকী দুস্তর-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√তৃ…+অ(খল্‌)}
  • Bengali Word দুস্তি Bengali definition = দোস্তি
  • Bengali Word দুস্ত্যজ Bengali definition [দুস্‌তজ্‌] (বিশেষণ) ত্যাগ করা কঠিন এমন; দুঃখে ত্যাজ্য। {দুঃ+√ত্যজ্‌+অ(খল্‌)}
  • Bengali Word দুস্থ, দুস্থিত, দুস্থিতি Bengali definition = দুঃস্থ
  • Bengali Word দুহা ১, দুহাঁ Bengali definition ⇒ দুঁহ
  • Bengali Word দুহাকার Bengali definition ⇒ দোঁহা
  • Bengali Word দুহাতিয়া Bengali definition ⇒ দু
  • Bengali Word দুহান ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দুহান্‌] (বিশেষণ) দ্বিধাবিভক্ত; দুই জনের (দু’খান শরীর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>+স্থান>হান}
  • Bengali Word দুহারা Bengali definition = দোহারা
  • Bengali Word দুহি Bengali definition [দুহি] (বিশেষ্য) দু; দুই। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>দু}
  • Bengali Word দুহিতা Bengali definition [দুহিতা] (বিশেষ্য) মেয়ে; কন্যা; তনয়া; নন্দিনী। {(তৎসম বা সংস্কৃত) √দুহ্‌+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word দুহু, দুহুঁ Bengali definition ⇒ দুঁহ
  • Bengali Word দুহ্য Bengali definition ⇒ দোহন
  • Bengali Word দুহ্যমান Bengali definition [দুজ্‌ঝোমান্‌] (বিশেষণ) দোহন করা হচ্ছে এমন। এ, ম দুহ্যমানা স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) √দুহ্‌+মান(শানচ্‌)}
  • Bengali Word দুৎ Bengali definition ⇒ ধুৎ
  • Bengali Word দুড়দুড়, দুড়দাড়, দুদ্দাড় Bengali definition [দুড়্‌দুড়্‌, দুড়দাড়্‌, দুদ্‌দাড়্‌] (অব্যয়) দৌড় বা দ্রুত পদক্ষেপের শব্দ; মেঘগর্জন; ক্রমাগত প্রহার ও ভয়াদি হেতু হৃৎপিণ্ডের প্রবল স্পন্দনজাত শব্দ (চটির মায়া ছেড়ে দুড়দুড় করে সিঁড়ি নামা .....-সুকুমার রায়; দোকানীরা দুদ্দাড় করে দরজা জানালা বন্ধ করছে-সৈয়দ মুজতবা আলী)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word দুড়া Bengali definition [দুড়া] (বিশেষ্য) কচ্ছপ (পাত্র কহে মহারাজ যে না শুনে কথা যেমন দেখিল দুড়া দেখে সে সর্বথা-হেয়াত মাহমুদ)। {(প্রাচীন বাংলা) দুলি>}
  • Bengali Word দুড়ুম Bengali definition [দুড়ুম] (অব্যয়) ১ বন্দুকের গুলি প্রভৃতির শব্দ। ২ ভারী বস্তুর পতনের শব্দ। দুড়ুম দুড়ুম (অব্যয়) ক্রমাগত বন্দুক বা কামান ছোড়ার আওয়াজ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word দুয়জ, দুঅজ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দুয়জ্‌] (বিশেষণ) ১ দ্বিতীয় (দুয়জ পহরে মো চিন্তিলো একসরী-বড়ু চণ্ডীদাস)। ২ দ্বিগুণ (তাহার ‍দুঅজ আর গজমুতী হার-বড়ু চণ্ডীদাস)। (সর্বনাম) উভয় (দুয়জে লেখিল পত্র-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>}
  • Bengali Word দুয়া, দুয়ো Bengali definition [দুয়া, দুয়ো] (বিশেষণ) ভাগ্যহীনা; দুর্ভাগ্য; স্বামীর সোহাগ বঞ্চিতা। {(তৎসম বা সংস্কৃত) দুর্ভগা>(প্রাকৃত) দুহআ>}
  • Bengali Word দুয়াদশ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দুয়াদশ্‌] (বিশেষণ) দ্বাদশ; বারো (দোয়াদশ দণ্ড-ময়নামতীর গান)। {(তৎসম বা সংস্কৃত) দ্বাদশ>}
  • Bengali Word দুয়াপতি Bengali definition [দুয়াপোতি] (বিশেষ্য) দাবা বা সতরঞ্চ খেলা যাতে দুই পক্ষেই হাতি, নৌকা, ঘোড়া, বড়ে ইত্যাদি সমান সংখ্যায় থাকে (পাঁচকন্যা দুয়াপতি খেলা-ময়নামতীর গান)। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>দুয়া+(তৎসম বা সংস্কৃত) পট্ট>পাতি>পতি}
  • Bengali Word দুয়ার, দোর, দুয়োর Bengali definition [দুয়ার্‌, দোর্‌, দুয়োর্‌] (বিশেষ্য) ১ দরজা; দ্বার। ২ বাড়ির ফটক (হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এ বাড়ি ঢুকিল না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। দুয়ারি, দুয়ারী (বিশেষ্য) ১ দৌবারিক; দ্বারী; দ্বাররক্ষক; দারোয়ান (দ্বিরদ নির্মিত দ্বারে দুয়ারী দ্বিরদ-মাইকেল মধুষূদন দত্ত)। ২ দ্বারযুক্ত (হাজার দুয়ারি)। দুয়ারে কাঁটা দেওয়া (ক্রিয়া) প্রবেশ পথ বন্ধ করা (তর ঘরে আসিলে দুয়ারে দিও কাঁটা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দুয়ারে হাতি বাঁধা (ক্রিয়া) খুব অর্থশালী হওয়া। {(তৎসম বা সংস্কৃত) দ্বার>}