Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চৈতি, চৈতী Bengali definition চৈত
  • Bengali Word চৈত্ত্য, চৈত্তিক Bengali definition [চোইত্‌তো, চোইত্‌তিক্‌] (বিশেষণ) চিত্তসম্পর্কীয়। {(তৎসম বা সংস্কৃত) চিত্ত+য(যৎ)}
  • Bengali Word চৈত্য ১ Bengali definition [চোইত্‌তো] (বিশেষ্য) ১ যে স্থানে পূজা বা যজ্ঞ করা হয়। ২ বেদি। ৩ বৌদ্ধ মঠ; বুদ্ধমন্দির; বৌদ্ধ বিহার (মন্দির গোপুর চৈত্যের বীথি!-সত্যেন্দ্রনাথ দত্ত)। চৈত্যপাল (বিশেষ্য) চৈত্যের অধ্যক্ষ; বৌদ্ধ মঠের প্রধান। চৈত্যবৃক্ষ (বিশেষ্য) মঠ বা মন্দিরে জাত বৌদ্ধদের পূজ্য বৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) √চি+যৎ(ক্যপ্‌)=চিত্য+অ(অণ্‌)}
  • Bengali Word চৈত্য ২ Bengali definition [চোইত্‌তো] (বিশেষণ) চিতাসম্পর্কিত। □(বিশেষ্য) শ্মশানের নিকটস্থ বৌদ্ধদের পূজ্য বৃক্ষ। চৈতী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চিতা+য(যৎ)}
  • Bengali Word চৈত্র, চৈত্রিক Bengali definition [চোইত্‌ত্রো, চোইত্‌ত্রিক্‌] (বিশেষ্য) বাংলা সনের যক্ষপুরীর প্রমোদকানন। চৈত্রাবলি (বিশেষ্য) চৈত্র পূর্ণিমা। {(তৎসম বা সংস্কৃত) চিত্রা+অ(অণ্‌)>চৈত্র; চৈত্র+ইক(ঠক্‌)}
  • Bengali Word চৈত্রসংক্রান্তি Bengali definition [চোইত্‌ত্রোশঙ্‌ক্রান্‌তি] (বিশেষ্য) চৈত্র মাসের শেষ দিন-এই দিনে বাঙালি হিন্দুরো শিরেব পূজা করে এবং এ উপলক্ষে বিভিন্ন ধরনের উৎসব-অনুষ্ঠান ও মেলা হয়। {(তৎসম বা সংস্কৃত) চৈত্র+সংক্রান্তি}
  • Bengali Word চৈত্রী Bengali definition [চোইত্‌ত্রি] (বিশেষ্য) চিত্রা নামক নক্ষত্রযুক্ত পূর্ণিমা; চৈত্র মাসের পূর্ণিমা তিথি। {(তৎসম বা সংস্কৃত) চৈত্র+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word চৈন ১, চৈনিক, চৈনেয় Bengali definition [চোইনো, চোইনিক, চোইনেয়ো] (বিশেষণ) ১ চীনদেশসম্পর্কিত। ২ চীন দেশবাসী; চীনা (ভারতবর্ষীয়েরা যে চৈনিকদিগের নিকট হইতে এ কথা পাইয়াছিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ চীনদেশে জাত। ৪ চীনদেশীয়। চৈনী, চৈনিকী, চৈনেয়ী (স্ত্রীলিঙ্গ)। চৈনযূষ (বিশেষ্য) চা দুধ ও চিনি মিশ্রিত চা-পাতার ক্বাথ বা নির্যাস (তোমার সুমিষ্ট চৈনিক যূষ পরিত্যাগ করিয়া এই তিক্ত বিষয়ের আলোচনা কি লভ্য-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) চীন+অ(অণ্‌), ইক(ঠক্‌), এ র(ঢক্‌)}
  • Bengali Word চৈন ২ Bengali definition চয়েন
  • Bengali Word চোঁ Bengali definition [চোঁ] (অব্যয়) বেগ বা শোষকসূচক শব্দ (চোঁ করে দুধ খাওয়া)। চো করে/করিয়ে (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) খুব দ্রুতগতিতে (চোঁ করে চলে গেল)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word চোঁ-চোঁ, চুঁ-চুঁ Bengali definition [চোঁচো, চুঁচুঁ] (অব্যয়) ক্রমাগত শোষণ; শুষে পান করার শব্দ। চোঁ-চোঁ করা (অব্যয়) ক্ষুধার আধিক্যসূচক (সকলের নাড়ি-ভূড়ি চুঁ-চুঁ করিতে লাগিল-আবুল মনসুর আহমদ)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word চোঁচ Bengali definition [চোঁচ্‌] (বিশেষ্য) ১ চঞ্চু (সরু পা লম্বা চোঁচ কিছুই বাদ যেত না বক রূপটির-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ বাঁশের ধারালো ত্বক; ছাল (চোঁচ দিয়ে নাড়ি কাটা)। চোঁচালো (বিশেষণ) ১ চোঁচযুক্ত। ২ চঞ্চুযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) চঞ্চু>}
  • Bengali Word চোঁচা Bengali definition [চোঁচা] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) একটানা; রুদ্ধশ্বাসে; অন্য কোনো দিকে না চেয়ে (চোঁচা দৌড়)। □(বিশেষ্য) খোসা; ছাল (আখের চোঁচা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word চোঁতা Bengali definition চোতা
  • Bengali Word চোঁয়া, চুঁয়া Bengali definition [চোঁয়া, চুঁয়া] (বিশেষণ) ১ দুধ তরকারি প্রভৃতি অল্প পোড়ার গন্ধবিশিষ্ট (চোঁয়া ব্যঞ্জন)। ২ অজীর্ণজনিত অল্প টক গন্ধযুক্ত (চোঁয়া ঢেঁকুর)। চোঁয়া চোঁয়া (বিশেষণ) কড়া কড়া; পোড় পোড়া (চোঁয়া চোঁয়া করে ভাজা উচ্ছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। চোঁয়ানো (ক্রিয়া) সামান্য পোড়ানো; সামান্য অম্লগন্ধ হওয়ানো। □(বিশেষ্য), (বিশেষণ) ঐ সকল অর্থে। {ধ্বন্যাত্মক; (তৎসম বা সংস্কৃত) চ্যুত)}
  • Bengali Word চোংগা Bengali definition চোঙ্গা
  • Bengali Word চোক ১ Bengali definition চৌক১
  • Bengali Word চোক ২ Bengali definition চোখা
  • Bengali Word চোক ৩ Bengali definition [চোক্‌] (বিশেষ্য) চক্ষু; চোখ (তোর চোক দু’গা খাই ক’ছিল)। {আঞ্চলিক; (তৎসম বা সংস্কৃত) চক্ষু>}
  • Bengali Word চোকরি Bengali definition [চোক্‌রি] (বিশেষ্য) যে প্রজাপতি কোয়া ফেটে বের হয়। {(তৎসম বা সংস্কৃত) চক্র>+রি}
  • Bengali Word চোকল ১, চোকলা ১, ছোকলা Bengali definition [চোকোল্‌, চোক্‌লা, ছোক্‌লা] (বিশেষ্য) শস্যের ছাল; গমের ভূষি। {(তৎসম বা সংস্কৃত) চোকল>; (তুলনীয়) (হিন্দি) চোকর}
  • Bengali Word চোকল ২ Bengali definition চোখল
  • Bengali Word চোকলা ২ Bengali definition [চোক্‌লা] (বিশেষ্য) ১ খোসা; আবরণ (আমের চোকলা)। ২ পাতলা টুকরা; চাকলা। চোকলা চোকলা (বিশেষণ) পাতলা টুকরা টুকরা (চোকলা চোকলা চামড়া ওঠা)। {(তৎসম বা সংস্কৃত) চোলক>}
  • Bengali Word চোকা ১ Bengali definition চুকা২
  • Bengali Word চোকা ২ Bengali definition চোখা
  • Bengali Word চোকানো Bengali definition চুকা২
  • Bengali Word চোখ Bengali definition [চোখ] (বিশেষ্য) ১ চক্ষু; দর্শনেন্দ্রিয় (দুই জোড়া চোখ পারাবত-সানাউল হক)। ২ দৃষ্টি; নজর। ৩ সুদৃষ্টি; অনুকূল নজর; খেয়াল (তাহার প্রতি আমার চোখ আছে)। ৪ লোলুপ দুষ্টি (অন্যের জিনিসে চোখ দেওয়া ভালো না)। ৫ বাঁশ আখ প্রভৃতির মূলে অঙ্কুরোদ্‌গমের স্থান। চোখ ওঠা, চোখ উঠা (বিশেষ্য) চোখের রোগবিশেষ; চক্ষুপ্রদাহ; ophthalmia। □(ক্রিয়া) চোখের রোগ হওয়া। চোখ কপালে তোলা (ক্রিয়া) বিস্মিত বা আতঙ্কগ্রস্ত হওয়া। চোখ কাটানো (ক্রিয়া) চিকিৎসক দ্বারা চোখের ছানি কাটানো। চোখ-কান খোলা (বিশেষণ) সতর্ক; সজাগ (চোখ কান খোলা থাকলেই তা আমাদের কাছে নিত্য প্রত্যক্ষ হয়ে ওঠে-প্রথম চৌধুরী)। □(বিশেষ্য) দৃষ্টি রাখা; দেখাশুনা। চোখ কান বুজে থাকা (ক্রিয়া) ১ না দেখা; না শোনা। ২ সব রকম দুঃখকষ্ট নীরবে সহ্য করা। চোখ খাওয়া, চোখের মাথা খাওয়া (ক্রিয়া) ১ মনোযোগ না থাকা। ২ চোখ বন্ধ হওয়া। চোখখাগি, চোখখাকি বিণ, (বিশেষ্য) বিচারবুদ্ধিহীনা নারী; অন্ধ নারী; কানি (চোখখাগি আবাগির বেটির-কাজী নজরুল ইসলাম)। চোখ খোলা (ক্রিয়া) ১ জাগা; জেগে ওঠা। ২ সাবধান হওয়া। ৩ জ্ঞান লাভ করা। ৪ চোখগালা (ক্রিয়া) চোখ নষ্ট করা; চোখের তারা তুলে ফেলা। চোখগেলো (বিশেষ্য) যে পাখির ডাককে ‘চোখ গেলো’ শব্দের মতো মনে হয়; যে বিশেষ প্রকার পাখি ঐভাবে ডাকে। চোখ ঘুরানো/ঘোরানো, চোখ পাকানো (ক্রিয়া) ১ চোখের তারা ঘুরানো বা পাকানো। ২ চতুর্দিকে ক্রুদ্ধভাবে তাকানো। চোখচড়ক গাছে ওঠা (ক্রিয়া) বিস্ময়ে চক্ষু বিস্ফোরিত হওয়া। চোখ চাওয়া (ক্রিয়া) ১ চোখ মেলা (সাধারণত ঘুমের বা মূর্ছিত হওয়ার পর)। ২ প্রসন্ন হওয়া। চোখ ছল ছল করা (ক্রিয়া) চোখে পানি দেখা দেওয়া; অবরুদ্ধ অশ্রুতে চক্ষু পুর্ণ হওয়া। চোখ ছাড়ানো (ক্রিয়া) প্রদাহযুক্ত চোখের পাতা পিচুটিতে বন্ধ হলে সেই পাতা খোলা। চোখ ছানাবড়া হওয়া (ক্রিয়া) বিস্ময়ে চোখ বড় হওয়া; অত্যন্ত বিস্মিত বা ভীত অবস্থা হওয়া। চোখ ঝলসানো (ক্রিয়া) ১ তীব্র আলোকে চোখ প্রায় বন্ধ হওয়া। ২ রূপে মুগ্ধ হওয়া। চোখ ঝাঁ ঝাঁ করা (ক্রিয়া) রৌদ্রকিরণে অথবা তীব্র আলোকে বোঝ ঝলসে যাওয়া। চোখ টাটানো (ক্রিয়া) ১ চোখে ব্যথা অনুভব করা। ২ ঈর্ষাযুক্ত হওয়া; অপরের উন্নতি ও সমৃদ্ধি দেখে কাতর হওয়া। চোখ টেপা (ক্রিয়া) অন্যে না দেখে সেভাবে চক্ষুভঙ্গি করে ইঙ্গিত করা; চোখের সাহায্যে ইশারা করা। চোখ ঠারা (ক্রিয়া) ১ ইঙ্গিতে প্রবোধ দেওয়া; মিথ্যা স্তোক দেওয়া (এর জন্য আমার চরম দুঃখে পেতে হয়েছে, তবু মনকে চোখ ঠারাতে পারিনি-কাজী নজরুল ইসলাম)। ২ চোখ টেপা; বক্র দৃষ্টিতে ইশারা করা। চোখ দেওয়া (ক্রিয়া) কুদৃষ্টি বা বদ নজর দেওয়া; ঈর্ষাপূর্ণ বা লোলুপ দৃষ্টি নিক্ষেপ করা। চোখ নাচা (ক্রিয়া) চোখের পাতা স্পন্দিত হওয়া এবং সাধারণ বিশ্বাসে তা দিয়ে মঙ্গল ও অমঙ্গল সূচিত হওয়া (প্রমীলার বামেতর নয়ন নাচিল-মাইকেল মধুসূদন দত্ত)। চোখ পড়া (ক্রিয়া) মনোযোগ আকৃষ্ট হওয়া; নজরে পড়ায় রীতিবিরুদ্ধ কিছু করার জন্য প্ররোচিত হওয়া। চোখ পাকানো (ক্রিয়া) ক্রোধে চোখের তারা ঘুরানো; রেগে চোখ ঘুরানো। চোখ ফুটানো (ক্রিয়া) ১ চোখ খুলে দেওয়া। ২ প্রকৃত বিষয় জানানো; সাবধান করে দেওয়া। চোখ ফোটা, চোখ ফুটা (ক্রিয়া) ১ জন্মের পর প্রথম চোখের পাতা খোলা (বিড়াল ছানার চোখ ফোটা)। ২ বুদ্ধি হওয়া; জ্ঞান লাভ করা। ৩ প্রকৃত বিষয় জানতে পারা। চোখ বড়/বড়ো করা (ক্রিয়া) বিস্মিত হওয়া। চোখ বিঁধুলি (বিশেষ্য), (বিশেষণ) কানা (কন্যা আছে চোখ বিধুঁলী, দিলাম তোমায় দান-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। চোখ বুজে থাকা (ক্রিয়া) ইচ্ছা করে না দেখা; ইচ্ছাপূর্বক উদাসীন থাকা। চোখ বুলানো, চোখ বোলানো (ক্রিয়া) কোনো জিনিস ভালো করে না দেখে উপর উপর দেখা; ভাসা ভাসা ভাবে দেখা বা পড়া। চোখ বোজা (ক্রিয়া) ১ মরা। ২ আমলে না আনা; প্রশ্রয় দেওয়া। চোখ মটকানো (ক্রিয়া) ইঙ্গিত করা; ইশারা করা। চোখ মারা (ক্রিয়া) এক চোখ বন্ধ করে গোপন কিছু ইঙ্গিত করা। চোখরাখা (ক্রিয়া) ১ সতর্ক থাকা ২ মনোযোগী হওয়া। ৩ তত্ত্বাবধান করা (কত দিকে আর চোখ রাখা যায়)। চোখ রাঙানো (ক্রিয়া) ১ ক্রোধে চোখ লাল করা। ২ ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করা। ৩ ক্রোধ প্রদর্শন করা; রাগ দেখানো। ৪ ভয় দেখানো। চোখ হওয়া (ক্রিয়া) ১ চোখ মেলা। ২ প্রসন্ন হওয়া। চোখাচোখি (বিশেষ্য) ১ সামনাসামনি উপস্থিতি। ২ চোখে চোখে পরস্পর দর্শন। চোখে আঙুল দিয়ে দেখানো (ক্রিয়া) প্রমাণ দিয়ে বোঝানো। চোখে চোখে কথা (বিশেষ্য) ইঙ্গিতে কথাবার্তা। চোখে চোখে রাখা (ক্রিয়া) ১ দৃষ্টি বহির্ভূত হতে না দেওয়া। ২ সজাগ দৃষ্টি রাখা; সতর্ক পাহারায় রাখা। চোখে ঠুলি দেওয়া (ক্রিয়া) ১ চোখে ঠুলি দিয়ে দৃষ্টি প্রতিহত করা। ২ না দেখা। ৩ (আলঙ্কারিক) উপেক্ষা করা; উদাসীন হওয়া। চোখে ধরা (ক্রিয়া) পছন্দ হওয়া। চোখে ধুনা দেওয়া, চোখে ধুলা দেওয়া (ক্রিয়া) ১ প্রকৃত তথ্য গোপন করে ফাঁকি দেওয়া। ২ ঠকানো; প্রতারণা করা। চোখে মুখে কথা বলা (ক্রিয়া) ১ বাচালতা করা। ২ বাকপটুতা করা। ৩ মনোভাব গোপন করার জন্য তাড়াতাড়ি কথা বলা। ৪ চালাকি দেখানো। চোখের চামড়া (বিশেষ্য) চক্ষুলজ্জা। চোখে দেখা (বিশেষ্য) ১ শুধু দর্শন লাভ। ২ শুধু ক্ষণিকের জন্য দেখা; ক্ষণিক দর্শন। চোখের নেশা (বিশেষ্য) ১ দেখবার জন্য প্রবল আকাঙ্খা। ২ কেবল দর্শনেই আনন্দ। চোখের পর্দা (বিশেষ্য) ১ চোখের পাতা। ২ লজ্জা। চোখের পর্দা নাই-নির্লজ্জ; বেহায়া। চোখের পলক (বিশেষ্য) ১ চোখের পাতার পতন। ২ নিমেষ; ক্ষণমাত্র; মুহুর্তকাল। চোখের পাতা (বিশেষ্য) চোখের উপরের চামড়া; নেত্রপল্লব। চোখের পানিতে নাকের পানিতে করা, চোখের জলে নাকের জলে করা (ক্রিয়া) ভোগানো; বিপর্যস্ত করা। চোখের বালি (বিশেষ্য) ১ চোখের পীড়াদায়ক জিনিস। ২ যাকে দেখলে ক্রোধ জন্মে; চক্ষুশূল। চোখের ভুল (বিশেষ্য) দৃষ্টিভ্রম; দেখার ভুল। চোখের মাথা খাওয়া (ক্রিয়া) দৃষ্টিহানি ঘটা; কানা বা অন্ধ হওয়া। চোখের সুখ (বিশেষ্য) প্রিয়দর্শন; দেখে আরাম। চোখে লঙ্কা বাটা দিয়ে কান্না (ক্রিয়া) ক্রন্দন; জোর করে কান্না। চোখে লাগা (ক্রিয়া) ১ চোখে ধরা। ২ বিসদৃশ মনে হওয়া; খারাপ লাগা। ৩ আলো সহ্য করতে না পারা। চোখে সরষে ফুল দেখা (ক্রিয়া) বিপদ আপদে পড়ে মাথা ঘুরে যাওয়া; দিশেহারা হওয়া; বুদ্ধি লোপ পাওয়া। চোখে সাঁতার পানি (বিশেষ্য) বেশি মায়াকান্না; মিথ্যা দেখে এমন; পক্ষপাতী। ২ অবিচারক; পক্ষপাতদুষ্ট। কটাচোখ, বিড়াল চোখ (বিশেষ্য) পীতাভ রঙের চোখ। কুঁচচোখ (বিশেষ্য) ক্ষুদ্র গোল চোখ। কুটুরে চোখ, কোটরে চোখ (বিশেষ্য) যে চোখ খোলের ভিতর ঢুকে গিয়েছে। ঘোলা চোখ (বিশেষ্য) যে চোখ পরিষ্কার নয়; ঘোলাটে চোখ। টানা চোখ, টানা চোখ (বিশেষ্য) আয়ত চক্ষু; দুই কানের দিকে প্রসারিত সৌন্দর্যময় চোখ। টেরা চোখ (বিশেষ্য) ১ যে চোখের দৃষ্টির গতি বক্র; যে চোখের দৃষ্টি সোজা নয় বাঁকা। ২ (আলঙ্কারিক) সব কিছুই যে চোখ বাঁকা দেখে; দোষদর্শী চোখ। টেরা চোখ, টেরা চোখো (বিশেষণ) ১ চোখ টেরা এমন; দৃষ্টি সোজা নয় এমন; বাঁকা। ২ (আলঙ্কারিক) সবকিছু বাঁকাভাবে গ্রহণ করে এমন; দোষদর্শী; কটু সমালোচক। পটোল চেরা চোখ (বিশেষ্য) পটোল লম্বাভাবে দুই ভাগ করলে যে রূপ দেখায় সেই রূপ প্রসারিত চক্ষু; সৌন্দর্যময় চোখ। পানসে চোখ (বিশেষ্য) ভাসা ভাসা ঈষৎ নীল আভা যুক্ত চক্ষু। ভালো চোখ (বিশেষ্য) ১ ব্যাধিহীন বা নীরোগ চোখ। ২ প্রসন্ন বা অনুকূল দৃষ্টি। ভালো চোখে চাওয়া, ভালো চোখে দেখা (ক্রিয়া) শুভ দৃষ্টি নিক্ষেপ করা; প্রীতিপর্ণ দৃষ্টিপাত করা; সুনজরে রাখা। মন্দদৃষ্টি (বিশেষ্য) ১ ‍কুদৃষ্টি; বিরূপ দৃষ্টি। ২ ঈর্ষাপূর্ণ অথবা লালসাপূর্ণ দৃষ্টি। রাঙা/রাঙ্গা চোখ, লাল চোখ (বিশেষ্য) ১ ক্রোধে বা নেশায় রক্তবর্ণ চক্ষু। ২ মোহাচ্ছন্ন দৃষ্টি। সাদা চোখ (বিশেষ্য) ১ স্বাভাবিক সহজ দৃষ্টি। ২ যে দৃষ্টি ক্রোধ বা নেশা দ্বারা প্রভাবান্বিত নয়। ৩ সংস্কারশূন্য দৃষ্টি বা মন। {(তৎসম বা সংস্কৃত) চক্ষুঃ>}
  • Bengali Word চোখল, চোকল Bengali definition [চোখোল্‌, চোকোল্‌] (বিশেষণ) ১ চোখবিশিষ্ট। ২ সব দিকে দৃষ্টি আছে এমন; চৌকস। ৩ চটপটে; চালাক-চতুর। {চোখ+আল্‌}
  • Bengali Word চোখা, চোকা Bengali definition [চোখা, চোকা] (বিশেষণ) ১ ধারালো; শাণিত; তীক্ষ্ম (চোখা চোখা মারে শর-কাজী দৌলত)। ২ তলিয়ে বুঝতে পারে এমন (চোখা বুদ্ধি)। ৩ বুদ্ধিমান ও চৌকস (চোখা লোক)। ৪ স্পষ্ট ও কড়া (কোন চোখা উত্তর যে দিইনি তার কারণ, ততখানি চোখা জর্মন আমি তখন জানতুম না-সৈয়দ মুজতবা আলী)। ৫ বিশুদ্ধ; খাঁটি; উত্তম (চোখা মাল)। ৬ তীব্র; মর্মভেদী (চোখা চোখা কথা)। চোখা কথা, চোখা চোখা বুলি (বিশেষ্য) তীব্র কটুবাক্য; মর্মভেদী কথা। চোখানো, চোখান (ক্রিয়া) শান দেওয়া; ধার করা; মুখ ছঁচালো করা। চোখালো, চোখাল (বিশেষণ) ১ তীক্ষ্ণ স্বাদবিশিষ্ট (চোখালো খাবার)। ২ তালাক; তুখড়; প্রগল্‌ভ (চোখালো লোক)। ৩ ধারালো (চোখালো কথা বা তীর)। মুখ চোখানো (ক্রিয়া) ১ শান দেওয়ার অনুকরণের জিহবা ওষ্ঠে বুলিয়ে কথা বলবার জন্য প্রস্তুত হওয়া। ২ খাবার জন্য লোভ করা। {(তৎসম বা সংস্কৃত) চোক্ষ>চোখ+আ; (তুলনীয়) (হিন্দি) চোখা}
  • Bengali Word চোগল, চোগলখোর Bengali definition চুগল