Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চুনুরী Bengali definition চুনুরি
  • Bengali Word চুনেন্দা Bengali definition চুনিন্দা
  • Bengali Word চুনো, চুনা Bengali definition [চুনো, চুনা] (বিশেষ্য) কালি শুকানোর জন্য চুলের পুটলি যা চোষ কাগজ যা ব্লটিং-এর কাজ করে (নায়ের নাকে চমশা দিয়ে দপ্তর খুলিয়া লিখিতেছে ও চুনো বুলাইতেছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>চুন+ও, আ}
  • Bengali Word চুনোট Bengali definition চুনট
  • Bengali Word চুন্নি Bengali definition [চুন্‌নি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) যে নারী চুরি করে। চুন্নিবিল্লি (বিশেষ্য) ১ চুরি করে ধরা পড়া অসহায় বিড়াল। ২ অপরাধ ধরা পড়ার পর উক্ত বিড়ালীর ন্যায় অসহায় অপরাধী ব্যক্তি (চুন্নী বিল্লীর মত মুখ করে সকলে বেরিয়ে গেল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চৌর>চোর+নি>}
  • Bengali Word চুপ ১ Bengali definition [চুপ্‌] (বিশেষণ) নিস্তব্ধ; নীরব; নিঃশব্দ (চুপ থাকা বা হওয়া)। □(অব্যয়) চুপ করার নির্দেশসূচক; চোপ। চুপকরা (ক্রিয়া) নীরব থাকা; কথা না বলা। চুপচাপ (বিশেষণ) নীরব; শব্দহীন; নিস্তব্ধ; নিশ্চেষ্ট; নিরুদ্যম (চুপচাপ পড়ে থাকা)। চুপটি (বিশেষণ) একেবারে নীলব; একদম চুপ। চুপটি করে, চুপটি মেরে (ক্রিয়া) (বিশেষণ) সম্পূর্ণ নীরবে। চুপ মারা (ক্রিয়া) স্বেচ্ছায় সম্পূর্ণ নীরব হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √চুপ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word চুপ ২ Bengali definition চোপ
  • Bengali Word চুপসা, চুপসানো, চুপসান Bengali definition চোপসা
  • Bengali Word চুপি Bengali definition [চুপি] (বিশেষ্য) নিস্তব্ধতা; নীরবতা; শব্দহীনতা। চুপিচাপি (ক্রিয়া) (বিশেষণ) কোনরূপ গোলযোগ না করে অন্যের অগোচরে বা অজান্তে (চুপিচাপি সরিয়া পড়া)। চুপি চুপি, চুপে চুপে (ক্রিয়া) (বিশেষণ) ১ ফিস ফিস করে (চুপি চুপি কথা বলা)। ২ অপরের অজ্ঞাতসারে বা অগোচরে (চুপি চুপি উঁকি মারা)। চুপি সারে (ক্রিয়াবিশেষণ) ১ চুপিচুপি। ২ প্রায় নিঃশব্দে। ৩ অপরের অজ্ঞাতসারে। {(তৎসম বা সংস্কৃত) √চুপ্‌>}
  • Bengali Word চুপড়ি, চুবড়ি Bengali definition [চুপ্‌ড়ি, চুব্‌ড়ি] (বিশেষ্য) ছোট চুড়ি; ক্ষুদ্র ধামা (জেলে সে মাছ চুপড়ির মধ্যেই ভরে-সৈও)। {(তুলনীয়) (হিন্দি) ছবড়া}
  • Bengali Word চুবনো, চুবানো, চোবানো Bengali definition [চুবোনো, চুবানো, চোবানো] (ক্রিয়া) পানি বা অন্য কোনো তরল পদার্থে নিমজ্জিত করা। চুবনি, চুবানি, চোবানি (বিশেষ্য) পানিতে চোবানো; ডুবিয়ে রাখন; নিমজ্জন; নিমজ্জিতকরণ। নাকানি-চোবানি, নাকানি-চুবানি (বিশেষ্য) প্রচুর নির্যাতন ভোগ; অশেষ লাঞ্ছনা। {√চুব্‌+অনো, আনো; (তুলনীয়) (হিন্দি) চুবানা>}
  • Bengali Word চুবা, চোবা Bengali definition [চুবা, চোবা] (ক্রিয়া) পানি অন্য কোনো তরলে নিমজ্জিত করা (নদীতে চুবায়-কৃষ্ণদাস কবিরাজ)। চুবাচুবি (বিশেষ্য) পরস্পরকে চুবানো। {(তৎসম বা সংস্কৃত) √চুব্‌+আ}
  • Bengali Word চুবড়ি Bengali definition চুপড়ি
  • Bengali Word চুম Bengali definition [চুম্‌] (বিশেষ্য) ওষ্ঠাধর দ্বারা স্পর্শ; চুমা; চুম্বন (হেরিনু স্বপনে কে যেন আসিয়া নয়নে আমার বুলায় চুম-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চুম্বন>}
  • Bengali Word চুমকি ১ Bengali definition [চুম্‌কি] (বিশেষ্য) সোনা রুপা ইত্যাদির উজ্জল ছোট ছোট চাকতি পাত বা বুটি। □(বিশেষণ) ছোট ছোট বুটির মতো (তারার চুমকি)। {(তৎসম বা সংস্কৃত) চমৎকার>(প্রাকৃত) চমক্ক>চুমকি; (তুলনীয়) (হিন্দি) চমকী}
  • Bengali Word চুমকি ২ Bengali definition [চুম্‌কি] (বিশেষণ) ১ চুমুক দিয়ে পানের যোগ্য। ২ ক্ষুদ্র। চুমকিঘটি (বিশেষ্য) ক্ষুদ্র ঘটি যা থেকে চুমুক দিয়ে পানি পান করা যায়। {(তৎসম বা সংস্কৃত) √চুম্ব>}
  • Bengali Word চুমকুড়ি, চুমকুড়ী Bengali definition [চুম্‌কুড়ি] (বিশেষ্য) ওষ্ঠদ্বয় সঙ্কুচিত করে চুম্বনের ন্যায় ধ্বনি (পিকবধূ সব টিট্‌কিরি দেয় বুলবুলি চুমকুড়ি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চুম্বকৃতি}
  • Bengali Word চুমরানো, চোমরানো Bengali definition [চুম্‌রানো, চোম্‌রানো] (ক্রিয়া) মিথ্যা প্রশংসা দ্বারা গর্বস্ফীত করা। □(বিশেষ্য) পাকানো (গোঁফ চুমরানো)। চুমরে কাজ হাসিল করা (ক্রিয়া) কথায় ভুলিয়ে কাজ আদায় করা। {√চুমরা+আনো}
  • Bengali Word চুমরি, চুমুরি, চুমুরী Bengali definition [চুম্‌রি, চুমুরি, চুমুরি] (বিশেষ্য) নারকেল খেজুর ইত্যাদি গাছের পুষ্পকোষ। {(তৎসম বা সংস্কৃত) চামর>(চামরের মতো বের হয়, এজন্যে)}
  • Bengali Word চুমা, চুমু, চুমো Bengali definition [চুমা, চুমু, চুমো] (বিশেষ্য) চুম্বন (চুমা খাওযা, চুমা দেওয়া)। চুমাচুমি (বিশেষ্য) একে অন্যকে চুম্বন। {(তৎসম বা সংস্কৃত) চুম্ব>}
  • Bengali Word চুমুক Bengali definition [চুমুক্‌] (বিশেষ্য) পাত্রে ঠোঁট লাগিয়ে তরল পদার্থ পান (চুমুক দেওয়া, এক চুমুকে খাওয়া)। □(বিশেষণ) অল্প পরিমাণ; এক চুমুকে যতটা পান করা সম্ভব ততটা (এক এক চুমুকে রক্ত শুকিয়ে যায়-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √চুম্ব্‌>√চুম্‌+উক}
  • Bengali Word চুম্ব, ‍চুম্বন Bengali definition [চুম্‌বো, চুম্‌বন্‌] (বিশেষ্য) অধরোষ্ঠ দিয়ে স্পর্শ; ঠোঁট দিয়ে ছোঁয়া; চুমু; চুমা। চুম্বই ((ব্রজবুলি)) (ক্রিয়া) চুম্বন করে। চুম্বিত (বিশেষণ) ১ কোনো বস্তু বা ব্যক্তিকে চুম্বন করা হয়েছে এমন। ২ সম্মিলিত; সংলিপ্ত; স্পষ্ট (আকাশ-চুম্বিত)। চুম্বী (-ম্বিন্‌) (বিশেষ্য) ১ চুম্বনকারী; স্পর্শকারী; স্পর্শী (আকাশচুম্বী)। ২ স্নেহ, প্রীতি, অনুরাগ, আদর, সম্মান, শ্রদ্ধা, প্রেম ও কাম-এর কায়িক অভিব্যক্তি হচ্ছে ‘চুম্বন’ ক্রিয়া। {(তৎসম বা সংস্কৃত) √চুম্ব+অ(ঘৃঞ)>চুম্ব; √চুম্ব+অন(ল্যুট্‌)}
  • Bengali Word চুম্বক Bengali definition [চুম্‌বক] (বিশেষ্য) ১ লোহা আকর্ষণকারী পদার্থ; অংস্কান্ত মণি; magnet। ২ যে চুম্বন করে; চুম্বনকারী। ৩ সংক্ষিপ্তসার; summary; gist। চুম্বকশলাকা (বিশেষ্য) লোহ আকর্ষণকারী অয়স্কান্ত মণির কাঁটা। {(তৎসম বা সংস্কৃত) √চুম্ব্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word চুম্বকন Bengali definition [চুম্‌বকন্‌] (বিশেষ্য) কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করার পদ্ধতি; magnetization (কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করার পদ্ধতিকে চুম্বকন বলা হয়-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {পরি,; (তৎসম বা সংস্কৃত) চুম্বক+(বাংলা) অন}
  • Bengali Word চুম্বন, চুম্বিত, চুম্বী Bengali definition ‍চুম্ব
  • Bengali Word চুর, চূর Bengali definition [চুর্‌] (বিশেষ্য) গুঁড়া; চূর্ণ; খণ্ড খণ্ড। □(বিশেষণ) ১ বিহ্বল; নেশাগ্রস্ত; হতজ্ঞান (আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর-কাজী নজরুল ইসলাম)। ২ চূর্ণ; বিনষ্ট; বিধ্বস্ত (সকলি করেছ চুর-রসে)। চুরচুরে (বিশেষণ) বিহ্বলকারী; বিবশকারী। চুরমার (বিশেষণ) সম্পূর্ণ চূর্ণ ও বিনষ্ট। আমচুর (বিশেষ্য) ফালি করা কাঁচা আম শুকিয়ে প্রস্তুত অম্লস্বাদ খাদ্যবিশেষ; আমসি। খইচুর (বিশেষ্য) চিনির রসে পাক করা খইয়ের মোয়া বা নাড়ু। ভাংচুর করা (ক্রিয়া) ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলা। মতিচুর (বিশেষ্য) এক প্রকার মিঠাই। রতনচুর (বিশেষ্য) হাতের বালাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চুর্ণ>}
  • Bengali Word চুরট, চুরুটিকা Bengali definition চুরুট
  • Bengali Word চুরনি, চুরুনী Bengali definition চোরনি
  • Bengali Word চুরা Bengali definition [চুরা] (ক্রিয়া) চূর্ণ করা; গুঁড়া করা। {(তৎসম বা সংস্কৃত) √চূর্ণ>(বাংলা) √চুর্‌+আ}
  • Bengali Word চুরানব্বই Bengali definition [চুরানব্‌বোই] (বিশেষ্য), (বিশেষণ) ৯৪ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) চতুর্নবতি>(প্রাকৃত) চউণউই}