Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চুঁয়া ২ Bengali definition চোঁয়া
  • Bengali Word চুওয়াল Bengali definition [চুয়োয়াল্‌] (বিশেষ্য) যারা মদ চুয়ায়; শুঁড়ি। {(হিন্দি) চুয়া+ওয়াল}
  • Bengali Word চুক Bengali definition [চুক্‌] (বিশেষ্য) ১ ক্রটি; বিচ্যুতি (দাদা, বড় চুক হইয়া গিয়াছে মাফ করো ভাই-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ ভ্রান্তি বা বিস্মৃতিজনিত ভুল। ভুলচুক (বিশেষ্য) ভুলক্রটি; ভ্রমপ্রমাদ; ভুলভ্রান্তি (ভুলচুক মানুষের হয়েই থাকে)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রংশ>(প্রাকৃত) চুক্ক>; (তুলনীয়) (হিন্দি) চুক্‌}
  • Bengali Word চুকচুক Bengali definition [চুকচুক] (অব্যয়) জিভ দিয়ে ধীরে ধীরে তরল পদার্থ পান করার কোমল শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word চুকলি Bengali definition চুগল
  • Bengali Word চুকা ১, চুকো Bengali definition [চুকা, চুকো] (বিশেষণ) অম্লস্বাদ; টক। {(তৎসম বা সংস্কৃত) চুক্র>}
  • Bengali Word চুকা ২, চোকা Bengali definition [চুকা, চোকা] (ক্রিয়া) ১ শেষ বা অবসিত হওয়া; মিটানো; মিটে যাওয়া (অতিপুরাকালেও এইসব তর্ক উঠে চুকেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ সমাপ্ত করা (ঘরের শিল্প আজ ঘরেই ফিরেছে পরের কাজ চুকিয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ গ্রাহ্য বা মান্য বা ভয় করা (কাহাকেও চুকি না)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। [√চুক্‌+আ; (তুলনীয়) (হিন্দি) চুক}
  • Bengali Word চুকানো, চোকানো Bengali definition [চুকানো, চোকানো] (ক্রিয়া) ১ শেষ করা বা মিটিয়ে দেওয়া। ২ শোধ বা প্রত্যর্পণ করা। □(বিশেষ্য), (বিশেষণ) ঐ সমস্ত অর্থে। {√চুক্‌+আনো}
  • Bengali Word চুক্তি Bengali definition [চুক্‌তি] (বিশেষ্য) ১ শর্ত; agreement (চুক্তিতে কাজ করা)। ২ মিটমাট (বিবদমান দুই পক্ষ এই শর্তে চুক্তি করল যে …)। ৩ সমাধা। চুক্তিনামা, চুক্তিপত্র (বিশেষ্য) শর্তযুক্ত দলিল। {√চুক্‌+তি; (তুলনীয়) (হিন্দি) চুকতা}
  • Bengali Word চুগল, চোগল, চুকলি Bengali definition [চুগোল্‌, চোগোল্‌, চুক্‌লি] (বিশেষ্য) আসাক্ষাতে বা আড়ালে নিন্দা বা অপবাদ দান; অন্যের নামে কারো নিকট লাগানো (কলিকাতায় লোক গুণ দেখে না, কেবল বিষয় খোঁজে, না আমি চুকলি কচ্চিনে-দীনবন্ধু মিত্র)। চুগলখোর (বিশেষ্য) যে ব্যক্তি আড়ালে নিন্দা করে (দুই পক্ষেই চোগলখোর গুপ্ত সন্ধানী আছে-মীর মশাররফ হোসেন)। চুগলখোরি, চোগলখোরি বিণ। {(ফারসি) চুগল}
  • Bengali Word চুঙ্গি ১, চিঙ্গী ২, ‍চুঙ্গি ৩ Bengali definition [চুঙ্‌গি, চুঙ্‌গি, চুঙি] (বিশেষ্য) মালের আমদানি ও রপ্তানির উপর ধার্য শুল্ক। {(হিন্দি) চুংগী}
  • Bengali Word চুচুক, চূচুক Bengali definition [চুচুক্‌] (বিশেষ্য) ১ চূড়া; শীর্ষ। ২ স্তনবৃন্ত; স্তনের বোঁটা। {(তৎসম বা সংস্কৃত) √চুষ্‌+ক; ধ্বন্যাত্মক, স্তন্য পানকালে চু চু ধ্বনি থেকে উৎপন্ন}
  • Bengali Word চুচুকৃতি Bengali definition [চুচুক্‌কৃতি] (বিশেষ্য) ১ চোষণ; তরল পদার্থ পান করার চুকচুক ধ্বনি। ২ চুম্বনের শব্দ। ৩ স্তনবৃন্ত; স্তনের বোঁটা। {(তৎসম বা সংস্কৃত) চুচু+কৃ+তি(ক্তি)}
  • Bengali Word চুঞ্চু Bengali definition [চুন্‌চু] (বিশেষণ) বিখ্যাত; প্রসিদ্ধ (ন্যায়চুঞ্চু, চিদ্যাচুঞ্চু)। {(তৎসম বা সংস্কৃত) তদ্ধিত প্রত্যয়বিশেষ, যা অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে ‘খ্যাত বা প্রসিদ্ধ’ অর্থ জ্ঞাপক বিশেষণ তৈরি করে}
  • Bengali Word চুটকি ১, চুটকী Bengali definition [চুট্‌কি] (বিশেষ্য) ১ পায়ের আঙুলে পরবার ঝুমকাযুক্ত আংটি (তোমার চরণে চুটকি হয়ে পড়ে আছি-দীনবন্ধু মিত্র)। ২ আঙুল দ্বারা তুড়ি ধ্বনি। □(বিশেষণ) লঘু চটুল ছোট ও রসযুক্ত। চুটিকলেখা বা সাহিত্য (বিশেষ্য) লঘু চটুল ক্ষুদ্র ও রসালো রচনা। {(তৎসম বা সংস্কৃত) ছোটিকা>; (তুলনীয়) (হিন্দি) চুটকী}
  • Bengali Word চুটকি ২ Bengali definition [চুট্‌কি] (বিশেষ্য) মস্তকের শিখা; টিকি; চৈতন। {(তৎসম বা সংস্কৃত) চূড়া>চুট+কি; (তুলনীয়) (হিন্দি) চোটী}
  • Bengali Word চুটানো, চুটনো Bengali definition [চুটানো, চুটনো] (ক্রিয়া) চরম বা চূড়ান্ত করা; সর্বশক্তি ব্যবহার বা প্রয়োগ করা (চুটিয়ে প্রেম করা)। {(তৎসম বা সংস্কৃত) চূড়া>চুট+আনো}
  • Bengali Word চুত Bengali definition [চত্‌] (বিশেষ্য) (অশ্লীল) যোনি। চুতমারানি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (অশ্লীল) যত্রতত্র যৌনসঙ্গম করে এমন। {(তৎসম বা সংস্কৃত) চ্যুতি>; (তুলনীয়) (হিন্দি) চুত(যোনি)>}
  • Bengali Word চুতরা, চোতরা Bengali definition [চুত্‌রা, চোত্‌রা] (বিশেষ্য) লতাগাছ বা তার পাতাবিশেষ, যা গায়ে লাগলে অস্বাভাবিক চুলকানির সৃষ্টি হয়; বিছুটি (সাহেবযাদীর নামে যেন কে চুতরার বাড়ি মারে-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) চ্যুতি>চুত+(বাংলা) রা}
  • Bengali Word চুতিয়া Bengali definition [চুতিয়া] (বিশেষ্য) ১ (আশি.) গালিবিশেষ; মুর্খ। ১ লোহা পিটানোর হাতুড়ি। {(হিন্দি) চূতীয়া}
  • Bengali Word চুদ Bengali definition [চুদ] (বিশেষ্য) (অশ্লীল) যৌনসঙ্গম। {(তৎসম বা সংস্কৃত) √চুদ্‌}
  • Bengali Word চুন Bengali definition [চুন্‌] (বিশেষ্য) ১ পাথর ঝিনুক শামুক ইত্যাদি দগ্ধ করে লব্ধ ক্ষারদ্রব্য (পানে চুন খাওয়া, চুনকাম করা)। ২ বিবর্ণ; পাংশু; ফ্যাকাশে (সবারই মুখ শুকিয়ে চুন হয়ে গেলো-হাবীবুর রহমান)। চুনকাম (বিশেষ্য) চুনগোলা পানির প্রলেপ (এ রকম চুনকাম করা ঘরে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। চুনকালি (বিশেষ্য) ১ এক গালে চুন এক গালে কালি। ২ অভিসম্পাত (তোমার মুখে চুনকালি পড়ুক)। ৩ কলঙ্ক; লজ্জায় বিকৃতি (ধরা পড়ায় তার মুখে চুনকালি পড়ল)। পাথরচুন (বিশেষ্য) পাথর ইত্যাদি দগ্ধ করে যে চুন প্রস্তুত হয়। শঙ্কচুন (বিশেষ্য) শঙ্খ পুড়িয়ে তৈরি চুন। শামুকচুন (বিশেষ্য) শামুক পুড়িয়ে তৈরি চুন। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>}
  • Bengali Word চুনট, চুনাট, চুনোট Bengali definition [চুনোট্‌, চুনাট, চুনোট] (বিশেষ্য) ১ কুঞ্চন। ২ বস্ত্রাদির কিনারা জামার হাতা চাদর প্রভৃতির ধার কুঞ্চন বা সঙ্কোচন। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণপট>চুনট}
  • Bengali Word চুনা ১, চুনো ১ Bengali definition [চুনা, চুনো] (বিশেষণ) চুনবিশিষ্ট; চুনযুক্ত; চুনের তৈরি (চুনা পাথর)। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>চুন+(বাংলা) আ}
  • Bengali Word চুনা ২, চুনো ২ Bengali definition [চুনা, চুনো] (বিশেষ্য) ১ অতি ছোট মাছ (চুনা মাছ)। ২ অত্যন্ত সংকীর্ণ (চুনা গলি)। □(বিশেষণ) অতি চূর্ণ; ক্ষুদ্র। চুনাগলি (বিশেষ্য) সংকীর্ণ গলি; অখ্যাত গলি। চুনাপুঁটি (বিশেষ্য) ১ এক প্রকার ছোট মাছ। ২ সামান্য বা কম দরের লোক। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ}
  • Bengali Word চুনা ৩ Bengali definition [চুনা] (ক্রিয়া) ১ বেছে নেওয়া; নির্বাচন করা। ২ চয়ন করা; সংগ্রহ করা। □(বিশেষ্য) নির্বাচন; ইচ্ছামতো সংগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) √চি(চয়ন)>; (তুলনীয়) (হিন্দি) চুন্না}
  • Bengali Word চুনারি Bengali definition [চুনারি] (বিশেষ্য) চুন প্রস্তুতকারী জাতি; যে চুন তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে। {চুন+আরি}
  • Bengali Word চুনি Bengali definition [চুনি] (বিশেষ্য) এক প্রকার লাল রঙের মূল্যবান রত্ন; পদ্মরাগ মণি; ruby। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>; (তুলনীয়) (হিন্দি) চুন্নী}
  • Bengali Word চুনিন্দা, চুনেন্দা, চোনেন্দা Bengali definition [চুনিন্‌দা, চুনেন্‌দা, চোনেন্‌দা] (বিশেষণ) নির্বাচিত; বাছাই করা (তেরা তাবে নয় লাখ চুনিন্দা জওয়ান-সৈয়দ হামজা; চল্লিশ হাজার খুব চুনেন্দা সওয়ার-ফকির গরীবুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) √চি(চয়ন)>; (ফারসি) চনীদহ}
  • Bengali Word চুনুরি, চুনরি Bengali definition [চুনুরি, চুনোরি] (বিশেষণ) রাঙা; রঙিন (তোমার যে চুনুরি শাড়ীতে বড় সাধ-দীসে)। □(বিশেষ্য) ১ রঙিন কাপড়; শাড়ি। ২ চুন প্রস্তুতকারক জাতি। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>চুন+উনি, আরি}