Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ক্লিন্ন Bengali definition [ক্লিন্‌নো] (বিশেষণ) ১ ক্লেদযুক্ত; ময়লাযুক্ত (ক্লিন্ন দেহ দীর্ণ আত্না তলিয়ে হঠাৎ মিলায় অন্ধকারে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আর্দ্র; ভিজা। ক্লিন্নতা (বিশেষ্য) । {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্লিদ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ক্লিশিত Bengali definition ক্লিষ্ট
  • Bengali Word ক্লিশ্যমান Bengali definition [ক্লিশ্‌শোমান্‌] (বিশেষণ) ক্লেশ পাচ্ছে এমন; কষ্ট পাচ্ছে এরূপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্লিশ+আন(শানচ্‌)}
  • Bengali Word ক্লিষ্ট, ক্লিশিত Bengali definition [ক্লিশ্‌টো, ক্লিশিতো] (বিশেষণ) ১ ক্লেশপ্রাপ্ত; জর্জরিত; কষ্ট পেয়েছে এমন (অলসদেহ ক্লিষ্ট গতি- রবীন্দ্রনাথ ঠাকুর; জর্জরিত দুটি ক্লিষ্ট হৃদয়ের প্রতিকৃতি-আহসান হাবীব)। ২ ক্লান্ত। ক্লিষ্টতা, ক্লেশ বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্লিশ+ত(ক্ত)}
  • Bengali Word ক্লিয়ার Bengali definition [ক্লিয়ার্‌] (বিশেষণ) ১ স্পষ্ট; অবাধ; মুক্ত; খোলা (তাড়া করলে ‘খেচে হাওয়া’ দেবার মত লাইন ক্লিয়ার আছে কিনা-( কাজী নজরুল ইসলাম))। ২ পরিস্কার স্বচ্ছ। {(ইংরেজি) Clear}
  • Bengali Word ক্লীব Bengali definition [ক্লিব্‌] (বিশেষ্য) ১ নপুংসক; হিজরা। ২ পুরুষত্বহীন ব্যক্তি; বীর্য বা বিক্রমহীন। ¨ (বিশেষণ) ১ কাপুরুষ; ভীরু। ২ অক্ষম। ক্লীবতা, ক্লীবত্ব, ক্লৈব্য বি। ক্লীবলিঙ্গ (বিশেষ্য), (বিশেষণ) (ব্যাকরণ) পুরুষ বা স্ত্রীবাচক নয় এমন শব্দ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্লীব্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ক্লেদ Bengali definition [ক্লেদ্‌] (বিশেষ্য) ১ তরল ময়লা; ময়লা যুক্ত পানি বা কাদাপানি। ২ ময়লা; কলুষ (মনের সব গ্লানি, সব ক্লেদ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে-(কাজী নজরুল ইসলাম))। ৩ পুঁজ লালা ঘাম ইত্যাদি ময়লাযুক্ত তরল বস্তু। ৪ আর্দ্রতা। ক্লেদাক্ত, ক্লেদিত (বিশেষণ) ক্লেদবিশিষ্ট; ক্লেদযুক্ত; ক্লিন্ন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্লিদ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ক্লেশ Bengali definition [ক্লেশ্‌] (বিশেষ্য) ১ দুঃখ; কষ্ট (মানসিক ক্লেশ)। ২ যন্ত্রনা (শারিরীক ক্লেশ)। ক্লেশিত (বিশেষণ) দুঃখ, যন্ত্রণা বা ক্লেশ দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্লিশ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ক্লৈব্য Bengali definition [ক্লোইব্‌বো] (বিশেষ্য) ১ ক্লীবতা; ক্লীবের ভাব। ২ কাপুরুষতা (তোমরা জাগিলে মুছে যাবে সব ক্লৈব্য ও অবসাদ-(কাজী নজরুল ইসলাম))। ৩ পুরুষকারের অভাব; পৌরুষহীনতা। ৪ কাতরতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্লীব্‌+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word ক্লোজআপ, ক্লোস আপ Bengali definition [ক্লোজ্‌আপ্‌] (বিশেষ্য) ১ পদার্থের অতি নিকটে স্থাপিত ক্যামেরার সাহায়্যে গৃহীত চলচ্চিত্র। ২ কোনো কিছুর নিকট-দৃশ্য। ৩ বদ্ধ; নিবিড় (ক্লোস আপ আলিঙ্গন-বিষ্ণু দে)। {(ইংরেজি) Close up}
  • Bengali Word ক্লোন, ক্লোনিং Bengali definition [ক্লোন্‌, ক্লোনিঙ্‌] (বিশেষ্য) বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো প্রাণীর দেহকোষ থেকে একটিমাত্র কোষ গ্রহণ করে অন্য প্রাণীর জরায়ুতে সংযোজনের মাধ্যমে প্রথম প্রাণীর সম্পূর্ণ অনুরূপ প্রাণী সৃজন এবং এই পদ্ধতির নাম। {(ইংরেজি) Clone}
  • Bengali Word ক্লোম Bengali definition [ক্লোম্‌] (বিশেষ্য) ১ ফুসফুস। ২ পিন্ডকোষ। ৩ মূত্রাধার; মূত্রাশয়। ক্লোমনালিকা (বিশেষ্য) শ্বাসনালি; wind pipe। ক্লোম-শাখা (বিশেষ্য) শ্বাসযন্ত্র; শ্বাসনালির প্রধান শাখা দুইটির একটি; bronchus। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্লু+মন্‌(মনিন্‌)}
  • Bengali Word ক্লোরেট Bengali definition [ক্লোরেট্‌] (বিশেষ্য) উগ্র মদবিশেষ (এখানকার মতো ব্রান্ডি, শ্যাম্পেন, শেরি, ক্লোরেট প্রভৃতি বোতলবাহিনীদের অস্তিত্ব ছিল না -ইসমাইল হোসেন শিরাজী)। {(ইংরেজি) Chlorate}
  • Bengali Word ক্ষওয়া, ক্ষয়িত, ক্ষওয়ান, ক্ষওয়ানো Bengali definition খওয়া
  • Bengali Word ক্ষণ Bengali definition [খন্‌] (বিশেষ্য) ১ সময়ের পরিমাণবাচক শব্দ; ৪ মিনিট; এক মূহুর্তের অর্ধেক। ২ সময় (এতক্ষণ কী করছো)। ৩ মুহুর্ত (কি কুক্ষণে দেখেছিলি তুই রে অভাগী-মাইকেল মধুসূদন দত্ত)। ৪ অতি অল্পকাল (ক্ষণস্থায়ী জীবন)। ক্ষণকাল (বিশেষ্য) অতি অল্প সময়; মুহূর্তকাল। ক্ষণচর (বিশেষণ) ১ অল্পসময় বিচরণকারী। ২ অল্পকাল স্থায়ী। ক্ষণজন্মা (বিশেষ্য) ১ শুভক্ষণে জন্মেছে এমন। ২ মহাপুরুষ; মহামানব। ¨ (বিশেষণ) ভাগ্যবান। ক্ষণদা ( বিশেষ্য)রাত্রি; নিশা। ক্ষণপ্রভা (বিশেষ্য) বিদ্যুৎ; বিজলি (মেঘে যেন ক্ষণপ্রভা খেলে-সত্যেন্দ্রনাথ দত্ত )। ক্ষণবিধ্বংসী (বিশেষণ) অল্পস্থায়ী; স্থায়িত্ব ক্ষণকালীন এমন। ক্ষণভঙ্গুর (বিশেষণ) অল্পকাল পরেই ভেঙ্গে যায় বা নষ্ট হয়ে যায় এমন (বুদ্‌বুদের মতোই ক্ষণভঙ্গুর ক্ষণস্থায়ী হইবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ক্ষণস্থায়ী ( বিশেষণ) অল্পকাল মাত্র স্থিতিশীল; ক্ষণিক। অল্প ক্ষণবি সামান্য সময়। বেশি ক্ষণবি অনেক সময়। সন্ধি ক্ষণ (বিশেষ্য) কর্ম সম্পাদনের উপযুক্ত সময়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষণ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ক্ষণিক Bengali definition [খোনিক্‌](বিশেষণ) ক্ষণস্থায়ী; অল্পকালমাত্র স্থায়ী। ¨ (বিশেষ্য) ক্ষণকাল (ক্ষণিকের অতিথি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ক্ষণতা বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষণ+ইক(ঠন্‌)}
  • Bengali Word ক্ষণে Bengali definition [খনে] (ক্রিয়াবিশেষণ) মূহুর্তে; অল্প সময়ে; ক্ষণমাত্রে। ক্ষণ ক্ষণ (ক্রিয়াবিশেষণ) থেকে থেকে; মধ্যে মধ্যে; ঘন ঘন; বার বার।{(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষণ+এ(বিভক্তি)}
  • Bengali Word ক্ষণেক Bengali definition [খনেক্‌] (বিশেষ্য) ক্ষণমাত্র; অতি অল্প সময় (ক্ষণেকের জন্য)। ¨ (বিশেষ্য), (বিশেষণ) অল্পক্ষণের জন্য; এক মূহুর্তের জন্য (ক্ষণেক দাঁড়াও)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষণ+এক=ক্ষণেক (বাংলা সন্ধি)}
  • Bengali Word ক্ষত Bengali definition [খতো] (বিশেষ্য) ১ ঘা। ২ শরীরের কাটা স্থান; আঘাতপ্রাপ্ত স্থান। ৩ ব্রণ। ¨ (বিশেষণ) আঘাতপ্রাপ্ত; প্রহারের ফলে ছিন্ন বা বিদীর্ণ; বিদারিত; কর্তিত। ক্ষতচিহৃ (বিশেষ্য) আরোগ্যলাভের পর ঘা বা আঘাতের যে দাগ থাকে। ক্ষতবিক্ষত (বিশেষণ) আঘাতের ফলে দেহের বহু ক্ষতযুক্ত; দেহের বহু স্থানে কর্তিত। ক্ষতাশৌচ (বিশেষ্য) দেহের ক্ষতের জন্য অথবা দেহ থেকে রক্তস্রাবের জন্য অপবিত্রতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষণ+ত(ক্ত)}
  • Bengali Word ক্ষতি Bengali definition [খোতি] (বিশেষ্য) ১ অনিষ্ট। ২ লোকশান; হানি; অর্থনাশ; অপচয়। ৩ ক্ষয়। ক্ষতিকর, ক্ষতিজনক (বিশেষণ) ক্ষতি হয় এমন; অনিষ্টকর। ক্ষতিগ্রস্ত (বিশেষণ) ১ অনিষ্ট বা লোকশান হয়েছে এমন; অপচয়ভাগী। ২ ক্ষতি ভোগ করছে এমন। ক্ষতিপূরণ (বিশেষ্য) খেসারত; লোকশানের জন্য মূল্যদান; compensation। ক্ষতিবৃদ্ধি (বিশেষ্য) লাভলোকশান। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষণ্‌+ত(ক্তিন্‌)}
  • Bengali Word ক্ষত্তা Bengali definition [খত্‌তা] (বিশেষ্য) ১ দাসীপুত্র। ২ সারথি। ৩ দ্বারপাল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষদ্‌+তৃ(তৃচ)}
  • Bengali Word ক্ষত্র Bengali definition [খত্‌ত্রো] (বিশেষ্য) ক্ষত্রিয় জাতি। ক্ষত্রকর্ম (বিশেষ্য) ক্ষত্রিয়ের কার্য; ক্ষত্রোচিত কর্ম। ক্ষত্রধর্ম (বিশেষ্য) ক্ষত্রিয়ের প্রতিপাল্য ধর্ম; রাজ্যরক্ষা বা যুদ্ধার্থে প্রদর্শিত সাহস বীরত্ব পুরুষকার ইত্যাদি। ক্ষত্রবন্ধু (বিশেষ্য) নিকৃষ্ট ক্ষত্রিয়। ক্ষত্রবিদ্যা (বিশেষ্য) যুদ্ধবিদ্যা; ধনুর্বেদ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষদ্‌+ত্র অথবা √ক্ষৎ+√ত্রৈ+অ(ক)}
  • Bengali Word ক্ষত্রপ Bengali definition [খত্‌ত্রপ্‌/খত্‌ত্রপ] প্রতিনিধি; শাসনকর্তা (আজ যদি তক্ষশীলা একা হতো তাহলে এখানেও দরায়ুর ক্ষত্রপের শাসন কায়েম হতো-রাহুল সাংকৃত্যায়ন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষত্র+প}
  • Bengali Word ক্ষত্রিয় Bengali definition [খোত্‌ত্রিয়ো] (বিশেষ্য) ১ হিন্দু বর্ণাশ্রম প্রথা অনুযায়ী চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণ। ২ জাতিবিশেষ; ক্ষেত্রী বা ছত্রী সম্প্রদায়। ক্ষত্রিয়া, ক্ষত্রিয়াণী (স্ত্রীলিঙ্গ)। ক্ষত্রিয়ী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ক্ষত্রিয়পত্নী; ক্ষত্রিয়ের স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষত্র+ইয়(ঘ)}
  • Bengali Word ক্ষত্রী (-ত্রিন্‌) Bengali definition [খোত্‌ত্রি] (বিশেষ্য) ক্ষত্রিয় জাতি; ক্ষেত্রী বা ছত্রী সমপ্রদায়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষত্র+ইন্‌(ইনি)}
  • Bengali Word ক্ষত্রোচিত Bengali definition [ক্ষত্‌ত্রোচিত] (বিশেষণ) ক্ষত্রিয়ের উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষত্র+উচিত}
  • Bengali Word ক্ষন্তব্য Bengali definition [খন্‌তোব্‌বো] (বিশেষণ) ক্ষমার্হ; ক্ষমার যোগ্য; মার্জনীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষম্‌+তব্য}
  • Bengali Word ক্ষপণক Bengali definition [খপোনক্‌] (বিশেষ্য) প্রাচীন বৌদ্ধ সন্ন্যাসী (নগ্ন ক্ষপণকের মেলায় ভব্য ছবি যার-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষপ্‌+অন (ল্যুট্‌)+ক(কন্‌)}
  • Bengali Word ক্ষপা Bengali definition [খপা] (বিশেষ্য) রাত্রি । ক্ষপাট, ক্ষপাচর (বিশেষ্য) নিশাচর; রাক্ষস। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষপ্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word ক্ষম Bengali definition [খমো] (বিশেষণ) ১ ক্ষমতাশীল; শক্তিমান; দক্ষ; সমর্থ (কার্যক্ষম)।২ উপযুক্ত; যোগ্য (মার্জনাক্ষম অপরাধ)।{(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষম্‌+অ(অচ্‌)}