Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কড়ুয়া Bengali definition [কোড়ুয়া] (বিশেষণ) ১ তীব্র; কটু (হক কথা কড়ুয়া লাগে-মীর মশাররফ হোসেন)।
  • Bengali Word কড়ে , কড়িয়া Bengali definition [কোড়ে, কোড়িয়া] (বিশেষণ) কনিষ্ঠ; ক্ষুদ্র (কড়ে আঙ্গুল)। কড়েরাঁড়ি (বিশেষ্য) বাল্যবিধবা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কনিষ্ঠ; বাংলা কড়িয়া> কড়ে; তুর. ( হিন্দী) কন্ঠে}
  • Bengali Word কয় ১ Bengali definition [কয়্‌] (বিশেষণ) ১ কতো (কয় দিন?)। ২ কিছু বা কতক (সে বার কয় বলেছিল)। ২ অল্পতাবাচক (কয়দিন যেতে না যেতে এই অবস্থা)।কয়টি (বিশেষণ) সংখ্যা জিজ্ঞাসায় অচেতন পদার্থ বা ইতর শ্রেণির প্রাণী বোঝাতে ব্যবহৃত (কয়েকটি বই/পাখি/শিশু)।কয়জন (বিশেষণ) উচ্চশ্রেণির ব্যক্তির সংখ্যা জিজ্ঞাসায় প্রযু্ক্ত (কয়জন এসেছে?)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কতি>; (তৎসম বা সংস্কৃত শব্দ) কিয়ৎ>}
  • Bengali Word কয় ২ Bengali definition [কয়্‌] (ক্রিয়া) কহে; বলে (সেকথা কি কানে কানে বারে বারে কয়-‘আর নয়’-রবীন্দ্রনাথ ঠাকুর)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কথয়তি>; (প্রাকৃত) কহই>(বাংলা) কহে>কয়ে>কয়}
  • Bengali Word কয় ৩ Bengali definition [কয়্‌] (বিশেষ্য) বমি। {আর. কয় }
  • Bengali Word কয়লা Bengali definition [কয়্‌লা] (বিশেষ্য) জ্বালানি বিশেষ; অঙ্গার। {(প্রাকৃত) (ইংরেজি) Coal}
  • Bengali Word কয়াধু , কয়াধূ Bengali definition [কয়াধু] (বিশেষ্য) পৌরাণিক চরিত্র বিশেষ; হিরণ্যকশিপুর স্ত্রী ও প্রহ্লাদের মাতা (কয়াধু তোর জনম সাধ মোছরে চোখের জল - সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ)}
  • Bengali Word কয়াল Bengali definition [কয়াল্‌] (বিশেষ্য) ১ শস্যাদি ওজনকারী। ২ শস্য সংগ্রাহক ও মজুতদার। কয়ালি (বিশেষ্য) কয়ালবৃত্তি বা কয়ালের মজুরি। {(আরবি) কয়াল }
  • Bengali Word কয়েক Bengali definition [কয়েক্‌] (বিশেষণ) ১ কিছু সংখ্যক; কতিপয়। ২ অল্প কিছু। {ক(>(তৎসম বা সংস্কৃত শব্দ) কতি)+এক}
  • Bengali Word কয়েতবেল , কয়েৎবেল Bengali definition কৎবেল
  • Bengali Word কয়েদ , কএদ Bengali definition [কয়েদ্‌] (বিশেষ্য) জেল; কারাদণ্ড। □ (বিশেষণ) ১ আটক; আবদ্ধ; বন্দী (রিদয়কে তালাবদ্ধ করে কয়েদ রেখে যেত-অবনীন্দ্রনাথ ঠাকুর; আর আর স্ত্রীলোকের দিগকে পিঞ্জরায় কএদ করিয়া-রামরাম বসু )। ২ কারারুদ্ধ। কয়েদ খানা (বিশেষ্য) জেলখানা; ফাটক। কয়েদ, কয়েদী (বিশেষ্য) কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি (মৃত্যুর শরণাগারে আমরা কয়েদী-আহসান হাবীব)। {(আরবি) কয়ীদ্‌ +(বাংলা) ই, ঈ}
  • Bengali Word কয়ড়া ১ Bengali definition [কয়্‌ড়া] (বিশেষ্য) কড়া; লোহার বেড়ি (হাতে পায়ে কয়ড়া দিয়ে গোরে করবে খাড়া-পাগলা কানাই)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কটক>}
  • Bengali Word কয়ড়া ২ Bengali definition [কয়্‌ড়া] (বিশেষ্য) আমের গুটি; কাঁচা ছোট আম। {(তুলনীয়) (হিন্দী) কঈরী (অর্থঃ ছোট কাঁচা আম)}