Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কড়কড়ে ২ Bengali definition [কড়কোড়ে] (বিশেষণ) খরস্রোত (আমরা একটি কড়কড়ে পানিতে পড়িলাম; স্টীমার কোনমতে আর অগ্রসর হয় না-রাজনারায়ণ বসু)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word কড়ঙ্ক , কড়ঙ্গ Bengali definition [কড়ঙ্‌কো, কড়ঙ্‌গো] (বিশেষ্য) ১ কুঁড়া; ভূসি; তুষ। ২ এক প্রকার ভিক্ষাপাত্র; নারিকেল মালায় প্রস্তুত পাত্রবিশেষ। {( তৎসম বা সংস্কৃত শব্দ) করঙ্ক>}
  • Bengali Word কড়ঙ্কস্য Bengali definition [কড়ঙ্‌কোশ্‌শো] (বিশেষ্য) কড়ির বা অর্থের কৃচ্ছ্রতা (কড়ঙ্কস্য করে সংসার চালানো)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপর্দকস্য}
  • Bengali Word কড়চা Bengali definition [কড়্‌চা] (বিশেষ্য) ১ পদ্যে লিখিত বিবরণী (কড়চা করিয়া কিছু লাগিলা লিখিতে-বৃন্দাবন দাস)। ২ খাজনা সম্পর্কিত হিসাব খাতা। ৩ খণ্ড খণ্ড পদ্য রচনা। ৪ সংক্ষিপ্ত দিনপঞ্জি (গোবিন্দদাসের কড়চা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কারিকা>; (তুলনীয়) (হিন্দী) ‘কড়খা’}
  • Bengali Word কড়ছ , কড়ছি Bengali definition [কড়োছ্, কোড়্‌ছি] (বিশেষ্য) কোঁচড়; কোমরের কাপড় (বসন খসয়ে অঙ্গুলি চাপয়ে কর সে কড়ছে থুইয়া-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী); কড়চে পয়সা গুঁজে বলেন তিনি বাবু সেজে-গান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষতট>প্রাকৃত কচ্চতড়>কচ্ছড়>কছড়>(বর্ণ বিপর্যয়ে)কড়ছ, +বাংলা ই}
  • Bengali Word কড়তা Bengali definition [কড়্‌তা] (বিশেষ্য) ক্রয়বিক্রয় কালে থলে ইত্যাদি আধারের ওজনের জন্য বাদ; tare (কলসির কড়তা বাদ দিয়ে গুড় ওজন করো)। {বাংলা ধরতা>?}
  • Bengali Word কড়মা Bengali definition [কড়্‌মা] (বিশেষ্য) দধির সঙ্গে মিশ্রিত ময়দা বা ছাতু কিংবা চিড়া ও মুড়কি; হিন্দুদের মঙ্গলাচারে ব্যবহার্য ভক্ষ্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করম্ভ, করম্ব(=মিশ্রিত)> করম্ম>কড়মা>}
  • Bengali Word কড়ম্ব Bengali definition [কড়ম্‌বো] (বিশেষ্য) শাকবিশেষ; কলমিশাক। কড়ম্বী (স্ত্রীলিঙ্গ) (বিশেষ্য) কলমিশাক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কড়্ +অম্বচ্>অম্ব>কড়ম্ব)}
  • Bengali Word কড়মড় Bengali definition [কড়্‌মড়্‌] (বিশেষ্য) ১ কঠিন দ্রব্য চিবানোর শব্দ। ২ আক্রোশ বা ক্রোধসূচক দন্তঘর্ষণজাত শব্দ। কড়মড়ে (বিশেষণ) কড়মড় শব্দে চিবানোর উপযুক্ত শুষ্ক ও শক্ত। কড়র মড়র (বিশেষ্য ) কঠিন দ্রব্য চিবোতে থাকার শব্দ। কুড়মুড় অপেক্ষাকৃত সহজে চিবিয়ে খাওয়ার শব্দ। কুড়ুর মুড়ুর (বিশেষ্য) সহজে চিবিয়ে খাওয়ার শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word কড়মড়ানো Bengali definition [কড়্‌মড়ানো] (ক্রিয়া) রাগে কড়মড় শব্দ করা; ক্রোধ বা আক্রোশ ভাবব্যঞ্জক দন্তঘর্ষণ (দাঁত কড়মড়ানো)। {বাংলা কড়মড়+আনো}
  • Bengali Word কড়মড়ি ১ Bengali definition [কড়্‌মড়ি] (অসমাপিকা ক্রিয়া) কড়মড় করে; দন্তঘর্ষণ শব্দ করে (কড়মড়ি ভীম দন্ত; পড়ে লম্ফ দিয়া-মাইকেল মধুসূদন দত্ত)। {বাংলাকড়মড়্ + ই}
  • Bengali Word কড়মড়ি ২ Bengali definition [কড়্‌মড়ি] (বিশেষ্য) মেঘগর্জন ধ্বনি (ঝড়ের ঝনঝনি, মেঘের কড়মড়ি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {কড়মড়+ই(নামধাতুজ)}
  • Bengali Word কড়সি Bengali definition [কড়্‌শি] (বিশেষ্য) ঘুনিসি; কটিসূত্র; কটিবন্ধন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটিরস্কি(=কটির দড়ি বা রসি)>কড়রশি(?)>কড়সি; অথবা, (তৎসম বা সংস্কৃত শব্দ) কট>প্রাকৃত কড>বাংলা বা কড়+(তৎসম বা সংস্কৃত শব্দ) রশ্মি> রস্‌সী>কড়সি}
  • Bengali Word কড়া ১ Bengali definition কড়২
  • Bengali Word কড়া ২ Bengali definition [কড়া] (বিশেষ্য) কলঙ্ক চিহ্ন; ঘাটা; নিত্য ঘর্ষণজাত চিহ্ন (কড়া পড়িয়াছে হাতে অন্নবস্ত্র দিয়া-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটুক>প্রাকৃত কড়ুঅ>বাংলা কড়ুআ>কড়া}
  • Bengali Word কড়া ৩ Bengali definition [কড়া] (বিশেষণ) ১ তীব্র; অকোমল। (প অক্ষরটি মোলায়েম, ব অক্ষরটি কড়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ কঠিন; কর্কশ; কঠোর; নিষ্ঠুর; পরুষ(কড়া কথা)। ৩ প্রখর (কড়া রোদ্দুর)। ৪ নিয়মনিষ্ঠ; প্রচণ্ড ব্যক্তিত্বশালী (কড়া হাকিম-দীনবন্ধু মিত্র)। ৫ সতর্ক; দুর্ভেদ্য; নিশ্চিদ্র (কড়া পাহারা)। ৬ চড়া; উচ্চ(কড়া সুদ)। ৭ অবিচল; কঠোর; অলঙ্ঘ্য (কড় নির্দেশ)। ৮ কষা; দৃঢ় (কড়া বাঁধন)। ৯ উগ্র; রুক্ষ(কড়া মেজাজ)। ১০ সহিষ্ণু (কড়া প্রাণ)। ১১ উগ্র; তীব্র (একটা কড়া রকমের তেতো ওয়ুধ হরিপদকে খাইয়ে দিলেন-সুকুমার রায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটুক>প্রাকৃতকড়ুঅ>কড়ুআ>বাংলা কড়া; (তুলনীয়) কড়ুয়া তেল}
  • Bengali Word কড়া ৪ Bengali definition [কড়া] (বিশেষ্য) ধাতুবলয়; বালার ন্যায় হাতল; আংটা (দরজার কাড় নাড়া)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটক(=কলয়)>প্রাকৃত কড়অ>কড়া; (হিন্দী) কড়া}
  • Bengali Word কড়া ৫ Bengali definition [কড়া] (বিশেষণ) অপরিণত; নাবোদ্‌গত; নিতান্ত কচি (কচিপাতার তলায়-তলায় কড়া পেয়ারা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(আঞ্চলিক); (তৎসম বা সংস্কৃত শব্দ ) কুট্মল>প্রাকৃতকড্ড>কড়+আ=কড়া}
  • Bengali Word কড়া ৬ Bengali definition [কড়া] (বিশেষ্য) কড়ি; কপর্দক (এক কড়ার মুরোদ নেই)। কড়াকিয়া (বিশেষ্য) কড়ার নামতা; একশত পর্যন্ত কড়ার হিসাব। কড়াক্রান্তি (বিশেষ্য) ১ সামান্য কোনো কিছু; বিন্দুবিসর্গ (কড়াক্রান্তি গোপন করো না-মীর মশাররফ হোসেন)। ২ মুদ্রার অতি ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা। ৩ সূক্ষ্ম হিসাব। কড়াক্রান্তি হিসাব (বিশেষ্য) পাই পয়সা পর্যন্ত হিসাব; নিঃশেষে সম্পূর্ণ হিসাব; নিখুঁত। কড়ায় গণ্ডায় (ক্রিয়াবিশেষণ) নিঃশেষে; হিসাবের শেষ কপর্দক পর্যন্ত (প্রভুভক্তির দেনা তিনি কড়ায় গণ্ডায় শোধ করিতেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপর্দক>প্রাকৃত কড্‌ড> কঅড্ডর>কড়া}
  • Bengali Word কড়াই ১ Bengali definition [কড়াই] (বিশেষ্য) কলাই; শস্য বিশেষ (মটরকড়াই মিশায়ে কাঁকরে চিবাইল যেন দাঁতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। কড়াইশুঁটি (বিশেষ্য) মটর শুঁটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলায়>কড়াইঅ>কড়াই, করাই}
  • Bengali Word কড়াই ২ Bengali definition [কড়াই] (বিশেষ্য) রন্ধন পাত্র বিশেষ; কটাহ; ছোট (লোহার) রন্ধনপাত্র। {দ্রষ্টব্য কড়া৮}
  • Bengali Word কড়াক্কড় Bengali definition [কড়াক্‌কড্] (বিশেষণ) শক্ত; কঠিন; দৃঢ় (গুপ্তচর বলিয়া প্রকাশ পাওয়ায় পাহারা আরও কড়াক্কড় হইল-ইসমাইল হোসেন শিরাজী)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word কড়ার Bengali definition করার
  • Bengali Word কড়া৭ Bengali definition [কড়া] (বিশেষ্য) লৌহবলয়; বলয় আকৃতির আংটা (দরজার কড়া)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটক(=বলয়)>কড়অ>কড়া}
  • Bengali Word কড়া৮ Bengali definition [কড়া] (বিশেষ্য) কড়াই; কটাহ; রন্ধন পাত্র বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটাহ>প্রাকৃতকডাহ>কড়াঅ>কড়া, কড়াই}
  • Bengali Word কড়ি ১ , কৌড়ি Bengali definition [কোড়ি, কোউড়ি] (বিশেষ্য) ১ শামুক জাতীয় সামুদ্রিক জীবের খোল(দিবা-বধূ পরিয়াছে বাকলের শাড়ি, কড়িহার-মোহিতলাল মজুমদার)। ২ কপর্দক; অর্থ; ধন; টাকা-পয়সা( আসিনিক কামাতে ভাই কড়ি-(কাজী নজরুল ইসলাম))। ৩ বিক্রয়লব্দ অর্থ (কৌড়ি আনিআঁ দেএ শাসুড়ীর থানে-বড়ু চণ্ডীদাস)। ৪ পারানির মাশুল; পার হওয়ার উপযুক্ত অর্থ; পারের সম্বল (তোর ঘরের রশি ছিইরা রে গেল ঘাটের কড়ি নাই-(কাজী নজরুল ইসলাম) )। কড়িখেলা (বিশেষ্য) ক্রীড়া বিশেষ; ভূমিতে কড়ি চেলে যে খেলা। কড়িপিশাচ (বিশেষণ ) অর্থপিশাচ; ধনলোভী। কাড়াকড়ি (বিশেষ্য) ১ খুঁতযুক্ত কড়ি; ভাঙ্গা বা ফুটা কড়ি (ইতিহাসের হিসাবে ঐ বাইবেলগুলির কানাকড়িরও মূল্য নাই-মাওলানা মুহাম্মদ আকরম খাঁ)। □ (বিশেষণ) ১ ((আলঙ্কারিক)) অতি; তুচ্ছ; মূল্যহীন। টাকা-কড়ি, পয়সা-কড়ি (বিশেষ্য) ধনদৌলত, অর্থসঙ্গতি; টাকা পয়সা।কড়িয়াল, কড়িওয়ালা (বিশেষণ) বিত্তশালী; ধনী; অর্থসঙ্গতি সম্পন্ন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপর্দিকা> প্রাকৃত করড্ডিআ>কউডিআ>কৌড়ি>কড়ি; (হিন্দী) (কড়ি)}
  • Bengali Word কড়ি ২ Bengali definition [কোড়ি] (বিশেষণ) কড়া; তীব্র; অকোমল(পাথরের কড়ি সুর মেঘের কোমল থেকে কোমলতর সুরে মিলে আর একটা রূপ ফোটাচ্ছে- অবনীন্দ্রনাথ ঠাকুর)। কড়িমধ্যম (বিশেষ্য) তীব্র মধ্যম সুর (জীবনতন্ত্রী ক্রমশঃ সকরুণ কড়ি মধ্যমের দিকে নামিয়া আসিতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কটুক>প্রাকৃতকড়ুঅ>কড়া>+ই>কড়ি; (তুলনীয়) কড়ুয়া>করুয়া (তেল)= সরষের ঝাঁঝালো তেল}
  • Bengali Word কড়ি ৩ Bengali definition [কোড়ি] (বিশেষ্য) ১ ঘরের ছাদের অবলম্বন আড়কাঠ; লৌহ বা কাষ্ঠময় আড়া; beam। ২ লৌহদণ্ড; rod (পাঁচ হাজার টন লোহার কড়ি কিনে ফেললে-রাজশেখর বসু (পরশু))। কড়িগোনা, কড়িকাঠ গোনা (ক্রিয়া) বেকার অবস্থা যাপন; কর্মহীন অলস অবসর যাপন; নিষ্কর্মা বসে থাকা (আমি বসে কড়ি গুনব বুঝি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাণ্ড>;(তুলনীয়) (হিন্দী) কাঁড়}
  • Bengali Word কড়িয়াল Bengali definition [কোড়িয়াল্] (বিশেষ্য) ঘোড়ার লাগামের কড়াওয়ালা অংশ; অশ্ববল্গার ধাতুময় অংশ বিশেষ। {তা. কড়ুবাল্> কড়িয়াল> কড়ি+আল}
  • Bengali Word কড়ুই - রাঁড়ি Bengali definition [কোড়ুই-রাঁড়ি] (বিশেষ্য) বাল্যবিধবা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কনিষ্ঠা/কন্যা> বাংলাকড়া(অপরিণত অর্থে)+ আই = কড়াই> কড়ুই (স্বরসাম্যে)+(তৎসম বা সংস্কৃত শব্দ) রণ্ডা> রংড়া> রাঁড়া, রাঁড়, রাঁড়ি}