Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word টেন্ডার, টেণ্ডার Bengali definition [টেন্‌ডার্‌] (বিশেষ্য) দরপত্র; মূল্যোদ্ধৃতি; ঠিকাদারির আবেদনপত্র; হার (rate) প্রদানের দরখাস্ত। টেন্ডার প্রদান-টেন্ডার দেওয়া। {(ইংরেজি) tender}
  • Bengali Word টেপ Bengali definition [টেপ্‌] (বিশেষ্য) ১ বস্ত্রের প্রান্ত; কোঁচার খুঁট। ২ ফিতা। টেপ করা (ক্রিয়া) গান বক্তৃতা ইত্যাদি বিশেষ ধরনের ফিতায় ধরে রাখা। টেপ রেকর্ডার (বিশেষ্য) যে যন্ত্রে স্বরধারণ করে পরে চালিয়ে শোনা যায়। {(ইংরেজি) tape}
  • Bengali Word টেপ, ট্যাপ Bengali definition [ট্যাপ্‌] (বিশেষ্য) উদরী রোগে পানি বের করার জন্য পেটে যে ছিদ্র করা হয়। □(ক্রিয়া) টেপ করা। {(ইংরেজি) tap}
  • Bengali Word টেপা ১, টিপা Bengali definition [টেপা, টিপা] (ক্রিয়া) ১ নিষ্পেষণ করা; চাপ দেওয়া; মর্দন করা; ডলে দেওয়া (শরীর টেপা)। ২ আঙুরের অগ্রভাগ দ্বারা চাপ দেওয়া (মাথা টেপা)। ৩ ঠারা; ইঙ্গিত করা; ঠারে ঠোরে সাবধান করা (চোখ টেপা)। ৪ অতি সাবধান সতর্কতার সাথে স্থাপন করা (পা টিপে হাঁটা)। ৫ ইঙ্গিত বা ইশারায় গোপনে সতর্ক করা বা প্ররোচিত করা। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) ১ টেপে এমন (নাড়ী-টেপা ডাক্তার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কৃপণ। ৩ টিপতে বা চাপ দিতে হয় এমন (টেপা কল)। টেপা গোঁজা (বিশেষ্য) ১ কার্পণ্য বা আঁটাআঁটি (টেপা-গোঁজা করে সংসার চালাতে হয়)। ২ অপ্রশস্ত জায়গা (এই টেপা-গোঁজার মধ্যে চোদ্দগুষ্টির জায়গা হবে কি করে)। ৩ চাপাচাপি (টেপা-গোঁজা করে বসলে কোনো রকমে জায়গা হয়ে যাবে)। টিপাটিপি, টিপাটিপি (বিশেষ্য) পরস্পরের গোপন ইঙ্গিত বা ইশারা। টেপানো, টেপনো, টিপনো (ক্রিয়া) ১ পেষণ করানো; মর্দন করানো। ২ মালিশ করানো; চাপ দেওয়ানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। কলা টেপা (ক্রিয়া) গোপনে কৌশল করা বা পরামর্শ দেওয়া। নাড়ি টেপা (বিশেষ্য), (বিশেষণ) হাতুড়ে; যে নাড়ি টিপে চিকিৎসা শাস্ত্র জানবার ভান করে। {√টিপ্‌+আ}
  • Bengali Word টেপা ২ Bengali definition টেপা
  • Bengali Word টেবলেট Bengali definition ট্যাবলেট
  • Bengali Word টেবিল Bengali definition [টেবিল] (বিশেষ্য) মেজ; উচ্চ অথচ ক্ষুদ্র চৌকি। {(ইংরেজি) table}
  • Bengali Word টেবো, ট্যাবা Bengali definition [টেবো, ট্যাবা] (বিশেষণ) গোলগাল; ফুলো; নিটোল (টেবো গাল)। {টোপা>; টাবা>}
  • Bengali Word টেমাই, ট্যামাই Bengali definition [ট্যামাই্‌] (বিশেষ্য) এক প্রকার বাদ্যযন্ত্র; ট্যামটেমি (রনশিঙ্গা কাড়া পড়া টমক টেমাই-ঘনরাম চক্রবর্তী)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word টেমি Bengali definition [টেমি] (বিশেষ্য) দীপবিশেষ; কুপি; ডিবা (কেরোসিনের টেমি হাতে বৌদি অপুর পিছনে পিছুনে চলিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। {(ইংরেজি) tin>}
  • Bengali Word টেম্পারেচার Bengali definition [টেম্‌পারেচার] (বিশেষ্য) উষ্ণতার পরিমাণ; তাপমাত্রা (টেম্পারেচার-চার্ট দেখিয়া ব্যবস্থা দিতেছেন-কাজী ইমদাদুল হক)। {(ইংরেজি) temperature}
  • Bengali Word টেম্পো Bengali definition [টেম্‌পো] (বিশেষ্য) অটো রিকশা বিশেষ; অপেক্ষাকৃত বড়ো সাইজের তিন চাকার ট্যাক্সিবিশেষ। {(ইংরেজি) temperature }
  • Bengali Word টের ১ Bengali definition [টের্‌] (বিশেষ্য) ১ মনে মনে অনুভব; বোধ (বেদনা টের পাওয়া যাচ্ছে)। ২ সন্ধান (কোথায় গেল টের পাইনি)। ২ জ্ঞান; সংবাদ। টের পাওয়া (ক্রিয়া) ১ সম্যকরূপে অবগত হওয়া; জানতে বা বুঝতে পারা (লেখা ত লিখেছি ঢের, এখন পেয়েছি টের সে কেবল কাগজের রঙিন ফানুস-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ জব্দ হওয়া; শায়েস্তা হওয়া (আজ থাক একদিন না একদিন টের পাবে)। টের পাওয়ানো (ক্রিয়া) ১ জ্ঞাপন করা; জানিয়ে দেওয়া; সম্যকরূপে অবগত করানো। ২ জব্দ করা; শিক্ষা দেওয়া (তোমাকে একদিন টের পেতে হবে)। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word টের ২ Bengali definition [টের্‌] (বিশেষ্য) ১ সকলের নিকট থেকে দূরে এক কোণ বা প্রান্তে (নবরত্নের সভার মাঝে রইতাম একটি টেরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বাঁক। {(তৎসম বা সংস্কৃত) তির্যক্‌>, (তুলনীয়) একটেরে}
  • Bengali Word টেরা, ট্যারা Bengali definition [ট্যারা] (বিশেষ্য) টেড়া; তেরছা বা তির্যক দৃষ্টিবিশেষ (টেরা চোখ)। {(তৎসম বা সংস্কৃত) তির্যক্‌>; (তৎসম বা সংস্কৃত) টের>}
  • Bengali Word টেরি ১ Bengali definition টেঁড়ি
  • Bengali Word টেরি ২ Bengali definition ((ব্রজবুলি)) [টেরি] (বিশেষণ) তেরিয়ে; কুপিত (তাসাঞে বহুত হি টেরি-বিদ্যাপতি)। {তেরিয়া>}
  • Bengali Word টেলিগ্রাফ Bengali definition [টেলিগ্রাফ্‌] (বিশেষ্য) দ্রুততম উপায়ে বিদ্যুৎসংলগ্ন তারের সাহায্যে সংকেতে দূরে সংবাদ প্রেরণের পদ্ধতি বা যন্ত্রবিশেষ। {(ইংরেজি) telegraph}
  • Bengali Word টেলিগ্রাম Bengali definition [টেলিগ্রাম্‌] (বিশেষ্য) টেলিগ্রাম যন্ত্রের সাহায্যে প্রেরিত সংবাদ; টেলিগ্রাফে প্রেরিত বার্তা; তারবার্তা। {(ইংরেজি) telegram}
  • Bengali Word টেলিপ্যাথি Bengali definition [টেলিপ্যাথি] (বিশেষ্য) কোনো প্রকার বাইরের সাহায্য ছাড়া একজনের মনের ভাব বা চিন্তা অপরের নিকট চালনার পদ্ধতিবিশেষ। {(ইংরেজি) telepathy}
  • Bengali Word টেলিফোন Bengali definition [টেলিফোন্‌] (বিশেষ্য) বৈদ্যুতিক শব্দ বহনকারী যন্ত্র; বৈদ্যুতিক তারের সহায়তায় দূরবর্তী লোকের সঙ্গে কথোপকথনের যন্ত্রবিশেষ; দূরালাপনী; আলাপনী; দূরভাষ। {(ইংরেজি) telephone}
  • Bengali Word টেলিভিশন Bengali definition [টেলিভিশন্‌] (বিশেষ্য) বিদ্যুৎ-তরঙ্গের মাধ্যমে প্রেরিত ছবি ও ধ্বনির গ্রহণকারী যন্ত্রবিশেষ; (ভারতীয় পরিভাষা) দূরদর্শন। {(ইংরেজি) television}
  • Bengali Word টেলিস্কোপ Bengali definition [টেলিস্‌কোপ্‌] (বিশেষ্য) দূরবীক্ষণযন্ত্র; দূরবিন; যে যন্ত্রের সাহায্যে দূরের জিনিস নিকটে ও বড় আকারে দেখা যায়। {(ইংরেজি) telescope}
  • Bengali Word টেলে Bengali definition [টেলে] (অসমাপিকা ক্রিয়া) ১ থামিয়ে; নড়িয়ে; সরিয়ে। ২ সান্ত্বনা দিয়ে; প্রবোধ দিয়ে। {টালিয়া>}
  • Bengali Word টেল্‌ক Bengali definition [টেল্‌ক্‌] (বিশেষণ) শীতল; ঠাণ্ডা (সন্ধ্যা বেলায় টেলক পানিতে দুদু চিৎকার করিতেছে-আবুল মনসুর আহমদ)। {(আরবি) তালাক; (ইংরেজি) talc}
  • Bengali Word টেসো, টেঁসো Bengali definition [টেসো, টেঁসো](বিশেষণ) শুকানো; জাগ দিয়ে পাকানো; স্বাদহীন; বিস্বাদ। {টাঁস(টান)+উয়া>টেঁসো>; (ফারসি) চাশ্‌নী}
  • Bengali Word টেস্ট ১ Bengali definition [টেস্‌ট্‌] (বিশেষ্য) স্বাদ। {(ইংরেজি) taste}
  • Bengali Word টেস্ট ২ Bengali definition [টেস্‌ট্‌] (বিশেষ্য) পরীক্ষা; উপযুক্ততা বা যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা। টেস্টটিউব (বিশেষ্য) গবেষণাগারে পরীক্ষার কাজে ব্যবহৃত কাচের নল। টেস্টটিউব বেবি (বিশেষ্য) পুরুষের শুক্র কাচের নলে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রেখে মাতৃগর্ভে স্থাপন করার পর যথাসময়ে যে শিশুর জন্ম হয়। টেস্ট পরীক্ষা (বিশেষ্য) শেষ পরীক্ষা দেবার যোগ্যতা বিচারের পরীক্ষা। {(ইংরেজি) test}
  • Bengali Word টেড়া, ট্যাড়া, তেড়া, ত্যাড়া Bengali definition [ট্যাড়া, ট্যাড়া, ত্যাড়া, ত্যাড়া] (বিশেষণ) ১ বাঁকা; তির্যক (রণমদে মাতোয়াল, টেঢ়াভাবে চলে-রঙ্গলাল সেন)। ২ বক্র; বাঁকা; ‍কুটিল; তেরছা (টেড়া কথা)। ৩ উগ্র; কড়া; কর্কশ; রুক্ষ্ম; তিরিক্ষি (যাদের মেজাজে টেড়া, তাদের কাছে কেটা যাবে-ঈশ্বর গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) তির্যক>(প্রাকৃত) তিরিঅ>}
  • Bengali Word টেড়ি, টেরি, তেড়ি Bengali definition [টেড়ি, টেরি, তেড়ি] (বিশেষ্য) ১ সিঁথি। ২ বাঁকা সিঁথি। টেড়ি কাটা (ক্রিয়া) ১ বাঁকা সিঁথি কাটা। ২ কেশবিন্যাস করা। □(বিশেষণ) বিশেষ প্রকার বা কায়দায় কাটা সিঁথিবিশিষ্ট (একটি গৌরবর্ণ ছিপছিপে টেরিকাটা যুবক-প্রথম চৌধুরী)। টেড়ি বাগান (ক্রিয়া) চিরুনি ব্রুশ প্রভৃতির দ্বারা সযত্নে কেশ বিন্যাস করা বা বিশেষ কায়দায় মাথায় চুল ফিরিয়ে সিঁথি কাটা। {(তৎসম বা সংস্কৃত) তির্যক>টেড়া+ই}