Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word টিমটিম Bengali definition [টিম্‌টিম্‌] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) মিটমিট; আলোকের ক্ষীণত্ব বা অনুজ্জ্বলতা বাচক শব্দ; মিটমিট (টিমটিম করে আলো জ্বলে)। টিমটিম করা (ক্রিয়া) ১ মৃদু বা স্বল্প আলোক দান করা (আলোটা টিমটিম করছে)। ২ অতি মৃদুভাবে সত্তা কায়েম রাখা; কষ্টে বা কোনো প্রকারে অস্তিত্ব বজায় রাখা (মফঃস্বলের বিদ্যালয়টি টিমটিম করে চলছে)। টিমটিম করে (ক্রিয়াবিশেষণ) অনুজ্জ্বলভাবে বা নিতান্ত ম্লানভাবে। টিমটিমে (বিশেষণ) নিষ্প্রভ; ক্ষীণ; অনুজ্জ্বল (টিমটিম কেরোসনি বাতির সল্‌তে উসকাইতে হয় না-ওবায়েদুল হক)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word টিলা Bengali definition [টিলা](বিশেষ্য) ১ উচ্চ মাটির ঢিপি/ঢিবি বা স্তূপ। ২ ছোট পাহাড়। {(তুলনীয়) (হিন্দি) টীলা; (তৎসম বা সংস্কৃত) তুঙ্গ}
  • Bengali Word টিসু Bengali definition [টিশু](বিশেষ্য) ১ কলা (এক ধরনের অনেক কোষকে একসঙ্গে কলা বা টিসু বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(ইংরেজি) tissue}
  • Bengali Word টিয়া Bengali definition [টিয়া](বিশেষ্য) শুকজাতীয় পাখিবিশেষ; তোতা। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word টী Bengali definitionটি
  • Bengali Word টীকা Bengali definition [টিকা] (বিশেষ্য) ১ গ্রন্থাদির ব্যাখ্যাপুস্তক (হিন্দু জ্যোতিষশাস্ত্রের আরবীতে নতুন তর্জমা করেন ও বহু টীকা সংযোগ করেন-আবদুল মওদুদ)। ২ টিপ্পনী; বিস্তৃত ব্যাখ্যা। {(তৎসম বা সংস্কৃত) √টীক্‌+অ(ঘঞ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word টীকাকার, টিকাকার Bengali definition [টিকাকার্‌](বিশেষ্য) ব্যাখ্যাতা; যিনি ব্যাখ্যা টীকা-টিপ্পনী লেখেন বা করেন। {(তৎসম বা সংস্কৃত) টীকা+কার}
  • Bengali Word টীট ((ব্রজবুলি)) Bengali definition [টিট] (বিশেষণ) ১ লজ্জাহীন; বেহায়া (টীট নাগর চোর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ঠেঁটা। টীটপনা (বিশেষ্য) ১ লজ্জাহীনতা; বেহায়পনা। ২ ঠেঁটামি। {(তৎসম বা সংস্কৃত) ধৃষ্ট>টিট}
  • Bengali Word টীপ Bengali definitionটিপ
  • Bengali Word টীম Bengali definitionটিম
  • Bengali Word টু ১ Bengali definitionটুঁ
  • Bengali Word টুঁ ২ Bengali definition [টু](বিশেষণ) অল্পার্থে (একটু, আধটু)। {ধ্বন্যাত্মক; বাংলা প্রত্যয়}
  • Bengali Word টুঁ, টু Bengali definition [টুঁ, টু] (বিশেষ্য) ১ ‘টুঁ’ বা ‘টু’ শব্দ। ২ সামান্যতম শব্দ; নগণ্যতম শব্দ; ক্ষীণতম শব্দ; (কোথাও টুঁ শব্দ নেই)। ৩ সামান্য প্রতিবাদ; কোনো প্রকার উত্তর-প্রত্যুত্তর (টুঁ করা)। ৪ লুকোচুরি; খেলায় লুকিয়ে থাকা জায়গা থেকে সাড়া দেওয়ার ধ্বনিবিশেষ। টু দেওয়া (ক্রিয়া) সাড়া দেওয়া; নিজের অস্তিত্ব জ্ঞাপন করা। টু শব্দ না করা ১ একেবারে নিস্তব্ধ থাকা; সম্পূর্ণ নিঃশব্দে থাকা। ২ সাড়া না দেওয়া; চুপ করে থাকা। ৩ সম্পূর্ণ নীরবে বা বিনা প্রতিবাদে সবকিছু মেনে নেওয়া। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word টুঁই Bengali definitionটুই
  • Bengali Word টুঁটই, টুটত, টুটব, টুটল Bengali definition টুটা
  • Bengali Word টুঁটি Bengali definition [টুটি](বিশেষ্য) কন্ঠনালি বা কন্ঠ; গলদেশ। টুঁটি টিপে ধরা (ক্রিয়া) হত্যা করার চেষ্টা করা। {(তৎসম বা সংস্কৃত) ত্রোটি>}
  • Bengali Word টুই, টুঁই Bengali definition [টুই,টুঁই](বিশেষ্য) ১ টই; চালের মটকা। ২ শীর্যদেশ; চূড়া। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>টুঁই, টুই}
  • Bengali Word টুইল Bengali definition [টুইল্‌](বিশেষ্য) জামা ইত্যাদি তৈরি করার উপযোগী এক প্রকার কাপড়। {(ইংরেজি) twill}
  • Bengali Word টুইশনি Bengali definition টিউশানি
  • Bengali Word টুক ১ Bengali definition [টুক্‌](অব্যয়) ১ কাষ্ঠ প্রভৃতির উপর অতি মৃদু আঘাতের শব্দ। ২ স্বল্পতা; সামান্যতা ও শীঘ্রত্ববাচক (এইটুক, এতোটুক, অতোটুক, ততোটুক, যতোটুক; দুধটুকু টুক করে খেয়ে ফেলা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word টুকটাক Bengali definition [টুক্‌টাক্‌] (বিশেষণ) অতি সামান্য; ছোটখাটো; টুকিটাকি (টুকটাক জিনিসপত্র)। □(বিশেষ্য) ছুটকো-ছাটকা কাজ বা ছোটখাট কাজকর্ম (লোকটি টুকটাক করছে)। টুকটাক করে (ক্রিয়াবিশেষণ) সামান্য কর্মের দ্বারা; কোনো প্রকার (কোনো রকমে টুকটাক করে সংসার চলে)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word টুকটুক Bengali definition [টুক্‌টুক্‌](বিশেষণ) ১ গাঢ় অথচ সুন্দর ভাবসূচক। ২ উক্ত সকল অর্থে (টুকটুক হৈল বুক-দৌলত উজির বাহরাম খান)। □(অব্যয়) ১ গতির মৃদুতাসূচক (টুকটুক করে চলা, টুকটুক করে খাওয়া)। ২ ভয়ের অনুভূতিব্যঞ্জক। টুকটুকে (বিশেষণ) ১ অতি মনোহর; জ্বলজ্বলে; রক্তবর্ণবিশিষ্ট (টুকটুকে লাল)। ২ সুন্দর বা ফর্সা; রাঙা (একটি টুকটুকে বউ এনে এবারে ঘর আলো করো)। {(তৎসম বা সংস্কৃত) টুষ্ঠক>(কড়া রঙবাচক); টকটক}
  • Bengali Word টুকনি, টুকনী Bengali definition [টুক্‌নি](বিশেষ্য) ১ টুকরি; ছোট ঝুড়ি। ২ ভিক্ষাপ্রাপ্ত; ভিক্ষা করে যে পাত্রে সংগ্রহ করা হয়। টুকনি হাতে করা (বিশেষ্য) ১ নিঃস্ব হইয়া ভিক্ষুকের দশাপ্রাপ্ত হওয়া। ২ ভিক্ষাবৃত্তি অবলম্বন। টুকনি হাতে দেওয়া (ক্রিয়া) ভিক্ষুকের দশা করা। {(তুলনীয়) (হিন্দি) টুক্‌নী=ছোট পিতলের ঘটি; (হিন্দি) টোকরী}
  • Bengali Word টুকরা, টুকরো Bengali definition [টুকরা, টুকরো] (বিশেষ্য) ছিন্ন বা কাটা অংশ। □(বিশেষণ) ১ ছুটকো; বিচ্ছিন্ন (চাপা হাসি টুকরো কথার নানান জোড়াতাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত খণ্ডিত (টুকরা কাগজ, টুকরা জমি)। টুকরা-টাকরা, টুকরো-টাকরা (বিশেষ্য) ছোট বড় খণ্ড; ছাঁটছুট। টুকরা জমি (বিশেষ্য) ক্ষুদ্র জমি; ক্ষুদ্র ভূ-খণ্ড। টুকরা টুকরা, টুকরো টুকরো (বিশেষণ) ১ খণ্ডে খণ্ডে বিভক্ত। ২ খণ্ড; বিভক্ত; কুচিকুচি। টুকরা দাখিলা (বিশেষ্য) ক্ষুদ্র দাখিলা; রাজস্ব প্রাপ্তির ক্ষুদ্র রসিদবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) স্তোক>}
  • Bengali Word টুকরি, টুকরী Bengali definition [টুক্‌রি] (বিশেষ্য) বাঁশের তৈরি ঝুড়ি বিশেষ; ছোট ঝুড়ি বা চুপড়ি বা চেঙাড়ি। {(তুলনীয়) (হিন্দি) টোকরী}
  • Bengali Word টুকলি Bengali definition [টুক্‌লি](বিশেষ্য) নকল (পরের খাতা টুকলি করে জাহির করা বিদ্যে-ফররুখ আহমদ)। {√টুক্‌+লি}
  • Bengali Word টুকা ১, টোকা ১ Bengali definition [টুকা, টোকা] (ক্রিয়া) ১ নেওয়া; নকল করা; লিখে রাখা; টোকা; note। ২ দোষ-ত্রুটি ধরা; তিরস্কার করা। ⇒ টোকা। {√টুক্‌+আ}
  • Bengali Word টুকা ২, টোকা ২ Bengali definition [টুকা,টোকা] (ক্রিয়া) সেলাই করা। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>}
  • Bengali Word টুকানো, টোকানো Bengali definition [টুকানো] (ক্রিয়া) ১ খুঁটে নেওয়া (কঠিন পায়ের আঘাত হানিয়া গরুগুলি ঘাস টুকে-জসীমউদ্‌দীন)। ২ বিক্ষিপ্তভাবে তোলা; এখান ওখান থেকে বিশৃঙ্খলভাবে নেওয়া। □(বিশেষণ) মধ্যে মধ্যে তুলে নেওয়া (টুকানো অভ্যাস)। {√টুক্‌+আনো}
  • Bengali Word টুকি ১ Bengali definition [টুকি](বিশেষণ) অত্যন্ত অল্প; অত্যন্ত সামান্য। □(বিশেষ্য) ১ ছোট খণ্ড। ২ ছোট গ্রাস। {(তৎসম বা সংস্কৃত) স্তোক>}