Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word টোন ৩ Bengali definition [টোন্‌] (বিশেষ্য) কণ্ঠস্বর; মেজাজজ্ঞাপক কণ্ঠস্বর; mood। {(ইংরেজি) tone}
  • Bengali Word টোনা Bengali definition [টোনা] (বিশেষ্য) ১ বশীকরণের মন্ত্র। ২ তন্ত্রমন্ত্র; তুক; যাদু; গুণ; বশীকরণের প্রকরণ। ৩ কুনজর; কুদৃষ্টি। টোনা দেওয়া, টোনা লাগানো (ক্রিয়া) কুনজর দেওয়া; অশুভ দৃষ্টিপাত করা। {(তৎসম বা সংস্কৃত) তন্ত্র>}
  • Bengali Word টোপ ১ Bengali definition [টোপ্‌] (বিশেষ্য) ১ বড়শিতে গাঁথা মাছের খাদ্য। ২ প্রলোভনের জিনিস (টোপ গেলা)। ৩ কৌশল (নারী আটকানোর নানারূপ টোপ আছে-জগলুল হায়দার আফরিক)। টোপ ফেলা (ক্রিয়া) ফাঁদ পাতা। টোপ খাওয়া (ক্রিয়া) টোল খাওয়া বা গর্ত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ> (অপভ্রংশ) টোপ}
  • Bengali Word টোপ ২ Bengali definition [টোপ্‌] (বিশেষ্য) ১ অলঙ্কারাদিতে টোপ বা স্তূপের সদৃশ গঠন। ২ কাপড়ের বোতামবিশেষ। ৩ মুকুট; শিরোভূষণ। ৪ টুপি। ৫ শিরস্ত্রাণ (তোদের ও টুপী পরার চাইতে আমানের টোপ পরা শতগুণ ভালো-গোলাম মোস্তফা)। ৬ এক জাতীয় গিলাপ বা ঢাকনা। টোপসা (বিশেষ্য) টোপ বা বিন্দু। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
  • Bengali Word টোপর Bengali definition [টোপর্‌] (বিশেষ্য) ১ শিরস্ত্রাণ; বড় টুপি (চামের টোপর শোভে শিরে-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ২ হিন্দু সম্প্রদায়ের বরের মাথার মুকুট; বরের মাথার শোলার বড় টুপি। ৩ মুকুট; শিরোভুষণ (আলীর টোপর মাথে দিলেক তুলিয়া-হেয়াত মাহমুদ; সোনার টোপর মাথায়-ছড়া)। ৪ চূড়া; শীর্ষদেশ; ঊর্ধ্বদেশ (সাত পুরুষের ডিঙ্গা তোমার সোনার টোপর-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ৫ উঁচু জায়গা; উন্নত ভূমি। ৬ ফোঁপরা; ফাঁপা। টোপরপানা (বিশেষ্য) ১ গোলাকার ফাঁপা পানাবিশেষ যা পানিতে ডুবে না (টোপর পানায় ভরল ডোবা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ টোপ অপেক্ষা বড়। টোপসা=টোপ। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ; স্টুপির>(প্রাকৃত) টোপ্পর>;ওরাওঁ. তোরপোর; (তুলনীয়) গ্রি. topos; (ইংরেজি) top}
  • Bengali Word টোপলা Bengali definition [টোপ্‌লা] (বিশেষ্য) পুঁটুলি; পোঁটলা (হাতে একটা টোপলা ছিল-শাহেদ আলী)। {(তৎসম বা সংস্কৃত) টপ্পর>টোপলা>পোঁটলা>(বর্ণ বিপর্যয়ে)}
  • Bengali Word টোপা Bengali definition [টোপা] (বিশেষণ) ১ টোপযুক্ত; টোপের মতো গোল (টোপা কুল)। ২ গোল বয়ার মত ফাঁপা যা পানিতে ভাসে (মন আমার টোপা পানা ডুবতে চায় না-রামরাম বসুরাম বসু)। □(বিশেষ্য) ১ ফাঁপা। ২ দেশি কুলবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
  • Bengali Word টোপানো Bengali definition [টোপানো] (ক্রিয়া) টুপটাপ করে ফোঁটায় ফোঁটায় ঝরা (শিশির টোপারে পড়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {√টোপা+অন}
  • Bengali Word টোপী Bengali definition টুপি
  • Bengali Word টোরা Bengali definition [টোরা] (বিশেষ্য) শিশুদের কটিভূষণ বা কোমরের এক প্রকার অলঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) কটিত্র>}
  • Bengali Word টোল ১ Bengali definition [টোল্‌] (বিশেষ্য) ১ চতুষ্পাঠী; যেখানে সংস্কৃত পড়ানো হয়; সংস্কৃত বিদ্যালয় (প্রকৃতির টোলে আমি কখনো নিইনি পাঠ-শামসুর রাহমান)। ২ অস্থায়ী কুটির; কুঁড়েঘর। ৩ পাড়া; গ্রামের একটা অংশ (বেদের টোল)। টুলো (বিশেষণ) ১ টোলে শিক্ষিত। ২ টোলসম্পর্কীয় বা টোল বিষয়ক। টুলো পণ্ডিত (বিশেষ্য) ১ টোলে সংস্কৃত পড়ানো যে পণ্ডিতের কাজ বা পেশা। ২ কেবল পুঁথিগত বিদ্যায় অভিজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) তলিম>টোল; (তুলনীয়) (আরবি) তালীম্‌; (তুলনীয়) (হিন্দি) চোল}
  • Bengali Word টোল ২ Bengali definition [টোল্‌] (বিশেষ্য) ১ ছোট গর্ত (গুলবদনীর চিবুক গালের টোল-কাজী নজরুল ইসলাম)। ২ তোবড়ানো ভাব বা অবস্থা। টোল খাওয়া (বিশেষ্য) তুবড়ে যাওয়া; বেঁকে যাওয়া (বদনাটাই খেল টোল-সৈয়দ মুজতবা আলী)। টোল পড়া (বিশেষ্য) গর্ত হওয়া; কিঞ্চিৎ ডেবে যাওয়া। গালে টোল পড়া (বিশেষ্য) মুখ নাড়লে গালে গর্তের মতো হওয়া। {(তৎসম বা সংস্কৃত) তট>(প্রাকৃত) তড়>তল>টল>টোল}
  • Bengali Word টোল ৩ Bengali definition [টোল্‌] (বিশেষ্য) তিরস্কার; গঞ্জনা; কর্কশ বা কটু কথা। {(তুলনীয়) (হিন্দি) টর}
  • Bengali Word টোল ৪ Bengali definition [টোল্‌] (বিশেষ্য) শুল্ক; রাজকর; মাশুল। {(ইংরেজি) toll}
  • Bengali Word টোলা Bengali definition [টোলা] (বিশেষ্য) পাড়া; পল্লি (আর্মানিটোলা, বালুটোলা)। টুলি, টুলী (বিশেষ্য) (ক্ষুদ্রার্থে) ছোট পাড়া (গণকটুলি)। {(হিন্দি) টোলা}
  • Bengali Word টোসা Bengali definition [টোশা] (বিশেষ্য) বিন্দু; ফোঁটা। {ধ্বন্যাত্মক টোপসা>}
  • Bengali Word টোস্ট, টোষ্ট Bengali definition [টোস্‌ট্‌] (বিশেষ্য) আগুনে-সেঁকা পাউরুটির টুকরা; toast। {(ইংরেজি) toast}
  • Bengali Word টোড়ি, টোড়ী Bengali definition তোড়ি
  • Bengali Word টোয়ত ((ব্রজবুলি)) Bengali definition [টোয়তো] (ক্রিয়া) খোঁজ করছে (টোয়ত অব ধনী-গোবিন্দদাস)। {(তুলনীয়) (হিন্দি) টোহ}
  • Bengali Word টোয়াইন Bengali definition টোন
  • Bengali Word টোয়ান Bengali definition টুয়ান
  • Bengali Word ট্যাঁ Bengali definition [ট্যাঁ] (অব্যয়) ১ শিশুর ক্রন্দধ্বনি। ২ পাখির চিৎকার শব্দ। ট্যাঁ ট্যাঁ (অব্যয়) ক্রমাগত ট্যাঁ শব্দ। ট্যাঁ ফোঁ (বিশেষ্য) উচ্চবাচ্য; ভালোমন্দ কথন; সামান্য প্রতিবাদ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ট্যাঁ-ফোঁ Bengali definition [ট্যাঁ-ফোঁ] (বিশেষ্য) বিন্দুমাত্র বা সামান্যতম প্রতিবাদ; কোনোরূপ উচ্চবাচ্য। {টুঁ>ট্যাঁ; ফোঁস>ফোঁ}
  • Bengali Word ট্যাঁক Bengali definition টেঁক
  • Bengali Word ট্যাঁকট্যাক, ট্যাঁকটেঁকে, ট্যাঁকট্যাঁকান Bengali definition টেঁকটেঁক
  • Bengali Word ট্যাঁকশাল Bengali definition টাকশাল
  • Bengali Word ট্যাঁটা Bengali definition টেঁটা
  • Bengali Word ট্যাঁপারি Bengali definition টেঁপারি
  • Bengali Word ট্যাঁস Bengali definition [ট্যাঁশ্‌] (বিশেষ্য) মিশ্র জাতি; দো-আঁশলা জাতিবিশেষ; ইঙ্গ-ভারতীয় সঙ্কর জাতি; ফিরিঙ্গি; ইউরেশীয়। {(ইংরেজি) trash>(?)}
  • Bengali Word ট্যাঁসট্যাঁস Bengali definition [ট্যাঁশ্‌ট্যাঁশ্‌] (অব্যয়) অপ্রিয় এবং আপত্তিসূচক উক্তি বা ধ্বনি বোঝাতে (কালে না নোয়ালে বাঁশ পাকলে করে ট্যাঁস ট্যাঁস-প্রবাদ)। ট্যাঁসটেঁসে বিণ। {ধ্বন্যাত্মক}