P পৃষ্ঠা ৪১
- English Word pin 2 Bengali definition [পিন্] (verb transitive) (১) বিভিন্ন জিনিস একত্রে গেঁথে রাখা: pin sheets of paper togather; pin up this document in the file. pin something on somebody কাউকে দায়ী প্রতিপন্ন করা; কোনো কাজের দায় কারো উপর চাপিয়ে দেওয়া। pin one’s hopes on somebody কারো সহায়তার উপর গভীর আস্থা। pin-up (noun) (১) (ক) কোনো প্রিয় বা শ্রদ্ধের ব্যক্তির ছবি দেওয়ালে টাঙিয়ে রাখার রীতি; (খ) pin magazines অশ্লীল বিষয়বস্তুর যেসব পত্রিকা পিনবদ্ধ অবস্থায় বিক্রি করা হয়। (২) নড়াচড়ায় অক্ষম করে তোলা: The thief was pinned against the wall till the police came. pin somebody down (লাক্ষণিক) কাউকে তার উদ্দেশ্যের কথা বলতে বাধ্য করা; সত্যি কথা বলতে বাধ্য করা। pin somebody down to something কাউকে তার প্রতিশ্রুতি বা কথা বা চুক্তি পালন করতে বাধ্য করা।
- English Word pinafore Bengali definition [পিনাফো] (noun) [Countable noun] পোশাক পরিচ্ছন্ন রাখতে তার উপর পরিহিত ঢিলেঢালা কাপড়।
- English Word pince-nez Bengali definition [প্যান্স্ নেই] (noun) নাকে আটকে রাখতে স্প্রিংসহ বিশেষ ধরনের চশমা (এ ধরনের ফ্রেমে কানে বেড় দেওয়ার কোনো সুবিধা থাকে না)।
- English Word pincers Bengali definition [পিন্সাজ্] (noun) (plural) (pair of pincers) (১) সাঁড়াশি। pincer movement (সামরিক) দুদিক থেকে সাঁড়াশি আক্রমণ। (২) কোনো বিশেষ মাছের সাঁড়াশির মতো নখর।
- English Word pinch 1 Bengali definition [পিন্চ্] (verb transitive), (verb intransitive) (১) চিমটি কাটা: She pinched her friend so hard. His fingers were pinched by the car-door. (২) শক্ত হয়ে থাকা; এমন শক্ত হয়ে থেকে কাউকে আঘাত দেওয়া: Where the shoe pinches? (লাক্ষণিক) ঠিক কোথায় অসুবিধা/কষ্ট। (৩) (পরোক্ষে) কষ্ট পাওয়া; ফল ভোগ করা: be pinched with hardships; be pinched for money, অর্থাভাব। (৪) (কথ্য) চুরি করা; বিনা অনুমতিতে নিয়ে যাওয়া: Bushra must have pinched my pen. (৫) অত্যন্ত সংকীর্ণমনা/কৃপণ হওয়া; অত্যন্ত কম ব্যয়ে জীবনযাপন করা; কষ্ট করে ইচ্ছাকৃতভাবে দিনযাপন করা: Fahim always tries to pinch so that he can save money. Why do you pinch your wallet so much? (৬) (নিন্দার্থে) (পুলিশের ক্ষেত্রে) কাউকে হাজতে নিয়ে যাওয়া বা গ্রেফতার করা: Take care or you’ll be pinched.
- English Word pinch 2 Bengali definition [পিন্চ্] (noun) (১) চিমটি; এমনভাবে চেপে ধরে রাখা যাতে অন্যের কষ্ট হয়: What a bitter pinch! (২) (লাক্ষণিক) দুর্ভোগ; কষ্ট: understand the pinch of unemployment. (৩) বৃদ্ধাঙ্গুলি ও অন্য একটি আঙুলের সাহায্যে যতটুকু পরিমাণ জিনিস দেওয়া সম্ভব: a pinch of sugar; take something with a pinch of salt. দ্রষ্টব্যsalt. (৪) at a pinch, if it comes to the pinch, প্রয়োজনে; যদি উপায়ান্তর না-থাকে।
- English Word pinch-beck Bengali definition [পিন্চ্বেক্] (noun) সস্তা গহনায় ব্যবহারের জন্য অ্যালয় ও জিংকমিশ্রিত সংকরধাতু। □ (adjective) নকল; কৃত্রিম।
- English Word Pindaric Bengali definition [পিন্ডারিক্] (adjective) গ্রিক গীতিকবি পিনডারের কাব্য সম্পর্কিত অথবা তার অনুকরণে লিখিত গাথাকবিতা।
- English Word pine 1 Bengali definition [পাইন্] (noun) [Countable noun] দেবদারুর মতো চিরহরিৎ সুচের মতো পত্রবিশিষ্ট সরল বৃক্ষবিশেষ; পাইন গাছ; [Uncountable noun] এই গাছের কাঠ। pine-needles (noun) সুচের মতো দেখতে পাইন গাছের পাতা। pinecones (noun) পাইন গাছের ফল। pineary (noun) পাইনের বন/বাগান। pinetum (noun) পাইন বা সমগোত্রীয় গাছের বাগান। pine-wood (noun) পাইনবন।
- English Word pine 2 Bengali definition [পাইন্] (verb intransitive) (১) বেদনা বা যন্ত্রণায় ধীরেধীরে শীর্ণ হওয়া। (২) কোনো কিছুর জন্য আকুল প্রতীক্ষা করা: pine for something; pine to do something. The mother pining for her son gone to war.
- English Word pineal Bengali definition [পাইনিআল্] (adjective) পাইনগাছের ফলের ন্যায় আকারবিশিষ্ট। pineal gland (noun) মস্তিষ্কের গ্রন্থি।
- English Word pineapple Bengali definition [পাইন্অ্যাপ্ল্] (noun) [Countable noun] আনারস বা আনারস গাছ; [Uncountable noun] আনারস থেকে উৎপাদিত খাদ্য: pineapple juice.
- English Word ping Bengali definition [পিঙ্] (noun) বন্দুকের গুলি ছোড়ার সময়কার তীক্ষ্ন শব্দ। □ (verb transitive) এ ধরনের শব্দ করা।
- English Word ping-pong Bengali definition [পিঙ্পঙ্] (noun) (কথ্য) টেবিল টেনিস।
- English Word pinion 1 Bengali definition [পিনিআন্] (noun) (১) পাখির ডানা বা ডানার সর্ববহিঃস্থ গ্রন্থি; উড়ন্ত অবস্থায় পাখির যেসব পালক ব্যবহৃত হয়। (২) (কাব্যে) পাখা; শাখা: an eagle’s pinions. □ (verb transitive) (১) কোনো পাখির ডানা কেটে দেওয়া যাতে এটা উড়ে যেতে না পারে। (৩) কোনো ব্যক্তির হাত বেঁধে রাখা। pinion to/together কারো হাত বাঁধা; কাউকে বাহু দিয়ে আটকে রাখা।
- English Word pinion 2 Bengali definition [পিনিআন্] (noun) বড় চাকার সঙ্গে যুক্ত খাঁজকাটা বা দাঁড়ওয়ালা ছোট এক ধরনের চাকা।
- English Word pink 1 Bengali definition [পিঙ্ক্] (noun) (১) [Uncountable noun] গোলাপি বা ম্লান লাল রং: rose pink. pinkgin; বিশেষ ধরনের জিন পানীয়। (২) [Countable noun] সুগন্ধি উদ্যানতরুবিশেষ; তার সাদা, গোলাপি, লাল ফুল। (৩) in the pink (of health) (কথ্য) খুব ভালো অবস্থা। □ (adjective) (১) ম্লান লাল বর্ণসম্পর্কিত। ২ (কথ্য) সমাজতান্ত্রিক বিশ্বাসের প্রতি দুর্বল। দ্রষ্টব্যred.
- English Word pink 2 Bengali definition [পিঙ্ক্] (verb transitive) (১) তরবারির সাহায্যে বিদ্ধ করা। (২) pink out ছোট ছোট ছিদ্রের সাহায্যে (কাপড়, চামড়া ইত্যাদি) আকর্ষণীয় করা। pinking scissors/shears সুতা যাতে উঠে না যায় তা প্রতিরোধে বিশেষ ধরনের ধারযুক্ত কাঁচি, যা দিয়ে বিশেষভাবে কাপড় কাটা যায়।
- English Word pink 3 Bengali definition [পিঙ্ক্] (verb intransitive) অত্যন্ত উঁচুগ্রামে বিস্ফোরক শব্দ করা (বিশেষ ধরনের ইনজিনের ক্ষেত্রে প্রযোজ্য)।
- English Word pinnace Bengali definition [পিনেস্] (noun) বড় জাহাজের সঙ্গে যুক্ত ক্ষুদ্র নৌকা।