P পৃষ্ঠা ৪২
- English Word pinnacle Bengali definition [পিনাক্ল্] (noun) (১) ভবনের ছাদে বা শীর্ষে লম্বা তীক্ষ্ণাগ্র সুসজ্জিত চূড়া, যেমন চার্চে। (২) উঁচু ও সরু পর্বতশিখর। (৩) (লাক্ষণিক) সর্বোচ্চসীমা: at the pink of his popularity. □ (verb transitive) অনুরূপ চূড়ায় কোনোকিছু স্থাপন করা।
- English Word pinnate Bengali definition [পিনেইট্] (adjective) (উদ্ভিদ) (বৃক্ষপত্র) অক্ষের উভয়দিকে শাখাযুক্ত।
- English Word pinny Bengali definition [পিনি] (noun) (plural pinnies) (শিশুদের ক্ষেত্রে) এক ধরনের ঢিলা পোশাক।
- English Word pint Bengali definition [পাইন্ট্] (noun) তরল পদার্থের মাপবিশেষ; এক-অষ্টমাংশ গ্যালন বা ˑ৫৭ লিটার।
- English Word pioneer Bengali definition [পাইআনিআ(র্)] (noun) (১) যে ব্যক্তি কাজ বা বাস করতে কোনো নতুন বা অনুন্নত দেশে যান; কোনো নতুন বিষয়ের প্রথম শিক্ষার্থী; অভিযাত্রী। (২) (সামরিক) সেনাবাহিনীর অগ্রবর্তী দল যারা পথঘাট পরিষ্কার ও নির্মাণ করে। (৩) প্রবর্তক; কোনো কাজের প্রথম মন্ত্রণাদাতা ও কর্মী। □ (verb transitive), (verb intransitive) প্রথম কর্মী বা সৈনিক হিসেবে কাজ করা; কোনো নতুন পথ প্রদর্শন করা; নতুন পদ্ধতি দেখানো।
- English Word pious Bengali definition [পাইআস্] (adjective) ধার্মিক; সাধু; সৎ। pious fraud শুভ উদ্দেশ্যে প্রতারণা। piously (adverb)
- English Word pip 1 Bengali definition [পিপ্] (noun) লেবু, কমলালেবু, আপেল প্রভৃতির বীজ।
- English Word pip 2 Bengali definition [পিপ্] (noun) হাঁসমুরগির রোগবিশেষ; (অশিষ্ট) বিমর্ষতা বা বিরক্তি: That fellow gave me the pip.
- English Word pip 3 Bengali definition [পিপ্] (noun) টেলিফোন/রেডিও/টিভির সময়সংকেত।
- English Word pip 4 Bengali definition [পিপ্] (noun) (১) তাস, পাশার ছক প্রভৃতির ফোঁটাচিহ্ন। (২) সামরিক বাহিনীর কর্মকর্তাদের পদমর্যাদাসূচক তারকাচিহ্ন।
- English Word pip 5 Bengali definition [পিপ্] (verb transitive) (কথ্য) বন্দুকের গুলি দিয়ে আঘাত করা। pipped at the post শেষ মুহূর্তে পরাজিত; কিচিরমিচির করা; মারা যাওয়া।
- English Word pipe 1 Bengali definition [পাইপ্] (noun) (১) মধ্যে ফাঁকা এমন গোলাকার বস্তু যার মধ্য দিয়ে তরল পদার্থ বা গ্যাস প্রবাহিত হতে পারে; নল: water pipes; gas pipes. pipeline (noun) নল দ্বারা সংযুক্ত ধারা (প্রায়ই ভূগর্ভস্থ পেট্রলিয়ম বা গ্যাস পরিবহনে)। in the pipe line দ্রব্যসামগ্রী অথবা পরিকল্পনা যা সূত্র থেকে পাঠানো হয়েছে, কিন্তু এখনও গন্তব্যে পৌঁছায়নি; ঠিক সময়ে সরবরাহের জন্য পাঠানো চালান/তালিকা, যা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছবে। ২ বাঁশি, অরগ্যানের যেসব নল দিয়ে শব্দ সৃষ্টি করা যায়। (plural) bag-pipes. (৩) নাবিকদের ব্যবহৃত বাঁশির শব্দ। (৪) পাখির ডাক। (৫) শরীরের নলজাতীয় অঙ্গ: wind pipe. (৬) (tobacco) pipe তামাক খাওয়ার পাইপ: smoking a pipe. Put that in your pipe and smoke it কোনো বিষয়ে ভাবনাচিন্তা করে দেখা যে তা গ্রহণীয় কিনা। pipe clay (noun) মসৃণ সাদা কোমল মাটি, যা তামাক তৈরিতে পুরাকালে ব্যবহৃত হতো এবং সৈন্যরা চামড়ার বেল্ট বা অন্যান্য সামগ্রী সাদা করতে ব্যবহার করে। pipedream (noun) আকাশকুসুম ভাবনা; উদ্ভট কল্পনা। pipe-rack (noun) তামাক রাখার তাক। (৭) মদ রাখার পাত্র (১০৫ গ্যালন পরিমাপের)। pipeful একটি নলে যতটা ভরে।
- English Word pipe 2 Bengali definition [পাইপ্] (verb intransitive), (verb transitive) (১) পাইপের মাধ্যমে পানি বা অনুরূপ জলীয়পদার্থ পাঠানো: pipe water into a garden. (২) বাঁশি বাজানো; শিস দেওয়া; মিহিসুরে গান গাওয়া। pipe up (কথ্য) কথা বলা/গান/খেলা শুরু করা। pipedown শান্ত হওয়া; উচ্চকণ্ঠ না-হওয়া; অতিরিক্ত নিশ্চিত না-হওয়া। (৩) (নৌচালনবিদ্যা) নাবিকদের (বাঁশি বাজিয়ে) আহ্বান জানানো। pipe all the hands on deck বাঁশি বাজিয়ে নাবিকের নির্দেশনা দেওয়া বা স্বাগত জানানো: pipe the captain on board. (৪) বাঁশির ধ্বনির সঙ্গে পোশাক বা কেক সজ্জিত করা। দ্রষ্টব্যpiping.
- English Word piper Bengali definition [পাইপা] (noun) বংশীবাদক; (বিশেষত) ব্যাগপাইপের বাদক। pay the piper (and call the tune) কোনো কাজের আর্থিক দায়ভার গ্রহণ (এবং তা নিয়ন্ত্রণ করার দায়িত্ব)।
- English Word pipette Bengali definition [পাইপেট্] (noun) (প্রধানত রসায়নে) সরু নল যা দিয়ে অল্প পরিমাণ তরল পদার্থ স্থানান্তর করা যায়।
- English Word piping Bengali definition [পাইপিঙ্] (noun) [Uncountable noun] (১) নলের দৈর্ঘ্য (বিশেষত পানি বা ড্রেনের পাইপ): five feet of lead piping. (২) সরু দড়ির মতো বস্তু, যা কোনো কোনো পোশাকের প্রান্তিক সজ্জায় ব্যবহৃত হয় বা চিনি দিয়ে তৈরি অনুরূপ সুতার মতো বস্তু, যা কেক সাজাতে ব্যবহৃত হয়। (৩) বাঁশিতে বাজানো সুর। □ (adjective) পাইপের শব্দের মতো: a piping voice. the piping time(s) of peace সামরিক বাদ্যের বিপরীতে যখন (যে যে সময়ে) বাঁশির প্রশান্ত সুর শোনা যায়। piping hot (adverb) ফুটন্ত গরম বাষ্পের সিঁ সিঁ শব্দের মতো।
- English Word pippin Bengali definition [পিপিন্] (noun) এক ধরনের আপেল।
- English Word pipsqueak Bengali definition [পিপ্স্কুঈক্] (noun) (অশিষ্ট) নগণ্য বা জঘন্য ব্যক্তি বা বস্তু।
- English Word piquant Bengali definition [পীকান্ট্] (adjective) ঝাঁজালো কিন্তু সুস্বাদু: a piquant sauce; (লাক্ষণিক) মনের জন্য উত্তেজক কিন্তু সুখকর: a piquant piece of gossip. piquantly (adverb) piquancy (noun) তীব্র ও রসময় হওয়ার গুণ।
- English Word pique Bengali definition [পীক্] (verb intransitive) (১) কারো অহংকার বা আত্মসম্মানে আঘাত করা। (২) (ঔৎসুক্য) জাগিয়ে তোলা। (৩) pique oneself on something গর্ব অনুভব করা: She piqued herself on being very charming. □ (noun) গর্ব, অহংকার, উৎসাহ নিবৃত্ত না-হওয়ার অনুভূতি; ঘৃণা: He left the meeting in a fit of pique.