P পৃষ্ঠা ৩৮
- English Word picker Bengali definition [পিকা(র্)] (noun) কুড়ানি, যেমন পাতাকুড়ানি, কাগজকুড়ানি।
- English Word pickerel Bengali definition [পিকারাল্] (noun) (plural অপরিবর্তিত) ছোট বানমাছ।
- English Word picket 1 Bengali definition [পিকিট্] (noun) (১) মাটিতে পোঁতা (সাধারণত সীমানা নির্ধারণের জন্য) সূচ্যগ্র খুঁটা বা গোঁজ। (২) পুলিশ বা ব্যক্তির ছোট দল যারা কারো সন্ধানে বিশেষ কর্তব্যে নিয়োজিত। (৩) শ্রমিক বা অন্যান্য ব্যক্তির দল যারা হরতাল বা ধর্মঘটের সময় রাস্তায় যানবাহন চলাচলে বাধা দেয় বা কারখানার গেটে অন্যদের প্রবেশ ব্যাহত করে। flying pick শ্রমিকের দল যারা পিকেট এলাকায় কাজ করে না।
- English Word picket 2 Bengali definition [পিকিট্] (verb transitive), (verb intransitive) (১) ঘোড়াকে খুঁটার সঙ্গে বাঁধা। (২) পিকেটিং করা; কোনো স্টেশনে বা কোনো স্থানে দলবদ্ধ হয়ে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করে দাবি জানানো; কোনো কারখানায় অনুরূপ কারণে সমবেত হওয়া; এ ধরনের সমাবেশে অংশগ্রহণ করা।
- English Word picking Bengali definition [পিকিঙ্] (noun) (১) [Uncountable noun] কুড়ানো; সংগ্রহ। picking and stealing সস্তা জিনিস চুরি। (২) (plural) পরিত্যক্ত বস্তু যা থেকে লাভ করা যায়; এ ধরনের লাভ; সামান্য চুরি থেকে লাভ।
- English Word pickle Bengali definition [পিক্ল্] (noun) (১) [Uncountable noun] লবণাক্ত জল, ভিনেগার প্রভৃতি যার দ্বারা মাংস বা সবজির পচনশীলতা রোধ করা যায়। have a rod in pickle for somebody, দ্রষ্টব্যrod. (২) (সাধারণত plural) আচার: mango pickles. in a sad/sorry/nice pickle দুঃখে/কষ্টে/খুশিতে। □ (verb transitive) (১) লবণাক্ত জল বা ভিনেগারে ভিজিয়ে রাখা।
- English Word picnic Bengali definition [পিক্নিক্] (noun) (১) বনভোজন; চড়ুইভাতি। picnichamper যে আধারে খাদ্য বা তৈজসপত্র বহন করা হয়। (২) (কথ্য) সহজ বা আনন্দদায়ক কোনো কিছু: It’s not a picnic. □ (verb transitive) বনভোজনের আয়োজন করা বা অংশগ্রহণ করা। picnicking (present participle). picnicker (noun) বনভোজনে অংশগ্রহণকারী।
- English Word picric Bengali definition [পিক্রিক্] (adjective) picric acid রঞ্জনকার্য, বিস্ফোরক দ্রব্য ও অ্যান্টিসেপটিক সামগ্রীতে ব্যবহৃত তিক্ত ও পীতবর্ণ এসিড।
- English Word pictograph Bengali definition [পিক্টঅগ্রাফ্] (noun) চিত্র দ্বারা লিখনপদ্ধতিতে বর্ণের বিকল্প হিসেবে ব্যবহৃত চিত্র। pictographic (adjective) pictography (noun)
- English Word pictorial Bengali definition [পিকটোরিআল্] (adjective) চিত্রে বিধৃত বা প্রকাশিত: a pictorial geography.
- English Word picture Bengali definition [পিক্চা(র্)] (noun) (১) শিল্পকর্ম; ড্রইং বা স্কেচ। picture-book যে গ্রন্থে ছবির প্রাধান্য থাকে। picture-card ছবিসহ কার্ড; ছবিওয়ালা তাস। picture-gallery শিল্পকলার প্রদর্শনী কক্ষ। picture hat মেয়েদের চওড়া কোনাওয়ালা টুপি। (২) সুন্দর দৃশ্য, বস্তু, ব্যক্তি প্রভৃতি। (৩) সুস্বাস্থ্যের প্রতিরূপ: picture of health, নিটোল স্বাস্থ্যের অধিকারী ব্যক্তি। (৪) (লাক্ষণিক) বিবরণ বা বর্ণনা এমন নিখুঁত যা থেকে কোনো বিষয়ের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। in the picture সঠিক বা নির্ভুলভাবে অবগত/বিধৃত। (৫) ছায়াছবি: I do not love going to the pictures. (৬) টিভি পরদার ছবি: This set brings in picture distortions. picture tube যে আলোকনল টেলিভিশনের পরদায় ছবি সৃষ্টি করে। □(verb transitive) (১) স্বরূপে চিনতে পারা; আঁকা: I have pictured him well in advance. (২) কল্পনা করা: He has pictured to himself how he would live on the sea.
- English Word picturesque Bengali definition [পিক্চারেস্ক্] (adjective) (১) চিত্রবৎ; ছবির মতো। (২) চিত্রবৎ স্পষ্ট; দৃশ্যমান; চিত্রাঙ্কনতুল্য: picturesque language. (৩) (ব্যক্তির ক্ষেত্রে) বৈশিষ্ট্যপূর্ণ; মৌলিক। picturesquely (adverb) picturesqueness (noun)
- English Word piddling Bengali definition [পিড্লিঙ্] (adjective) লঘু; সাধারণ; নগণ্য।
- English Word pidgin Bengali definition [পিজিন্] (noun) (১) আফ্রিকা বা দূরপ্রাচ্যে বাণিজ্য ও উপনিবেশ বিস্তারের সূত্রে ওই অঞ্চলের ভাষা/ভাষাসমূহের সঙ্গে ইংরেজি/ফরাসি/ডাচভাষার সংমিশ্রণে সৃষ্ট শব্দাবলি, যা এখনও ব্যবহৃত হয়। (২) চৈনিকমিশ্রিত অশুদ্ধ ভাষা। (৩) অনুরূপ মিশ্রিত কোনো অশুদ্ধ ভাষা। (৪) কাজ বা বিষয়: one’s pidgin; (কথ্য) It’s not my pidgin.
- English Word pie Bengali definition [পাই] (noun) [Countable noun, Uncountable noun] মাংস, ফল প্রভৃতির পুর দেওয়া বড়া বা পিঠাবিশেষ: a meat pie; a beef pie, as easy as pie (অশিষ্ট) অতি সহজ। have a finger in every pie গায়ে পড়ে সব বিষয়ে নাক গলানো (অফিসি চালচলনে)। pie in the sky পরলোকে কল্পিত সুখ। pie-crust পাইয়ের সেকা পেস্ট্রি। promises are like pie-crust যে প্রতিশ্রুতি রক্ষিত হয় না। pie-eyed (adjective) পানোম্মত্ত; মাতাল। pie-man পাইবিক্রেতা।
- English Word piebald Bengali definition [পাইবোল্ড্] (adjective) (ঘোড়া) অনিয়মিত আকারের সাদা ও কালো দাগযুক্ত।
- English Word piece 1 Bengali definition [পীস্] (noun) (১) খণ্ড; অংশভাগ; টুকরা; কালি: a piece of bread/wood/iron; The bottle has broken into pieces, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। come/take/(something) to piece কোনো কিছুকে এমনভাবে বিভক্ত করা যা দিয়ে জোড়া লাগালে পুনরায় পূর্ণাঙ্গ বস্তুটি তৈরি করা যাবে। go all to pieces (ব্যক্তির ক্ষেত্রে) (কথ্য) শারীরিক/মানসিকভাবে বিধ্বস্ত হওয়া। a piece of cake (অশিষ্ট) খুব সহজ কোনো কিছু। piece by piece প্রতিবারে একটি করে। of a piece with something (আলংকারিক অর্থ) একই চরিত্রের; সমানুপাতিক; সংহতিজ্ঞাপক। (২) পৃথক অবস্থা বা উদাহরণ: a piece of news/fortune/ information/ hardware. give somebody a piece of one’s mind স্পষ্টভাবে কাউকে তার সম্বন্ধে নিজের মনোভাব প্রকাশ করা (সচরাচর বিরক্তি বা বিরাগসূচক)। say one’s piece বক্তব্য বিষয় প্রকাশ করা। (৩) সাধারণ পরিমাপক মান যেভাবে বিভিন্ন বস্তু বিক্রয়/বিতরণের জন্য পাওয়া যায়: piece of foolscap sheet. piece-goods (noun) (plural) সাধারণত বস্ত্র/পরিধেয় যেগুলো স্বীকৃত সাধারণ মানে বাজারজাত করা হয়। cut-piece কাটা কাপড়। (৪) একক সৃষ্টি (শিল্প, সংগীতের ক্ষেত্রে): a piece of fine work; a piece of poetry; dance pieces. (৫) কোনো একটি সেটের অন্তর্ভুক্ত অনেক বস্তুর একটি: a teaset of 4৪ pieces. (৬) খুচরা পয়সা; a 10 cent piece (demi), পুরাকালে স্প্যানিশ মুদ্রার একক। (৭) বন্দুক: a fixed piece; a fowling piece. (৮) কোনো কাজের পূর্বনির্ধারিত অংশ: This piece of work is to be completed by June. piece-work, দ্রষ্টব্যtime 1 (১৩)। (৯) (একত্রে) (ক) কোনো বাদ্যযন্ত্রের বাজনদার: a twelve piece pop group. (খ) অনেক বস্তুর সংগ্রহ: a 9 6-piece dinner service; all to piece, সম্পূর্ণভাবে ছিন্ন হয়ে; pull to pieces, সবলে অংশসমূহ বিচ্ছিন্ন করা; (আলংকারিক অর্থ) কঠোরভাবে নিন্দা করা/খুঁত ধরা।
- English Word piece 2 Bengali definition [পিস্] (verb transitive) piece (together) বিভিন্ন অংশ একসঙ্গে যুক্ত করা: piece together the things lying fallen; piece one thing to another, একটির সঙ্গে আরেকটি যুক্ত করা। piece something out বিভিন্ন অংশ জুড়ে কোনো কাহিনী বা তত্ত্ব সৃষ্টি করা।
- English Word piéce de résistance Bengali definition [পিআস্ দা রেজিসটা:স্] (noun) (ফরাসি) (plural piéces de résistance) (১) সবচেয়ে উল্লেখযোগ্য ও মহৎ বিষয় (সৃজনশীল কাজ): This portrait is the artist’s piéce de résistance. (২) ভোজনসভায় পদসমূহের মধ্যে সর্বোৎকৃষ্ট বস্তু।
- English Word piecemeal Bengali definition [পীস্মীল্] (adverb) খণ্ড খণ্ডভাবে; টুকরা টুকরা অবস্থায়: work done piecemeal.