P পৃষ্ঠা ৪০
- English Word pilau Bengali definition [পিলাউ] (noun)= pilaf(f)
- English Word pilchard Bengali definition [পিল্চাড্] (noun) হেরিংসদৃশ সামুদ্রিক মৎস্যবিশেষ।
- English Word pile 1 Bengali definition [পাইল্] (noun) [Countable noun] কাঠ, ইস্পাত বা কংক্রিট নির্মিত ভারী স্তম্ভোপম বস্তু, যা দিয়ে ভবনের মাটির নিচের ভিত বা সেতুর ভারবাহী স্তম্ভ নির্মাণ করা হয়। pile-driver যে যন্ত্রের সাহায্যে মাটির নিচে পাইল পোঁতা হয়। pile-dwelling (অপিচ lake-dwelling) এ ধরনের পাইলের উপর নির্মিত বাড়ি (সাধারণত হ্রদের ধারে অবস্থিত)। □ (verb transitive)
- English Word pile 2 Bengali definition [পাইল্] (noun) (১) একটির উপর আরেকটি রাখা অনেক বস্তুর সমারহ: a pile of files. (২) funeral pile কাঠের স্তূপ যা দিয়ে শবদাহের চিতা সাজানো হয়। (৩) (কথ্য) অঢেল টাকা: make a pile of money. (৪) বৃহৎ উঁচু বাড়ি বা অনেকগুলো অনুরূপ বাড়ি। (৫) বৈদ্যুতিক শক্তি উৎপাদনের জন্য ড্রাই ব্যাটারি।
- English Word pile 3 Bengali definition [পাইল্] (verb transitive), (verb intransitive) (১) পাইল প্রস্তুত করা; পাইলের মতো স্তূপাকার করা: pile up dust; pile up books on the table; pile arms, (সাধারণত) চারটি রাইফেল একত্র করে মাটিতে এমনভাবে রাখা যাতে তাদের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে। pile it on (কথ্য) ফেনিয়ে তোলা; একই কথা বারবার বলা। pile on the agony (কথ্য) কোনো বেদনাদায়ক ঘটনার অতিরিক্ত ভারাক্রান্ত বর্ণনা। (২) pile up (ক) জড়ো করা: duties are being piled up. (খ) অনেক গাড়ি একত্রে একই জায়গায় দুর্ঘটনায় পতিত হওয়া। (৩) pile into/out of something অত্যন্ত বিশৃঙ্খল অবস্থার মধ্যে প্রবেশ করা; অনুরূপ অবস্থায় ফেলে যাওয়া: Students pile up into the auditorium.
- English Word pile 4 Bengali definition [পাইল্] (noun) [Uncountable noun] ভেলভেটের কোমল আস্তরণ; এক ধরনের গালিচা। piliferous [পাইলিফারাস্] (adjective) রোমবহ।
- English Word piles Bengali definition [পাইল্জ্] (noun) [Uncountable noun] অর্শ।
- English Word pilfer Bengali definition [পিল্ফা] (verb transitive), (verb intransitive) (বিশেষত নগণ্য পরিমাণে) চুরি করা: pilfered from the bookracks. pilferer (noun) pilferage (noun) অনরূপ চুরি: loss by pilfering.
- English Word pilgrim Bengali definition [পিল্গ্রিম্] (noun) তীর্থযাত্রী: pilgrims to Canterbury; pilgrims to the Himalayas; Ajmeer pilgrims. the Pilgrim fathers যেসব পিউরিটান ১৬২০ সালে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের প্লিমুথে গিয়ে উপনিবেশ স্থাপন করেছিলেন। pilgrimage (noun) তীর্থযাত্রা।
- English Word pill Bengali definition [পিল্] (noun) (১) ওষুধের বড়ি বা বটিকা। a bitter pilgrim to swallow কষ্টকর কাজ করতে বাধ্য হওয়া। sugar/sweeten the pilgrim কোনো অপ্রীতিকর কাজকে কিছুটা প্রীতিকর করে তোলা। pilgrim box (noun) (ক) বড়ি রাখার ছোট বাক্স/আধার। (খ) (সামরিক) ছোট ভূমিগর্ভস্থ কংক্রিটের দুর্গ। (২) the pilgrim গর্ভনিরোধক খাওয়ার বড়ি। be/go on the pilgrims নিয়মিত অনুরূপ বড়ি সেবন (আরম্ভ করা)।
- English Word pillage Bengali definition [পিলিজ্] (noun), (verb transitive) লুণ্ঠন (বিশেষত যুদ্ধকালে); লুণ্ঠিত বস্তুসমূহ; লুটের মাল। pillager (noun) লুণ্ঠনকারী।
- English Word pillar Bengali definition [পিলা(র্)] (noun) (১) স্তম্ভ; থাম। from pillar to post (লাক্ষণিক) একটি উৎস থেকে অন্য উৎসে/এক আশ্রয় থেকে অন্য আশ্রয়ে যাতায়াত; এদিক-ওদিক। (২) (লাক্ষণিক) pillar of শক্ত ও গুরুত্বপূর্ণ সমর্থক: a pillar of the religious community. (৩) pillar-box প্রায় পাঁচ ফুট উঁচু লম্বাটে বাক্স, যার মধ্যে চিঠিপত্র ডাকে দেওয়া হয়। (৪) স্তম্ভসদৃশ কোনো বস্তু: pillar of fire; pillar of smoke; pillar of cloud.
- English Word pillion Bengali definition [পিলিআন্] (noun) ঘোড়ার দ্বিতীয় আরোহীর জন্য পিছনের দিকের অতিরিক্ত আসন; স্ত্রীলোকদের জন্য ঘোড়ার হালকা জিন; মালপত্র বহনের জন্য অশ্বারোহীর পশ্চাৎস্থিত অতিরিক্ত গদি; মোটরসাইকেলে দ্বিতীয় আরোহীর জন্য অনুরূপ আসন: the pillion passenger.
- English Word pillory Bengali definition [পিলারি] (noun) (plural pillories) কাঠের কাঠামো, যার মধ্যে প্রাচীনকালে অপরাধীদের হাত ও মাথা ঢুকিয়ে দেওয়ার পর তাদের বিদ্রূপ করা হতো। □ (verb transitive) (১) এমন কাঠামোর মধ্যে রাখা। (২) কাউকে সর্বসমক্ষে বিদ্রূপ করা।
- English Word pillow Bengali definition [পিলোউ] (noun) বালিশ; উপাধান। pillow-case (noun) বালিশের ওয়াড় (অপিচ pillow-slip)। pillow-fight (noun) বালিশ নিয়ে শিশুদের যুদ্ধ। pillowy (adjective) বালিশের মতো নরম ও স্ফীত। □ (verb transitive) বিশ্রামে/আরামে রাখা (বা বালিশ-আশ্রিত অবস্থার সঙ্গে তুলনীয়)।
- English Word pilot Bengali definition [পাইলট্] (noun) (১) পোতাশ্রয় থেকে নদীতে জাহাজ চালনার জন্য যে ব্যক্তির প্রশিক্ষণ ও অনুমতি আছে। drop the pilot (লাক্ষণিক) বিশ্বস্ত উপদেষ্টাকে বরখাস্ত করা। (২) বিমানচালনায় প্রশিক্ষিত ব্যক্তি; বিমানচালক। (৩) (attributive(ly)) পরীক্ষামূলক-কীভাবে একই বিষয় আরও ব্যাপক ভিত্তিতে করা যায়; কী কী উন্নয়নসাধন করা যায়: a pilot survey/programme. (৪) (যৌগশব্দ) pilot-boat (noun) যে নৌকাচালককে জাহাজে পৌঁছে দেয়। pilot-cloth (noun) নীল পশমি কাপড়, যা দিয়ে ওভারকোট তৈরি করা হয়। pilot-engine (noun) যে রেল ইনজিন নিরাপত্তা পরীক্ষার্থে আগে আগে চলতে থাকে। pilot-fish (noun) ছোট মাছ, যেগুলো অন্য বড় মাছের আগে সাঁতার কাটে। pilot -light/-burner (noun) গ্যাসকুকার বা বাতির ছোট শিখা যা প্রজ্বলিত থাকলে বোঝা যায় যে গ্যাসপ্রবাহ সচল আছে। □ (verb transitive) পাইলটের কর্তব্য পালন করা।
- English Word pimp Bengali definition [পিম্প্] (noun) বেশ্যালয়ের দালাল। □ (verb intransitive) এ ধরনের দালালি করা।
- English Word pimpernel Bengali definition [পিম্পারনেল্] (noun) শস্যক্ষেত্রে বা পোড়ো জমিতে লাল, নীল ও সাদা রঙের বুনোফুলের গাছ।
- English Word pimple Bengali definition [পিম্প্ল্] (noun) ছোট শক্ত ও ফোলা চামড়ার দাগ; ফুসকুড়ি। pimpled (adjective) এ ধরনের দাগযুক্ত। pimply (adjective)
- English Word pin 1 Bengali definition [পিন্] (noun) (১) পিন; আলপিন; কাঁটা: don’t care a pin, সামান্যও তোয়াক্কা করি না; in a merry pin, খোশমেজাজে; neat as a pin, অত্যন্ত ছিমছাম। pins and needles দেহের রক্ত চলাচল সাময়িকভাবে স্থগিত থাকার পর পুনরায় সঞ্চালন আরম্ভ হলে যে অনুভূতির সৃষ্টি হয়। (২) অনুরূপ কোনো বস্তু, যার এক প্রান্ত অলংকারের ন্যায় এবং যা বিশেষ কারণে ব্যবহৃত হয়, যেমন tie-pin; hair-pin; safety-pin. (৩) কাঠ বা ধাতুর অনুরূপ বস্তু যা বিবিধ কারণে ব্যবহৃত হয়, যেমন drawing pin; rolling pin; ছোট যে ধরনের পেরেকের মতো বস্তুতে কোনো বাদ্যযন্ত্রের তার টেনে বেঁধে রাখা হয়। pin-ball (noun) ছোট বল, যা বৈদ্যুতিক প্রক্রিয়ায় চালনা করতে হয় অথবা এই বল দিয়ে চালু টেবিলের উপর অনুরূপভাবে খেলা। pin-table (noun) পিনবল খেলায় যে টেবিল ব্যবহৃত হয়। (৪) (যৌগশব্দে) pin-cushion (noun) যে পাত্রে পিন রাখা হয়; যে কোমল প্যাডে পিন গুঁজে রাখা হয়। pin-head (noun) (কথ্য) খুবই নির্বোধ ব্যক্তি। pin-money (noun) [Uncountable noun] কোনো মহিলাকে প্রদত্ত ভাতা অথবা মহিলা দ্বারা অর্জিত যে টাকা পোশাক বা ব্যক্তিগত টুকিটাকি কেনায় ব্যয় করা হয়। pin-point (noun) কোনো ছোট/ক্ষুদ্র বিষয়; (attributive(ly)) (লক্ষ্যবস্তু) বোমা বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য নির্ভুল লক্ষ্য। □ (verb transitive) এমন নির্দিষ্ট লক্ষ্য খুঁজে বের করা; নির্ভুলভাবে কোনো বিষয়ের গুরুত্বের প্রতি মনোযোগ আকর্ষণ করা। pin-prick (noun) (লাক্ষণিক) বিরক্তি উৎপাদনে সক্ষম ছোটখাটো কাজ বা মন্তব্য। pin-stripe (adjective) (পোশাকে) বহু সরু লম্বাটে রেখাসহ। pin-tailed দীর্ঘ ও সরু লেজবিশিষ্ট।