P পৃষ্ঠা ৪৪
- English Word pitcher 1 Bengali definition [পিচা(র্)] (noun) তরল পদার্থ ধারণে হাতল ও ঢাকনিযুক্ত (সাধারণত) মাটির বড় পাত্র; বড় জগ; কুম্ভ; কলস।
- English Word pitcher 2 Bengali definition [পিচা(র্)] (noun) (বেসবল) বলনিক্ষেপকারী খেলোয়াড়।
- English Word piteous Bengali definition [পিটিআস্] (adjective) করুণ; অনুকম্পনীয়; শোচনীয়। pitchly (adverb) সকরুণভাবে।
- English Word pith Bengali definition [পিথ্] (noun) [Uncountable noun] (১) কোনো কোনো উদ্ভিদের (যেমন নলখাগড়ার) কাণ্ডমধ্যবর্তী নরম পদার্থবিশেষ; কমলালেবুর খোসার অভ্যন্তরভাগে বিদ্যমান অনুরূপ পদার্থ; শাঁস। pithat/helmet উদ্ভিদের শুষ্ক শাঁস দিয়ে তৈরি সূর্যতাপনিবারক টুপি/শিরস্ত্রাণ। (২) (লাক্ষণিক) সার; সারাংশ; অন্তঃসার: the pith of his argument/speech etc. (৩) তেজ; বীর্য; বল। pithy (adjective) (pithier, pithiest) (১) শাঁসালো; শাঁসসংক্রান্ত; শাঁসের। (২) তেজস্বী; ওজস্বী; বীর্যবান; বলিষ্ঠ; সারবান; সারগর্ভ; প্রবল; অমোঘ: pithy sayings. pithily [পিথিলি] (adverb) শাঁসালো রকম; বলিষ্ঠভাবে; সারবানরূপে।
- English Word pitiable Bengali definition [পিটিআব্ল্] (adjective) অনুকল্পনীয়; শোচনীয়; করুণাযোগ্য; করুণ: a pitiable attempt. pitiably [পিটিআব্লি] (adverb) করুণভাবে; অনুকম্পনীয়ভাবে।
- English Word pitiful Bengali definition [পিটিফ্ল্] (adjective) (১) সকরুণ; দয়ার্দ্র; সদয়; দয়ার্দ্রচিত্ত; সানুকম্প; করুণাময়। (২) করুণ; অনুকম্পাজনক; a pitiful sight. (৩) অবজ্ঞাজনক; করুণাযোগ্য; করুণা-উদ্রেককর। pitifully [পিটিফালি] (adverb) সকরুণভাবে; করুণভাবে।
- English Word pitiless Bengali definition [পিটিলিস্] (adjective) নির্মম; নিষ্করুণ; নির্দয়। pitilessly (adverb) নির্মমভাবে ইত্যাদি।
- English Word piton Bengali definition [পীটন্] (noun) (পর্বত আরোহণকালে) পর্বতগাত্রে ঢোকানোর জন্য দড়ি লাগানোর ছিদ্রযুক্ত ধাতুনির্মিত বড় গজালবিশেষ; লৌহকীলক।
- English Word pittance Bengali definition [পীটন্স্] (noun) (কাজের জন্য) অত্যল্প; অপর্যাপ্ত পারিশ্রমিক; সামান্য অর্থ; ভিক্ষামুষ্টি: work for a mere pittance.
- English Word pitter-patter Bengali definition [পিটা প্যাটা(র্)] (noun) (বৃষ্টি) টুপটাপ/টপটপ; (পায়ের) খটখট: the pitter-patter of rain on the roof.
- English Word pituitary Bengali definition [পিট্যুইটারি America(n) পিটূআটেরি] (adjective) pituitary gland মস্তিষ্কের নিম্নভাগে অবস্থিত অন্তঃস্রাবী গ্রন্থিবিশেয; এ থেকে নিঃসৃত হরমোন শারীরিক বৃদ্ধিকে প্রভাবিত করে; পিটুইটারি গ্রন্থি। □ (noun) পিটুইটারি (গ্রন্থি)।
- English Word pity Bengali definition [পিটি] (noun) (plural pities) (১) করুণা; অনুকম্পা; দয়া; মায়া; দরদ; কৃপা: be filled with/feel pity for somebody. have/take pity on somebody কাউকে দয়া/করুণা করা। for pity’s sake (অনুনয় হিসেবে ব্যবহৃত) দয়া করে: For pity’s sake rescue this poor girl from her master’s cruelty. out of pity দয়াপরবশ হয়ে; করুণা করে: give something out of pity. (২) (indefinite article- সহ, তবে নিম্নোক্ত ক্ষেত্র ছাড়া অন্যত্র বহুবচনে ব্যবহৃত হয় না) দুঃখের/দুর্ভাগ্যের/পরিতাপের বিষয়: It’s a pity (that) she can’t sing. The pity is that....It’s a thousands pities that...অত্যন্ত পরিতাপের বিষয়...। □ (verb transitive) (past tense, past participle pitied) (কারো জন্য) সত্যিকার দয়া/করুণা/অনুকম্পাবোধ করা; অবজ্ঞা/করুণা (বোধ) হওয়া: I really pity the unfortunate child. I pity your ignorance. pitying (adjective) অনুকম্পী; করুণাসূচক; করুণার্দ্র। pityingly (adverb) করুণা করে; করুণার্দ্রভাবে।
- English Word pivot Bengali definition [পিভাট্] (noun) (১) যে পিন বা বিন্দুকে কেন্দ্র করে কোনো কিছু ঘোরে; আবর্তনকীলক। (২) যার উপর যুক্তি বা আলোচনা নির্ভর করে; কেন্দ্রবিন্দু। (৩) (সামরিক) যে ব্যক্তি বা একককে কেন্দ্র করে একটি সেনাদল ডানেবাঁয়ে দিক পরিবর্তন করে। □(verb transitive), (verb intransitive) (১) pivot on কেন্দ্র করে ঘোরা বা আবর্তিত হওয়া। (২) আবর্তনকীলকের উপর স্থাপন করা; আবর্তনকীলক লাগানো। pivotal [পিভাট্ল্] (adjective) আবর্তন কীলকসংক্রান্ত বা সদৃশ; (লাক্ষণিক) কেন্দ্রীয়; নিরতিশয় গুরুত্বপূর্ণ।
- English Word pixie cut Bengali definition [পিকজি কাট্] (noun) চুলের যে ছাঁট ঘাড় পর্যন্ত চুল রেখে সামনের দিকে কপাল ঢেকে রাখে এবং কানের দুই পাশ দিয়েও থাকে ছন্দময় কাট। ঢিনএজারদের কাছে পিক্সি কাট বেশ জনপ্রিয়: Bushra has a blond, bright pixie cut.
- English Word pixy, pixie Bengali definition [পিকসি] (noun) (plural pixies) খুদে পরী।
- English Word pizza Bengali definition [পীট্সা] (noun) (ইতালীয়) মাখা ময়দার স্তরের উপর টমেটো, পনির ইত্যাদি বসিয়ে তাপে তৈরি খাবারবিশেষ; পিৎসা।
- English Word pizzicato Bengali definition [পিট্সিকা:টোউ] (adjective), (adverb) (ইতালীয়) (সংগীত) (বেহালা ইত্যাদির ছড় ব্যবহার না-করে) তারে মৃদু আঘাত দিয়ে (বাজানো); তারটানা; তার টেনে।
- English Word placard Bengali definition [প্ল্যাকা:ড্] (noun) প্রকাশ্যে প্রদর্শনের জন্য লিখিত বা মুদ্রিত বিজ্ঞাপন; প্রাচীরপত্র; ঘোষণাপত্র; পোস্টার। □ (verb transitive) প্রাচীরপত্র লাগানো; প্রাচীরপত্রের মাধ্যমে ঘোষণা করা।
- English Word placate Bengali definition [প্লাকেইট্ America(n) প্লেইকেইট্] (verb transitive) শান্ত/আশ্বস্ত করা।
- English Word place 1 Bengali definition [প্লেইস্] (noun) (১) স্থান; জায়গা: How can you be in two places at the same time? (২) গ্রাম, শহর, নগর ইত্যাদি; স্থান: visit places and see thing,s পর্যটন করা। go places (কথ্য) উত্তরোত্তর সাফল্য পাওয়া। place-name (noun) শহর, গ্রাম, পাহাড়, হ্রদ ইত্যাদির নাম; স্থানিক নাম: an expert on the origin of place names. (৩) কোনো নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহৃত জমি বা ভবন; স্থান; আলয়; স্থল: a place of worship, উপাসনালয়; a place of amusement, বিনোদনশালা (রঙ্গালয়, সিনেমা, নৃত্যশালা ইত্যাদি); a market-place, বাজার; a place of business, ব্যবসাস্থল। (৪) কোনো কিছুর পৃষ্ঠদেশে বিশেষ স্থান: a sore place on my left arm. (৫) বই ইত্যাদির অংশ/অনুচ্ছেদ; জায়গা; স্থল: to use book-mark to keep one’s place. ৬ (সমাজ, সংগঠন ইত্যাদিতে) স্থান; অবস্থান: keep/know one’s place. (৭) (দৌড় প্রতিযোগীদের মধ্যে) স্থান: first/second place; to back the favourite for a place, সম্ভাব্য প্রথম তিনটির মধ্যে একটির উপর বাজি ধরা। place-bet (noun) স্থানভিত্তিক বাজি। (৮) (গণিত) দশমিক বা অন্য অঙ্কপাতনে একটি শ্রেণির অন্তর্গত কোনো সংখ্যার মূল্যনির্দেশক অবস্থান; ঘর: calculated to five place of decimals/to five decimal places. যেমন ৬. (৫৭১৩২)। (৯) যুক্তিতর্কের একটি মাত্র পর্যায় বা ক্রম। in the first/second, etc place প্রথমত, দ্বিতীয়ত ইত্যাদি। (১০) যথাস্থান; স্বস্থান; নির্দিষ্ট/নির্ধারিত স্থান/আসন: I’ll go back to my place. Let us have a place for everything and everything in its place. You’ll always have a place around our table, আপনি সব সময়েই স্বাগতম। in place (ক) যথাস্থানে: Is everything in place? (খ) (লাক্ষণিক) যথোচিত; উপযুক্ত: The comment is not quite in place. out of place (ক) অস্থানে। (খ) অনুচিত; অনুপযুক্ত: His suggestion was rather out of place. in place of স্থলে: in place of a parent, পিতৃস্থানে। give place মেনে নেওয়া; নতি স্বীকার করা। give place to স্থান ছেড়ে দেওয়া। make place for (ক) জায়গা করে দেওয়া (এ অর্থে make room- ই অধিক প্রচলিত) (খ) অগ্রাধিকারের দাবি (কাউকে) ছেড়ে দেওয়া। (গ) নিরাকৃত/অপসারিত হওয়া। put somebody in his (proper) place; put oneself in somebody’s/somebody else’s place, দ্রষ্টব্যput 1 (২)। take the place of স্থান দখল করা; প্রতিকল্প হওয়া; Can he take your place? take place ঘটা; অনুষ্ঠিত হওয়া: The demonstration will take place tomorrow. pride of place গৌরবের স্থান। ১১ পদ; নিয়োগ; পদবি; পদাধিকারীর দায়িত্ব বা কর্তব্য: It’s his place to see that the projects are completed in time. placeman, place-seeker (noun(s)) যে ব্যক্তি লোভনীয় পদ (যেমন সরকারি) অন্বেষণ করে; পদবিশিকারি। (১২) বাড়ি; বাসভবন; বাসস্থান; নিলয়; গৃহ: He’s a nice little place in the suburbs. (১৩) (সংজ্ঞাবাচক নামের অংশরূপে) street, square ইত্যাদির বিকল্প; বীথিকা: Governor place. (১৪) place-kick (noun) (রাগবিতে) পদাঘাত করার উদ্দেশ্যেই বল আগে মাটিতে বসিয়ে মারা লাথি; বসা লাথি।