P পৃষ্ঠা ২
- English Word paddy 1 Bengali definition [প্যাডি] (noun) [Uncountable noun] ধানগাছ; ধান। paddy-field (noun) ধানক্ষেত।
- English Word paddy 2 Bengali definition [প্যাডি] (noun) (কথ্য) বিষম রাগ; He is in one of his paddies, আবার তার রাগ হয়েছে।
- English Word Paddy 3 Bengali definition [প্যাডি] (noun) আইরিশ পুরুষ বা ভদ্রলোককে কৌতুকচ্ছলে যে নামে ডাকা হয়। Paddy-wagon (noun) (America(n) অপশব্দ) সন্দেহভাজন ব্যক্তিদের যে ভ্যানগাড়িতে করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
- English Word padlock Bengali definition [প্যাড্লক্] (noun) তালা। □ (verb transitive) তালা লাগানো: the gate was padlocked.
- English Word padre Bengali definition [পা:ড্রেই] (noun) (সেনা ও নৌবাহিনীর কথ্য) ধর্মযাজক; পুরোহিত; পাদরি; (British/Britain) যাজক; পুরোহিত।
- English Word paean, pean Bengali definition [পীআন্] (noun) বন্দনাগান; বিজয়সংগীত।
- English Word paederasty Bengali definition [পেডার্যাস্টি] (noun) =pederasty.
- English Word paediatrics Bengali definition [পীডিঅ্যাট্রিক্স্] (noun)=pediatrics.
- English Word pagan Bengali definition [পেইগান্] (noun), (adjective) বিশ্বের প্রধান ধর্মগুলোর কোনোটিতেই বিশ্বাসী নয় এমন (ব্যক্তি); পৌত্তলিক। paganism [পেইগান্ইজাম্] (noun) পেগান ধর্ম বা ধর্মাচরণ; পৌত্তলিকতা।
- English Word page 1 Bengali definition [পেইজ্] (noun) বইপুস্তকের পাতা; পৃষ্ঠা। □ (verb transitive) (বই-পুস্তকাদির) পৃষ্ঠায় নম্বর দেওয়া।
- English Word page 2 Bengali definition [পেইজ্] (noun) (১) (অপিচ pageboy) হোটেল, ক্লাব ইত্যাদির উর্দিপরা বালকভৃত্য। (২) (মধ্যযুগে) ‘নাইট’ বা বীরব্রতীর গৃহে বাস করে ‘নাইটহুড’ বা বীরব্রতের জন্য প্রশিক্ষণরত যুবা। □(verb transitive) বালকভৃত্যের কাজ করা; বারবার নাম ধরে ডেকে হাজির হতে বলা; বালকভৃত্যের সাহায্যে নাম ধরে ডাকা।
- English Word pageant Bengali definition [প্যাজান্ট্] (noun) (১) মুক্তাঙ্গন বিনোদন যাতে ঐতিহাসিক ঘটনাবলি সেকালের পোশাক পরে অভিনয় করে দেখানো হয়। (২) (অভিষেকের মতো) বর্ণাঢ্য শোভাযাত্রাপূর্ণ গণউৎসব। pageantry [প্যাজান্ট্রি] (noun) [Uncountable noun] জমকালো প্রদর্শনী।
- English Word pagination Bengali definition [প্যাজিনেইশ্ন্] (noun) [Uncountable noun] বইয়ের পাতায় নম্বর দান; এ কাজে ব্যবহৃত সংখ্যা বা প্রতীক।
- English Word pagoda Bengali definition [পাগোউডা] (noun) বৌদ্ধমন্দির; প্যাগোডা।
- English Word paid Bengali definition [পেইড্] দ্রষ্টব্য pay 2
- English Word pail Bengali definition [পেইল্] (noun) বালতি: a pail of water. pailful [পেইলফুল্] (noun) এক বালতিতে যতটুকু ধরে ততটুকু।
- English Word paillasse, pailliasse Bengali definition [প্যালিঅ্যাস America(n) প্যালিঅ্যাস্] (noun(s)) খড়ের গদি।
- English Word pain Bengali definition [পেইন্] (noun) (১) [Uncountable noun] দেহের বা মনের বেদনা; যন্ত্রণা: He was in great pain. She cried with pain. pain-killer (noun) ব্যথানাশক ওষুধ। (২) [Countable noun] দেহের কোনো নির্দিষ্ট স্থানে অনুভূত ব্যথা: He complained of a pain in the knee. a pain in the neck (অপশব্দ) বিরক্তিকর লোক। (৩) [Uncountable noun, Countable noun] (প্রাচীন প্রয়োগ) শাস্তি; দণ্ড: (legal phrase) pains and penalties. on/under pain of death মৃত্যুদণ্ডের মুখে। □(verb transitive) ব্যথা দেওয়া: It pained me to see all his efforts wasted. My knee is still paining me. pained (adjective) ব্যথিত; যন্ত্রণাক্ত: He had a pained look. painful [পেইনফ্ল্] (adjective) বেদনাদায়ক; যন্ত্রণাদায়ক: It’s painful to watch people suffer for no fault of their own. pain-fully [পেইনফালি] (adverb) =painful. painless (adjective) যন্ত্রণাহীন; বিনাকষ্ট। painlessly (adverb) =painless.
- English Word pains Bengali definition [পেইন্জ্] (noun) (plural) ভোগান্তি; পরিশ্রম: A part on the shoulder was all he got for his pains. be at pains to do something কোনো কিছু করতে আপ্রাণ চেষ্টা করা। spare no pains সম্ভাব্য সব কিছু করা। take (great) pains (over something/to do something) কোনো কিছুর জন্য/কোনোকিছু করার জন্য প্রচুর ভোগান্তি সহ্য করা অর্থাৎ যারপরনাই চেষ্টা করা: I took great pains to keep him in good humour? painstaking (adjective) যত্নশীল; পরিশ্রমী; কষ্টসহিষ্ণু।
- English Word paint Bengali definition [পেইন্ট্] (noun) (১) [Uncountable noun] কোনো কিছুর উপরিভাগ রং করার জন্য ব্যবহৃত রঞ্জক পদার্থ; রং। (২) [Uncountable noun] মুখে ব্যবহৃত রং। (৩) (plural) বিভিন্ন রংভরা টিউব অথবা বিভিন্ন রঙের দণ্ড বা টুকরার সমাহার। paint-box (noun) চিত্রাঙ্কনে ব্যবহৃত রঙের বাক্স; পেইন্টবক্স। paint-brush (noun) চিত্রাঙ্কনের রঙের তুলি; রং করার বুরুশ। □ (verb transitive), (verb intransitive) (১) রঙের প্রলেপ দেওয়া; রং করা: paint a window. paint the town red (কথ্য) কোনো কিছু উদযাপনকালে রাস্তায় নেমে আনন্দউল্লাসে মেতে ওঠা। (২) রং ব্যবহার করে চিত্রাঙ্কন করা: paint a landscape. paint something in চিত্রে যোগ করা: paint in the foreground. paint something out রং ব্যবহার করে ঢেকে দেওয়া বা আড়াল করা। (৩) (লাক্ষণিক) কথায় রঙিন ছবির মতো ফুটিয়ে তোলা; সচিত্র বর্ণনা দেওয়া। not so black as one is painted যতটা বলা হয়।