P পৃষ্ঠা ৩
- English Word painter 1 Bengali definition [পেইন্টা(র্)] (noun) (১) চিত্রশিল্পী; চিত্রকর; শিল্পী। (২) যে ব্যক্তি পেশাগতভাবে দালানকোঠা, আসবাবপত্র ইত্যাদি রং করে; রঙের মিস্ত্রি।
- English Word painter 2 Bengali definition [পেইন্টা(র্)] (noun) নৌকা বাঁধার দড়ি। cut the painter (ক) (নৌকা ইত্যাদি) খুলে দেওয়া বা ভাসিয়ে দেওয়া। (খ) (লাক্ষণিক) বিচ্ছিন্ন করা; স্বাধীন বা স্বনির্ভর হওয়া।
- English Word painting Bengali definition [পেইন্টিঙ্] (noun) [Uncountable noun] (১) রঙের ব্যবহার; চিত্রশিল্প। (২) [Countable noun] চিত্রকর্ম; চিত্র।
- English Word pair Bengali definition [পেআ(র্)] (noun) (১) জোড়া: a pair of shoes. (২) যে একক বস্তুর দুটি অংশ সর্বদা সংযুক্ত থাকে: a pair of trousers; a pair of scissors. (৩) (বিয়ে বা বাগদানের মতো) অন্তরঙ্গসূত্রে মিলিত দুজন নারীপুরুষ; যুগল; দম্পতি: The happy pair, যেমন নবদম্পতি। in pairs জোড়ায় জোড়ায়। (৪) পরস্পর বিপরীত লিঙ্গের দুটি প্রাণী; সাজপরা দুটি ঘোড়া। (৫) (সংসদে) পরস্পরবিরোধী রাজনৈতিক দলভুক্ত দুজন সংসদ সদস্য- ভোটগণনার জন্য দুভাগে বিভক্ত হওয়ার সময় যারা দুজন পারস্পরিক সম্মতিক্রমে অনুপস্থিত থাকে, অর্থাৎ বিভাজনে অংশ নেয় না: The member for Mirsarai could not find a pair. □ (verb transitive), (verb intransitive) জোড়া হওয়া; জুটি বাঁধা; (প্রাণী) যৌনসঙ্গমে মিলিত হওয়া। pair off জোড়ায় জোড়ায় সাজানো; জোড়ায় জোড়ায় যাওয়া; (সংসদে) জুটি হওয়া।
- English Word paisa Bengali definition [পয়সা] (noun) (plural paise) (অপিচ pice [পাইস্]) (plural অপরিবর্তিত) (১) বাংলাদেশ, ভারত, পাকিস্তানে প্রচলিত মুদ্রার একক; টাকা বা রুপির ১০০ ভাগের এক ভাগ; পয়সা।
- English Word paisley Bengali definition [পেইজ্লি] (noun) [Uncountable noun] (নরম পশমিবস্ত্র বা পোশাকসংক্রান্ত) উজ্জ্বল রঙের আঁকাবাঁকা নকশা-কাটা: a pair shawl.
- English Word pajamas Bengali definition [পাজা:মাজ্] (noun) (plural) দ্রষ্টব্য pyjamas.
- English Word pal Bengali definition [প্যাল্] (noun) (কথ্য) সাথি; অংশীদার; বন্ধু। □ (verb intransitive) pal up (with somebody) (কারো সঙ্গে) বন্ধুত্ব করা। pally [প্যালি] (adjective) (কথ্য) বন্ধুসুলভ; বন্ধুত্বপূর্ণ।
- English Word palace Bengali definition [প্যালিস্] (noun) (১) রাজা বা রানি বা সম্রাট, আর্চবিশপ বা বিশপের সরকারি বাসভবন; রাজপ্রাসাদ; প্রাসাদোপম অট্টালিকা বা ভবন। (২) প্রাসাদের অন্তর্গত বা প্রাসাদসংশ্লিষ্ট গণ্যমান্য প্রভাবশালী ব্যক্তিবর্গ। palace revolution উচ্চপদস্থ সহকর্মী বা ঘনিষ্ঠ পার্শ্বচরদের দ্বারা প্রেসিডেন্ট বা তদ্রূপ সর্বময় ক্ষমতার অধিকারী কোনো ব্যক্তিকে ক্ষমতা থেকে অপসারণ; প্রাসাদবিপ্লব বা প্রাসাদষড়যন্ত্র।
- English Word palaeo- Bengali definition [প্যালিওউ America(n) পেইলিওউ] (prefix) (যৌগশব্দে)= paleo-.
- English Word palas Bengali definition [প্যালাস] (noun) পলাশ গাছ; পলাশ ফুল।
- English Word palatable Bengali definition [প্যালাটাব্ল্] (adjective) রুচিকর; স্বাদু।
- English Word palatal Bengali definition [প্যালাট্ল্] (noun), (adjective) জিব দ্বারা তালু স্পর্শ করে উচ্চারিত (ধ্বনি); তালব্য (ধ্বনি) (যথা জ, ঝ, শ); তালুসংক্রান্ত।
- English Word palate Bengali definition [প্যালাট্] (noun) (১) তালু। cleft palate, দ্রষ্টব্যcleave 1 (৩). (২) স্বাদবোধ; রুচিবোধ: He has a good palate for Chinese food.
- English Word palatial Bengali definition [পালেইশ্ল্] (adjective) প্রাসাদের মতো; প্রাসাদোপম; চমৎকার; জমকালো: a palatial building.
- English Word palatinate Bengali definition [পাল্যাটিনাট America(n) পাল্যাটানাট্] (noun) কতিপয় রাজকীয় অধিকারসম্পন্ন আর্ল বা কাউন্টশাসিত এলাকা; সামন্তরাজ শাসিত এলাকা।
- English Word palavar Bengali definition [পালা:ভা(র্) America(n) পাল্যাভ(র্)] (noun) [Countable noun] (ইতিহাস) বিশেষত বাণিজ্য ও দেশ-আবিষ্কারে নিয়োজিত ব্যক্তিবর্গ ও দেশের সাধারণ মানুষের মধ্যে আয়োজিত আলোচনা সভা; [Uncountable noun] বকবকানি; [Uncountable noun, Countable noun] ঝামেলা। □ (verb intransitive) বকবক করা।
- English Word pale 1 Bengali definition [পেইল্] (adjective) (১) (মুখমণ্ডল) মলিন; বিবর্ণ; ফ্যাকাসে: She looked pale. pale-face (noun) উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ানরা সাদা চামড়ার ইউরোপীয়দের জন্য এই নাম ব্যবহার করত বলে ধারণা করা হয়। (২) (রং) অনুজ্জ্বল; ক্ষীণ; আবছা: pale blue. □ (verb intransitive) ক্ষীণ হওয়া; বিবর্ণ বা ফ্যাকাসে হওয়া। pale before/by the side of (লাক্ষণিক) কারো পাশে (তুলনায়) নিষ্প্রভ হওয়া বা দুর্বল দেখানো। palely [পেইল্লি] (adverb) paleness (noun)
- English Word pale 2 Bengali definition [পেইল্] (noun) বেড়ার খুঁটি; গোঁজ। দ্রষ্টব্যpaling.
- English Word pale 3 Bengali definition [পেইল্] (noun) (ইতিহাস) (আয়ারল্যান্ডের রাজধানী) ডাবলিনের চারদিকের ইংরেজনিয়ন্ত্রিত এলাকা। (বর্তমানে এই শব্দের ব্যবহার শুধু) beyond/outside the pale সমাজের বাইরে, অর্থাৎ সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়; অযৌক্তিক: His mannerism put him outside the pale.