• Bengali Word salt English definition [সাল্‌ট্‌] (noun) ১ [uncountable noun] (প্রায়ই common salt) লবণ।
    not/hardly worth one’s salt প্রাপ্ত বেতনের যোগ্য নয়। take (a statement, etc) with a grain/pinch of salt পুরাপুরি সত্য কি না সে বিষয়ে কিছুটা সংশয় বোধ করা। the salt of the earth শ্রেষ্ঠ/কৃতী/বরেণ্য নাগরিকগণ; দেশের বা সমাজের রত্ন। (২) (রসায়ন) কোনো ধাতু ও অম্লের রাসায়নিক যৌগ; লবণ। (৩) a salt; an old salt ঝানু নাবিক। (৪) (plural) কোষ্ঠশুদ্ধিতে ব্যবহৃত ওষুধ; a dose of (Epsom) salts. like the dose of salts (অপশব্দ) অতি দ্রুত; চোখের নিমেষে। অপিচ দ্রষ্টব্য smell 2 (৪) ভুক্তিতে smeling-salts. (৫) (লাক্ষণিক) এমন কিছু যা উৎসাহ-উদ্দীপনা বা স্বাদগন্ধ যুক্ত করে: Humour is the salt of life. (৬) (যৌগশব্দ) salt-cellar (noun) নিমকদান। salt-lick (noun) যে স্থানে পশুরা লবণাক্ত মাটি চাটতে আসে। salt-pan (noun) সাগরের কাছাকাছি (স্বাভাবিক বা কৃত্রিম) অবতল স্থান, যেখানে সমুদ্রের পানি বাষ্পীভূত করে লবণ সংগ্রহ করা হয়; লবণের কুয়া। salt-shaker (noun) (America(n)) খাওয়ার সময়ে লবণ ব্যবহার করার জন্য (উপরে ছিদ্রযুক্ত) ক্ষুদ্র পাত্র। salt-water (adjective) লবণ-পানির; সামুদ্রিক। salt-works (noun) (singular বা plural) লবণের কারখানা। □ (verb transitive) (খাবারে) লবণ দেওয়া। salt something (down) লবণ দিয়ে (খাদ্য) সংরক্ষণ করা; নোনা করা। salt something away (কথ্য) ভবিষ্যতের জন্য অর্থ জমানো। □ (adjective) (১) লবণাক্ত; নোনা: salt beef. (২) (ভূমি) লবণাক্ত: salt marshes. salty adjective (saltier, saltiest) নোনতা; লোনা; লবণাক্ত। saltiness (noun) লবণাক্ততা।